হ্যালো গাইজ, অন্য রকম টিউন নিয়ে আমি এগেইন ব্যাক। আজকের বিষয় টা মনে হয় একটু বেশী ই অন্যরকম, না ?
জী হ্যা, বন্দুক বা পিস্তল নিয়েই আজকের টিউন।
বন্দুকের নাম শূনেই তো হলিউড মুভির কথা মনে পরে। ঠ্যা ঠ্যা ঠ্যা, অবশ্য বাংলা সিনেমার ঢিস্যুয়াইক মনে পড়লেও আমার দোষ নাই। কাজের কথায় আসা যাক।
গান প্রধানত দুরকম। হ্যান্ড গান আর রাইফেল ধরনের বড় গুলো। সেগুলো নিয়ে পড়ে লেখা যাবে, আগে দেখা যাক বাংলাদেশে ঠিক কি কি ধরনের বন্দুক ব্যাবহার করা হয় বা পাওয়া যায়।
আমি অবশ্যই পাখি মারা এয়ারগানের কথা লিখতে বসি নাই, সত্যিকারের কিছু।
নিচের ছবি দেখেন, দেখতে হাস্যকর হইলেও সত্য যে এটা দিয়ে গুলি ছোরা যায়, এটা একটা পিস্তল।
যাক, এগুলো অফিশিয়াল আর্মস না, আপনি বাংলাদেশে বসে প্রধানত ৪ ধরনের বন্দুক ই কিনতে পারবেন।
১। হ্যান্ড গান, ছোট ।
২। রিভলবার
৩। শটগান
৪। রাইফেল
হ্যান্ডগানের মধ্য আছে ওয়ালথার কম্পানীর বাইরেও কিছু কম্পানীর তৈরী করা ছোট বন্দুক। কিন্তু শর্ত হইলো আপনি ৯ মিলিমিটার বুলেট ব্যাবহার করতে পারবেন না।
ওয়ালথার কম্পানীর নাম বললাম কারন আমাদের মাসুদ রানা , বা জেমস বন্ড এই পিস্তল ই ব্যাবহার করে। ওয়ালথার কম্পানীর তৈরী করা পি পি কে বা পিপি এইট।
মজার বা সুখের কথা হলো এটা বাংলাদেশে কিনতে পাওয়া যায়। আমার কিন্তু দেখে পছন্দ হয় নাই। কাজে এগুলার দাম। আবার সেই সমস্যা, আপনি ৯ মিলিমিটার বুলেট ব্যাবহার করতে পারবেন না। আপনাকে ৬.৭৫ বা ৭.৬৫ মিলিমিটার বুলেট ব্যাবহার করতে হবে। (কেমনে , কেনো জানি না)
রিভলবার এর মধ্য Colt,Webley & Scott, Smith & Wesson এই দামী ব্র্যান্ডগুলোর আর্মস ও পাবেন। চিন্তা নাই।
শটগান তো চেনেন, পাইবেন, নো চিন্তা, আর পাখি মারতে রাইফেল চাইলে তাও পাবেন।
এবার আসেন আসল কাহিনীতে।
নিয়মঃ
১। আপনাকে অবশ্যি লাইসেন্স করাতে হবে ডেপুটি কমিশনার বা স্বরাষ্ট্র মন্ত্রানালয় থেকে। কেনার জন্য এন্ড ব্যাবহার ! করার জন্য। ( স্যার আমি একজন রে উরায়া দিতে চাই, প্লিজ গিভ মি এ লাইসেন্স)
২। আপনার বয়স ২৫ বছর থেকে উপরে হতে হবে সুধু শটগান কেনার জন্য। রাইফেল বা রিভল্বার এধরনের কিছু কিনতে চাইলে ৩০ বছরের উর্ধে হতে হবে।
৩। শটগান বা রাইফেল একসাথে রাখা যাবে না। যেকোন একটা, অবশ্য দুটোর সাথেই একটা করে রিভলবার বা হ্যাণ্ডগান কিনতে পারেন।
৪। আপনার কেনো দরকার সেটার গ্রহনযোগ্য কারন দর্শাতে হবে। বেশীরভাগ ক্ষেত্রে নিরাপত্তা এর ব্যাপারস্যাপার। শখ করে কেউ বন্দুক রাখতে পারেন না বাসায়।
৫। এটা আমি শিওর না, সম্ভবত যারা বছরে ২.৫ লাখ টাকা ট্যাক্স পরিশোধ করেন, তারাই এ ধরনের লিগাল লাইসেন্স পান আরকি।
(নিয়ম গুলো জানলাম শেষ ১৯৯৯ সালে আপডেট করা একটা ওয়েবসাইট থেকে, কিছু চেঞ্জ আসতে পারে এখন)
এবার একটা দেখেন।
দেখতে সাধারন হলেও এটা একটা স্মার্ট হ্যান্ড গান। আপনার হাত ছারা কারো হাতে কাজ ই করবে না 😛
প্রশ্নঃ
১। আমি কিনতে চাই, কই যামু ?
উত্তরঃ সাধারনত সব বড় শহরে একটা দুটা বন্দুকের দোকান থাকেই, আপনি লাইসেন্স আর টাকা নিয়ে গেলে ওদের বেচতে কোন আপত্তি থাকার কথা না।
বাট ভুলেও অন্য রাস্তায় যাইয়েন না, আপনি আগ্নেয়াস্র সহ ধরা পড়লে আপনি একজন প্রফেশনাল ক্রিমিনাল। !!!!!
২। অনলাইনে অর্ডার করি ? দিয়া যাবে না ? ক্লিকবিডী ডট কম ?
ঊত্তরঃ ঈঈ কি কন। না অনলাইনে বন্দুক কেউ বেচে না লিগাল ভাবে, বাংলাদেশে তো অসম্ভব একটা বেপার।
৩। আমার একটা আছে, পাইছি কোনভাবে, আপনারে কমু না, বেচতে চাই, বিক্রয় ডট কমে যামু ?
উত্তরঃ হায়রে কি কয় !নাহ, আপনি কোথাও, কোনভাবে, বিক্রেতার লাইসেন্স ছারা ঐটা বেচতে গেলে একজন অস্ত্র ব্যাবসায়ী, কয় বছরের জন্য শশুরবাড়ি ঢুকবেন জানা নাই।
এবার আসি আজকে এই টপিক মাথায় আশার পর কি কি দেখলাম অনলাইনে।
বাংলাদেশে ইলিগাল ভাবে বিক্রি হয়, প্রায় প্রতিটা বড় শহরেই, দাম একটু চরাই আরকি। আমেরিকান রা গান ব্রকার নামে বিক্রয় ডট কম টাইপ সাইট ই খুলে বসছে, যেখানে কেনা বেচা করা যায়। ওপেন ওয়েবে তেমন কোন তথ্য নাই, ডার্ক এ একটা মার্কেট প্লেসে এক ছেলের বিজ্ঞাপন দেখলাম, (যেহেতু আমার টর এ কোন হিস্টরী থাকে না, সো আমারে কেউ আরেক বার দেখাইতে কইলে বাইর করে দেখাইতে পারবো না, আর ওগূলার যে এড্রেস আর আমার প্রফেশনাল ওয়েতে বললে ঐ ছেলে বা মেয়েকে খুজে বের করা এখন পর্যন্ত অসম্ভব আমাদের টেকনলজি তে)
তার কাছে ৬ টা আছে, সে প্রতিটা ৮০ হাজার টাকা করে বিক্রি করবে। মাসে একবার করে সে চেক করে। ২০০৩ সালের পোস্ট।
অরিজিনাল দাম সম্পর্কে ধারনা পাইলাম ঐ আমেরিকান গান ব্রকার সাইটে। ফ্যাক্টরি মেড একটা ওয়ালথার পিপিকে আপনি পেতে পারেন ৪০০ ডলারের মধ্যেই। ওদের আইন কানুন সম্পর্কে আমি কিছুই জানি না।
টিউন শেষ।
আমি শিমুল শাহরিয়ার। Founder, WebSea Internet Solutions, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 90 টি টিউন ও 497 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ব্র্যান্ড কনসাল্টেন্ট, ফুলস্ট্যাক ডেভেলপার/ডিজাইনার। আমাকে পাওয়া যাবে @ https://ShimulShahriar.com
valo lagse vaia