আমরা ক্লাস ওয়ান থেকেই যোগ, বিয়োগ, গুন, ভাগ, ল সা গু, গ সা গু, ভগ্নাংশ, উৎপাদক, অনেক ধরনের অংক করেছি। কিন্তু অনেকেই আমরা এর English জানিনা। অর্থাৎ আমরা আজীবন যে অংকগুলো করেছি, তার English Term গুলো আমরা অনেকেই জানিনা।
চলুননা দেখি, কে কয়টা পারি?
বাংলা | ইংলিশ | সংক্ষেপে ব্যাখ্যা |
সংখ্যা | Number | যে কোন সংখ্যাই Number |
পূর্ণসংখ্যা | Integer/Whole number | শুধুমাত্র পূর্ণসংখ্যাই integer (দশমিক, ভগ্নাংশ, মিশ্র সংখ্যা ব্যতীত) |
দশমিক সংখ্যা | Decimal | উদাহরনঃ 5.5, 0.25 ইত্যাদি |
ভগ্নাংশ সংখ্যা | Fraction/Common Fraction/Improper Fraction | |
মিশ্র সংখ্যা | Mixed Number | |
হর | Denominator | |
লব | Numerator | |
ল.সা.গু | Least Common Multiple | লগিষ্ঠ সাধারন গুণিতক |
গ.সা.গু | Greatest Common Divisor | গরিষ্ঠ সাধারন গুণনীয়ক |
জোড় | Even | ২, ৪, ৬, ৮, ১০, ১২ এগুলো জোড় সংখ্যা |
বিজোড় | Odd | ৩, ৫, ৭, ৯, ১১, ১৩ এগুলো বিজোড় সংখ্যা |
অংক | Digit | একটি সংখ্যার প্রতিটি অক্ষরই এক একটি Digit |
উৎপাদক | Factors | একটি সংখ্যাকে যতগুলো সংখ্যা দ্বারা নিঃশ্বেষে ভাগ করা যায়, ঐ ভাজক সংখ্যা গুলোই উক্ত সংখ্যার উৎপাদক। যেমন ১২ কে ২,৩,৪,৬ দ্বারা ভাগ করা যায়। এখানে ২,৩,৪,৬ হল ১২ এর উৎপাদক |
মৌলিক সংখ্যা | Prime Number | একটি সংখ্যাকে যখন শুধুমাত্র ১ এবং ঐ সংখ্যা ছাড়া অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়না তাকেই Prime Number বলে। যেমন ১৭ কে ১ এবং ১৭ ছাড়া অন্য কোন সংখ্যা ছাড়া ভাগ করা যায় না, সুতরাং ১৭ হলো Prime Number. |
বর্গমূল | Square Root | |
ঐকিক নিয়ম | Unitary Method |
ভগ্নাংশ সংখ্যা, মিশ্র সংখ্যা, হর, লব এর "সংক্ষেপে ব্যাখ্যার" character গুলো সমর্থন করছিলনা, তাই ছবি আপলোড দিলাম, কারো যদি জানা থাকে এই ধরনের Character কিভাবে লিখা যাবে আশা করি জানাবেন।
আজকের এলোমেলো ইংলিশ পর্বে এখানেই ইতি টানছি। খুব ছোট একটা টিউন। যাদের জানা নাই তাদের ভালো লাগলো আশা করি। আপনার ভেতরের যে কোন ধরনের অনুভুতি, আলোচনা, সমালোচনা মন্তব্য অংশে লিখুন।
আমি মোহাম্মদ মাহ্ফুজুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 215 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সত্যি বলছি , ভাল লাগে নি ।
আর ভাল কিছু আশা করেছিলাম :/
keep it up ………