মজায় মজায় শব্দ শিখি । ( দিন ৭ )

১। A ( after ) + b ( being ) + ject ( rejected )

কারো কাছ থেকে rejected হওয়ার পর সাধারণত আমাদের যে অবস্থা হয় তাকে abject বলে।

উধাহরনঃ Janice was in such an abject state that she tried to kill herself.

2। decor ( Decorated ) + um ( আম )

ধরুন আপনি আপনার বোনের বিয়ে দিয়েছেন রাজশাহীতে। বিয়ের পড়ে এখনো বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে যান নি, তাই জানেনও না যে তারা ক্যামন। বেড়াতে যাওয়ার আগে জানতে পারলে ভালো হতো । চিন্তা নেই, এই গ্রীষ্মকাল টা দেখুন। যদি দেখেন যে তারা সাজিয়ে গুজিয়ে ( decoration ) আপনাদের বাসায় রাজশাহীর আম পাঠিয়েছে, তাহলে ১০০% নির্ভর থাকেন যে তাদের মধ্যে শিষ্টতা ও ভব্যতা আছে

উধাহরনঃ আপনার প্রেমিক / প্রেমিকা যখন পেইন দেয় তখন বলতে পারেন, You should conduct with decorum

৩। Dil ( হৃদয় ) + gent ( পুরুষ )

এলাকার সে বাড়িতে সুন্দরই মেয়ে আছে , দেখবেন ঐ বাড়ির সামনে ঐ সুন্দরী মেয়ের মন পাওয়ার জন্য দিন নেই রাত নেই সবসময়ই কিছু ছেলে/ পুরুষ ঘোরাফেরা করে। এই দিন রাত কোন পেয়ের পিছে লেগে থাকা একটি পরিশ্রম ও অধ্যবসায় এর কাজ ।

উধাহরনঃ His diligence won him good marks.
Diligence is the mother of success.

৪। c ( concept - ধারনা ) + on + vay ( van )

মানে আপনার ধারনা বা মতবাদকে এক জায়গা থেকে অন্য জায়গায় বহন করাকে convey বলে।

উধাহরনঃ The purpose of writing papers is to convey a message.

৫। En + devote ( নিজেকে নিয়োজিত করা )

আপনি যখন কোন কিছু পাওয়ার জন্য নিজেকে নিয়োজিত করবেন, তখন সেই প্রচেষ্টাকে endeavor বলে।

উধাহরনঃ Wished him luck in his endeavor

মজায় মজায় শব্দ শিখি এর ফেসবুক পেজ। উপকারী মনে করলে লাইক দিতে পারেন। ধন্যবাদ ।

Level 0

আমি lyndalicks। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

    Level 0

    @মাহমুদ কলি।: write some good one’s mate. We will appreciate it. Cheers.

Level 0

ok.

অনেক ভাল টিউন। দয়া করে চালিয়ে যান।