টেকটিউন্সে কেন নতুন ইউজার রেজিষ্টার করতে দেয়া বন্ধ ছিলো

উত্তর খুব সহজ, আর এর পেছনে বেশ কটা কারন আছে। খেয়াল করেন।


স্প্যাম,অর্থাত নিজের সাইটের লিঙ্ক দিয়ে টিউন করা, ( টিটিতে টিউন ফুটারে নিজের একটা লিঙ্ক ব্যাবহার করতে পারেন, যেখানে টিউন টা আগে করা হয়েছিলো) স্প্যাম অনেক রকম, যেমন নিজের সাইটের প্রচারনা করা, এ্যাফিলিয়েট লিঙ্ক অর্থাৎ যেধরনের লিঙ্ক এ প্রবেশ করে “কিছু” করলে আপনি লাভবান হবেন। অথবা ক্ষতিকর কোন ফাইল ইত্যাদি দিয়ে টিউন করা, বা টিউমেন্ট করা।

এতে প্রধান ক্ষতি হয় সাইটের । গুগলে সাইট টিকে ক্ষতিকর লিঙ্ক থাকার কারন সার্চ পেইজ থেকে সরিয়ে দিতে পারে, এমন কি আপনার পিসিতে ভালো কোন এ্যান্টিভাইরাস থাকলে সে আপনাকে ঐ সাইটের ডোমেইন টাতেই ঢুকতে দেবে না।

দ্বিতীয় ক্ষতি হচ্ছে সাইটের আউটগোইং লিঙ্ক বেশী হবার কারনে তা বাধা দিবে পেইজ র‌্যাঙ্ক সঠিক ভাবে বৃদ্ধি করতে।সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশনে বিশাল ক্ষতিকর এই স্প্যাম লিঙ্ক।

ভিজিটর অন্য ডোমেইনে চলে যাবার ফলে চাপ পড়বে এলেক্সা র‌্যাঙ্ক এ, এতে ডোমেইন টার

ভ্যালূ কমে যাবার পাশাপাশি বিজ্ঞাপন ভিত্তিক আয় কমে যাবে।

সাইটের সৌন্দর্য আর ব্যাবহারকারীদের বিরক্তির কারনের কথা বাদ দিলেও এরকম হাজারো খুবি ক্ষতিকর সমস্যা দেখানো সম্ভব।

তো স্প্যাম ঠেকাতেই টেকটিউন্সে বন্ধ করা হয়েছিলো নতুন ইউজার রেজিষ্ট্রেশন, সুধু তাই নয়, টিউনার দের মধ্যেও যারা এধরনের টিউন করতেন,কোন ভাবে টিউনার নীতিমালা ভাংলে তাদের টিউনারশীপ বাতিল করা হয়েছিলো।(এখনো করা হয়, কাদের করা হলো তাদের একটা লিস্ট দেখলে আপনি আমি হয়তো টিউন লিখার আগে বেশ কবার চিন্তা করবো)

সো আগে নীতিমালা দেখুন, আমি ব্যাক্তিগত ভাবে দিনে বেশ কটা রিকুয়েস্ট পাই কারো একটা টিউন করে দেবার,একজন সাধারন টিউনার হয়ে, সিরিয়াল টিউনারদের কি হাল তারাই বলতে পারবেন এবং তাতে অবশ্যই কোন উদ্দেশ্য থাকে।আমি রিপ্লাই এ একটা জবাব ই দেই, ভাই আমার টিউনারশীপ হারানোর কোন ইচ্ছা আমার নাই।

আচ্ছা এবার আরেক টা দিক। ওয়ার্ডপ্রেস দিয়েই করা সাইট টা। চাইলেই বিভিন্ন ইউজার রোল করে দেয়া যায়, যে নতুন কেউ রেজিষ্টার করলে সে সুধু মন্তব্য করতে পারবে, টিউন না, তাতেও কিন্তু সেই মুল সমস্যা থেকেই যায়, টিউমেন্টে স্প্যাম হবেই, আপনি সাধু বলে কেউ অসাধু হবে না কেন ?

হ্যা, আরেক টা কথা বলতে পারেন, মডারেশন, অর্থাৎ প্রতিটি টিউন আগে চেক করা হবে, চেক করা হবে প্রতিটা টিউমেন্ট।

এবার ভাবুন টিউমেন্টিং ওপেন করে দিলে দিনে একলাখের বেশী মানুষ ভিজিট করা একটা সাইটে কি পরিমান টিউমেন্ট হবে আর তাতে কি পরিমান স্প্যাম হবে। ধরলাম ১০ ভাগের এক ভাগ মানুষ দিনে স্প্যাম করলেন, তাও হিসেবে ১০ হাজার এর বেশী!!!!!!হ্যা আমি জানি টেকটিউন্সে মডারেটর প্যানেল খুবি স্ট্রং, তবু এই ১০ হাজার টিউমেন্ট চেক করতে করতে আরো নতুন কতগুলো টিউমেন্ট হবে চিন্তা করেন, আর এর মাঝখানে গুগল একবার চেক করে একটা ক্ষতিকর লিঙ্ক পাইলে ছেরে কথা বলবে পপুলার সাইট বলে ???

আমার একটা বানী মনে পড়ে গেলো, বলেছিলেম ম্যাট কাট, গুগল স্টাফ “ স্প্যামার আর আমার সম্পর্ক খুনি আর খুন হবা ব্যাক্তির সন্তানের মত”

সো গাইজ, আশা করছি আপনারা বুঝতে পারছেন কেন টেকটিউন্সে নতুন ইউজার রেজিষ্টার করতে দেয়া হচ্ছিলো না।তো নতুন দের মাথায় রাখা উচিত ব্যাপার গুলো ।আর বাই দা রাস্তা, যারা এখনো বিভিন্ন টিউনে নিজেদের লিঙ্ক দিয়ে বেরাচ্ছেন, মানে সৎ ভাবেই seo করতেছেন, তাদের একটা জ্ঞ্যান দেয়া দরকার, টেকটিউন্স আউটগোইং লিঙ্কে nofollow ট্যাগ টা ব্যাবহার করে, এটার মানে না বুঝলে seo করার ইচ্ছা ত্যাগ করেন।

ফুটঃ আমার সাথে টেকটিউন্সের সম্পর্ক অনেক দিনের হলেও কোন অফিশিয়াল সম্পর্ক নাই, কোন টিউনার এর ই নাই, সো কাউকে বলে টেক টিউনার হবার ইচ্ছা ত্যাগ করাই উচিত। আরেক টা ব্যাপার চোখে পড়ছে, টেকটিউন্স আইডি কেনা বেচা নাকি চলতেছে, একটু দেখে ডেস্কে জানাবো ব্যাপার টা সত্য হলে । আমরা সুধু চাই, দেশের সেরা ব্লগিং প্লাটফর্ম টা ক্লিন থাকুক, আমাদের ভালোবাসার টেকটিউন্স হয়ে থাকুক ।


আমার টেক টিউন্স আপডেট পাবেন ফেসবুকে। ধন্যবাদ।

Level 2

আমি শিমুল শাহরিয়ার। Founder, WebSea Internet Solutions, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 90 টি টিউন ও 497 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ব্র্যান্ড কনসাল্টেন্ট, ফুলস্ট্যাক ডেভেলপার/ডিজাইনার। আমাকে পাওয়া যাবে @ https://ShimulShahriar.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এখন তো ইউজার রেজিস্ট্রেশন চালু আছে।

    @ফ্রীওয়্যার সিজান: কই, আমি জানতাম না তো !!!!!! আচ্ছা আমি টাইটেল একটু বদলিয়ে দিব নাহয় ” কেন ছিলো ” করে দিলেই চলবে।

hmmm aitai to sobai bujena

ধন্যবাদ ভাই ..। আজই আইডি খুললাম … শুরুতেআপনার এইই কথা গুলো পেলাম । খুব কাজে লাগবে

এখন তো চালু

Level 0

ধন্যবাদ টেকটিউন্সকে।

Notun ID khullam, onekdin opekkha korsi. Vaia, english e tument korle ki ban hobo?

    Level 2

    @উদয় শঙ্কর রায়: No never

জী, ইউজার রেজিষ্ট্রেশন খুলে দেয়া হয়েছে। দয়া করে আবার বন্ধ করাবেন না

অনেক ধন্যবাদ শাহরিয়ার শিমুল ভাই। আপনার অসিলায় টেকটিউনসের মেম্বার হতে পারলাম। আমি আগে অনেক বার চেষ্টা করেছি, কিন্তু ব্যর্থ হয়েছি।

@Sahriar Shimul আমি আজি রেজিস্ট্রেশন করলাম। আপনার টিউনটি আমার উপকরে আসবে।

অনেক অপেক্ষার পর টেকটিউনস এ নিজেকে যোগ করতে পারলাম……………..অনেক ভাল লাগছে ।
টেকটিউনস এর সকল সদস্য কে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ।।
আবার ও ধন্যবাদ টেকটিউনস কে এবং ধন্যবাদ শাহরিয়ার শিমুল ভাই কেও ।।

পোস্ট ফুটারে নিজের ক্রেডিট লিংক তো আমরা দিতেই পারি? যারা ডাইরেক্ট বিজ্ঞাপন করে তাদেরকেই শুধুমাত্র স্পামার হিসেবে ধরা উচিৎ। যারা হুদাই অ্যাফিলিয়েট লিংক দেয় তাদেরকেই ব্যান মারা উচিৎ। আমাগো ক্যান?

Level 0

“এ্যাফিলিয়েট লিঙ্ক অর্থাৎ যেধরনের লিঙ্ক এ প্রবেশ করে “কিছু” করলে আপনি লাভবান হবেন।” Erokom Link Ki Sottieeee Deya Jabena Jodi Seta Real Earning Site Hoi……….Ar Footare deya jabe Ki?

শিমুল ভাই এখনতো জানতে ইচ্ছে করছে, আবার যে রেজিস্ট্রেশন খুলে দেয়া হলো, এবার কি স্প্যামিং হবে না? হলে তার প্রতিকার কি ?

    @মোহাম্মদ খালিদ হোসাইন: কিছু প্লাগিন দিয়ে স্প্যাম খানিক টা কমানো সম্ভব। মডারেশন প্যানেল সম্ভবত শক্ত করা হয়েছে। প্রতিকার একটাই, ব্যান, আইডি, আইপি সব

টিটির ভিজিটর কমছিল চদনে পরে খুলছে ।

    @টিউনার পাতা: আমি মডারেশনে থাকলে আপনাকে এই মুহুর্তে জন্মের মত ব্যান মারতাম। আপনার কোন ধারনা নাই টেকটিউন্সের ভিজিটর সম্পর্কে, আমার আগের টিউন দেখেন।

@শিমুল ভাই
ধন্যবাদ

টিউমেন্ট গুলো না হোক অন্তত টিউন গুলো প্রত্যেকটাই মডারেশনের আওতায় নিয়ে আশা উচিত।
টেকটিউনস সর্ববৃহত প্রযুক্তি সংক্রান্ত ব্লগ, এখানে খুব সস্তা মানের টিউন থাকা এর মানের জন্য হানিকর।
প্রয়োজনে আমার টিউনকে বাতিল করলেও আমি বলব না কেন করা হল। কারন আমার অনুপযুক্ত টিউন প্রকাশিত হলে এভাবে একসময় নিম্নমানের টিউনেই ভরে যাবে টেকটিউনসের মূল্যবান পাতা।

টিটি new registration open করায় খুব ভালো লাগছে । কিন্তু এর মানের উন্নয়ন দরকার ।এরকম অনেক Post আছে যেগুলি নীতিমালা ভঙ্গ করে করা ,Link গুলি Broken কিংবা অপ্রাসঙ্গিক বিশেষ করে প্রথম দিকের গুলো। এগুলি Immediately delete /modify করা দরকার ।
আর টিটির নতুন design এর থেকে আগেরটাই ভালো ছিল । আশআকর একমত হবেন ।

আশাকরি একমত হবেন ।
Comment কিভাবে Edit করব একটু বলবেন ?

    @নীলোৎপল বেদী: টিউনমেন্ট এডিট করার পারমিশন নাই, এতে করে কেউ মডারেশন প্যানেলের চোখ এড়িয়ে স্প্যাম করতে পারেন না।

হুম। মডারেশন প্যানেল আনেক শক্ত। আমি দেখেছি আমার টিউন পেজে ভুলভাবে দেখালে তারা সঙ্গে সঙ্গে ঠিক করে দেয়। সুন্দর টিউন । ধন্যবাদ।