হাই বন্ধুরা! আপনারা ভাল আছেন আশা করি ।
আমরা অ-ইংরেজি ভাষাভাষী দেশে বসবাস করছি । আমাদের নিজস্ব জাতীয় ভাষা আছে । তাই এখানে সঙ্গতকারনেই ইংরেজি ভাষা আমাদের দ্বিতীয় পছন্দ । এবং সাধারণত আমরা দৈনন্দিন রুটিন কাজ করার জন্য আমাদের স্থানীয় ভাষা ব্যবহার করে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি ।
তাছাড়া স্কুলে এবং বাড়িতে আমরা সবসময় ইংরেজি ভাষা এড়ানোর চেষ্টা করি। এটাও সত্য যে, আমরা খোলা পরিবেশে ইংরেজি বলতে লজ্জা বোধ করি। এখানে যারা এ লেভেল, ও লেভেল থেকে এসেছেন তাদের কথা আলাদা । আমি তাদের সঙ্গে শেয়ার করছি যারা আমার মতো চেষ্টা করে ইংরেজি শিখতে চান।
অ-ইংরেজি পরিবেশে বাস কারার দরুন; ইংরেজিতে আমাদের কমান্ড নাই। কিন্তু নিজের ইংরেজির মান উন্নত করতে মনের মধ্যে একটি ইচ্ছা আছে। আছে না?
ইংরেজির মান উন্নত করা দরকার কেন?
- চাকুরীর ইন্তারভিউতে নিজেকে প্রমান করতে।
- অদেস্কে তাৎখনিক কভার লেটার লেখার যোগ্যতা লাভ করতে।
- প্রতিযোগিতামূলক পরীক্ষায় সুফল লাভ করতে।
- আরও অন্যান্য ।
যদিও আমাদের ইচ্ছা আছে। কিন্তু আমরা আস্থার অভাব বোধ করি ।
এখানে আমি ইংরেজি শিখতে নিজে যে সব করি; আপনাদের তা থেকে কিছু টিপস জানাতে চাই; আপনারা ইচ্ছা করলে শেয়ার করতে পারেন।
ইংরেজি শেখার বই কিনুন! মাফ করবেন, পণ্য কিনুন লিখতে লিখতে আমার ‘কিনুন’ টা একটু বেশি আসে।
- নিকটস্থ বুক স্টল-এ ইংরেজি বই দেখুন ।
- দারকারি বইটি কিনুন!
- বাড়িতে ইংরেজি ব্যাকরণ অনুশীলন করুন।
- ইংরেজি সংবাদপত্র পাঠ করুন ।
- শব্দভান্ডার এবং বানানের জন্য ভোকাবুলারি বই কিনুন!
- অনুশীলন করুন।
- দরকারী অভিধান, সিডি / ভিসিডি সংগ্রহ করুন।
এছাড়া বই-এর জ্ঞান ছাড়াও আমি বিশেষভাবে বলবো ঃ
- ইংরেজি সংবাদ চ্যানেল দেখুন।
- পড়ুন ইংরেজি নিবন্ধ (বেশি হয়ে গেল কি?) ।
- অবশ্যই ইংরেজি সিনেমা দেখতে পারেন ।
- আরো বেশি জানতে, যারা জানে তাঁদের থেকে সাহায্য এবং টিপস নিন ।
- অবশ্যই অবশ্যই দ্বিধা পরিত্যাগ করুন ।
যে শব্দ বা বাক্য আপনি বুঝতে না পারেন তা নোট করুন । তারপর অভিধান থেকে শব্দ, গ্রামার থেকে বাক্য খুঁজে নিন। কোচিং এর ধারেকাছে জাবেন না । হেল্প ইউরসেলফ ।
এছাড়াও আপনি ইন্টারনেট এর সাহায্যতো নিতেই পারেন।
আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার হয় এমন শব্দগুলো মুখস্থ করার চেষ্টা করুন । প্রতিদিন দশ থেকে পনের টি নতুন শব্দ শিখুন।
বন্ধু বা বান্ধবিকে কল করুন এবং তাদের সাঙ্গে ‘দরকারি কথাগুলো’ (!) ইংরেজিতে বলুন । নিজেদের মধ্যে ইংরেজিতে দৈনিক কথোপকথন শুরু করুন।
বিষয়টি সিরিয়াসলি নিন । চ্যালেঞ্জ হিসেবে নিন । আপনি সফল হবেন।
এই হলো আপনার ইংরেজি ভাষাতে দক্ষতা অর্জনের কয়েকটি সাধারণ টিপস ।
কে বলতে পারে, আপনার নেক্সট জবটি হতে পারে একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এর!
ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না।
সময় পেলে ঘুরে যাবেন আমার ব্লগ থেকে ।
আমি রফিকুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Nice Post