আপনি জানেন কি সবথেকে ব্যায়বহুল সিনেমা কোনগুলো ছিলো ???

আমাদের জীবনে সিনেমা বা মুভি একটা অনেক বড় যায়গা নিয়ে ফেলছে। আমি পার্সোনালী এডিকটেড বলা যায়। একটা নতুন মুভি রিলিজ হইছে, সাথে সাথে মন কেমন কেমন লাগা শুরু করে, কখন দেখবো। যদিও আমি মুভির সিডি বা ডিভিডি কিনি না, (আমাদের নেট আছে ভাইয়া, ) যাক, আজকে মুভি নিয়েই টিউন করতে বসলাম, আপনি কি জানেন সবথেকে বেশী খরচ করে বানানো মুভি কোনগুলো ??

নাম্বার ১।

Pirates AWE Poster.jpg

শুরুতেই আছে পাইরেটস অফ দা ক্যারিবিয়ান সিরিজের "এট ওয়ার্লডস ইন্ড" Pirates of the Caribbean: At World's End । ২০০৭ সালে রিলিজ হবা মুভি টার টোটাল খরচ হয়েছিলো  ৩০০ মিলিওন ডলার। এক মিনিওন মানে ১০ লাখ, দ্যাট মিন্স ৩০০০০০০০০ ডলার। ( টাসকি খায়া গেলাম )  

নাম্বার ২।

A man with a frying pan, a girl with long blonde hair, and a white horse.

ডিজনি এর এই এনিমেশন মুভি টা আছে নাম্বার ২ তে। নাম ট্যাংলেড ( উচ্চারন ভুল হইতে পারে)  । Tangled  রিলিজ হইছিলো  ২০১০ এ। এর খরচ ছিলো ২৬০ মিলিওন ডলার।

নাম্বার ৩।

Spider-Man 3, International Poster.jpg

কভার দেখেই বুঝে ফেলছেন, স্পাইডার ম্যান ৩। লিস্টের ৩ নাম্বার তে থাকা মুভি টার মোট খরচ ২৫৮ মিলিওন খরচ করে বানানো মুভি টা রিলিজ হইছে ২০০৭ সালে।

নাম্বার ৪।

John carter poster.jpg

জন কার্টার মুভি টা লিস্টে ৪ নাম্বারে। ভাল্লাগসে ভায়া, মোট খরচ ২৫০ মিলিওন ডলার, রিলিজ ২০০৫ সালে।

৫ নাম্বার।

Harry Potter and the Half-Blood Prince poster.jpg

হ্যারি পটার, অপ্স আই লাভ হিম, হ্যারি পটার সিরিজের হাফ ব্লাড প্রিন্স লিস্টে ৫ নাম্বারে। ২০১২ সালে রিলিজ হবা মুভি টার মোট খরচ ২৪৯ মিলিওন ডলার।

আরো লাগবে ?

৬ নাম্বারে আছে আভাতার।

On the upper half of the poster are the faces of a man and a female blue alien with yellow eyes, with a giant planet and a moon in the background and the text at the top: "From the director of Terminator 2 and Titanic". Below is a dragon-like animal flying across a landscape with floating mountains at sunset; helicopter-like aircraft are seen in the distant background. The title "James Cameron's Avatar", film credits and the release date appear at the bottom

২০০৯ সালে রিলিজ করা মুভি টার মোট খরচ ২৩৭ মিলিওন ডলার।

আজকে এই পর্যন্ত, ভালো থাকেন, মুভি দেখেন,

পোস্ট সর্বপ্রথম ফাজলামি ডট কম এ প্রকাশিত। আমার টেকটিউন্স আপডেট পাবেন আমার ফেসবুক আইডিতে। ধন্যবাদ।

Level 2

আমি শিমুল শাহরিয়ার। Founder, WebSea Internet Solutions, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 90 টি টিউন ও 497 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ব্র্যান্ড কনসাল্টেন্ট, ফুলস্ট্যাক ডেভেলপার/ডিজাইনার। আমাকে পাওয়া যাবে @ https://ShimulShahriar.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

শাহরিয়ার শিমুল bhai download link dan

    @mamunalislam: নীতিমালা ভাঙ্গা হয়ে যাবে ব্রাদার

      @শাহরিয়ার শিমুল: আর কইয়েন না ছুয়াল পুয়াল খালি এই ডাউনলোড করুন ওই ডাউনলোড করুন টিটি রে ডাউনলোড সাইট বানাইফেলায়সে রেংকিং আরো যাবে নিচে একটা নিতিমালা বিশ্লেষক টিউন করুন তো ভাই I Its aaa Request !!

শাহরিয়ার শিমুল bhai download link pabo kon web address a…….

    @mamunalislam: জাস্ট গুগল ইট ভাই

হ্যা শাওন ভাই, ইচ্ছে ছিলো, বাট আমার কথা কে শূনবে রে ভাই।

কেন হুনবনা হুন্তে হইবই 😀

মজার বিষয় হল 😀 AVATER 😀 আয়ের দিক দিয়ে প্রথম । $২৭৮৭ মিলিওন ডলার এর কিছু বেশী But খরচ হয়েছিল $২৩৭ মিলিওন ডলার । আর আমি যা মনিকরি AVATER এই রেকর্ড AVATER 2 ছাড়া অন্য কোনো আগামি ২০-২৫ বছর অন্য কোন মুভি অতিক্রম করতে পারবে না । এবং Pirates of the Caribbean: At World’s End এর কথা কি বলব এইটা খরচ এর দিক দিয়ে প্রথম হলে ও আয়ের দিক দিয়ে ২৩ নাম্বারে…।

    @প্রযুক্তির মায়াজাল: আয়ের ব্যাপার টা জানতাম না, এটা নিয়েও আরেক টা টিউন হবে নাকি ? 😛 😛

লারুন টিউন করলেন ভাই , প্রথম দুটা দেখা হয় নি … YouTube এ খুজা শুরু করলাম… :V

    @আইজ্যাক নিউটন: নীতিমালা না থাকলে দিয়েই দিতাম ডীরেক্ট ডাউনলোড রে ভাই, কি আর করা, দেখে নেন

R a vi Jhon carter comi ta 2005 e na 2012 ta রিলিজ Hoiche!!

Level 2

2 নাম্বারটা আমার অন্যতম প্রিয় !!!

ধুব সুন্দর হয়েছে। তবে আমার ১ নং মুভিটা বাদে সবগুলোই দেখা আছে। মনে হয় ছবিগুলো বার বার দেখি………তবে Avater আমার প্রিয় মুভি……….

Level 0

ekta chara sob dekhchi . Harry poter series ta biroktikor lage tai dekhi nai. movie download er jonno http://doridro.com/

Level 0

সব গুলাই খুব সুন্দর মুভি……

২ নং টা সবচাইতে প্রিয়