বজ্রপাত/লাইটনিং ডিসচার্জ সম্পর্কে কিছু জেনে নেই

আকশে ঘন মেঘ, ঝম ঝম বৃষ্টি এবং বিদ্যুৎ চমক। এই নিয়েই আমার প্রথম টিউন।

বেঞ্জামিন ফ্রাঙ্কলিন ইলেক্ট্রিক ডিসচার্জের কারনে বজ্রপাতের সৃষ্টি হয় হয় একথা প্রথম প্রমান করেন। এই ইলেকট্রিক ডিসচার্জ মেঘ-মেঘ, মেঘ-আর্থ আবার একই মেঘের ইলেকট্রিক ফিল্ডের মধ্যেই হতে পারে।

যখন মেঘের হাই +V/-V চার্জ আশেপাশের মেঘ/আর্থের তুলনায় খুব বেশি হয় ঠিক তখনই বজ্রপাত ঘটে। আমরা জানি বায়ু বিদ্যুৎ অপরিবাহী কিন্তু পটেনশিয়াল গ্রাডিয়েন্ট যখন 5KVolt/cm-10KVolt/cm হয় তখন বায়ু বলে মামু আমি শেষ, মজা করলাম, তখন আর বায়ুর অপরিবাহী গুন থাকে না আর্থাৎ ইনসুলেশন ব্রেক বা ডাই ইলেকট্রিক শক্তি এক্কেবারে ধ্বংস হয়ে যায়। বাতাস ও বাতাসে থাকা পানির ক্ষুদ্র কণার ফ্রিকশনে চার্জ উৎপন্ন হয়। পানির বড় কনা +V  চার্জ ছোট কনা –V চার্জিত হয়। এ পানির কনা একত্রিত হয়ে মেঘ তৈরি করে। মেঘের চার্জ নির্ভর করে মেঘে থাকা +V  চার্জ/-V  চার্জযুক্ত ঐ পানির কনার উপর।

পৃথিবীতে প্রতিদিন প্রায় ৪০,০০০ বজ্রসহ ঝরবৃষ্টি ও ১০০ বজ্রপাত/সেকেন্ড হয়ে থাকে। যার কিছু পৌছায় আর কিছু অর্ধেক পথেই শেষ হয়ে যায়। বজ্রপাত আমাদের চোখে ১টি ফ্লাশ ধরা পরলেও আসলে তা অনেকগুলো আলাদা আলাদা স্ট্রোকের একত্রিত রুপ। একটি স্ট্রোক থেকে আরেকটি স্ট্রোক ০.০০০৫-০.৫ সেকেন্ড সময় নেয়। প্রতি সেকেন্ডে প্রায় ১০০ লাইটনিং স্ট্রোক হতে পারে। স্ট্রোককালিন লাইটনিং ডীসচার্জের ফলে উৎপন্ন কারেন্টের সীমা 10,000A-90,000A ।

ভুল-ত্রুটি হলে বা ভালো লাগলে অবশই টিউনমেন্ট করবেন।

Level 0

আমি মেহেদী জাহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ । একটা গুরুত্তপুরন জিনিশ শিখলাম ।

Level 2

বজ্রপাতের সময় কম্পিউটার বা টিভি খোলা থাকলে কোন সমস্যা হয় নাকি????

    যথাযথ আর্থিং বা ফিউজিং সিস্টেম ঠিক না হলে বিপদের সম্ভবনা বেশি।

Level 0

অনেক অনেক ধন্যবাদ ।

Level 0

ধন্যবাদ