আসসালামু আলাইকুম । সবাই কেমন আছেন । আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো। ভালো থাকাটাই সবসময়রে প্রত্যাশা । আজ আরেকটি সচেতনতা মূলক পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি । আশা করি কিছুটা হলেও কাজে আসবে । জনসচেতনতা মুলক পোস্ট হিসেবে বিজ্ঞ মডারেটর এর নিকট অনুরোধ থাকবে ডিলিট না করার, কেননা বিষয়টি বিজ্ঞ মডারেটর এবং সংশ্নিষ্ট কর্তৃপক্ষের উদ্দেশ্য্য নিবেদিত । চলুন কথা না বাড়িয়ে শুরু করি ।
প্রিয় কর্তৃপক্ষ, পাঠক এবং লেখকবৃন্দ, আপনারা নিশ্চয়ই জানেন টেকটিউনস প্রযুক্তি প্র্রেমী মানুষদের ভালোবাসার কর্মস্থল । বাংলাদেশের সকল প্রযুক্তি প্র্রেমী মানুষদের একটি জনপ্র্রিয় মিলনে মেলা এ সুবিশাল টেকটিউনস কমিউনিটি কিন্তু কিছু অসাধু টিউনার এর কারনে টেকটিউনস এর মত প্র্রিয় কমিউনিটিকে দূষিত হতে হয় । দূষিত টেক টিউনস আবার বিশুদ্ধ হতে কিছুটা সময লেগে যায । সাম্প্রতিক সমযেও আমরা দেখেছি কিছু টিউনার নিজের সাইটে ভিজিটর নিযে যাওয়ার জন্য ফাদ পেতেছেন । যার অংশ হিসেবে তিনি অযাচিত, নিষিদ্ধ এবং কুরুচীপূর্ণ বিষয দিয়ে দুইটি পোস্ট উপস্থাপন করেছেন । কিন্তু দুর্ভাগ্যজনক সত্য হচ্ছে, কুরুচীপূর্ণ বিষয় নিয়ে লেখা পোস্টটি ডিলীট হতে প্রায় ২ দিন সময় লেঘগ লেগে গিয়েছিলো । যা আশানুরুপ হতে পারে না । অথচ অনেক ক্ষেত্র্রে ভালো কোন বিষয় নিয়ে লিখলে একটু অপ্র্ত্যাশিত ইঙ্গিত থাকলেই ২/৩ ঘন্টার ব্য্রবধানে তা ডিলীট হযে যায় ।
আমরা কখনোই চাইনা আমাদের সবার প্র্রিয় সুবিশাল এ কমিউনিটি এভাবে ক্ষতিগ্র্রস্ত হোক । পরামর্শ হিসেবে চলুন পর্যালোচনা করি কিভাবে এ সমস্যা থেকে আমরা প্র্রতিকার পেতে পারি ।
১। টেকটিউনস এর পোস্টগুলোর মডারেটিং সিস্টেম আরো আপগ্র্রেড করতে হবে । যে কেউ যেকোন পোস্ট দিলেই তা পাবলিশ হয়ে যায় । মডারেটর সে পোস্ট ডিলীট করতে করতে অযাচিত লেখক এর কাঙ্খিত চাওয়া পুরণ হয়ে যায় ততক্ষণে । কোন কোন পোস্ট মডারেটর ভাইকে ২ দিন পরও ডিলীট করতে দেখা যায় । ততক্ষণে পোস্টটি ৫০০-৩০০০ বার দেখা হয়ে যায় । তাই যেকেউ পোস্ট দিলেও তা পাাবলিশ হওয়ার সুযোগটি পেন্ডিং রাখতে হবে। বিজ্ঞ মডারেটর কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রিভিউ করার পর যেকোন পোস্ট পাবলিশ করার সুযোগ দেয়া যেতে পারে ।
২। প্রযুক্তিনির্ভর এবং গ্র্রহণযোগ্য পোস্ট না হলে সেটি পাবলিশ করার সুযোগ দেয়া যাবে না ।
৩। কোনপ্রকার কপিরাইট কিংবা কপি পেস্ট মূলক পোস্ট পরিহার করতে হবে ।
৪। যেসব টিউনার নিয়মিত স্পামিং করে বেড়ান তাদের দ্রুত ব্যান করতে হবে ।
৫। রিভিউ ছাড়া যেকোন টিউন পাবলিশ করে স্প্যামারদের বারবার একই সুযোগ দেয়া যাবে না ।
সর্বোপরি আমাদের সকলের সার্বিক প্রচেষ্টায় সবার প্র্রিয় এ সুবিশাল কমিউনিটি রক্ষা পেতে পারে অযাচিত আক্রমণ থেকে । আমরা কাঙ্খিত ফলাফল আশা করছি । আশা করি এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং বিজ্ঞ মডারেটর কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন । লেখক, পাঠকসহ সকল টিউনার এ সহযোগীতায় এগিয়ে আসবেন ।
আমি ওবায়েদ উল্লাহ আইমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 350 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Computer Science & Engineering www.facebook.com/aimanbd
ভাল কথা বলেছেন…………