আমাদের জীবনে সিনেমা বা মুভি একটা অনেক বড় যায়গা নিয়ে ফেলছে। আমি পার্সোনালী এডিকটেড বলা যায়। একটা নতুন মুভি রিলিজ হইছে, সাথে সাথে মন কেমন কেমন লাগা শুরু করে, কখন দেখবো। যদিও আমি মুভির সিডি বা ডিভিডি কিনি না, (আমাদের নেট আছে ভাইয়া, ) যাক, আজকে মুভি নিয়েই টিউন করতে বসলাম, আপনি কি জানেন সবথেকে বেশী খরচ করে বানানো মুভি কোনগুলো ??
নাম্বার ১।
শুরুতেই আছে পাইরেটস অফ দা ক্যারিবিয়ান সিরিজের "এট ওয়ার্লডস ইন্ড" Pirates of the Caribbean: At World's End । ২০০৭ সালে রিলিজ হবা মুভি টার টোটাল খরচ হয়েছিলো ৩০০ মিলিওন ডলার। এক মিনিওন মানে ১০ লাখ, দ্যাট মিন্স ৩০০০০০০০০ ডলার। ( টাসকি খায়া গেলাম )
নাম্বার ২।
ডিজনি এর এই এনিমেশন মুভি টা আছে নাম্বার ২ তে। নাম ট্যাংলেড ( উচ্চারন ভুল হইতে পারে) । Tangled রিলিজ হইছিলো ২০১০ এ। এর খরচ ছিলো ২৬০ মিলিওন ডলার।
নাম্বার ৩।
কভার দেখেই বুঝে ফেলছেন, স্পাইডার ম্যান ৩। লিস্টের ৩ নাম্বার তে থাকা মুভি টার মোট খরচ ২৫৮ মিলিওন খরচ করে বানানো মুভি টা রিলিজ হইছে ২০০৭ সালে।
নাম্বার ৪।
জন কার্টার মুভি টা লিস্টে ৪ নাম্বারে। ভাল্লাগসে ভায়া, মোট খরচ ২৫০ মিলিওন ডলার, রিলিজ ২০০৫ সালে।
৫ নাম্বার।
হ্যারি পটার, অপ্স আই লাভ হিম, হ্যারি পটার সিরিজের হাফ ব্লাড প্রিন্স লিস্টে ৫ নাম্বারে। ২০১২ সালে রিলিজ হবা মুভি টার মোট খরচ ২৪৯ মিলিওন ডলার।
আরো লাগবে ?
৬ নাম্বারে আছে আভাতার।
২০০৯ সালে রিলিজ করা মুভি টার মোট খরচ ২৩৭ মিলিওন ডলার।
আজকে এই পর্যন্ত, ভালো থাকেন, মুভি দেখেন,
আমি শিমুল শাহরিয়ার। Founder, WebSea Internet Solutions, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 90 টি টিউন ও 497 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ব্র্যান্ড কনসাল্টেন্ট, ফুলস্ট্যাক ডেভেলপার/ডিজাইনার। আমাকে পাওয়া যাবে @ https://ShimulShahriar.com
শাহরিয়ার শিমুল bhai download link dan