মজায় মজায় শব্দ শিখি । ( দিন ৬ )

১। Jonesing:  Jone ( জনি ) + sing ( গান গাওয়া )

জনি ( jone ) জনি ইয়েস পাপা গানটার কথা মনে আছে? যেখানে জনির চিনির প্রতি প্রচণ্ড রকম আসক্তি থাকে। এমন কোন জিনিশ এর প্রতি আসক্তিকে  Jonesing ( to have a strong need, desire, or craving for something ) বলে।

উধাহরনঃ I am jonesing for a cigarette

২। Compel: Com ( কম ) + Pel ( পেল )

আপনি ছোট বেলায় কোন সাবজেক্টে কম নাম্বার পেলে আপনার বাবা মা আপনাকে কি করতো মনে আছে ? ঐ সাবজেক্ট বেশী বেশী করে পড়তে বাধ্য করতো না ? এই বাধ্য করানকেই Compel বলে।

উধাহরনঃIt is irresponsible guardianship on the part of many parents to forcibly compel their children's views in line with their own.

৩। Inapt: IN ( Not - না ) + apt ( appropriate - প্রাসঙ্গিক )

মানে যা অপ্রাসঙ্গিক ।

Inept ( অপটু , অযোগ্য , অসময়চিত ) এবং Inapt এর বানান প্রায় একরকমই এবং এরা প্রায় সমার্থক শব্দ কিন্তু বাক্যের প্রয়োজনে আলাদা আলাদা ভাবে ব্যবহৃত হয়।

উধাহরনঃ The second case the majority relies upon is equally (inapt).

Housework is the only activity at which men are allowed to be consistently (inept) because they are thought to be so competent at everything else.

উপরের বাক্যদুটি ভালোভাবে লক্ষ্য করলেই এদের মধ্যে পার্থক্য বুঝতে পারবেন।

৪। Abhor: সকালে ঘুম থেকে উঠতে কে কে অপছন্দ বা ঘৃণা করেন ? অনেকেই নিশ্চয়ই। এই শব্দটি আপনাদের জন্য a + bhor ( ভোর - সকাল ) ।

উধাহরনঃ We don't want to become the evil we abhor.

৫। hip ( নিতম্ব / পাছা ) + star ( তারকা ) = যারা পাছা (!!) দেখিয়ে তারকা হতে চায় তারাই Hipster ( a person who follows the latest trends and fashions ) . আমরা যাদের ভুল ইংরেজিতে স্মার্ট বলি আর কি। স্মার্ট এর সাথে ফ্যাশন এর কোন সম্পর্ক নেই। সম্পর্ক মস্তিস্কের।

উধাহরনঃ The reclaiming of forgotten technology is every hipster's siren song.

মজায় মজায় শব্দ শিখি এর ফেসবুক পেজ। উপকারী মনে করলে লাইক দিতে পারেন। ধন্যবাদ

Level 0

আমি lyndalicks। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

    Level 0

    @মাহমুদ কলি।: সরি ভাই, গুড হওয়ার চেষ্টা করবো । কমেন্টের জন্য ধন্যবাদ ।

Level New

ভাই খুব ভালো আমার কাজে লাগছে …আপনাকে কোটি কোটি ধন্যবাদ।