গতকাল মজায় মজায় শব্দ শিখি ( দিন ০১ ) প্রকাশ হওয়ার পর আপনাদের সাড়ায় আমি আসলেই অবাক। প্রায় ৯৫০ এর মত হিট এসেছে ঐ পোস্টে। যাই হোক, আমি এই প্রজেক্টটা প্রায় ১ সপ্তাহ আগে শুরু করি। আগে প্রায় ৪ টা পোস্ট হয়ে গেছে। দিন ০১ এর টা এখানে আছে। আর ০২, ০৩, ০৪ ফেসবুক পেজে আছে। যেহেতু ওইখানে আছে তাই আর এখানে দিলাম না। আজকের ফ্রেশটাই দিলাম। আপনারা কমেন্ট দিয়ে উৎসাহ দিবেন আশা করি।
আজকের শব্দঃ
১। In(not - না )+APE ( বানর ) +TEA ( চা )
আপনি যদি বানরকে চা খেতে দেন, তাহলে কি সে ভালো ভাবে খেতে পারবে ? পারবে না । কারন সে চা খেতে অপটু ।
উধাহরনঃ Housework is the only activity at which men are allowed to be consistently inept because they are thought to be so competent at everything else.
২। মনে করেন আপনার খুব জ্বর হয়েছিলো, তখন ab নামের একটি ট্যাবলেট খাওয়ায় ( ate ) জ্বর আগের থেকে অনেক কমে গেলো।
উদাহরনঃ Acid rain began to abate when pollution contributing to it was limited.
৩। হাতুড়ি ( hammer ) দিয়ে সাধারণত যদি কোন কাজ করা হয় তাহলে সেখানে উচ্চ শব্দ হয় এবং সে শব্দ একটি নিয়মত বিরতিতে হতে থাকে। এই ধরনের শব্দকে yammer ( loud and sustained or repetitive noise.) বলে।
উধাহরনঃ The sound is great, you can yammer on for up to six hours per call, and there are a million cool features.
৪ ও ৫। টিভিতে একটা ফ্রিজের বিজ্ঞাপন দিত আগে, whirlpool নামের। মনে আছে ? whirlpool থেকে swirl নামটা মনে রাখতে পারেন। আর ফ্রিজের ডিপ খোলার পরে আমরা সাধারণত কি দেখি বলেন তো। হুম ঠিক ধরেছেন। আমরা দেখি যে সাদা সাদা ঠাণ্ডা বাষ্পগুলো কেমন ঘূর্ণি খাচ্ছে বাতাসে। এই ঘূর্ণিই swirl ।
আরেকটা মজার বিষয়, আর এই ঘূর্ণি যখন পানির মধ্যে হয় তখন তাকে whirlpool ( a quickly rotating mass of water in a river or sea into which objects may be drawn, typically caused by the meeting of conflicting currents. ) বলে । pool শব্দটি দিয়ে পানির বিষয়টা মনে রাখতে পারেন।
উধাহরনঃ
Swirl
Sit by fire with coffee and watch the snow swirl around outside.
Whirlpool
In this episode a tornado attacks a power station which derives energy from a giant whirlpool.
মজায় মজায় শব্দ শিখি এর ফেসবুক পেজ। উপকারী মনে করলে লাইক দিতে পারেন। ধন্যবাদ
আমি lyndalicks। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
চমৎকার ভাই অনেক ভালো হচ্ছে