গ্রামিনফোন ! একটা কম্পানী যে নিজেদের ব্যাবসার আখের গোছাতে গিয়ে শেষ করে দিচ্ছে একটা জাতিকে।

খুব বাজে একটা ব্যাপার হলো গ্রামিনফোনের ফ্রি ফেসবুক। কেউ খেয়াল করতেছে না তাদের ব্যাবসা পলিসি।
প্রথম ফোন কিনছিলাম ২০০৫ এ মনে হয়, ডিজুসে তখন সারারাত ফ্রি কথা বলা যেত। ভাইরে ফোন দিতাম, ও গান প্লে করে দিতো, ফোনে গান শুনতাম।

আমি জানি যারা চালানোর তারা টাকা দিয়ে হলেও চালাবে, বাট ফ্রি পেয়ে কি ইউজার বাড়বে না ? যে ছেলেটা রাত জেগে পড়তো সেও একটূ পর পর ফোন টা হাতে নিয়ে উকি দেবে।

ফলাফল ? গ্রামিনফোনের ব্যাবহারকারী বাড়বে, অন্যদিকে ফেসবুকের ব্যাবহারকারী বাড়বে । ধরা খাবে আমাদের স্টুডেন্ট রা। জিপি চাইলেই দেশী ওয়েবসাইট গুলো প্রমোট করতে পারতো, তা কিন্তু করে নাই। পুরোটাই ব্যাবসা। একটা দেশের যুবসমাজ কে শেষ করে দেয়ার মত ভয়াবহ একটা ব্যাবসা।

ডিজুসে ফ্রি কথা বলতে দেয়ায় কি হয়েছিলো জানেন ? এক মাসে জিপির গ্রাহক বেড়ে গিয়েছিলো অনেক, তাদের ইনকাম ও । অন্যদিকে স্কুল কলেজে সারারাত জেগে কথা বলায় কমে গিয়েছিলো উপস্থিত স্টুডেন্ট এর হার। প্রচন্ড চাপ পড়েছিলো রেজাল্টে।

এবার আবার তাই হচ্ছে, ব্যাবসা করবে গ্রামীনফোন। ভিজিটর সারাদিন পড়ে থাকবে ফেসবুকে। চাপ পড়বে তাদের পড়ালেখায়, ইভেন অনলাইনে শিক্ষার হার যাবে কমে। দেশী ওয়েবসাইট গুলো মার খাবে। আমাদের TEchTunes এর র‌্যাঙ্ক পিছিয়ে গিয়ে ঠেকেছে ২৭ এ। এই মাস শেষে আরো কোথায় যাবে তা আমার ধারনার বাইরে। কারন একটাই, ভিজিটর সারাদিন ফেসবুকে। আর ফেসবুকে শেয়ার করা লিঙ্কগুলোতে ক্লিক করলেও ওদের ই ব্যাবসা। (ম্যাক্সিমাম চটীরুপি অনলাইন নিউজপেপার এর লিঙ্ক) ।

ইন্ডিয়ার একটা পলিসি অনেকেই জানেন না। বর্ডার এলাকায় যারা থাকেন, তারা ভালো বুঝবেন। ইন্ডিয়ার ম্যাক্সিমাম ফেন্সিডিলের কারখানা সীমান্ত এলাকায়, যাতে নির্মিত বেশীরভাগ " ডাইল" আমাদের দেশে রপ্তানী করা হয়। ওরা বানাবে, খাবে না, খাবে আমাদের যুবসমাজ। খাবে মানে খাচ্ছে।

একটা তথ্য দেই। বেশ সহজলভ্য হবায় আমার শহর রংপুরের ২০-২৬ বছর বয়সী শতকরা ৬০-৭০ ভাগ ছেলে মাসে একবার হলেও ফেন্সিডিল সেবন করে। (কমবেশী হতে পারে) চিন্তা করতে পারতেছেন অবস্থা টা ???

ফেসবুক এর থেকেও ভয়াবহ একটা নেশা। ফেসবুক নির্মানের পেছনে সুধু ইঞ্জিনিয়ার রাই না, কাজ করেন মনোবিজ্ঞানী রা। যাদের কাজ আপনাকে নিয়ে খেলা, কি হলে আপনি বারবার ফেরত আসবেন এখানে, পড়ে থাকবেন দিনরাত। ঘুম থেকে জেগে বিছানা ছারার আগে একবার ঢুকে দেখবেন কি অবস্থা।

লাইক আরেক টা ভাইরাসের নাম, এক ছেলে ইনবক্সে পারলে আমার পা চেপে ধরে "ভাই একটা লাইক দেন প্লিজ,প্লিজ" । আমি জাস্ট অবাক হয়ে যাই , এটা দিয়ে সে করবে কি ? ! চোখে পরে কোন স্ট্যাটাসে কমেন্ট " মামা লাইক দিয়েছি, কমেন্ট ও করলাম,আমাকেও দিও" ।

মানে কি ! কি লিখলাম, কি পোস্ট করলাম, দেখার দরকার নাই ?? কমেন্ট হলেই হলো ??? এগুলো বদ্ধ উন্মাদ ।

একটা জাতি কে পঙ্গু করে দিতেছি একটা কম্পানী। আমরা তাদের বাহবা দিতেছি, আহহহ ফ্রি পেলে আলকাতরা খেতাম, এখন তো সন্দেস পাইতেছি। একটা কম্পানী কোন অফার দিলে অন্য সবগুলো তার অনুসরন করে। কদিন পর হয়তো অন্য অপারেটর রাও এই লাইনে যোগ দেবে। খা বাংগালী, ফ্রি ফেসবুক খা।

এর আগে ফাজলামী ডট কমে প্রকাশিত।

Level 2

আমি শিমুল শাহরিয়ার। Founder, WebSea Internet Solutions, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 90 টি টিউন ও 497 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ব্র্যান্ড কনসাল্টেন্ট, ফুলস্ট্যাক ডেভেলপার/ডিজাইনার। আমাকে পাওয়া যাবে @ https://ShimulShahriar.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমার কথা ই বলছেন ভাই…।। ধন্যবাদ…।

খুব সুন্দর একটা লেখা। কিন্তু আসল কথা হচ্ছে, সমস্যা আমাদের নিজেদের মাঝে।

Level 0

সুন্দর কথার জন্য ধন্যবাদ

জিপি অনেক আগেই বাদ দিয়ে দিসি আর ফেসবুক এ বসি না প্রায় ৭ মাস।

অবশেষে আপনিও উপলব্ধি করলেন ভাই? এক চিজের নাম হল জিপি।

হুম একদম ঠিক কথা, সহমত!! তবে এই ব্যাপারে সরকারকে মনোযোগী ও আমাদের সচেনতা প্রয়োজন। কেননা, টেলিটক যদি নিজেদের ভালভাবে আপগ্রেটেড করে, বেসরকারী অপারেটরদের সাথে প্রতিযোগীতা পূর্ণ ভাব থাকে তাহলে একমাত্র টেলটিকই যথষ্টে। কিন্তু তাদের সমস্যার যেন অন্ত নাই। কে জানে ঐ সব অপারেটরদের কাছ হতে কমিশন পাই কিনা!! আমি তো মনে করি টেলিটক অনেক উন্নতি হোক। নিজের দেশে ব্যবসা করার পাশাপাশি অন্য দেশ হতে আয় করুন। যেমন: ভারতীয় এয়ারটেল করছে। আসলে এটি অবশ্যই সরকার পর্যায়ের সদিচ্ছার প্রয়োজন।

you are 100% right

Level 0

valo laglo, kintu amader moto cunoputira ato boro kotha bolle kew kisu mone korbe na, ora babsa chalaye jabe…

আমিও সহমত।

Level 0

সুন্দর কথার জন্য ধন্যবাদ

হুম ভাই এখানে জিপি তহ পুরাই ফাজলামি কাজ করসে অদের জন্য দেখিএন এখন পাহের হার কত নিচে
নামে

হুম একদম ঠিক কথা, সহমত!!

Level 0

প্রবলেম টা কার ও নয় প্রবলেম টা আমাদের,,,,,
জিপি তো মাত্র দিলো কিছুদিন আগে, বেশ কয়েকবছর আগে মেলাতে বাংলা লায়নের স্টলে ঢুকেছিলাম ওমের ৩জি বিষয়ে জানতে (তখন মাত্র ওরা নতুন ), বেশ কয়েকটা পিসি ছিলো, সবগুলোতে ছিলো ভীড়, গিয়ে দেখলাম সবাই স্পীড চেক করার পরিবর্তে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে ,(বাঙ্গালী ফ্রী পাইলে আলকাতরা ও খায়), আমার আর স্পীড নেট দিয়ে স্পীড চেক করা হলো না,,,,,,প্রবলেমটা আমাদের আমরা কিভাবে ইউস করবো,,,

Level 0

আমি ফেসবুক ই চালায় না ভাই 😀

apnar status ta pore onek koster maje ektu santona pelam! r ta holo jubo somajer oneker modde ekhono keu na keu to ei bepar gula nia cinta kore! thanks bro eirokom ekta sochetonamulok posta korar jonno

অসাধারন লিখছেন ভাই । আমিও আপনার সাথে একমত ।

Level 0

Great writing BOSS! Heats offffff.

এই লেখাটার জন্য আপনাকে সাধুবাদ জানাই

Good post .

10000% right…

“ইভেন অনলাইনে শিক্ষার হার যাবে কমে।”
এই ব্যাপারটিই আমার কাছে সবচেয়ে ক্ষতিকর। কারণ যারা অনলাইন থেকে শিখে নিজেদের এগিয়ে নিতে চাইছে তাদের জন্য ফেসবুক বড় একটি বাধা। আপনার সাথে সহমত।

Level 2

GP বা FB কে আমরা দোষ দিচ্ছি বোকার মত কারন নিজে যদি নিজের ভাল না বুঝি তাহলে কোন লাভ হবে না অন্নদের দোষ দিয়ে। আমাদের দেশের সরকার ও অন্যান্য বিদেশি বড় কম্পানি তো বলছে তারা কিছুদিন পর ফ্রি ইন্টারনেট দিবে সব দেশে, তখন কি আমরা খালি ইন্টারনেট নিয়ে বশে থাকব ?

খুব সুন্দর একদম আমার মনের কথাগুলাই বলেছেন ভাই।

সবার মন্তব্য পড়লাম। হুম্ম সবাইকে ধন্যবাদ।
কজন বললেন দোষ আমাদের। দোষ আমাদের না, অভাব সচেতনতার। কেউ বলছে না, কেউ লিখছে না। সবাই অন্যের ঘারে দোষ চাপাচ্ছে। এটা সবথেকে বড় সমস্যা আমাদের। আরেক টা সমস্যা হলো কেউ বললেও আমরা জেগে জেগে ঘুমাই, বুঝেও বুঝি না।

Level 0

perfect tune, thank u boos

শিমুল ভাই জানেন তো সেই কয়েকদিন আগেই ফেবু ছাইডা দিছি…………………….।Missing U

ভাল লিখসেন ভাই তবে ফেসবুক প্রসঙ্গে একটা কথা সত্যি আপনি / আমি কিন্তু এখন Facebook ছারা চলতে পারবেন না ।
দোষত হচ্ছে হারামিরফোনের (গ্রামীণফোন) ফেসবুকের ত না , তবে আমি অ ফেসবুক তেমন পছন্দ করি না ,কাজ ছাড়া আজাইরা সময় ফেসবুকে দেই না , ধন্যবাদ ।

Level 0

ভাই কি বলব বলেন আপনি ত শুধু ফেন্সিডিল এর কথা বললেন। ইন্ডিয়া ওদের সংস্কৃতি আমাদের মধ্যে প্রবেশ করতেসে আর আমরা আমাদের সংস্কৃতি ভুলে ওদের জিনিস নিয়া মাতামাতি করতেসি। কিছুদিন আগে শুনছিলাম ইন্ডিয়ান নাটক এর চ্যানেল গুলা বন্ধ হবে কিন্তু কই আমরা পারলাম না ইন্ডিয়া এর মায়া জাল থেকে বেরুতে।

শিমুল ভাই জানেন তো ফেবু ডি-এক্টিভেট আজ সপ্তাহখানেক ধইরা………………তবে আপনারে মিস করতাছি

শিমুল ভাই জানেন তো ফেবু ডি-এক্টিভেট আজ সপ্তাহখানেক ধইরা………………তবে আপনারে মিস করতাছি অনেক…আর কেন জানি এখনো টেকটিউনস ছাডতে পারি নাই

দারুন লিখেছেন ভাই…… এই কথাগুলো শুধু মনে মনে ভাবি, কখনো কারো সাথে শেয়ার করি না। আপনাকে অনেক ধন্যবাদ এতো সুন্দর করে গুছিয়ে লেখার জন্য…… 🙂

বাংলাদেশের পাবলিক বুঝবো না। তাগো আরো ফ্রি খাওয়াইলে আরো খাইবো।। কিছু পাবলিক ইন্টারনেট মানেই ফেইসবুকে বুঝে!!!!!!!!******আপনি ভাই দারুন লিখেছেন*****অনেক ধন্যবাদ। আরো এমন সুন্দর সুন্দর টিউন চাই।

শিমুল ভাই আপনার মনে আছে কিনা জানিনা
airtel ২০০৫ সালে যখন প্রথম মাত্র ১৫ পয়সা প্রতি মিনিট অফার দিয়ে ছিল তখন রাত জেগে সবাই কথা বলায় সরকারি ভাবে রুল জারি করা হয় যে কোন মোবাইল কম্পানি ভ্যাট সহ ৩৫ পয়সার কোন অফার আনলিমিটেড রাখতে পারবে না , যার ফলে এখন পর্যন্ত ২৫ পয়সার সকল অফার লিমিটেড হয়ে থাকে ।

কিন্তু নাম টা যখন গ্রামীনফোন তখন কেন যেন সরকার নিরব থাকে …………………? আর যেই দেশের মানুসের কাছে ইন্টারনেট মানেই facebook চালানো সেই দেশে এমন অফার তো চিকন বুদ্ধির পরিচয় ।

আমি অনার্স ৩য় বর্ষে পরি অথছ আমার অনেক বন্ধু ১ এম্বিপিএস স্পিডের নেট চালানো সত্ত্বেও facebook এ সারাদিন পরে থাকে কিন্তু যদি অন্য কোন কিছু করতে বললে বলে নেট দিয়ে কি করব ? টিটির কথা বললে তারা কোন ভালোলাগার বিষয় বস্তু খুজে পায় না!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

কি আর করব বাস্তবতা বড়ই কঠিন ।

এখানে ম্যাক্সিমাম যা বললেন তার সম্পূর্ণ বিপরীত কথা আমি বলব

আমাদের সমস্যা কি বুঝলাম না। গ্রামীন ফ্রী ফেসবুক দিলে সমস্যা। আসলে ভাই জিরো ফেসবুক দেওয়ার পরেই তো এমন সমস্যা হওয়া শুরু হয়েছিল। যখন গ্রামীন প্রথম এই অফার দেয় (জিরো ফেসবুক) তখন অনেকেই অনেক কিছু বলেছিলেন, কিন্তু পরবর্তীতে যখন অন্যরা দিল তখন সবাই চুপ…

আজ আমরা যারা এই অফার এর জন্যে জিপি কে অনেক কিছু বলছি তারাই আজ যদি জিপির যায়গাতে অন্য কেউ দিত তা বাহ বাহ দিয়ে গ্রহণ করতাম… আসলে আমাদের বাংগালীদের সমস্যা হল আমাদের উপকারেও সমস্যা আবার না করলেও সমস্যা। জিপি আমাদের যা দিয়ে তার মাঝে ম্যাক্সিমাম জিনিসই প্রথম দিয়েছে। ওরাই প্রথম ২ টাকা ৮৮ পয়সাতে ৩জি নেট দিয়েছিল ওরাই প্রথম আমাদের ১ টাকায় তিন এম্বি দিয়েছিল।। যা বহু পরে বাংলালিংক অ অন্যরা দিচ্ছে…

আমার মনে হয় জিপি কখনই আমাদের কাছে ভালো হবে না

সুন্দর ও খুব দরকারি কথা লেখার জন্য ধন্যবাদ।