আমার কি কম্পিউটার সাইন্স পড়া উচিত? আমি কি পারব? আমি কি কম্পিউটার সাইন্স পড়ে ভালো ক্যারিয়ার গড়তে পারব? এরকম প্রশ্ন অনেকে করছেন।
আসলে এই প্রশ্নের উত্তর আপনাকেই নিতে হবে।
আপনি যদি মন থেকে এই বিষয়ে এক্সপার্ট হতে চান, ঘণ্টার পর ঘণ্টা সময় দিতে আগ্রহী থাকেন, তাহলে আপনি কম্পিউটার সাইন্স বা IT পড়তে পারেন। আমি মনে করি।
কম্পিউটার সাইন্সের অতীত টা ছিল শুধু মাইক্রোসফট অফিস জানা। অর্থাৎ শুধু টাইপ করতে জানলেই তার ভীষণ চাহিদা ছিল এই সেক্টরে। আর যারা নেট ব্যবহার করতে পারতো, উইন্ডোজ সেট-আপ দিতে পারতো, তারা ছিল একটু অ্যাডভান্স লেভেলের।
আর এখন কম্পিউটার সাইন্সের কি অবস্থা বা ভবিষ্যৎ টা বা কেমন হবে?
আসুন জানি,
কম্পিউটার সাইন্স সম্পূর্ণ প্রাকটিকালভাবে জানার একটা বিষয়, সেহেতু নিজেকে দক্ষ করুন নিজের চেষ্টায়; কারণ একডেমিকভাবে প্রাকটিকাল নলেজ কম পাবেন।
একাডেমিকভাবে শিক্ষকরা শুধু লেকচার দিয়েই যাবে——- আর শুধু বলবে “তোমরা বুঝেছ, বুঝতে পারছ” ক্লাসে সবাই না বুঝেও বলে বুঝতে পারছি স্যার।
আর প্র্যাকটিক্যাল ক্লাসের খবর বলি—-স্যারদের কথা:—- আজকে এইটুকুই — বাকি টা Next Class a আমরা করবো, তোমরা বাসায় try করে আইসো, Next Class a আসার পর বলে তোমরা বাসায় try করেছিলে ….এখন এই ভাবে এইভাবে করবে— না বুঝলেও সবাই বলে ঠিক আছে স্যার— ,,,
আর আমাদের মত Student দের কথা বলি আমার প্রথম প্রথম তো ঠিক মত প্র্যাকটিক্যাল করি না— পরে যখন প্র্যাকটিক্যাল করার সময় হয় তখন কিছুই বুঝি না………..।
আসল কথা হলো যত বেশি
তত বেশি সাফল্য পাওয়া যাবে এই সেক্টরে। হোক সেটা গ্রুপ প্র্যাকটিক্যাল অথবা একা একা ………….!! (কম্পিউটার সাইন্স নিয়ে আমার পূর্বের পোস্টের কমেন্ট তুলে ধরলাম এটা, একজন বাস্তব সি,এস,ই স্টুডেন্ট এর কথা)।
কম্পিউটার সাইন্স যারা পড়তে চান তারা আরও বিস্তারিত জানতে এই লেখাটি পড়ে আসতে পারেন।
লেখাটা পূর্বে আমার টেকটিউনসে প্রকাশিত সংক্ষেপে।
নতুন যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, তাদের বলবো অবশ্যই এই পোস্ট টা পড়ে নিবেন।
এরকম টিপস সব সময় নিতে ফেসবুক এই পেজে লাইক দিয়ে আপডেট থাকুন। 🙂 আমার ব্লগে স্বাগতম।
কপিরাইটঃ টেকটিউনস এবং আইটিসরদার ডট কম।
আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...
পছন্দ হলে “নির্বাচিতটিউন মনোনয়ন” এর মাধ্যমে ভোট দিতে পারেন। 🙂