ওয়েবসাইট সাইন্স [পর্ব-১২] :: যাদের নিজের ওয়েবসাইট আছে বা কাজ শিখছেন,শিখতে চান তাদের পরম বন্ধু গুগল এনালাইসিস।

ওয়েবসাইট সাইন্স

Sximul,

কি অবস্থা ভাইলোগ, সবাই তো সাইট বড় বানিয়ে আমাকে ভুলে গেছেন, আগে যা দু একটা নক পেতাম “ভাই টিউন দেখি না কেন” এখন তা কেমন আছেন এই সীমাবদ্ধ। এইটা কিছু হইলো ?

যাক মজা নিতেছিলাম, কাজের কথায় আসি। আজকে একটা অনলাইন টুল নিয়ে আলোচনা করবো আমরা, যেটার নাম গুগল এনালাইসিস।

এইটা কি ?

এইটা ভাই তেমন ভয়াবহ কিছু না। গুগলের একটি সেবা, এর মাধ্যমে এক অর্থে আপনার ওয়েবসাইটের হিসেব রাখা যায় বলা যেতে পারে।

বুঝি নাই বস, বুঝায়া বলেন

ধরেন আপনার একটা সাইট আছে, সাইটে এই মুহুর্তে কতজন অনলাইন, দিনে/বছরে/মাসে কতজন ভিজিটর আসেন। তারা কে কোন ডিভাইস দিয়ে ভিজিট করেন, কে কোন দেশ থেকে, কি ব্রাউজার ব্যাবহার করেন, কে কোন পেইজে আছেন, কে কি লিখে সার্চ করে আপনার সাইটে আসছেন, কে কোন সাইট থেকে আপনার সাইটের লিঙ্ক এ ক্লিক করে আসছেন ব্লা ব্লা ব্লা সবকিছু একসাথে পাওয়ার জটিল একটা জিনিষ। আমি কি বুঝাইতে পারছি ?

কিভাবে ব্যাবহার করবেন।

যারা কোডিং একেবারেই জানেন না , তাদের জন্য এটা মনে হয় না, কজ একেবারেই প্রফেশনাল একটা অনলাইন টুল এটি, আর নিখুত রেজাল্ট দুনিয়ায় একমাত্র এদের থেকেই পাই আমি।

যাক, আসেন একটূ উদাহারন দেয়া যাক। নিচের ছবি টা দেখেন,

এটি আমার সাইটের অনলাইন ভিজিটর এর ডিটেইলস দেখাচ্ছে, মানে কতজন এই মুহুর্তে আমার সাইটে আছেন, তারা কে কি লিখে সার্চ করে এসেছেন, কোন পেইজে আছেন সবকিছুই এখানে বসেই আমি জেনে যাচ্ছি। মজার আর কাজের, কি বলেন ?

আরেক টা দেখেন,

এখানে দেখাচ্ছে এমাসের সব ভিজিটর রা কোথা থেকে আমার সাইট খুজে পেয়ে এসেছেন আমার সাইটে।দেখা যাচ্ছে গুগল থেকে সার্চ করেই সবথেকে বেশী ভিজিটর এসেছে এমাসে, এটা সবথেকে বড় আর দরকারী ট্রাফিক, কত জন কে আর বলা যায় একটা সাইটের কথা। পরেই আছে ডিরেক্ট, মানে এনারা সরাসরি এ্যাড্রেস এ ঢুকেই ভিজিট করেন সাইট,এনাদের বাধা ভিজিটর বলা যায়, এনারাই একটা সাইটে জীবন বলতে পারেন। এ নিয়ে পরে কথা হবে। এরপরে দেখাচ্ছে কোন সাইটে লিঙ্ক ক্লিক করে আমার সাইটে ভিজিটর এসেছেন, টেকটিউন্স থেকেও দুচারজন ঘোরেন দেখি আমার সাইট 😛 😛

তো, আমি এতক্ষনে বুঝিয়ে ফেলেছি গুগল এনালাইসিস কি জিনিষ, বুঝছেন তো ?

ওকে এখন আপনার কাজ, আপনি গুগলের টুল টা ঘুরে ফিরে দেখেন, পারলে নিজের সাইটে ইনস্টল করে ফেলেন, এটা সবথেকে ভালো কাজ, নিজের চেষ্টায় কিছু করা। আর না পারলেও সমস্যা নাই, পরের টিউনে এ নিয়ে বিস্তারিত লিখবো ইনশা-আল্লাহ । এইরে, লিঙ্ক দিতেই ভুলে গেছি খোদা !!!!!!! এইটা >> https://www.google.com/analytics/web/

ভালো থাকবেন, অন্যদের ভালো রাখবেন, সময় পেলে দেখবেন আমার সাইট http://www.fajlami.com । আর আমার টেকটিউন্স আপডেট পেতে পারেন আমার ফেসবুকে। ধন্যবাদ।

Level 2

আমি শিমুল শাহরিয়ার। Founder, WebSea Internet Solutions, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 90 টি টিউন ও 497 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ব্র্যান্ড কনসাল্টেন্ট, ফুলস্ট্যাক ডেভেলপার/ডিজাইনার। আমাকে পাওয়া যাবে @ https://ShimulShahriar.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল একটা কাজের জিনিস শেয়ার করার করার জন্য।

Level 0

vaiya onek valo laglo
sikte parle r o besi valo lagto

    @wridoy: ধন্যবাদ ভাই, শিখবেন তো

      Level 0

      @শাহরিয়ার শিমুল: ভাইয়া আপনি শিখালে অবশ্যই শিখব

vai blogger ki hobe??
janaben

Level 0

ভাই আমি তো সার্ভারই ইন্সটল দিতে পারচিনা,

ধন্যবাদ ভাই।

কাজের জিনিষ …………… ধন্যবাদ

আপনার সাইটে তো দেখতাছি মোবাইল থেকেই পোলাপান বেশি।

    @ব্লগার মারুফ: হুম মারফ, বাংলাদেশে শতকরা ৭০% নেট ব্যাবহারকারী মোবাইল ইউজার, দেখতে পারো http://wap.fajlami.com

      @শাহরিয়ার শিমুল: প্রতিদিনই দেখি, আর আপনার সাইট জনপ্রিয় হয়েছেই মোবাইল ফ্রেন্ডলি এবং ডাউনলোড সিস্টেমের কারণে। আজ কাল কেউ ভাই টিউটোরিয়াল আর টিপস বিষয়ক মাল খাদ্য খাবার খায়না। সবাই খালি মিউজিকি খায়

        @ব্লগার মারুফ: খায় রে ভাই, যে যেখানে যা খায় সেটাই তো দিতে হবে। টেকটিউন্সে যদি আলু পটল নিয়ে লেখি তা কেউ খাবে ? উহু, সুধু মাথায় রাখতে হবে কোন টা কে চায়, হয়ে যাবে এতেই

          @শাহরিয়ার শিমুল: বুঝেছি। কিন্তু আপনি টিটিতেও লক্ষ্য করবেন যে অ্যান্ড্রয়েড অ্যাপস, ফ্রি নেট আর যেকোন ট্রিকস হুমরি পড়ে খায়, কিন্তু যখন আপনি পিএইচপি বা কোন বড় ধরনের টিউন করবেন তখন দেখবেন খাওয়ার লোক কমে গেছে। অথচ এইসব প্রোগ্রামিং বা কোন শিক্ষনীয় টিউন করতেই মাথা বেশি খরচ হয়।

          @ব্লগার মারুফ: ভাই@শাহরিয়ার শিমুল: ভাই রে , সে দুঃখেই এই টিউন টা করা https://www.techtunes.io/edutunes/tune-id/295808 🙁 🙁

ধন্যবাদ ভাই

Level 0

ধন্যবাদ। আপনার টিউন জন্য । তবে একটা কথা বলি যারা ওয়াডপের্স ব্যবহার করে তাদের কাছে এর থেকে আরও ভাল পাল্গিন থাকে। আমি কয়েক মাস চেষ্টার পর সফল হলাম পাল্গিন টা খুজে পেতে । একদম ফ্রি। মজার কথা হল। আমি সাইট যত বার দেখি তার চেয়ে বেশি দেখি এই পাল্গিন। কেউ আপনাকে কোন ওয়েভ হতে ট্যাগ করলে তা দরা পরে। আমার সাইটে টেকটিউন হতে মাত্র ৩ জন রেপায়ার পেলাম তাও দরা পড়ল। ৩২ টি সেবা দেয় সাইটে। সেবা সব গুলো বেস্ট এ্যানালাইজি । তবে গুগুল জন্য প্রতিবার তাদের সাইট ভিসিট করতে হয়। এই টা বিরক্ত লাগে। ধন্যাবাদ । আপনার প্রতিটি পোষ্ট ভাল লাগে

কিন্তু বস, এটা গুগল এন্যালাইসিস না, গুগল এন্যালাইটিকস

Level 0

সুন্দর পোষ্ট করার জন্য ধন্যবাদ।

শিমুল ভাই,
এইটাও পড়ে ফেললাম। জানি এখন কাজে আসবে না। তবে একদিন আসবে….। সেদিনের অপেক্ষায়।

Shimul
Vhai

You
are
a
Boos