আমার এই লেখা পড়ে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমি আন্তরিক ভাবে দুঃখিত আসুন নিজের কাছে নিজে প্রশ্ন করি .....................।
১। একটা পেয়ার এ বাই / সেল এন্ট্রি নেবার সময় অন্তত ১ বার চিন্তা করা উচিত যে এই পেয়ার টা এখন ঊর্ধ্বমুখী নাকি নিম্নমুখী ? সেটা কি আমি সঠিক ভাবে বের করতে পারি? না পারলে বাঁশ ......
২। নিজেকে প্রশ্ন করুন / বাই সেল এন্ট্রি নেবার সময় অন্তত ১ বার চিন্তা করি ,আমি কি গুরুত্বপূর্ণ ema/ma চিনি ? এর ব্যাবহার জানি ? যদি না চিনি না জানি তাহলে শিখা শুরু করি । আর না জেনে ট্রেড এ গেলে ২ দিন আগে পরে বাঁশ ।।
৩। আমি কি ফিবু আঁকতে পারি সঠিক ভাবে ? সঠিক টাইম ফ্রেমে ? এর ব্যাবহার জানি ? যদি জানি তাহলে ট্রেড দেবার আগে ফিবু দিয়ে কি পেয়ার টা দেখি ? আর যদি না জানি তাহলে আজকেই ফিবু নিয়ে পড়াশুনা শুরু করি । ফিবু না জানলে দীর্ঘ মেয়াদে এই মার্কেট এ টিকে থাকা মুশকিল ।
৪। mt4 এ আমি কি শর্ট টাইম ফ্রেম দেখি নাকি লং টাইম ফ্রেম দেখি । যদি শর্ট টাইম ফ্রেম দেখি তাহলে আজকে থেকে অভ্যাস বদলে লং টাইম ফ্রেম দেখা সুরু করি নইলে থাকতে হবে সারাদিন বাঁশের উপর ।
৫। আমি কি পিভট পয়েন্ট বের করতে পারি , না পারলে এর একটি সুন্দর ইনডিকেটর আছে আজকেই সেট করে ফেলি mt4 এ । আর sup/res গুলো higher টাইম ফ্রেম এ মার্ক করে রাখি । strong sup/res দেখে টিপি এস এল বসায়। না হলে বাঁশ দিয়ে মার্কেট আপ আবার বাঁশ দিয়ে মার্কেট ডাউন ।
৬ । ট্রেড দেবার আগে আমি কি ১ বারের জন্য হলেও ট্রেনড লাইন আঁকি ? আর আমি কি সঠিক ভাবে ট্রেনড লাইন আঁকতে পারি ? ট্রেনড লাইন ব্রেকআউট বুঝি ? না জানলে না বুঝলে শিখার জন্য প্রস্তুত হই ।।
৭। যে কোন পেয়ার এর আর একটা পেয়ার এর সাথে কো- রিলেশন থাকে এই কো- রিলেশন এর মানে কি সেটা কি আমি কখনও খুজার চেষ্টা করি ? না করলে আজকেই খুজা শুরু করি । তাহলে হইত কমবে বাঁশ .........................................................................................................।
৮। গুরুত্বপূর্ণ নিউজ এর আর্টিকেল গুলো কি মনোযোগ সহকারে পড়ি ? নাকি শুধু নিউজ দেখে খুশিতে ট্রেড করি । “আমার মত বেবিদের নিউজ ট্রেড না করায় ভাল” । নিউজ রিলিজ হবার পর যখন আমি সিওর হব কারেন্সি strong or weak তখনি কি আমি ট্রেড করি নাকি না জেনেই এন্ট্রি নিয়ে থাকি ? না জেনে করলে বাঁশ ।
৯। আমি কি জানি কোন কোন নিউজ এ মার্কেট ট্রেনড বদলে যেতে পারে ? বেশি মুভমেন্ট করে ? জানলে ভাল , না জানলে এর একটা চার্ট আছে কালেক্ট করে রাখি । আর যেই বড় ভাইরা নিউজ এর পরবর্তী পদক্ষেপ ভাল বোঝে তাদের সাথে খাতির করি । এবং শিখার চেষ্টা করি ।
১০। আমি কি খালি চোখে মার্কেট দেখে চার্ট প্যাটার্ন আঁকতে পারি ? চার্ট প্যাটার্ন বুঝি ? ণা বূঝলে আজকেই চার্ট প্যাটার্ন এড় বই পি ডি এফ জোগাড় করি । দেখা আরম্ভ করি ।
১১। আমি কি আমার নিজের মতো করে একটা STRONG ট্রেডিং সিস্টেম তৈরি করতে পেড়েছি ? পাড়লে আমার তৈরি সিস্টেম এ আমি কি GAINER নাকি LOSSER ? যদি LOSSER হয়ে থাকি তাহলে সিস্টেম টাকে আপডেট করে ফেলি ডেমোতে যতো দিন লাগে লাগুক ।
১২। আমার ভেতর কোন গুনটা আছে ? শর্ট এস এল শর্ট টি পি ? নাকি লঙ এস এল লঙ টি পি ? নাকি স্টেপ বাই স্টেপ ট্রেডিং ? নিজের মনের কাছে প্রশ্ন করি । একজন মানুষের পক্ষে সব ধরনের ট্রেড করা অসম্ভব । যার মনের সাথে যেটা খাপ খায় সেটাই বেছে নেয়া উচিৎ । নইলে বাঁশ আর বাঁশ।
১৩। আমি কি রিস্ক রেসিও মেনে চলি ? নাকি গেম্লিং এর চাঞ্চ এ থাকি ? যদি রিস্ক রেসিও মানি তাহলে এই টা তে আমি একদিন না একদিন সফল হবই ...। আর না মানলে হই রাজা নই ফকির ।।
১৪। নিজের মনের কাছে প্রশ্ন রাখি ্্্, আসলেই কি ফরেক্স আমার দ্বারা হবে ? এতদিন এর হিসাব কিতাব মিলাই কত লস কত লাভ । মন যদি বলে হবে না তাহলে এইটা আমার আর না করায় ভাল । ............ ...................................................।। ১৬। আমি কি কারো সিগনাল দেখে ট্রেড করি ? নাকি সিগনাল দেখে নিজের সাথে মিলায় । নাকি কারো এনালায়সিস দেখি ? তার পর মিলাই ? নাকি সিগনাল কিনি ? নাকি বড় ভাইদের কাছ থেকে জিজ্ঞাসা করি ? আমি যায় করিনা কেন নিজের সিস্টেম এর সাথে না মিললে আমি ট্রেড দিবনা । প্রতিজ্ঞা করি আজ থেকে ।। নইলে বাঁশ ।
১৫। আমি যেই ফরেক্স গুরুদের ফলো করি আমি কি জানি উনি আসলেই ফরেক্স এ গেইনার ? আমি কি জানি উনি যা লিখে সেটা তার নিজের কথা নাকি কপি টু পেস্ট ? ইংলিশ কে বাংলিশ করা ? ওয়েব এর চার্ট দেখে সেই রকম চার্ট একে নিজের বলে প্রচার করা ? গুরুদের লাইভ এন্ট্রি ট্রেড কি দেখেছি কখনও ? গেন রেসিও হিসাব যে একটা যায়গাই দেখা যাই সেটা কি আমি জানি ? কোন কিছুই না জানলে গুরু মানার আগে সব কিছু জানার চেষ্টা করি । তাহলেই সম্ভভ কারও কাছ থেকে শিখে নিজে গুরু হওয়া । নইলে নিজে কষ্ট করি ১০ বছর পর গুরু হয় ।
১৬। আমি কি রোবট ট্রেড করি ? আমি কি জানি রোবট সারা মাস /বছর যা দেয় তা এক ঘণ্টায় নিয়ে যায় । না জানলে গভীর ভাবে খোঁজ করে দেখি ...।।
মূল লেখকঃ ওয়াসিম মোহাম্মদ কামরুজ্জামান ভাই।
আমি মূলত ফরেক্সের কিছু জানি না, তবে লেখাটা অনেক তথ্য বহুল; সেজন্য শেয়ার করলাম।আমাকে কেউ প্লিজ এই ফরেক্স নিয়ে প্রশ্ন করবেন না।তথ্য ভালো লাগলে টিউমেন্ট বা শেয়ার করতে পারেন।ধন্যবাদ সবাইকে।
আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...
tnx vai