অনেকের বাসায় কুরআন শরীফ নেই । আবার অনেকের থাকলেও কোথায় আছে জানা নেই । আবার অনেকের জানা থাকলেও পড়া হয় না একদিনও । অথচ এ কুরআন-ই আমাদের জন্য কিয়ামতের দিন নাজাতের উছিলা হতে পারত । আমরা যারা কুরআন বাসায় রেখেও পড়িনা, প্রতিনিয়ত সময়ের দোহাই দিয়ে অবজ্ঞা করি তারা যেন এ বিষয়ে সচেতন হই ।
আমরা যেকোন নতুন পন্য কিনলে সাধারণত একটি ক্যাটালগ পেয়ে থাকি । আর সে পণ্য কিভাবে চালাতে হয়, নিয়মকানুন সহ সবকিছু দেয়া থাকে একটি ক্যাটালগে । তেমনি আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠিয়ে একটি ক্যাটালগ পাঠিয়ে দিয়েছেন । আর সে ক্যাটালগটিই হচ্ছে আল কুরআন । জীবনে চলার পথে কিভাবে চলতে হবে, পূর্নাঙ্গ নিয়ম কানুনসহ সবকিছুই আছে এ কুরআন শরীফ-এ । এখন ভেবে দেখুন কুরআন শরীফ পড়ে আল্লাহ প্রদত্ত বিধানগুলো, জীবনে চলার নিয়মগুলো জানবেন নাকি আরেকটি রমজানের অপেক্ষায় থাকবেন । রমজান আসুক তারপর কুরআন পড়বো, তখন একটি খতম দিবো । আর সারা বছর কুরআন থেকে দুরে থাকবো । এভাবে ভেবে থাকলে কুরআনকে পরির্পূণভাবে অবজ্ঞা করা হবে । আর পরকালে কুরআন আমাদের জন্য নাজাতের কারণতো হবেই না, উল্টা এই কুরআনই আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে ।
কুরআন এমনি এক গ্রন্থ যা শুধু তিলাওয়াত করে পড়লেও লাভ, আবার অর্থ সহ বুঝে পড়লেও লাভ । শুধু তিলাওয়াতের দোহাই দিয়েও অনেকে পড়তে চান না । আরো অনেককে নিরুতসাহিতও করেন এই বলে, কুরআন শুধু তিলাওয়াতের জন্যই নাজিল হয়নি । যেকারণে কোরআন শরীফ বছরের পর বছর পড়ে থাকে আলমারীর উপর, কিংবা শোকেস এর ভিতরে কিংবা বুক সেল্ফ-এ। কুরআন শরীফ এর যেহেতু বহুগুণ রয়েছে সেহেতু হৃদয়ে এ কুরআনকে ধারণ করে সারাজীবন এটিকে লালন করে জীবন পরিচালিত করলে নিসন্দেহে সে জীবনে পাওয়া যাবে চরম ও পরম স্বার্থকতা । মন জুড়ে যে প্রশান্তি লাভ করবেন তা পৃথিবীর কোন কিছুর বিনিময়ে পাওয়া যাবে না । আর পরকালের পুরস্কারতো থাকছেই । আমরা যারা নামাজ পড়ি তারা যেন নামাজ ছেড়ে না দিই, আর যারা পড়িনা তারা যেন আজ থেকেই পড়া শুরু করি । নামাজের পাশাপাশি কুরআন শরীফ পড়া, তা জানা ও বুঝা যেন অব্যাহত রাখি । প্রযুক্তির কল্যাণে কুরআন শরীফ আপনি এখন ডেস্কটপ, ল্যাপটপ কিংবা মোবাইলে বসেও পড়তে পারেন ।
কুরআন বুঝার জন্য তাফসীরসহ কুরআন বাংলা অনুবাদসহ পাওয়া যায় । আর কুরআনের বিস্তারিত ব্যাখ্যা হিসেবে আল হাদীসেও সব বর্ণিত আছে । কিন্তু কুরআন না পড়লে আল্লাহ কি বলেছেন মানব জাতিকে তার কিছুই জানার সুযোগ নেই ।
তাই, আসুন সময় থাকতে এক্ষুনি সচেতন হই । কুরআন শরীফ তেলাওয়াত করার ও বুঝে পড়ার জন্য উদ্যোগ গ্রহণ করি । আর সে অনুযায়ী আমল করি । আল্লাহ আমাদের সেই তাওফীক দান করুন । আমী...ন ।
বাংলা তরজুমা ও তাফসীরসহ কুরআন শরীফটি এখনি ডাউনলোড করে নিন ।
এই পিডিএফ ভাসনটির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি সূচিপত্রে গিয়ে যে সুরার উপর ক্লিক করবেন সে সুরাটির পেজ সরাসরি এসে যাবে । আপনাকে উপরে নিচে গিয়ে খুজতে হবেনা । আর এতে আপনি পাচ্ছেন বাংলা তরজুমা ও তাফসীর এবং কিছু সহায়ক গ্রন্থেরও তথ্য । তাই আপনি পাচ্ছেন একের ভিতর অনেক সুবিধা । শুধু তাই নয় যতবার ডাউনলোড করবেন এবং যাদেরকে ডাউনলোড করার জন্য উৎসাহী করবেন তাতেও আপনি সওয়াবের ভাগীদার হবেন ।
তাছাড়া কারো যদি পযার্প্ত সময় থাকে তাহলে কুরআন শরীফ তেলাওয়াত করে কিংবা বুঝে পড়ার পাশাপাশি প্রতিদিন সকালে ফজরের নামাজের পর সূরা ইয়াছীন আর সন্ধায় মাগরিবের নামাজের পর সূরা ওয়াকিয়া পড়ার চেষ্ঠা করবেন । এ সময়ে এ ২টি সূরার পড়ার পেছনে ব্যাপক ফজীলাত রয়েছে ।
কুরআন শরীফের শুধুমাত্র বাংলা তরজুমা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন ।
ভালো থাকবেন সবাই ! অনেক অনেক ধন্যবাদ ।
শুভ কামরা রইলো সবার জন্য...
সবাইকে অনেক অনেক ধন্যবাদ ।
আমি ওবায়েদ উল্লাহ আইমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 350 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Computer Science & Engineering www.facebook.com/aimanbd
ধন্যবাদ একটি চমতকার টিউন শেয়ার করার জন্য, ভবিষ্তে আরও এইরকম টিউনের অপেক্ষায় রইলাম…..