কম্পিউটার কিবোর্ড !!! এর এত দাম হতে পারে ? আসেন দেখে নেই সবথেকে দামী কিবোর্ড গুলো।

হ্যালো গাইজ,

আসলে গত কদিন কোন টিউন করতে পারি নাই, আমি দুঃখিত। দোষ আমার না, আমার কিবোর্ড টা মারা গেছিলো, মাসের শেষে হাতে টাকাও নাই,তো সুধু আপনাদের লেখা দেখে গেছি, নিজের আর লেখা হয়ে উঠে নাই। আজ সকালে লজিটেক K40০ কিবোর্ড টা কিনে বাসায় আসার সময় চিন্তা করলাম নেহ বাবা, বাসায় যেয়ে আগে এই কিবোর্ড নিয়েই টিউন লিখবো টিটি তে। আপনি কি জানেন দুনিয়ার সবথেকে দামী কিবোর্ড কোনগুলো ?

কম থেকেই শুরু করি।

১। Wireless Entertainment Desktop 8000, Microsoft

নাম দেখেই বুঝছেন এটি তারবিহীন, দাম মাত্র $249 , মানে প্রায় ২০ হাজার টাকা।

২। Comfort Keyboard, Comfort Keyboard Systems

Comfort Keyboard

জিনিষ একটা, যেভাবে ইচ্ছে সাইজ করে নিতে পারবেন। আমার মত যাদের টেবিলের উপর পা তুলে পায়ের নিচ দিয়ে লেখা অভ্যাস আছে তাদের বেশ কাজে লাগবে, কি বলেন ? দাম ৩৫৯ ডলার। এক ডলার = ৮০ টাকা প্রায়।

৩। Keyless Ergonomic Keyboard, orbiTouch

Keyless Keyboard

এটারে কিবোর্ড না বলে টাচবোর্ড বলাই মনে হয় ভালো হয়, ওয়্যারলের কিবোর্ড টা ৫০ মিটার দূর থেকেই সিগনাল দিতে পারে। কিনতে হলে আপনাকে গুনতে হবে ৩৯৯ ডলার।

৪। Professional II™, Datahand

Datahand Keyboard

এটারে কি বলবো আমি জানি না, আপনারা একটা নাম দেন, বাট দেখে মনে হচ্ছে আরাম পাওয়া যাবে ব্যাবহার করে, কি বলেন ? মুল্য ৬৭৫ ডলার মাত্র।

৫। Dual Handed Ergonomic 3D, Maltron

সামনে থাকলে লিখে কাপায়া দিতাম !!!! দাম ৭৫০ ডলার।

৬। Executive Keyboard, Maltron

Maltron Executive Keyboard

ডেস্কে এরকম একটা থাকলে ভাব ই আলাদা, কি বলেন ? দাম ও কম 😛 1000 ডলার !!!!!!!!!!

৭। TouchStream LP, Fingerworks

FingerWorks TouchStream

কোন মন্তব্য নাই, মন্তব্য পাঠক করবেন, দাম ১৫৪৯ ডলার।

৮। 2000-IS-DT, 2000-IS-PM Stealth Computer

Stealth Computer Keyboard

স্টেইনলেস, এয়ার ওয়াটার প্রুফ, শাইনিং অসাধারন কিবোর্ড টার দাম ২২০০ ডলার এর মত। ( কেউ আমাকে একটা গিফট করেন পিলিচ, দিনে ২০ টা টিউন দিমু তাইলে :P)

৯। Happy Hacking Keyboard HP Japan, PFU Ltd

Happy Hacking Keyboard

এটা সবথেকে দামী, জাপানী একটা কম্পানীর তৈরী, হাতে তৈরী করা,  এ সম্পর্কে যতটা তথ্য পাইলাম তুলে দেই, দেখেন " PFU Ltd of Ishikawa, Japan, an affiliate of Fujitsu, is producing the Happy Hacking Keyboard Professional HP Japan, a made-to-order keyboard handcoated with Urushi lacquer. This made to order keyboard is coated many times using a special brush made from the hairs of virgins, and then powdered with gold dust! The price for this expensive computer keyboard is a grand sum of 525,000 yen or about US $4,440. "

কুমারী মেয়ের চুল দিয়ে পালিশ করা, এজন্য ৪৪৪০ ডলার দাম। এটা একটা পাগলামী ছারা আর কি ?

১০। সাবধান !

হিহিহি, না ভয়  পাইয়েন না, এইটা আমার আজকের টা। যার কল্যানে বিছানায় শুয়ে টিউন করতে পারতেছি। দাম ৩৮ ডলারের মত। আজ এ পর্যন্ত থাক, আগামী টিউনে দেখা হবে।

লেখা টা এর আগে আমার সাইট ফাজলামী ডট কম এ প্রকাশিত।ফেসবুকে আমি

Level 2

আমি শিমুল শাহরিয়ার। Founder, WebSea Internet Solutions, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 90 টি টিউন ও 497 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ব্র্যান্ড কনসাল্টেন্ট, ফুলস্ট্যাক ডেভেলপার/ডিজাইনার। আমাকে পাওয়া যাবে @ https://ShimulShahriar.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই আপনের কি বোর্ড টা পুরাই স্থির………

Level 0

ভাই একটা প্রশ্ন ছিল। আপনার কী বোর্ডে তো কোন বাংলা Symbol নাই তাইলে বাংলা লেখলেন কেমতে??

    @Raselmulk: বাংলা লিখার জন্য তো বাংলা না থাকলে ও চলে । অভ্র আছেই তো 😉

    @Raselmulk: চোখ তো মনিটরে থাকে ভাইজান

ai keyboard amare free te dilei nimu na…

।। শেষের টার দাম ১০,০০০ ডলার হলে ভাল হত।। কুমারি মেয়ের চুল বলে কথা..!!..!!..!!….!!

Level 2

হা হা হা ৩৫৫২০০ টকা হইলে কম্পিউটারের কম্পানি দিতে পারতাম !!!!!
কিবোর্ড ! তো মূল্য হীন।
ভাই বাংলাদেশে এত দামের কম্পিউটার ব্যবহার করে কেউ ?
আর কবোর্ড এর দাম দিয়া আমি সুপার কম্পিউটার কিননা লামু কি কন ভাই সবাই মিলে চালামু

amar keyboard 270rs multimedia keyboard, sabkichhui kara jay

ভাই ৮০ টাকার টা পছন্দ হইছে ! 😀
আপনি ৮০টাকা ধার দিলে কিনবো ভাবছি 😛 😛 😛 😛 😛

সুন্দর হয়েছে কিন্তু কীবোর্ডগুলোর দাম এত বেশি কেন সে বিষয়ে লিখলেও ভাল হতো। এই কীবোর্ড এর বিশেষ সুবিধা কি এ সম্পর্কে লিখলেও ভাল হতো। শেয়ার করার জন্য ধন্যবাদ।

    @মোহাম্মাদ শুভ: আমি ছোট করেও হলেও ফিচার লিখেছে ভাই, আপনি আগ্রহী হলে একটু কষ্ট করে মডেলের নাম লিখে গুগলে সার্চ করে দেখুন

      Level 0

      @শাহরিয়ার শিমুল: ডার্ক ওয়েব নিয়ে কি আর কিছু লিখবেন না ????

Level 0

@ Raselmulk :

ভাই হাসবো না কাদবো ???
আমার কি বোর্ড এ তো ভাই কোনো সিম্বল ই নেই !!! তার পর ও আমার টাইপিং স্পীড ৫0+
টাইপ করতে কি বোর্ডে দেখার প্রয়োজন নেই৤