মজায় মজায় শব্দ শিখি । ( দিন ৮ )

১। a + bore + tv

আজকাল তো বাংলাদেশে অনেক টিভি চ্যানেল। মনে করুন এর মাঝে নতুন একটা চ্যানেল আসলো। কিন্তু সেটা খুবই বোরিং । তাহলে কি সেটা সফল হবে ? না, সেটা abortive মানে ব্যর্থ, অসফল হবে ।

উধাহরনঃ The second attempt proved even more abortive than the first.

২। ad ( add - সংযুক্ত ) + here ( এখানে )

সহজেই বোঝা যাচ্ছে যে adhere মানে লেগে থাকা বা সেঁটে থাকা।

উধাহরনঃ All drivers must adhere to speed limits.

৩। hide ( লুকানো ) + entrance ( প্রবেশদ্বার )

মনে করুন আপনি কোন কাজের জন্য ইন্টার্ভিউ দিতে গ্যাছেন। কিন্তু অফিস এর সামনে গিয়ে দেখেন ভিতরে ঢোকার কোন দরজা খুজে পাচ্ছেন না।তখন আপনার আর ইন্টার্ভিউ এর মাঝে যা অন্তরায় হয়ে দাঁড়াবে সেটাই Hindrance.

উধাহরনঃ Foreign reporters have been allowed into affected areas without hindrance by officials.

৪। so+ let(li)+ me sit(cit)

ধরুন ক্লাসে চিল্লাচিল্লি করছে অন্য ছেলে কিন্তু স্যার ভুলে আপনাকে বেঞ্চের উপর দাঁর করায় রাখছে। এমন হয় না ? তো যখন আপনি স্যার কে প্রমান দিলেন যে আপনি তখন অন্য কাজে ব্যস্ত ছিলেন। স্যার ও ব্যপারটা বুঝার পর আপনি স্যারকে বসতে চেয়ে যে অনুরোধ করবেন, সেটাই solicit.

উধাহরনঃ Never solicit funds from others in the chat rooms.

কিছু টিপসঃ

কোন শব্দ পাকাপোক্ত ভাবে মনে রাখা ও উপযুক্ত সময়ে ব্যবহার করতে চাইলে শব্দটি শিখার সাথে সাথে ঐ শব্দ দিয়ে আপনার দৈনন্দিন কাজে ব্যবহার হয় এমন অন্তত ৫ টি বাক্য লিখুন। এখানে, প্রতিটি শব্দ শেয়ার হওয়ার পর কমেন্টেও লিখতে পারেন অথবা এর জন্য আলাদা একটা নোট বুক ও রাখতে পারেন। প্রতিদিন অন্তত ৩০ মিনিট সময় দিয়ে আপনি দিন / মাস/ বছর শেষে অনেকগুলো কার্যকরী শব্দ আয়ত্ত করতে পারবেন বলে আশা রাখি।

যারা শুধু GRE এর জন্য Vocabulary শিখতে চান তারা,

ট্রাই করে দেখতে পারে। আমার পোস্টগুলো সাধারণত স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ১ম / দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী যাদের হাতে মোটামুটি বেশী সময় আছে তাদের জন্য বেশী উপকারী ( বা যারা দৈনন্দিন যোগাযোগ জন্য একটু এডভান্স ইংলিশ ব্যবহার করতে চান ) । আপনি যদি ২-৩ মাসের মধ্যে GRE দিতে চান, তাহলে উপরোক্ত ওয়েবসাইট গুলো থেকে ভালো সাহায্য পাবেন।

গত সপ্তাহে মোট ৩৩ টি শব্দ শেয়ার করা হয়েছে।

কতটি আপনার জন্য নতুন ছিল ? কতটি মনে আছে ? এই পেজ শুরুর আগে সপ্তাহে কতটি শব্দ শিখেছিলেন মনে আছে ?

প্রশ্নগুলোর উত্তর কমেন্টে দিবেন আশা করি।

মজায় মজায় শব্দ শিখি এর ফেসবুক পেজ। উপকারী মনে করলে লাইক দিতে পারেন। ধন্যবাদ ।

Level 0

আমি lyndalicks। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস