হ্যালো টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? প্রযুক্তির এক অনন্য জগত টেকটিউনসে শেখা এবং জানার মধ্যে খুব ভালো আছেন আশা করি। প্রযুক্তি এরকমই এক জগত যেখানে নিত্য নতুন ঘটনা, আবিষ্কার ঘটে চলেছে আমাদের অগোচরে। আর সেই সব ব্রান্ড নিউ আবিষ্কার জানার জন্য প্রযুক্তি প্রেমীদের এই আস্তানায় অনুপ্রবেশ। আমরা জানবো, জানাবো আর নতুন কিছু আবিস্কারে নিজেদের হারিয়ে ফেলবো এই আশাবাদ নিয়ে আমার আজকের ব্যতিক্রম টিউনে আপনাদের স্বাগতম।
নিত্য নতুন আবিষ্কার প্রযুক্তি জগতকে করেছে সমৃদ্ধ। প্রতিনিয়ত নতুন সব আবিষ্কার আমাদের চলার পথকে সুগম করছে। আজকে আমরা কম্পিউটার সাইন্সের ১২ তম পর্বে ভিজুয়াল বেসিক নিয়ে জনবো!! 🙄
বইঃ Computer Programming Concepts and Visual Basic
পেজঃ 481
সংস্করণঃ সর্বশেষ
সাইজঃ ৫.৫ মেগা
PDF আকারে আপনার কম্পিউটারে OPEN হতে থাকবে; ৩-৪ মিনিট লাগতে পারে।
আপনি সম্পূর্ণ OPEN হলে ডাউনলোড করে নিতে পারেন।
অথবা,
মাউসের রাইট ক্লিক করে SAVE AS এ ক্লিক করে আপনার PC তে SAVE করে নিবেন।
ধন্যবাদ।
সমস্যা হলে আমাকে টিউমেন্ট করবেন।
কম্পিউটার সাইন্স পড়াশুনা বিভাগের প্রত্যেকটি লেখা নতুন করে চেইনে টিটোরিয়াল আকারে আসবে খুব দ্রুত। আপনার প্রয়োজনে এই ক্লাসে অংশগ্রহন করুন। আপনার পড়াশুনা লাইফ এবং প্রাকটিক্যাল লাইফ আরও সুন্দর হোক এঈ কামনায় আজ এখানেই শেষ করছি।
ধন্যবাদ সবাইকে!! 😈
আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...