আসুন ইংরেজি ভাষা ভীতি দূর করি

Credit: Google Image

হাই বন্ধুরা! আপনারা  ভাল আছেন আশা করি ।

আমরা অ-ইংরেজি ভাষাভাষী দেশে বসবাস করছি ।  আমাদের নিজস্ব জাতীয় ভাষা আছে । তাই এখানে সঙ্গতকারনেই ইংরেজি ভাষা আমাদের দ্বিতীয় পছন্দ ।  এবং সাধারণত আমরা দৈনন্দিন রুটিন কাজ করার জন্য আমাদের স্থানীয় ভাষা ব্যবহার করে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি ।

তাছাড়া  স্কুলে এবং বাড়িতে আমরা সবসময় ইংরেজি ভাষা এড়ানোর চেষ্টা করি। এটাও সত্য যে, আমরা খোলা পরিবেশে ইংরেজি বলতে লজ্জা বোধ করি।  এখানে যারা এ লেভেল, ও লেভেল থেকে এসেছেন তাদের কথা আলাদা । আমি তাদের সঙ্গে শেয়ার করছি যারা আমার মতো চেষ্টা করে ইংরেজি শিখতে চান।

অ-ইংরেজি পরিবেশে বাস কারার দরুন; ইংরেজিতে আমাদের কমান্ড নাই। কিন্তু নিজের ইংরেজির মান  উন্নত করতে মনের মধ্যে একটি ইচ্ছা আছে।  আছে না?

ইংরেজির মান উন্নত করা দরকার কেন?

-      চাকুরীর ইন্তারভিউতে নিজেকে প্রমান করতে।

-      অদেস্কে তাৎখনিক কভার লেটার লেখার যোগ্যতা লাভ করতে।

-      প্রতিযোগিতামূলক পরীক্ষায় সুফল লাভ করতে।

-      আরও অন্যান্য ।

যদিও আমাদের ইচ্ছা আছে।  কিন্তু আমরা আস্থার অভাব বোধ করি ।

এখানে আমি ইংরেজি শিখতে নিজে যে সব করি; আপনাদের তা থেকে কিছু টিপস জানাতে চাই; আপনারা  ইচ্ছা করলে শেয়ার করতে পারেন।

ইংরেজি শেখার বই কিনুন! মাফ করবেন, পণ্য কিনুন লিখতে লিখতে আমার ‘কিনুন’ টা একটু বেশি  আসে।

-      নিকটস্থ বুক   স্টল-এ ইংরেজি বই দেখুন ।

-      দারকারি বইটি কিনুন!

-      বাড়িতে  ইংরেজি  ব্যাকরণ অনুশীলন করুন।

-      ইংরেজি সংবাদপত্র পাঠ করুন ।

-      শব্দভান্ডার এবং বানানের জন্য ভোকাবুলারি বই কিনুন!

-      অনুশীলন করুন।

-      দরকারী অভিধান, সিডি / ভিসিডি সংগ্রহ করুন।

এছাড়া বই-এর জ্ঞান ছাড়াও আমি বিশেষভাবে বলবো ঃ

-      ইংরেজি সংবাদ চ্যানেল  দেখুন।

-      পড়ুন ইংরেজি নিবন্ধ (বেশি হয়ে গেল কি?) ।

-      অবশ্যই ইংরেজি সিনেমা দেখতে পারেন ।

-      আরো বেশি জানতে, যারা ​​জানে তাঁদের থেকে সাহায্য এবং টিপস নিন ।

-      অবশ্যই অবশ্যই দ্বিধা পরিত্যাগ করুন ।

যে শব্দ বা বাক্য আপনি বুঝতে না পারেন তা নোট করুন । তারপর অভিধান থেকে শব্দ, গ্রামার থেকে বাক্য খুঁজে নিন। কোচিং এর ধারেকাছে জাবেন না । হেল্প ইউরসেলফ ।

এছাড়াও আপনি ইন্টারনেট এর সাহায্যতো নিতেই পারেন।

আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার হয় এমন শব্দগুলো মুখস্থ করার চেষ্টা করুন । প্রতিদিন দশ থেকে পনের টি নতুন শব্দ  শিখুন।

বন্ধু বা বান্ধবিকে কল করুন এবং তাদের সাঙ্গে ‘দরকারি কথাগুলো’ (!) ইংরেজিতে বলুন । নিজেদের মধ্যে  ইংরেজিতে দৈনিক কথোপকথন শুরু করুন।

বিষয়টি সিরিয়াসলি নিন । চ্যালেঞ্জ হিসেবে নিন ।  আপনি সফল হবেন।

এই হলো আপনার ইংরেজি ভাষাতে দক্ষতা অর্জনের কয়েকটি সাধারণ টিপস ।

কে বলতে পারে, আপনার নেক্সট জবটি হতে পারে একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এর!

ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না।

সময় পেলে ঘুরে যাবেন আমার ব্লগ থেকে ।

Level 0

আমি রফিকুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

    @আহসান হাবীব সৌখিন @শামছুল ইসলামঃ ধন্যবাদ লেখাটি পড়ার জন্য এবং মন্তব্য করার জন্য।

পোস্টের যে টাইটেল দিয়েছেন তাতে মনে হল, এখানে সেখানোর বিষয়ে কোন আলোচনা করা হবে, এখানে তা হয় অন্তত একটা ইংরেজি সেখার গ্রামার বই ডাউনলোড করার লিংক তো দিতে পারতেন।

    @আব্দুল্লাহ আল বাকীঃ ধন্যবাদ ভাই, সুন্দর পরামর্শের জন্য । এটি একটি উৎসাহমূলক লেখা। এখানে প্রচুর হোমওয়ার্ক আছে । তবে আপনার পরামর্শ মনে রাখব।

Level 0

Nice post. Keep it up 🙂

ধন্যবাদ । @catfish