হুম , দেশের বেশীর ভাগ সাইটের অবস্থা খুব করুন। ডিজাইনের কথা না বলি ,সেটা যার যার ব্যক্তিগত রুচির ব্যাপার , বাট সিকিউরিটি এর হাল দেখে আমার কান্দা উচিত।
আমি ফ্রি হোস্টিং এ থাকা ওয়াপসাইটগুলোর কথা না বলি , এগুলোকে সখের বসেও কেউ টার্গেট করবে না। বাট যারা হোস্টিং কিনে খুব সখ করে সাইট বানাচ্ছেন তাদের কথা বলি।
ম্যাক্সিমাম সাইটের কোন প্রটেকশন নাই। ১ গিগাবাইট হোস্টিং ও যদি কেনেন ,সাথে নাহয় ১০ গিগাবাইট ব্যান্ড ওয়াডথ দেবে। ব্যান্ড ওয়াডথ হচ্ছে একটা সাইট (সাধারনত মাসে ) কতটুকু ভিজিটর লোড নিতে পারবে। এই ১০ গিগা আমি ভালো নেট কানেকশন পাইলে এক রাতে খেয়ে দিতে পারবো আর দুটা ছেলেরে সাথে নিয়া , ফলাফল সাইট অফ !
আমি দিনে অন্তত ১০টা ফোন পাই ফ্রি মোবাইল হোস্টিং যেমন ওয়াপকা মবিতে কাজ করে দেয়ার জন্য। আমার কথা বিশ্বাস করেন এগুলোর কোন ফিউচার নাই। আপনি যতক্ষন না নতুন কিছু দেবেন ততক্ষন আপনার সাইট বড় হবে না, কপি পেস্ট করে বড় হবা তো সম্ভব না ভাই। অনেকে কম দামে ডোমেইন কেনেন , অনেকবার সাবধান করছি এটা করিয়েন না , যখন তখন আপনার ডোমেইন সহ পুরো সাইট নাই হয়ে যেতে পারে। বহুবার মানা করার পর ও এক ছেলে Facebook.com.bd কিনলো একবার , কি হয়েছে ?সাইট ৩ দিনের মাথায় বন্ধ।
কিছু কুলাংগার দেখি সারাদিন টিউন করে বেরাচ্ছে টায়া আয় করুন , এই করলে এত টাকা পাবেন , কমদামে সাইট বানিয়ে আয় করুন। আমাকে বিশ্বাস করেন সব ভুয়া। ইন্টারনেট থেকে টাকা আয় করার কোন সহজ উপায় নাই। কাজ করলেও তা ঠিক যায়গায় , ঠিক যোগ্যতা অর্জন করার পর।
এই তথাকথিত কমদামে সাইট বানিয়ে আয় করুন ব্যাপার টা ভুয়া। একরাত যেগে কোডিং করে কিছু টাকা আর্ন করা কি ঠ্যালা যারা ফ্রিল্যান্সিং করেন বা আমার মত ডেভেলপার/ডিজাইনার আছেন তারা ছারা খুব কম মানুষ ই বুঝবেন। ২০০ টাকা দিয়ে সাইট বানিয়ে তা থেকে আবার আয় ! একটা ডোমেইন , ১ গিগা ভালো হোস্টিং এর দাম পরে ২হাজার টাকা ,ফেলে দিয়েও ধরলাম সিম্পল ডাউনলোড সাইট , আপনার নুন্যতম খরচ ৫ হাজার টাকার নিচে যাবে না প্রফেশনাল কেউ কাজ করলে। তারপর ইউজার আনতে পারলে মাসে হাজার তিনেক টাকা আসতে পারে শুরুতে। আর আপনি কিছু না করেই আয় করতে চান নেট থেকে ভাই ?
আরেকটা ভুল যেটা করেন অনেকেই , কম খরচের ডিজাইনার দিয়া কম খরচে কাজ সারতে চান। জীবনে উঠবে না ভাই এগুলো , একটা পেইজের সাইন্স টিউটোরিয়াল দেখে শিখে মার্ক জুকারবার্গ পয়দা নেন নি। বেশী না , আমাকে দেশের টপ এক হাজারের মাঝে একটা সাইট দেখান যেটা এই তথাকথিত কম খরছে বানানো ?
হোস্টিং , ডোমেইন কেনার আগে অনেকে নানা অফার দেখে লোভে পরে কিনে পরে কাদেন , আগে একজন এ বিষয়ে এক্সপার্ট বা আপনার সাইটের ডেভেলপার এর পরামর্শ নেন , উনি নিজ সার্থেই আপনাকে ভালো পরামর্শ দেবেন।
অনেক প্যাচাল পারার জন্য দুঃখিত, তবু ভালো চাই দেখেই বারবার বলি।
লেখাটা আমার সাইট ফাজলামি ডট কম এ আগে প্রকাশিত
আমি শিমুল শাহরিয়ার। Founder, WebSea Internet Solutions, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 90 টি টিউন ও 497 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ব্র্যান্ড কনসাল্টেন্ট, ফুলস্ট্যাক ডেভেলপার/ডিজাইনার। আমাকে পাওয়া যাবে @ https://ShimulShahriar.com
thanks………