একজন ওয়েব ডীজাইনার , আমি ? !!!!!! আত্বকথন :P

আজকে খানিক টা স্মৃতিচারন করতে ইচ্ছে হইতেছে খুব, কিবোর্ড হাতে নিয়েই ইচ্ছে হলো, লিখে ফেলি।

ইন্টারনেট জিনিষ টার সাথে পরিচয় ছোটবেলাতেই, একটু বড় হয়ে মোবাইল হাতে পাইলাম, সেই ২০০৭ এর দিকে। আমাদের কাছে তখন নেট বলতেই ছিলো হাতে গোনা কয়েক টা ওয়াপ সাইট, যেগুলো থেকে গেমস,গান, থিম এগুলো ডাউনলোড করতাম।

২০০৮ এর দিকে xtgem দিয়ে সাইট বানানো যায় ব্যাপার টা বুঝলাম, কোডিং তো জানি না, ওখানে অপশন আছে, দিয়ে সুন্দর দেখা যায় এমন একটা মোবাইল সাইট বানিয়ে তাতে কি কি জানি আপলোড ও করলাম 😛 😛 যেখানেই যাই, সবাইকে দেখাই এইটা আমার সাইট, মানুষ ও তখন অতো বুঝতো না, সবার কাছে আমার দাম ই আলাদা 😛 😛 😛

আস্তে আস্তে Html/css শিখলাম, মোটামুটি একটা ওয়েবপেইজ বানাতে পারি ২০০৮ এর শেষের দিক টাতে। ক্লাস ৭ এ পড়ি সম্ভবত। একদিন কি জানি ভুল করলাম, আমার এত সাধের সাইট পুরা সাদা হয়ে গেলো !!!!!!! পরে দেখি লেখা Php error।

মাথাই হ্যাং !!!! Php আবার কি জিনিষ ! তখন এত সাপোর্ট, ব্লগ ,ফোরাম ছিলো না, বাংলা ভাষায় ওয়েবসাইট ই ছিলো হাতেগোনা কয়েক টা। খুজতে বসলাম গুগলে। প্রায় ছোটব্যালা থেকেই মাথায় “গুগলে সব পাওয়া যায়” ব্যাপার টা ঢুকে গেছিলো। আব্বু ও বলতেন একটা লাইন প্রায় ই, “গুগল কে জিগেস করো” । সো মারলাম সার্চ গুগলে।

শুরু হইলো php শেখা। ইংরেজি তে ভালো ছিলাম, এই একটাই ছিলো আমার প্লাস পয়েন্ট।আস্তে আস্তে যত ভিতরে ঢুকতেছিলাম মাথা আউলায় যাইতেছিলো, ডাটাবেস, সি এম এস, দেখে মাথা ঘুরাইতো, ভাবার বিষয়, তখন ও আমার কম্পিউটার নাই নিজের ! একটা মোবাইল ছিলো নোকিয়া মান্ধাত্ত্বা আমলের।

একটা ব্যাপার বুঝলাম php সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, আর সার্ভার ছারা এটা টেস্ট করার কোন উপায় আমার হাতে নাই।

সামনে নতুন প্রশ্ন, সার্ভার কি ?? আবার খোজাখুজি, অবশেষে পাইলাম আমার একটা হোস্টিং দরকার। হাতে ছোট মানুষের বেশী টাকাও থাকে না, আর গ্রামিনফোন ব্যাবহারকারী ছিলাম, সবচেয়ে কমদামে নেট প্যাকেজ ছিলো ১৫ মেগাবাইট ৩৫ টাকার মত মনে হয়। খুজে পাইলাম একদিন ফ্রি হোস্টিং।

তো যেহেতু php জানি না, নিজের নামে একটা html পেইজ বানাইলাম, Shimul.html বানিয়ে ফাইল ম্যানেজার এ আপলোড করলাম। কিন্তু কিসের কি !!! আমার সাইট তো ওপেন হয় না !

পরে খেয়াল করলাম, প্রায় সব সাইটের যে ব্যাপার টা কমন সেটা হলো হোম পেইজের লিঙ্ক Index.html বা index.php । পরে বুঝলাম সাধারন ভাবে index পেইজ টাই ওপেন হয় কোন সাইটে ঢুকলে।

এভাবেই চলতেছিলো আমার ইন্টারনেটে হাতেখরি। এস এস সি এর পর একটা কোর্স করলাম, ঠিক কোর্স বলা যাবে না, এক বড় ভাই মাসিক হাজার টাকার বিনিময়ে আমাকে প্রায় এক বছর শেখাইলেন। সে দিন গুলা এখনো মনে পড়ে। ভাইয়ের পিসিতে যেয়ে দিন রাত বসে থাকতাম, উনি কিভাবে কাজ করেন দেখতাম।

২০১০ সাল নাগাদ আমি মোটামুটি একটা ওয়েবসাইট কিভাবে বানানো হয়, এর বিভিন্ন অংশ কিভাবে কাজ করে শিখে ফেলছি।

প্রথম কাজ করলাম একটা ফ্যাশন হাউজের সাইট নিয়ে ২০১১ তে। দেখতে সুন্দর একটা সাইট, কোন টাকা না নিয়েই সুধু একটা ডোমেইন আর ফ্রি হোস্টিং দিয়ে । উনি মহাখুশি আমার উপর। এখন ও মাঝে মাঝে ফোন দেন, পরে অবশ্য তার সাইট আমি ই করে দিয়েছি এ্যাডভান্সড ভাবে।

২০১২ তে কম্পিউটার সাইন্স নিয়ে ভর্তি হই, এবছর আমার আগের বছর কেনা কম্পিউটার টা নিজের আয় দিয়েই অনেক টা আপগ্রেড করি। মাথায় হ্যাকিং এর ভুত চাপে, আর এ নিয়ে ঘাটাঘাটি করতে গিয়েই জেনে ফেলা হয় ওয়েবসাইটের সিকিউরিটি নিয়ে অনেক কিছুই।

২০১৩ তে একটা হোস্টিং কম্পানী তে ওয়েব ডিজাইনার হিসেবে যোগ দেই। প্রথমদিন ই চিফ ডিজাইনার আমাকে প্রশ্ন করেন কি করছো ? বললাম অমুক অমুক সাইট বানাইছি, উনি দেখলেন, আর আবার জিগেস করলেন “নিজের জন্য কি করছো ??? “

নাহ নিজের জন্য কিছু করা হয়নি ভেবেই প্রযেক্ট ফাজলামী ডট কম এ হাত দেয়া।পরে আরো বেশ কয়েক টা। এগুলো থেকে আমার কোন আয় নেই বললেই চলে, সুধুই নিজের জন্য করা।আর এখন আমার ৩ টা ভিজিটিং কার্ড এর মধ্য নিজের টাই কাউকে দিতে বেশী ভালো লাগে J

এভাবেই আমার শুরু, শেষ কবে আল্লাহ জানেন। গতমাসে নিজে ওয়েবহোস্টিং বিজনেস এর জন্য একটা VPS নিয়েছি http://www.vps.net থেকে। আমাদের প্রিয় টেকটিউন্স ও সম্ভবত এখানেই হোস্ট করা।এ মাসে হয়ে যাবে আল্লাহ বাচায়া রাখলে।

আমি সুধু হাল ছেরে দেই নাই, কটা ব্যাপার ফলো করেন।

১। নিজেকে আগে জিগেস করেন এটা কি আমার জন্য , আমি কি এটা হতে শুরু থেকেই চাই না আমি কারো দেখে এ লাইনে আসতে চাচ্ছি। যদি কারো দেখে বা কোন আশায় আসেন তাহলে আমি বলবো “আপনারে দিয়ে হবে না“ ।

২। টানা দুইদিন না ঘুমিয়ে কাজ করতে আসলেই নেশা দরকার। অন্য কোনকিছু, সেটা অভাব, কি কাজের চাপ কি বড় হবার ইচ্ছা, যাই হোক, নেশা না থাকলে হবে না। কাজ টা আপনার জন্য মনের শান্তি হতে হবে। কাজ করতেছি এটা ভেবে কাজ করলে খুব কিছু হওয়া মনে হয় না সম্ভব।

৩। একজন প্রোগ্রামার ইজ একজন প্রোগ্রামার। আপনি একজন প্রোগ্রামার হতে গিয়ে আরো অনেক কিছু হতে চাইবেন, তাহলে তো হবে না ব্রাদার। ব্যাপার টা মিউজিশিয়ান দের মত। বড় কজন গিটারিস্ট এর জীবনী তে দেখছি তারা ঘুমের মাঝেও হাত দিয়ে গিটার বাজান 😛 😛

যখন আপনি পেশাদার ডেভেলপার বা ডিজাইনারঃ

১। ক্লায়েন্ট কে সম্মান করুন, তাদের থেকেই যেহেতু আপনার পেট চলে, তাদের সাথে ভালো আচরন করুন। তারা কম জানেন, আর বেশী ই চান। তাদের চাহিদা পুরন করুন। আমার ক্ষেত্রে এমন ও হয়, মাঝে মাঝে কোন ক্লায়েন্ট ফোন দেন, তার বাসায় দাওয়াত দেন, কি করতেছি, কোন সমস্যা আছে কিনা খোজখবর নেন।

২। নিজের অবস্থান সম্পর্কে স্পষ্ট ধারনা রাখুন। কমে করে দিলে কাজ টা আমি পাবো এই ধারনা ত্যাগ করুন। যত আপনার দরকার, যত টাকায় করে দিলে আপনার সময় বা কাজের মুল্যায়ন হবে তত তেই করেন।

আর শেষে বলবো, আগে শেখেন , তারপরে করেন। ভালো থাকবেন, ধন্যবাদ।

আমার ব্লগ আর আমার টেকটিউন্স আপডেট পাবেন আমার ফেসবুক আইডী তে

Level 2

আমি শিমুল শাহরিয়ার। Founder, WebSea Internet Solutions, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 90 টি টিউন ও 497 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ব্র্যান্ড কনসাল্টেন্ট, ফুলস্ট্যাক ডেভেলপার/ডিজাইনার। আমাকে পাওয়া যাবে @ https://ShimulShahriar.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো লাগলো।

Great. Just go ahead….
ভালো লাগল। আমার অনেক কিছুর সাথে মিলে গেল দেখছি!!!! শুভকামনা রইল…

    @সুমির: সুমির দাদা , তোমরা বাংলাদেশে শুরু করছো, আমাদের অনুপ্রেরনা দাদা

Thanks for sharing!

    @রফিকুল ইসলাম: আপনাকেও অগ্রিম ধন্যবাদ বন্ধুদের সাথে শেয়ার করার জন্য 😛

ভাই আমার ও অনেক ইচ্ছা আছে আর সেই কারনে আজ ৩/৪ মাস যাবত চেষ্টা করে যাচ্ছি অনেক খানি সফল ও হয়েছি তাই এখন ভাবছি একটা ভালো গাইড লাইনের আর সেই জন্য কথাও কোর্স ও করতে চাচ্ছি ভাই এখন কথায় কোর্স করলে ভালো হয় সেই বিশয়ে যদি একটু সাজেস্ট করতেন ভাই।

    @জুবায়ের আহমেদ: কোথাও না করে কারো কাছে করেন

      @শাহরিয়ার শিমুল: ভাই আমার আশে পাশে বা পরিচিত কেউ নাই যে কাজ জানে ভাই এটাই হচ্ছে প্রধান সমস্যা ভাই

লেখা তা পড়ে খুব ভাল লাগ্ল,আমি ও নিজের ইছাই ওয়েব ডেভেলপমেন্ট শিখেছি ।কারো হেল্প লাগ্লে নিজে থেকে এ করি কোন টাকা পইশা আসা করি না।।আর নতুন একটা Hosting চালু করেছি/Hosting টা হচ্ছে যারা নতুন Domain নিয়ে শক এর সাইট করতে চায় ।তাই 3 GB আর 10 GB (Space & Bandwidth deye rekesi) মাত্র .৫০ সেন্ট এ ।

Level 0

শিমুল ভাই, অনেক দিন পর TT তে Login করলাম শুধু মাত্র আপনার পোস্ট এ Reply দেয়ার জন্য।
সত্যি খুব ভালো লাগলো, আর আমার ও ছোট বেলার অনেক কথা মনে পরে গেল।

আমি ৮ এ পরি এখন । html and css টা শেষ । php হাল্কা হাল্কা পারি । jsc এর জন্য চাপে আছি , exam শেষ হলে php তাও complete করব । আর আমার কাহিনি টাও অনেকটা আপনার মত । আমি এখন আমাদের উপজেলা এর ২-৩ জন এর মধে একজন যে html and css জানে । তাই আমারও দামই এখন । আমার সপ্ন একজন Computer Engenier হওা , কিন্তু আমি কি Software বানাব? নাকি Site devolop korbo? কোনটা আমার জন ভাল হবে?

    @Technology Pagol: বেস্ট অফ লাক। সফটওয়্যার ইঞ্জিনিয়ার দের দাম সব সময় ই বেশী। ট্রাই ইট

Great Year….Continue
Best Of Luck

Level 0

হ আমি কিছু শিখতে চাইতাছি বাট html5,css3,javascript,jquery এইগুলা শিখার পর দেখি রেসপন্সিভ ডিজাইনে কোন কাজেই আসতেছে না

অনেক ভালো লাগলো আপনার কথা শুনে।আমি আপনার মত ওয়েব ডেভেলপার হতে চাই।কিন্তু দু:খের বিষয় শেখানোর মত কেউ নেই 🙁

আপনার পোষ্টগুলি ইউনিক আর খুবই মনোগ্রাহী।লেখকের নাম না দেখেও বলে দেওয়া যায়,এরকমভাবে কে লিখতে পারেন।
আপনি আপনার লক্ষ্যে পৌছে যান খুব শীঘ্রি,এই কামনা করি। ধন্যবাদ।

পোস্টটা আগে পড়ছিলাম কিন্তু কমেন্ট করা হয়নাই।

এজ ইউজুয়াল, অনেক দাড়ুন লেখা 🙂

আমগো লাইগা দোয়া কইরেন ভাই।