মজায় মজায় শব্দ শিখি । ( দিন ৯ )

১। staple+it-- Staple the documents,

মনে করুন আপনি জবের জন্য এপ্লাই করবেন। কোম্পানি থেকে শর্ত দেওয়া আছে যে জব এপ্লিকেশানের সাথে আপনার সার্টিফিকেট ও দিতে হবে। এখন আপনি যদি এপ্লিকেশান ফর্মের সাথে সার্টিফিকেট Staple করে দেন, সেটাই stipulate

উধাহরনঃ The will stipulates that she can live in the house for the rest of her life

২। re(reject) + pudi...(pudding ) + ate

মনে করুন, কোন এক দাওয়াত এ আপনাকে পুডিং খেতে দিল। এখন আপনি যদি পুডিং খেতে অস্বীকৃতি জানান। তাহলে এই ধরনের অস্বীকৃতিকে repudiate বলে।

উধাহরনঃ The parents repudiated their son
She repudiated the accusations

৩। am ( আমি ) + bi ( বিদেশ ) + guity ( গিয়েছি )

আমি বিদেশ গিয়েছি বলতে গিয়ে কেউ যদি FM রেডিওর আরজে দের মত মুখ বেকিয়ে খিঁচিয়ে বলে যে, ' আম বি গুইটি '। তাহলে আমাদের মত সাধারণ মানুষ কি তা বুঝতে পারবো ? আমরা বাক্যটি বুঝতে একটা অস্পষ্টতা অনুভব করবো না? এই ধরনের অস্পষ্টতা বা অনিশ্চয়তা কে ambiguity বলে।

উধাহরনঃ The ending of the movie ' Inception' was more ambiguous, one in which the future of the world was in question.

৪ & ৫। pre ( আগে ) + cise ( size - মাপ )

ধরুন, দোকানে গেছেন জুতা কিনতে। একটা জুতা খুব পছন্দ হল। ডিসপ্লেতে যেটা আছে সেটা ট্রাই করে দেখলেন যে সেটা size এ একটু বড় হয়। তখন মনে মনে আইডিয়া করে নিলেন নে, এর আগের (pre) সাইজ (size) টা নিলে হয়তো যথাযথ (precise) হবে 

এই precise এর আগে যদি im ( not ) বসাই, তাহলে কি হবে জানেন? ঐ যে ডিসপ্লেতে যে জুতা টা আছে, তা আপনার জন্য যা মানে অযথার্থ ( imprecise )

মজায় মজায় শব্দ শিখি এর ফেসবুক পেজ। উপকারী মনে করলে লাইক দিতে পারেন। ধন্যবাদ ।

Level 0

আমি lyndalicks। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস