২০১৪ সালের এইচএসসি তে উত্তীর্ণ শিক্ষার্থী ভাইয়া ও আপুরা, কেমন আছো তোমরা? আশা করি এডমিশন টেস্ট এর প্রস্তুতি নিয়ে ব্যস্ত থাকলেও ভালো এবং সুস্থ্য আছো। এখন কিন্তু তোমাদের সুস্থ্য থাকাটা একটু বেশিই জরুরী। কেননা তোমারা তোমাদের ছাত্র জীবনের সবচেয়ে বড় ভর্তি যুদ্ধের সম্মুখীন হবে যাচ্ছ। ইতোমধ্যে তোমাদের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে এবং বেশ কিছু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ ও আবেদনের সময়সীমা ঘোষণা করে ফেলেছে। এই টিউনে আমি এখন তোমাদেরকে সেই বিশ্ববিদ্যালয় গুলোর ভর্তি পরীক্ষার তারিখ জানিয়ে দেব।
প্রথমেই বলে রাখি এবারই প্রথম এতো দ্রুত বিভিন্ন বিশ্ববিদ্যালয় তাদের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করলো। এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন,‘শিক্ষার্থীরা যাতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি দিয়েই ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারে এবং ভর্তি পরীক্ষার জন্য আগেই মানসিক প্রস্তুতি গ্রহণ করতে পারে সেজন্যই আমরা ভর্তি প্রক্রিয়া আগেই শুরু করতে চাই।’ কোচিং বাণিজ্যকে নিরুৎসাহ দ্রুত ভর্তি পরীক্ষা শুরু অন্যতমউদ্দেশ্য বলে জানান উপাচার্য।
তাহলে চলো কথা না বাড়িয়ে জানা যাক কোন বিশ্ববিদ্যালয়ে কবে অনুষ্ঠিত হবে এবারের ভর্তি পরীক্ষাঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ঃ
ক-ইউনিটঃ ১২ সেপ্টেম্বর
খ-ইউনিটঃ ১৯ সেপ্টেম্বর
গ-ইউনিটঃ ৫ সেপ্টেম্বর
ঘ-ইউনিটঃ ২৬ সেপ্টেম্বর
চ-ইউনিটঃ ১৩ সেপ্টেম্বর
জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয়ঃ ১৩-২৫ সেপ্টেম্বর
খুলনা বিশ্ববিদ্যালয়ঃ ২৮-৩১ অক্টোবর ও ১ নভেম্বর
রাজশাহী বিশ্ববিদ্যালয়ঃ ১৯ থেকে ২৫ অক্টোবর
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ঃ ২৩ নভেম্বর থেকে ২৭ নভেম্বর
রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ঃ ২৪ অক্টোবর
খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ঃ ৩১ অক্টোবর
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ঃ ৩১ অক্টোবর ও ১ নভেম্বর
শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ঃ ১৪ নভেম্বর
তোমাদের সবার এইচএসসি তে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করে আজ এখানেই শেষ করছি।
বাংলেদেশের প্রথম পড়াশোনা বিষয়ক কমিউনিটি ব্লগ সাইট "লেখাপড়া বিডি" থেকে ঘুরে আসতে পারো এখানে ক্লিক করে।
আমি আল মামুন মুন্না। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 42 টি টিউন ও 138 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মোঃ আব্দুল্লাহ আল মামুন, ডাক নাম মুন্না। আমি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক কমিউনিটি ব্লগ সাইট লেখাপড়া বিডির একজন প্রতিষ্ঠাতা এবং ব্লগার হিসেবে কাজ করছি। পড়াশোনা করছি যশোর সরকারী এম. এম. কলেজে ফাইনান্স এন্ড ব্যাংকিং বিভাগে। আশা করি নিত্য নতুন সব তথ্য দিয়ে আপনাদের উপকারে আসতে পারব। আমার পরিচালিত ব্লগগুলো...
Thanks..