টেক হিউমারঃ কিভাবে হবেন একজন হিট টেক টিউনার :P

কিভাবে একজন হিট টিউনার হবেন। 😎

সালাম ভাইলোগ, গত এক মাসের পর্যবেক্ষন আর গভীর গবেষনার পর আবিষ্কার করলাম কিভাবে টিটিতে একটা টিউন কে হিট বানানো যায়, পাওয়া যায় প্রচুর ভিউ আর টিউনমেন্ট। আজ সে গোপন সত্য ফাস করে দেয়া হবে। 😈

এজন্য আপনাকে মানতে হবে কিছু প্রাচিন নিয়ম, নিয়ম মেনে টিউন দিন, আর হয়ে যান হিট টিউনার।

১। শুরুতে টিউনের টাইটেল। আগে আসলে আগে পাবেন ধরনের টাইটেল দ্যান, টাইটেলের সাথে টিউনের মিল না থাকলেও সমস্যা নাই, আপনার টিউনে ভিউ বাড়া নিয়া কথা।

২। ফ্রি ডাউনলোড টিউন বেশী খাওয়া হয়, সো নেট ঘেটে খুজে বের করেন কোন পেইড সফটওয়্যার আর সাথে তার ফ্রি ডাউনলোড লিঙ্ক। পেইড না হইলেও সমস্যা নাই, পাবলিক বুঝবে না। আস্তে করে টাইটেলে “নিয়া নেন লাখ টাকার জিনিষ” লাগায়া দেন, আপনে অর্ধেক হিট !!! 🙂

৩। টিউনের শুরুর কিছু অংশ হোম পেইজে দেখা যায়, সো টিউনে কি আছে তার কোন ধারনাই দেয়া যাইবো না, আগডূম বাগডূম যা ইচ্ছা আপনার রসবোধ, আর সেন্স অফ হিউমার লাগায়া কয়েক লাইন লিখে ফেলেন, পাবলিক যাতে না বুঝে ভিত্রে কি আছে, খুইলা দেখবো শিওর, পায়া গেলেন টিউনে একটা মুল্যবান ভিউ।

৪। টিউনের থাম্বনেইল ইমেজ, এইটা খুব জরুরী। যে বিষয়ে লিখবেন, তা লেইখা গুগলে সার্চ দেন, বাইছা সবচাইতে রঙ চংগা যেইটা পান, চোখে লাগে যেইটা সেইটা মাইরা দেন, ছবি দেইখা আপনার টিউনের দিকে আগ্রহী হবে ভিজিটর। 😀

৫। যা শিখছেন কষ্ট কইরা, এক ঘন্টা লাগায়া লিখছেন , তা ভুলেও টিউন করবেন না, দরকারী কামের জিনিষের পাবলিক কম দেশে, বদলে “ আমার লিঙ্কে কিলিক মাইরা হয়া যান কোটিপতি” টাইপ টিউন দিতে পারেন। 😛  আপনে হিট।

৬। চেইন টিউন ? এইটা পাবলিক খায় ? খায় তো শিখতে আগ্রহী আমার মত বলদ রা, এগুলা লিখা মানে তো সময় নষ্ট, রাত যাইগা টিউন লেইখা তিন দিন পরে আইসা দেখবেন ২০০ ভিউ ও হয় নাই, কান্দা বাইর হইতে চাইব, সো দরকার নাই, পাবলিক ইদানিং এ্যণ্ড্রুয়েড বেশী খায়, একটা গেম কি সেইরম সফট দিয়া টিউন লিখা ফালান, কাম সোজা, আগে নিজে ডাঊনলোড দেন, একটু গুতাগুতি করেন, তারপর লেইখা ফালান কি দেখলেন, লগে ডাঊনলোড লিঙ্ক, আপনে হিট।

৭। লিনাক্স কেমনে সেটাপ দেয়া লাগে এইটা থাইকা আলু দিয়া মাছ চাষ করুন টিউনের জনপ্রিয়তা বেশী, ট্রাই ইট মামা !!!!

৮। ইন্টারনেট থেকে আয় ( আমি নিজেও এ নিয়া বেশ কয়টা লিখছি, যদিও সবগুলাই মানুষ রে আসল সত্য বুঝানোর জন্য, কয়জনের ভন্ডামী থেকে সাবধান করার জন্য ) এ বিষয়ে লাখ লাখ মানুষের আগ্রহ, সো এইটা নিয়াও লিখতে পারেন, ফেসবুক পেইজ থেকে কিভাবে কোটিপতি হবে এইরকম কেউ কিছু লেখে নাই, লিক্ষা ফালান না মিয়া, হিট হইতে হইবো তো।

আশা করতেছি এগুলা মেনে চললে আপনি টিটিতে একজন হিট টিউনার হিসেবে পরিচিত হবেন, মাগার আমার মত কিছু আতেল, আর সল্প জ্ঞ্যানী মানূষের পা(বাশ মুলক টিউনমেন্ট) পড়ে আপনার টিউন দুষিত হইবার সম্ভাবনা ও প্রচুর। টিউনমেন্ট পাইলেই হইলো, কে কি কইলো রিপ্লাই দিতে তো আর আপনি আইবেন না, নাকি ?

যাউক শেষে একটা কথা, নতুন টিউনার নেয়া বন্ধ থাকায় কি কি শুনি একনজরে দেখেন।

১। ভাইয়া টেকটিউনে লিখতে চাই, কি জানতে হবে, আর কোথায় এ্যাপ্লাই করতে হবে ? অফিসে না গেলে হবে না ?

২। ভাইয়া মাসে কত আয় করেন টেকটিউন থেকে ?

৩। আচ্ছা ভাইয়া টিউনার রা তো বেতন পান, কত করে পান যদি বলতেন সমস্যা না থাকলে।

৪। ভাইয়া মাসে সর্বনিম্ন কয়টা টিউন লিখতে হয় আপনাদের ?

৫। ভাইয়া টেকটিউনের এ্যাডমিন কি পুরুষ না মহিলা ?

৬। আপনাদের অফিস কোথায় ? মানে কোথায় বসে কাজ করেন আপনারা টেকটিউনে ?

( মডারেটর উত্তর গুলা দিয়েন, আমার সবগুলা জানা নাই 😀 😀 )

( এইটা একটা টেক হিউমার সিরিজের লেখা, কারো অনুভুতি তে আঘাত করার জন্য লেখা হয় নাই, আমার উপরুক্ত লেখা ফলো করা মানে আপনি অলরেডি বেশ কয়েক টা নীতিমালা ভাইঙ্গা ফেলছেন, সো ব্যান খাইলে আমার দোষ নাই)

পাওয়ার্ড বাই ফাজলামি ডট কম।আমার টেকটিউন্সের আপডেট পাবেন ফেসবুকে, বিনোদন নেয়ার জন্য ধন্যবাদ।

Level 2

আমি শিমুল শাহরিয়ার। Founder, WebSea Internet Solutions, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 90 টি টিউন ও 497 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ব্র্যান্ড কনসাল্টেন্ট, ফুলস্ট্যাক ডেভেলপার/ডিজাইনার। আমাকে পাওয়া যাবে @ https://ShimulShahriar.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

Valoy Bolasen.

যুবের লিখছেন ভাই। পড়ে খুব সুখ পাইলাম।

Level 0

ব্যা ফো ক বিনুদুন ……

valo likhsen

বিনোদিত হইলাম শিমুল ভাই। শেষের প্রশ্ন শুইনা বেশি মজা পাইলাম।

অসাধারণ টিউন শিমুল ভাই। সত্যি আপনার লেখা গুলুও অসাধারণ আর আপনি মানুষটাও অসাধারণ

ভাই আর যাই বলেন এইটা পড়ে সেই লেবেলের মজা পাইছি 😀

@শাহরিয়ার শিমুল ভাই,
কেউ চাই ভিজিটর, আবার কেউ চাই মানুষকে হেল্প করতে। টেকটিউনস মানুষকে হেল্পের জন্য। কিন্তু আমরা যারা টিউনার তারা যদি শুধু ভিজিটরের আশা করি, তাহলে মানুষকে দিব কি?
টেকটিউনস সবার জন্য, যে লেখায় বেশি ভিজিটর থাকে, মনে সেটাও কারও না কারও কাছে প্রয়োজনীয়ও।

আমি এমনও চেইন টিউন দেখছি যেখানে সন্মানিত টিউনার ১৫০/২০০ ভিজিটরও পান না; তারমানে কি সেটা তিনি লিখবেন না।
একটা জিনিস মনে রাখা উচিত, আমরা কয়জন প্লেনে চড়ি? আর কয়জন নরমাল বাসে চড়ি? তারমানে কি যারা প্লেনে চড়ে, তাদের মূল্য, বাসে চড়া মানুষের চেয়ে কম?
এটাকে অন্যভাবে নিবেন, জাস্ট এক্সাম্পল।

যারা ভালোমানের চেইন টিউন বা টিউন করেন, তাদের বেশি ভিজিটর হবে না, বা বেশি ভিজিটর দরকারও না, কারন ঐ যে যারা তাদের ভিজিটর, তারা বাংলাদেশের আজীবন টেকনোলজি মান- তারা প্লেনে চড়েন, চড়বেন।
সেহেতু একজন টিউনার নরমাল বাসের ড্রাইভার হবেন, নাকি প্লেনের পাইলট হবেন, সেটা টার বিষয়!!

টেকটিউনসে এখনও এমনও টিউনার আছেন, যারা সবসময় প্লেনের পাইলট, তারা ভিজিটর নিয়ে মাথা ঘামান না।

সেহেতু, লাইফ আপনার, স্বীকৃতি আপনার, ভালবাসা পাবেন আপনি, তাই ডিসিশনও আপনার।
ধন্যবাদ সবাইকে।

সংশোধন
————————
@শাহরিয়ার শিমুল ভাই,
কেউ চাই ভিজিটর, আবার কেউ চাই মানুষকে হেল্প করতে। টেকটিউনস মানুষকে হেল্পের জন্য। কিন্তু আমরা যারা টিউনার তারা যদি শুধু ভিজিটরের আশা করি, তাহলে মানুষকে দিব কি?
টেকটিউনস সবার জন্য, যে লেখায় বেশি ভিজিটর থাকে, মানে সেটাও কারও না কারও কাছে প্রয়োজনীয়ও।

আমি এমনও চেইন টিউন দেখছি যেখানে সন্মানিত টিউনার ১৫০/২০০ ভিজিটরও পান না; তারমানে কি সেটা তিনি লিখবেন না।
একটা জিনিস মনে রাখা উচিত, আমরা কয়জন প্লেনে চড়ি? আর কয়জন নরমাল বাসে চড়ি? তারমানে কি যারা প্লেনে চড়ে, তাদের মূল্য, বাসে চড়া মানুষের চেয়ে কম?
এটাকে অন্যভাবে নিবেন না, জাস্ট এক্সাম্পল।

যারা ভালোমানের চেইন টিউন বা টিউন করেন, তাদের বেশি ভিজিটর হবে না, বা বেশি ভিজিটর দরকারও না, কারন ঐ যে যারা তাদের ভিজিটর, তারা বাংলাদেশের আজীবন টেকনোলজি ম্যান- তারা প্লেনে চড়েন, চড়বেন।
সেহেতু একজন টিউনার নরমাল বাসের ড্রাইভার হবেন, নাকি প্লেনের পাইলট হবেন, সেটা টার বিষয়!!

টেকটিউনসে এখনও এমনও টিউনার আছেন, যারা সবসময় প্লেনের পাইলট, তারা ভিজিটর নিয়ে মাথা ঘামান না।

সেহেতু, লাইফ আপনার, স্বীকৃতি আপনার, ভালবাসা পাবেন আপনি, তাই ডিসিশনও আপনার।
ধন্যবাদ সবাইকে।

    @আই,টি সরদার: আপনি মনে হয় লেখা টার সুক্ষ বাশ টা ধরতে পারেন নাই ভাই, মন্তব্যের জন্য ধন্যবাদ।

ভাইয়া টেকটিউনের এ্যাডমিন কি পুরুষ না মহিলা ? ( মডারেটর উত্তর গুলা দিয়েন, আমার সবগুলা জানা নাই 😀 😀 ) মজা পাইলাম 🙂

Level 0

লিনাক্স কেমনে সেটাপ দেয়া লাগে এইটা থাইকা আলু দিয়া মাছ চাষ করুন টিউনের জনপ্রিয়তা বেশী,
হা হা হা হা হা

স্যাটায়ার হতে গিয়ে সাধারন হিউমার হয়ে গেছে। ইউজাররা কি করবে জানেন? আপনি যা যা লিখলেন ঠিক এই কাজগুলা বাদ দেয়ার বদলে এগুলোই করবে।

বাহঃ প্রযুক্তির সাথে বিনুদন ফ্রী।

শাহরিয়ার ভাই,
জটিল বিনোদিত হইলাম। আপনি অলরাউন্ডার। আপনি আমার গুরু। আর কি বলব ভাষা হারিয়ে ফেলেছি? আপনার টিউন এত ভাল লাগে আমার…!!!!!!

হাসতে হাসতে মোবাইল রাইখা খাটে দুইবার গড়াগড়ি দিলাম 😀 😀

আর, আপনি কি টিটির মোডারেটরের কেউ?? অথব অন্যকিছু?