শেষ, শেষ বাংলাদেশের ইন্টারনেট একেবারে শেষ

বেশ দরকারী একটা টিউন, ছোট বড় সবার দেখা দরকার।

টাইটেল দেখিয়ে ভয় পাইয়ে দেয়ার জন্য দুঃখিত, বাট আমার আর কিছু করার নাই, কথা সত্য।

কদিন হলো, একটা ব্যাপার খেয়াল করেছেন কি ? বাংলাদেশের হিট ওয়েবসাইট কোনগুলো এখন বলেন তো।

হুম আমিও জানি, শুরুতেই আছে ফেসবুক, দা সোসাল নেটয়ার্ক, বা টেক জায়ান্ট ফেসবুক। আমাদের দেশে এর প্রভাব এতটাই বেশী যে আমরা গুগলের থেকেও ফেসবুক কে বেশী প্রাধান্য দেই। অনেকে আছেন যারা ইন্টারনেট বলতে ফেসবুক কেই বুঝি, অনেকে একটা ফোন বা ইন্টারনেট কানেকশন নেই, ফেসবুক ব্রাউজ করার জন্য।

পেছনের কারন গুলো কি আমরা জানি ???

১। মার্কেটিং পলিসি।ভয়াবহ, ফেসবুকের একটা আলাদা মনোবিজ্ঞানী টিম আছে, যাদের পরামর্শে ফেসবুকের ডিজাইন এমন ভাবে করা , যে আপনি একটু পর পর কে কি মেসেজ দিলো, কি নোটিফকেশন আসলো, চেক করতে ঢুকেন ফেসবুকে।

২। আমাদের দেশের গ্রামীনফোন টাইপ সর্বগ্রাসী কম্পানীর বিজনেস পলিসি, যারা নিজেদের ব্যাবহারকারী বাড়াতে রাত ১২ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ফ্রি করে দিয়েছে। এতে করে সব নেট ব্যাবহারকারী ফেসবুকেই পড়ে থাকতেছেন, অন্য সাইটগুলোর কথা মাথাতেও আসতেছে না।সন্ধ্যা ৬ টায় আপনার অনলাইন ফ্রেন্ড এর সংখ্যা চেক করলে বুঝতে পারবেন আমার কথা।

আচ্ছা ফেসবুক মানলাম ভালো জিনিষ, এরপরে আছে নিউজ পেপার সাইট।

নায়কের মোবাইল খেয়ে ফেললেন নাইকা” টাইপ খবর আমাদের খাওয়ান এনারা। কবছর আগেও দেশে নিউজপেপার সাইট ছিলো হাতেগোনা কয়েক টা । এখন ঘরে ঘরে নিউজ পেপার, বিডিনিউজ এর মত সাইট যেখানে খবর সংগ্রহের জন্য রিপোর্টার রেখেছেন , সেখানে এনারা সেই খবর কপি পেস্ট মেরে নিজেদের সাইট হিট করে ফেলতেছেন ফেসবুকে লিঙ্ক শেয়ার করে। অবশ্য দরকারী লিঙ্ক না, লিঙ্কগুলো হয় “নায়কের প্যান্ট প্যারাসুট হয়ে গেলো, নাইকা তাতে করে উড়ে গেলেন দুবাই তে” টাইপের। ভিজিটর ধরে রাখতে পুরাতন সাইটগুলো একি মার্কেটিং পলিসির আশ্রয় নিতেছেন, এতে ভিজিটর বাড়লেও মান যে কমে যাচ্ছে, সেদিকে কারো নজর নাই। আমাকে পেশার খাতিরে মাসে অন্তত একটা নিউজ পেপার ওয়েবসাইট বানিয়ে দিতে হয়, এগুলো চলে কেমনে আমার কোন ধারনা নাই।

ও হ্যা, সরকারী রেজাল্টের ওয়েবসাইট।কি কোয়ালিটির সার্ভার ব্যাবহার করে আল্লাহ মালুম। আমি কোনদিন রেজাল্টের সময় একবার চেষ্টা করে ঢুকতে পারি নাই। সরকারী টাকায় কটাকা আর লাগে একটা ভালো ভিপিএস কি ডেডীকেটেড সার্ভার ব্যাবহার করতে এনাদের জানার কথা। তবু কি সার্ভার ব্যাবহার করে এই সাইটগুলো চলে খুজে বের করা দরকার। আমার মিউজিক সার্চ ইঞ্জিনে একদিন ৪৪ গিগাবাইট ব্যান্ডওয়াডথ পর্যন্ত খরচ হইলেও সাইট ডাউন হয় নাই এ পর্যন্ত। আর হায়রে আমাদের সরকারী ওয়েবসাইট………

টেকটিউন্স এর মত সাইট পিছিয়ে পড়তেছে । টেকটিউন্স নিজেদের অবস্থান ধরে রাখতে রেজিষ্ট্রেষন ওপেন করে দেয় কমাস আগে। এতে নিজেদের সার্থ হাসিল কারী টাইপ ব্যাক্তিরা সারাদিন পোস্ট করতে থাকেন, পুরনো টিউনার দের লেখা হারায়া যায় পোস্ট করার একটু পরেই। আগে যেখানে আমি টিউন করলে ২ হাজার ভিউ হতো, সেটা এখন ১০০ পার হয়না। পুরোনো টিউনার দের হতাস কইরা কি লাভ হলো না লস হলো কতৃপক্ষ যানেন। আমার সমসাময়ীক টিউনার দের অনেক কেই দেখি না। “ ওমুক পিটিসি সাইটে যায়া একরাতে কোটিপতি হয়ে যান “ টিউন দেখতে আমরা টিটিতে পইড়া থাকতাম ??

সো, কয়েক বছরের মধ্য বাংলাদেশের সব ভালো ওয়েবসাইট শেষ হয়ে যাবে । অনলাইনে থাকতে বেচে দেন, অস্লীল নিউজ পড়েন ওয়েবসাইট। পঙ্গু বাংলাদেশী জাতি ইন্টারনেটের মাধ্যমে উন্নত হবার আশা শেষ, ইন্টারনেট হয়ে যাবে সুধু টাকা আয় করুন দের জন্য। জানতে চাই, জানাতে চাই, শিখতে চাই সব শেষ।

লেখাটা অতি দুঃখের সাথে ফাজলামী ডট কমে প্রথম প্রকাশিত।

Level 2

আমি শিমুল শাহরিয়ার। Founder, WebSea Internet Solutions, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 90 টি টিউন ও 497 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ব্র্যান্ড কনসাল্টেন্ট, ফুলস্ট্যাক ডেভেলপার/ডিজাইনার। আমাকে পাওয়া যাবে @ https://ShimulShahriar.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

একদম ঠিক।

শিমুল :ভাইয়া ভালই লিখেছেন।

সত্যি খুব দুক্ষের বিষয়।

ইদানিং কিছু কিছু অনলাইন নিউজপেপার সাইট এর ফেসবুকে মার্কেটিং এর ভাবভঙ্গি দেথে বুঝতে পারি না, এরা কি নিউজ লিখছে নাকি চাটি লিখছে?

    @সুমির: আর বইলেন না দাদা, আপনার ফেবু ইনবক্স টা দেইখেন মনে কইরা

টেকটিউনস সম্পর্কে যা লিখেছেন তার সাথে আমি একমত। আগে টেকটিউনসে টিউন পড়তে পড়তে হয়রান হয়ে যেতাম আর এখন……

আসলে নতুন করে রেজিষ্ট্রেষন ওপেন করে দেয়ার জন্য কি ভালো ভালো টিউনার ও টিউন হারিয়ে যাচ্ছে এটাই কি তোমার ধারনা? কখনোই সেটা না। টিউন ও টিউনার হারিয়ে যাচ্ছে, মডারেশন এর অভাবে। তা না হলে, টেকটিউনস এর মত জনপ্রিয় ব্লগ এ কেমন করে হোমপেজে উপরের দিকে ১৫/১৬ টা অশ্লীল টিউন ৭/৮ ঘন্টা ধরে ঝুলে থাকে?
আর এইগুলা থাকলে টিউন, টিউনার, টিউডার (মানে টিউন রিডার) সব দৌড়ে পালাবে। ইদানিং যে ভয়াবহ অবস্থা টেকটিউনস এর। কেননা টেকটিউনস ব্রাউজারে অপেন করার আগে, আশে পাশে মুরুব্বি ও পোলাপাইন গুলা আছে নাকি সেটা দেখতে হয়। কেননা ভয়ে ও অাতঙ্কে থাকি, না জানি কি দেখতে হয়…???

হা ভাই চরম সত্যি কথা বলেছেন।

Level 0

একদম ঠিক।

বলার মত কিছু নাই আমার । যেখানে টিটি তে সারাদিন বসে থাকতাম , অন্তত ২ ঘণ্টা বসলেও কত কিছু শিখতে পারতাম । আমার সকল শিক্ষাই টিটি থেকে অথছ সেখানে জগদ্দল advertise আর বাজে অর্থহীন টিউন দেখতে আর ভালো লাগে না । শুধু টিটির জন্য ইন্টারনেট চালানো মানুষ পাওয়া যাবে অনেক । এখন টিটির চেয়ে facebook এ বসে থাকলেও যেন শান্তি লাগে । শুধু একটাই আফসোস আর মনে হয় কিছু শিখা হবে না টিটি থেকে । আর যে হারে ফ্রিলাঞ্চিং শুরু হইছে তাতে ১ বছরে এই দেশে কোন মানুষ আর কাজ না কইরা শুধু কম্পিউটারে বইসা কোটিপতি হয়ে যাবে এটাতো সময়ের অপেক্ষা ।

    @মাহফুজুর রহমান বিপ্লব: শত দুঃখের মাঝেও আপনার মন্তব্য দেখে হাসলাম ভাই 😀 😀 যে হারে ফ্রিলাঞ্চিং শুরু হইছে তাতে ১ বছরে এই দেশে কোন মানুষ আর কাজ না কইরা শুধু কম্পিউটারে বইসা কোটিপতি হয়ে যাবে এটাতো সময়ের অপেক্ষা ।

মনের দুঃখ টা প্রকাশ করলেন…।। ধন্যবাদ

apnar site ti darun laglo……

আমি আপনার সাথে সম্পূর্ণ একমত পোষন করছি।

ব্যাপারটা অনেক ভয়াবহ ।

আমার মতে টিটির রেজি অপশন না তুললে টিটিতে এডাল্ট অফ করা যাবে।
আর টিটি মডারেটররেরা কি ঘুমিয়ে থাকেন।
এডাল্টের কারনে টিটিতে আসতে মুঞ্চায় না :-/

সরি ” টিটির রেজি অপশন না তুললে টিটিতে এডাল্ট অফ করা যাবে না

Level 2

কথা সত্য!টেকটিউনসে রেজিস্ট্রেশন বন্ধ করা উচিত।আর পুরনো বিখ্যাত টিউনাররাও কোন টিউন করছেন না।তাই টেকটিউনস এর এই দুর্দিন।

বর্তমানে টেকটিউনের কিছু নবাগত টিউনার এসেছে এরা অনেকটা ভারতিয় সিরিয়ালের পরিচালকের মত।
একই কাহিনি শুধু শুধু টেনে টুনে বড় করবে অার বানাবে চেইন টিউন।
অার এই বস্তা পচা টিউনে techtunes এখন একাকার।

টি টি তে রেজিষ্ট্রেশন করেছি হয়তো বেশিদিন হবে না, তবে সাথে আছি অনেক বছর যাবৎ।এই দীর্ঘ অভিজ্ঞতায় অনেক কিছুই দেখেছি, শিখেছি, জেনেছি এবং চেষ্টাও করেছি কিছু জানাতে……টিটি’র কাছে অনেক ঋন আমার, একটা সময় ছিল যখন টিটি-তে সবসময় উকি দিতাম, কখন নতুন কিছু নিয়ে আসবে সেই আশায়, নতুন কিছু জানতে পারবো। এখনও উকি দেই অযথা/অকেজো ও অপ্রয়োজনীয় টিউন এর মাঝে যদি সেই পূর্বের ভালো টিউনারদের মতো কারো টিউন পাই, সেই আশায়।

তবে টিটি’র ‍সাথে ছিলাম, আছি ও থাকবো সবসময় ইনশাআল্লাহ্!

Level 0

হাছা কইছেন ভাই……

টিক বলছেন ভাই ।

অনেক ভাল ভাল আর পুরানো টিউনার আছেন যাদের প্রায় পাচ বছরের টিউনারশিপে টিউন মাত্র পঞ্চাশ। কিন্তু এগুলোর প্রতিটা টিউনই চুড়ান্ত রকমের উন্নত মানের টিউন।
এখন TT এর টিউন দেখলে আফসোস হয়। একজনের একসপ্তাহ পার হয় নাই টিউন হইয়া গেছে ১০-১২-১৫ টা করে।
একটা টিউন ড্রাফট করে টেকটিউন্সে সেটআপ করে পাবলিশ করতে ৩-৪ ঘন্টা সময় লাগে, এই ব্যাপারে চিন্তাভাবনা করা তথ্য সংগ্রহ করার সময় তো বাদই দিলাম। আর এক একজনের একদিনেই টিউন থাকে তিনটা চারটা করে।
তারপর প্রসংগ বহির্ভূত টিউন তো আছেই। নতুন যোগ হইছে ১৮+ টিউন যেগুলো মডারেশন করতে করতে ভিউ হাজার পার।
যখন নতুন রেজিঃ বন্ধ ছিল মনে করেছিলাম, কত নতুন আর ভাল টিউনারদের হারাচ্ছি!!!
অথচ এখন মনে হচ্ছে ওইটাই ভাল ছিল, ওই অবস্থা থাকলে অন্তত পুরাতন টিউনারদের হারাতাম না।

    @Shihab Khan: ভাই সহমত । আগে সকলেই তথ্যবহুল টিউন কে করতে পারল তার চেষ্টা চলত আর এখন মাসের টপ টিউনার কে হবে সেই প্রতিযোগিতায় নামছে নতুন টিউনার বৃন্দরা ।

    @Shihab Khan: আর বইলেন না ভাই। মাঝখানে কয়দিন “সবথেকে দামী” সিরিজের কয়টা টিউন করছিলাম, একেক্টার ডাটা কালেক্ট করে লিখতে ৫-৬ ঘন্টা লেগে যেত।

ReD Card এর সাথে একমতঃ
পুরনো বিখ্যাত টিউনাররাও কোন টিউন করছেন না।তাই টেকটিউনস এর এই দুর্দিন।

    @জিহান: অনেক রে অনেক মিস করি ভাই।

      @শাহরিয়ার শিমুল:
      আমরাও অনেক মিস করি, পুরাতন জনপ্রিয় টিউনাররা যদি ব্যাক করে তাহলে সবার মিস করাটা বন্ধ হবে, আর আমরা চাই তারা ব্যাক করুক ।

অ্যাডমিন নেই টিটির, টিটি চালায় জীন ভুতেরা………………. তাই রগরগা টিউনের ছড়াছড়ি !

মেহেদী ভাই…………। আমাদের দিকে একবার দেখেন…………………।। 🙁 🙁 🙁 🙁

গত ১ বছর ধরে টিটিতে প্রায় আসাই হয় না। আগে সারাদিনে অন্তত ৪ ঘন্টা টিটিতে থাকা হত। চেস্টা করতাম টিটির সব টিউন পড়তে। ২০০৮ এ টিটির যাত্রা শুরু হয়ে বেশ শুনাম অর্জন করে। ২০১২ নাগাদ এর রেংকিং ছিল বাংলাদেশে ১২ আর সামুর ছিল ১। এখন শুধু চিন্তা করি কোথায় গেল টিটির সেই সোনালী দিন। আমি মনে করি এর জন্য একমাত্র দায়ী টিটির এ্যডমিনরা। তাদের অবহেলার কারনেই টিটির এই করুন অবস্থা।
আগে চেক করতাম টিটিতে নতুন কি টিউন হল, আর এখন দেখি ফেবুর নটিফিকেশন!
টিটিকে আবার আগের যায়গায় ফিরিয়ে নিতে আমাদের মিলেমিশে কাজ করতে হবে। কারন টেকটিউনস বাংলাদেশের গর্ব। আশা করি এমন এক সময় আসবে যখন কেউ কোন কিছুর সমাধান খুজতে গুগল নয় টিটিতে সার্চ করবে।
সেই দিনের অপেক্ষায়।

আর মাঝে এক সময় টিটি থেকে তোমার টিউন নামে একটা সাইট খোলা হয়েছিল। টিটির এই উদ্যোগকে জানাই ধীক্কার। আর একটা বিষয় টিটির এড সং্খা কমান উচিত।

টেকটিউনসে যে হারে এডাল্ট টিউন হচ্ছে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে অচিরেই ধ্বংস হয়ে যাবে।

Level 0

Thik bolsen

৪-৫ বছর থেকে টেক্টিউন্স এর টিউন্স পড়ি…… কিন্তু গত ৫-৬ মাস ধরে আর টেকটিউন্স এ নিয়মিত ঢুকি না। সব মনে হয় ফ্রিলান্সিং আর ফরেক্স। আর এখন হয় ”বিজয়ীদের গরু এবং খাসী পুরষ্কার দিল বিক্রয় ডট কম” টাইপ হেড লাইন।
টিটির মান অনেক কমে গেছে

অসাধারণ বলেছেন। প্রতিকার চাই।

Tehtunes er admin/modarator ra nijera kono tune kore na keno ?
Help section e kono question korle answer powa jay na ! Admin to ei sob question er answer dite paren .
Amar mone hoy unara experience , unader kacheo amra kichu pete pari .
Old tuner ra plz asun .

আমি যখন এই কমেন্টটা করছি তখন উপরের কমেন্টস গুলিতে যে সকল সমস্যার কথা জানানো হইয়ে সেগুলি অনেকটাই ঠিক হয়ে গেছে।
শিমুল ভাই, আপনাকে নতুন কি বলব? অসাধারণ টিউন করেন আপনি…. বর্তমান দেশের অবস্থা এমনই.. আমার কয়েকটা ফ্রেন্ড-এর এরকমই অবস্থা!!!! আপনার শুভকামনায়….