হ্যালো গাইজ,
কেমন আছেন সবাই, গত পোস্ট গুলো দেবার পর সবাই কি ডার্কওয়েবে ঢুকে হারিয়ে গেলেন নাকি ? ভাই এবার বাস্তবে তো আসেন।
গতকদিনে অনেকেই দেখলাম পোস্ট করতেছেন ইউটিউব ভিডিও ডাউনলোড নিয়া, এবার আমি শেয়ার করি বরাবরের মত বেস্ট টা 😉
বিভিন্ন ইউটিউব ডাউনলোড সাইট গুলোর সাধারন বৈশিষ্টঃ
প্রথমে ইউটিউবে ঢুকেন, সার্চ করেন
যে ভিডিও টা ডাউনলোড করবেন সেটার লিঙ্ক কপি করেন, তারপর আবার ডাউনলোডার সাইটে ঢুকেন , লিঙ্ক এর লেজ টা কেটে বসান।
ওরে থাম রে! এত ঝামেলা আর এত নেট অপচয় বাঙ্গালীর সইবে না 😛 😛
সো। আজকে আমরা দেখবো একটা সাইট, যেটা মোবাইল , কম্পিউটার, স্মার্টফোন বা ট্যাবলেট সবকিছু দিয়াই কাজ করবে।
সাইটে ঢুকবেন, সার্চ করবেন, সামনে এত্তগুলা ফরমেট চলে আসবে, সুধু ডাউনলোড মারবেন। অনেক সিম্পল না ? আমি ব্যাক্তিগত ভাবে বলবো এটা থেকে সিম্পল আর সহজ, খরচ ও কম অন্যকিছু নাই।
সাইটঃ http://www.TkBD.net
আর স্যরি, ডার্ক ওয়েব পর্ব ৩ পোস্ট টা আগামী কাল দিবো, লিখে শেষ করতে পারি নাই, সো আজ একটা ট্রিক্স নিয়ে খুশি থাকেন।
আমি শিমুল শাহরিয়ার। Founder, WebSea Internet Solutions, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 90 টি টিউন ও 497 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ব্র্যান্ড কনসাল্টেন্ট, ফুলস্ট্যাক ডেভেলপার/ডিজাইনার। আমাকে পাওয়া যাবে @ https://ShimulShahriar.com
ki j korte chailen bujhlam na