উত্তর খুব সহজ, আর এর পেছনে বেশ কটা কারন আছে। খেয়াল করেন।
স্প্যাম,অর্থাত নিজের সাইটের লিঙ্ক দিয়ে টিউন করা, ( টিটিতে টিউন ফুটারে নিজের একটা লিঙ্ক ব্যাবহার করতে পারেন, যেখানে টিউন টা আগে করা হয়েছিলো) স্প্যাম অনেক রকম, যেমন নিজের সাইটের প্রচারনা করা, এ্যাফিলিয়েট লিঙ্ক অর্থাৎ যেধরনের লিঙ্ক এ প্রবেশ করে “কিছু” করলে আপনি লাভবান হবেন। অথবা ক্ষতিকর কোন ফাইল ইত্যাদি দিয়ে টিউন করা, বা টিউমেন্ট করা।
এতে প্রধান ক্ষতি হয় সাইটের । গুগলে সাইট টিকে ক্ষতিকর লিঙ্ক থাকার কারন সার্চ পেইজ থেকে সরিয়ে দিতে পারে, এমন কি আপনার পিসিতে ভালো কোন এ্যান্টিভাইরাস থাকলে সে আপনাকে ঐ সাইটের ডোমেইন টাতেই ঢুকতে দেবে না।
দ্বিতীয় ক্ষতি হচ্ছে সাইটের আউটগোইং লিঙ্ক বেশী হবার কারনে তা বাধা দিবে পেইজ র্যাঙ্ক সঠিক ভাবে বৃদ্ধি করতে।সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশনে বিশাল ক্ষতিকর এই স্প্যাম লিঙ্ক।
ভিজিটর অন্য ডোমেইনে চলে যাবার ফলে চাপ পড়বে এলেক্সা র্যাঙ্ক এ, এতে ডোমেইন টার
ভ্যালূ কমে যাবার পাশাপাশি বিজ্ঞাপন ভিত্তিক আয় কমে যাবে।
সাইটের সৌন্দর্য আর ব্যাবহারকারীদের বিরক্তির কারনের কথা বাদ দিলেও এরকম হাজারো খুবি ক্ষতিকর সমস্যা দেখানো সম্ভব।
তো স্প্যাম ঠেকাতেই টেকটিউন্সে বন্ধ করা হয়েছিলো নতুন ইউজার রেজিষ্ট্রেশন, সুধু তাই নয়, টিউনার দের মধ্যেও যারা এধরনের টিউন করতেন,কোন ভাবে টিউনার নীতিমালা ভাংলে তাদের টিউনারশীপ বাতিল করা হয়েছিলো।(এখনো করা হয়, কাদের করা হলো তাদের একটা লিস্ট দেখলে আপনি আমি হয়তো টিউন লিখার আগে বেশ কবার চিন্তা করবো)
সো আগে নীতিমালা দেখুন, আমি ব্যাক্তিগত ভাবে দিনে বেশ কটা রিকুয়েস্ট পাই কারো একটা টিউন করে দেবার,একজন সাধারন টিউনার হয়ে, সিরিয়াল টিউনারদের কি হাল তারাই বলতে পারবেন এবং তাতে অবশ্যই কোন উদ্দেশ্য থাকে।আমি রিপ্লাই এ একটা জবাব ই দেই, ভাই আমার টিউনারশীপ হারানোর কোন ইচ্ছা আমার নাই।
আচ্ছা এবার আরেক টা দিক। ওয়ার্ডপ্রেস দিয়েই করা সাইট টা। চাইলেই বিভিন্ন ইউজার রোল করে দেয়া যায়, যে নতুন কেউ রেজিষ্টার করলে সে সুধু মন্তব্য করতে পারবে, টিউন না, তাতেও কিন্তু সেই মুল সমস্যা থেকেই যায়, টিউমেন্টে স্প্যাম হবেই, আপনি সাধু বলে কেউ অসাধু হবে না কেন ?
হ্যা, আরেক টা কথা বলতে পারেন, মডারেশন, অর্থাৎ প্রতিটি টিউন আগে চেক করা হবে, চেক করা হবে প্রতিটা টিউমেন্ট।
এবার ভাবুন টিউমেন্টিং ওপেন করে দিলে দিনে একলাখের বেশী মানুষ ভিজিট করা একটা সাইটে কি পরিমান টিউমেন্ট হবে আর তাতে কি পরিমান স্প্যাম হবে। ধরলাম ১০ ভাগের এক ভাগ মানুষ দিনে স্প্যাম করলেন, তাও হিসেবে ১০ হাজার এর বেশী!!!!!!হ্যা আমি জানি টেকটিউন্সে মডারেটর প্যানেল খুবি স্ট্রং, তবু এই ১০ হাজার টিউমেন্ট চেক করতে করতে আরো নতুন কতগুলো টিউমেন্ট হবে চিন্তা করেন, আর এর মাঝখানে গুগল একবার চেক করে একটা ক্ষতিকর লিঙ্ক পাইলে ছেরে কথা বলবে পপুলার সাইট বলে ???
আমার একটা বানী মনে পড়ে গেলো, বলেছিলেম ম্যাট কাট, গুগল স্টাফ “ স্প্যামার আর আমার সম্পর্ক খুনি আর খুন হবা ব্যাক্তির সন্তানের মত”
সো গাইজ, আশা করছি আপনারা বুঝতে পারছেন কেন টেকটিউন্সে নতুন ইউজার রেজিষ্টার করতে দেয়া হচ্ছিলো না।তো নতুন দের মাথায় রাখা উচিত ব্যাপার গুলো ।আর বাই দা রাস্তা, যারা এখনো বিভিন্ন টিউনে নিজেদের লিঙ্ক দিয়ে বেরাচ্ছেন, মানে সৎ ভাবেই seo করতেছেন, তাদের একটা জ্ঞ্যান দেয়া দরকার, টেকটিউন্স আউটগোইং লিঙ্কে nofollow ট্যাগ টা ব্যাবহার করে, এটার মানে না বুঝলে seo করার ইচ্ছা ত্যাগ করেন।
ফুটঃ আমার সাথে টেকটিউন্সের সম্পর্ক অনেক দিনের হলেও কোন অফিশিয়াল সম্পর্ক নাই, কোন টিউনার এর ই নাই, সো কাউকে বলে টেক টিউনার হবার ইচ্ছা ত্যাগ করাই উচিত। আরেক টা ব্যাপার চোখে পড়ছে, টেকটিউন্স আইডি কেনা বেচা নাকি চলতেছে, একটু দেখে ডেস্কে জানাবো ব্যাপার টা সত্য হলে । আমরা সুধু চাই, দেশের সেরা ব্লগিং প্লাটফর্ম টা ক্লিন থাকুক, আমাদের ভালোবাসার টেকটিউন্স হয়ে থাকুক ।
আমি শিমুল শাহরিয়ার। Founder, WebSea Internet Solutions, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 90 টি টিউন ও 497 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ব্র্যান্ড কনসাল্টেন্ট, ফুলস্ট্যাক ডেভেলপার/ডিজাইনার। আমাকে পাওয়া যাবে @ https://ShimulShahriar.com
এখন তো ইউজার রেজিস্ট্রেশন চালু আছে।