ব্লগস্পট নিয়ে টেকটিউনসে অনেক টিউন আছে। যা মাক্সিমাম এখন কাজ করে না।
আমি নিজে দেখে খুব হতাশ হয়েছি। 🙁
এজন্য অনেকদিন ধরে চাচ্ছিলাম ব্লগস্পট নিয়ে একটা সংগ্রহশালা বানাবো। আজকে অনেকটা শেষ করছি।
প্রতিনিয়ত আমি এই লেখা আপডেট করবো। হয়ে উঠুন একজন সফল ব্লগার। 🙂
তাহলে যারা ব্লগ স্পট নিয়ে অ্যাডভান্স জানতে চান। তারা দেখে নিন এ টু জেড। কিছু মিস যাবে না আশা করি।
প্রথমে দেখুন কেন ব্লগিং করবেন-
১. যোগাযোগ দক্ষতা বাড়ানোর জন্য।
২. লেখার দক্ষতা বৃদ্ধির জন্য।
৩. অন্যকে উৎসাহিত করার জন্য।
৪. নিজের অভিজ্ঞতা শেয়ার করার জন্য।
৫. সর্বোপরি একুশের দশকে নিজেকে জানানোর জন্য।
৬. ব্লগিং থেকে ইনকাম করার জন্য।
সর্বশেষ আপডেটঃ ০১/১১/২০১৪ (প্রতিনিয়ত আপডেট হবে এই লেখা)।
কোনটাই যেন জানতে বাদ না পড়ে। ভিডিও টিউটোরিয়ালও থাকছে। 🙂
আপনি শুধু উপরের প্রথম ২টা নিয়ম অনুসারে সাইট টি সাজিয়ে নিন এবং ১ সপ্তাহ ধরে সেটা বিভিন্ন টেম্পলেট দিয়ে সুন্দর করুন। তারপর যদি আপনার মনে হয়, তখন নিচের অ্যাডভান্স লেভেল নিয়ে কাজ করুন। আশা করি ফল ভালো পাবেন।
তবে যারা ব্লগ দিয়ে ইনকাম করতে চান, তারা কখনই এই ফ্রি ব্লগ করবেন না। অবশ্যই পেইড ডোমেইন হোস্টিং চালাবেন।
কীভাবে ব্লগ থেকে ইনকাম করবেন দেখতে আমার অন্য পোস্ট গুলা পড়ুন।লেখাগুলা ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না। আমার ব্লগ 🙂
ফেসবুক পেজে লাইক দিয়ে প্রতিনিয়ত আপডেট থাকতে পারেন। ভবিষ্যৎ প্রয়োজনে প্রিয়তে রাখুন। শেয়ার করতে ভুলবেন না। 🙂
আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...
আই,টি সরদার@ধন্যবাদ শেয়ার করার জন্য।