হ্যালো গাইজ,
অনেক দিন পর সময় করে উঠতে পারলাম টিটিতে টিউন দেয়ার। কেমন আছেন সবাই ?
যাক, যা লিখতেছিলাম, তা লিখে নেই। আমরা অনেকেই টেকটিউনস এর ভিজিটর। টিউনার ও আছি বেশ কজন। আর শক্ত মডারেশন প্যানেল এর কারনে আমি বলবো দেশের সেরা মাথা গুলোই এখানে লেখার সুযোগ পান। আসেন আজ টেকটিউনস সম্পর্কে খানিক টা জানি।
http://www.Techtunes.com.bd একটা ব্লগিং প্লাটফর্ম। বাংলাদেশের প্রথম টেকনলজি ব্লগ হলো টেকটিউনস, আরো মজার কথা, এটি দক্ষিন এশিয়ার সবথেকে জনপ্রিয় টেক ব্লগ। ডোমেইন টা কেনা হয়েছিলো ২০০৮ সালের ১০-১১ ফেব্রুয়ারী। আমি নিজে ২০১০ থেকে এখানে আসি। অর্থাৎ আমার দেখা টেকটিউনসের বয়স ৪ বছর, যদিও এর বয়স ৬ বছরের ও অধিক।
টেকটিউনস একটা ডেডিকেটেড সার্ভার ব্যাবহার করে। এটাও নিজের জ্ঞ্যান থেকেই বললাম, কারন এ পরিমান ইউজার লোড নেয়া সম্ভব না একটা সাধারন শেয়ার্ড বা রিসেলার হোস্টিং এর পক্ষে।(ক্লাউড আরকি) বর্তমান হোস্টিং প্রভাইডার সম্ভবত hostmonster.com । সার্ভার আমেরিকান। আইপি...... না থাক।
DNS: dns1.vps.net আর dns2.vps.net
ভিজিটর এর কথা আসলো,তো জানিয়ে রাখি, আমার হিসেবে এ মুহুর্তে দিনে টেকটিউনস ভিজিট করেন সর্বনিম্ন 110,895 জন মানুষ। জী আপনি ভুল দেখেন নাই, ১১০৮৯৫ জন সর্বনিম্ন ইউজার দৈনিক টেকটিউনসে। দিনে ভিজিট করা হয় অন্তত 621,010 টি পাতা। অর্থাৎ একজন ব্যাবহার কারী গড়ে ৬ টি পাতা ভিজিট করেন। এবং একজন সাধারন ইউজার গড়ে ৯ মিনিট সাইট টি তে থাকেন। (আমার টাইপ রা ৯ ঘন্টাও কাটিয়ে দেন)
এলেক্সার হিসেব অনুযায়ী এটি বর্তমানে বাংলাদেশের ২১ তম জনপ্রিয় সাইট। আমি নিজেই এটারে ১২ তে দেখছি একসময়। পুরো পৃথিবীর এটি ৬০৭২ তম জনপ্রিয় ওয়েবসাইট।
বর্তমান গুগল পেইজ র্যাঙ্ক ৩। আর গুগল এ পর্যন্ত সাইট টির 228,000 টি পাতা ইন্ডেক্স করেছে ( প্রতিটাই অমুল্য ডাটা সমৃদ্ধ) ফেসবুকে সাইট টির লিঙ্ক শেয়ার করা হয়েছে 12,587 বার , আর টুইটারে 235 বার।(এই তথ্য পাবলিক প্রাইভেসীর জন্য, আপনি বন্ধুদের সাথে সুধু শেয়ার করলে সে তথ্য আমার জানার কথা না ! )
আয়ের মাধ্যমঃ মুলত বিজ্ঞাপন আর স্পন্সর টিউনের মাধ্যমেই সাইট টির আয় হয়ে থাকে। ( এটার বেশীর ভাগ সার্ভার আর ম্যানেজমেন্ট খরচেই চলে যায়, এ্যাডমিন এ সাইট থেকে বড়লোক হই গেছে ধারনা না করাই ভালো ) টোটাল আয় কত হয়ে থাকে আরিফ ভাই ই জানেন, আমরা কেউ জানি না।
এ্যাডমিন কে ? ভালো প্রশ্ন, মেহেদি ভাই। পুরো নাম মেহেদী হাসান আরিফ, CEO, CTO উনি ই 8| । ফোন নাম্বার......... না থাক, ফেবু আইডি টাও থাক, মাথা খাটায় খুজে বের কইরেন 😛 😛 রিকু দিছিলাম, ধরে নাই ভাইয়ে 😛 ফেবুতে তেমন মনে হয় বসেন না উনি। ব্যাস্ত মানুষ, তার লগে দেখলাম আমার কয়টা মিচুয়াল ফ্রেন্ড ও আছে ! আলমাস দা ট্যালেন্টেড হ্যাকার আর রনি ভাই (আর্টসেল এর অফিশিয়াল ফটোগ্রাফার) , যাক ব্যাক্তিগত প্রসঙ্গে চলে আসতেছি, আসলে খুব পছন্দের একটা জিনিষ নিয়ে লিখতেছি তো। আর লেখবো না, বাকি কিছু থাকলে প্রশ্ন করেন, জানা থাকলে উত্তর দিবো। এই মানুষ টা আমাদের এতকিছু দিয়েছে, কতটা দিয়েছে ? টেকটিউনস থেকে কিছু শিখে আজ প্রতিষ্ঠিত এমন মানুষ ও কম না বাংলাদেশে। তারে এক নজর দেখে নেয়া যাক।
উনি একজন ওয়েব ডেভেলপার, ডিজাইনার, যা যা জানেন লিস্ট দেখে আমি একটা হ্যাঙ খেয়ে গেছি ! PHP, MySQL, AJAX, XHTML, CSS, WordPress, WordPress Plugins, WordPress Theme, BuddyPress, PSD2HTML, Unicode Bangla,PostgreSQL, SQLite, Rich UI, Joomla, Magento E-commerce, Drupal, Javascript, jQuery, jQuery UI, Internationalization and Localization, CakePHP, Code Igniter,Web Design, Web Application, Linux Adminstration, Apache, Nginx, Varnish, Proxy Cache, Load Balancing, Failover, Interface Design, Online Marketing, Branding, SEO, iPhone App, iSO, Android, Android App বাবারে............... 😮
ফুটারঃ আমার টেকটিউনস আবডেট পাবেন আমার ফেসবুক আইডী তে। সময় থাকলে আমার সাইট ফাজলামি ডট কম দেইখে নিয়েন একফাকে।
পরিশিষ্টঃ আই লাভ ইউ আরিফ ভাই,আমাদের এমন একটা প্লাটফর্ম দেয়ার জন্য।
আমি শিমুল শাহরিয়ার। Founder, WebSea Internet Solutions, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 90 টি টিউন ও 497 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ব্র্যান্ড কনসাল্টেন্ট, ফুলস্ট্যাক ডেভেলপার/ডিজাইনার। আমাকে পাওয়া যাবে @ https://ShimulShahriar.com
thanks