খুব বাজে একটা ব্যাপার হলো গ্রামিনফোনের ফ্রি ফেসবুক। কেউ খেয়াল করতেছে না তাদের ব্যাবসা পলিসি।
প্রথম ফোন কিনছিলাম ২০০৫ এ মনে হয়, ডিজুসে তখন সারারাত ফ্রি কথা বলা যেত। ভাইরে ফোন দিতাম, ও গান প্লে করে দিতো, ফোনে গান শুনতাম।
আমি জানি যারা চালানোর তারা টাকা দিয়ে হলেও চালাবে, বাট ফ্রি পেয়ে কি ইউজার বাড়বে না ? যে ছেলেটা রাত জেগে পড়তো সেও একটূ পর পর ফোন টা হাতে নিয়ে উকি দেবে।
ফলাফল ? গ্রামিনফোনের ব্যাবহারকারী বাড়বে, অন্যদিকে ফেসবুকের ব্যাবহারকারী বাড়বে । ধরা খাবে আমাদের স্টুডেন্ট রা। জিপি চাইলেই দেশী ওয়েবসাইট গুলো প্রমোট করতে পারতো, তা কিন্তু করে নাই। পুরোটাই ব্যাবসা। একটা দেশের যুবসমাজ কে শেষ করে দেয়ার মত ভয়াবহ একটা ব্যাবসা।
ডিজুসে ফ্রি কথা বলতে দেয়ায় কি হয়েছিলো জানেন ? এক মাসে জিপির গ্রাহক বেড়ে গিয়েছিলো অনেক, তাদের ইনকাম ও । অন্যদিকে স্কুল কলেজে সারারাত জেগে কথা বলায় কমে গিয়েছিলো উপস্থিত স্টুডেন্ট এর হার। প্রচন্ড চাপ পড়েছিলো রেজাল্টে।
এবার আবার তাই হচ্ছে, ব্যাবসা করবে গ্রামীনফোন। ভিজিটর সারাদিন পড়ে থাকবে ফেসবুকে। চাপ পড়বে তাদের পড়ালেখায়, ইভেন অনলাইনে শিক্ষার হার যাবে কমে। দেশী ওয়েবসাইট গুলো মার খাবে। আমাদের TEchTunes এর র্যাঙ্ক পিছিয়ে গিয়ে ঠেকেছে ২৭ এ। এই মাস শেষে আরো কোথায় যাবে তা আমার ধারনার বাইরে। কারন একটাই, ভিজিটর সারাদিন ফেসবুকে। আর ফেসবুকে শেয়ার করা লিঙ্কগুলোতে ক্লিক করলেও ওদের ই ব্যাবসা। (ম্যাক্সিমাম চটীরুপি অনলাইন নিউজপেপার এর লিঙ্ক) ।
ইন্ডিয়ার একটা পলিসি অনেকেই জানেন না। বর্ডার এলাকায় যারা থাকেন, তারা ভালো বুঝবেন। ইন্ডিয়ার ম্যাক্সিমাম ফেন্সিডিলের কারখানা সীমান্ত এলাকায়, যাতে নির্মিত বেশীরভাগ " ডাইল" আমাদের দেশে রপ্তানী করা হয়। ওরা বানাবে, খাবে না, খাবে আমাদের যুবসমাজ। খাবে মানে খাচ্ছে।
একটা তথ্য দেই। বেশ সহজলভ্য হবায় আমার শহর রংপুরের ২০-২৬ বছর বয়সী শতকরা ৬০-৭০ ভাগ ছেলে মাসে একবার হলেও ফেন্সিডিল সেবন করে। (কমবেশী হতে পারে) চিন্তা করতে পারতেছেন অবস্থা টা ???
ফেসবুক এর থেকেও ভয়াবহ একটা নেশা। ফেসবুক নির্মানের পেছনে সুধু ইঞ্জিনিয়ার রাই না, কাজ করেন মনোবিজ্ঞানী রা। যাদের কাজ আপনাকে নিয়ে খেলা, কি হলে আপনি বারবার ফেরত আসবেন এখানে, পড়ে থাকবেন দিনরাত। ঘুম থেকে জেগে বিছানা ছারার আগে একবার ঢুকে দেখবেন কি অবস্থা।
লাইক আরেক টা ভাইরাসের নাম, এক ছেলে ইনবক্সে পারলে আমার পা চেপে ধরে "ভাই একটা লাইক দেন প্লিজ,প্লিজ" । আমি জাস্ট অবাক হয়ে যাই , এটা দিয়ে সে করবে কি ? ! চোখে পরে কোন স্ট্যাটাসে কমেন্ট " মামা লাইক দিয়েছি, কমেন্ট ও করলাম,আমাকেও দিও" ।
মানে কি ! কি লিখলাম, কি পোস্ট করলাম, দেখার দরকার নাই ?? কমেন্ট হলেই হলো ??? এগুলো বদ্ধ উন্মাদ ।
একটা জাতি কে পঙ্গু করে দিতেছি একটা কম্পানী। আমরা তাদের বাহবা দিতেছি, আহহহ ফ্রি পেলে আলকাতরা খেতাম, এখন তো সন্দেস পাইতেছি। একটা কম্পানী কোন অফার দিলে অন্য সবগুলো তার অনুসরন করে। কদিন পর হয়তো অন্য অপারেটর রাও এই লাইনে যোগ দেবে। খা বাংগালী, ফ্রি ফেসবুক খা।
এর আগে ফাজলামী ডট কমে প্রকাশিত।
আমি শিমুল শাহরিয়ার। Founder, WebSea Internet Solutions, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 90 টি টিউন ও 497 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ব্র্যান্ড কনসাল্টেন্ট, ফুলস্ট্যাক ডেভেলপার/ডিজাইনার। আমাকে পাওয়া যাবে @ https://ShimulShahriar.com
আমার কথা ই বলছেন ভাই…।। ধন্যবাদ…।