আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে আজকের টিউন শুরু করছি। আজ এই পোষ্টের মাধ্যমে আমি জাতীয় বিশ্ববিদ্যালয় এর ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ১ম বর্ষ (সম্মান) শ্রেণীর ভর্তি সংক্রান্ত সকল তথ্য এবং ভর্তি পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব ।
লগইন (Login):
মেধা তালিকায় স্থান প্রাপ্ত শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষার রোল নম্বর ও পিন কোড সঠিকভাবে এন্ট্রি করে Login করতে হবে। এক্ষেত্রে শিক্ষার্থীর নাম, বরাদ্দকৃত বিষয়, সংশ্লিষ্ট কলেজের নাম ও অন্যান্য তথ্যসহ একটি ভর্তির আবেদন ফরম Website-এ প্রদর্শিত হবে।
বিষয় পরিবর্তনের আবেদনঃ
মেধা তালিকায় স্থান প্রাপ্ত কোনো শিক্ষার্থী তার বিষয় পরিবর্তন করতে চাইলে তাকে ভর্তির আবেদন ফরমের বিষয় পরিবর্তনের নির্দিষ্ট ঘরে ক্লিক (ফোঁটা চিহ্ন, যারা সাবজেক্ট চেঞ্জ করবে তারা "yes" এ, যারা সাবজেক্ট চেঞ্জ করবে না তারা "No"-এ) করে ফোঁটা চিহ্ন (Circular-এ টিক চিহ্ন লিখা) দিতে হবে।
আবেদন ফরমের প্রিন্টঃ
সঠিক তথ্য সহকারে ভর্তির আবেদন ফরমটি save করে অনলাইনে submit করা হলে একটি চূড়ান্ত ভর্তির আবেদন ফরম website-এ দেখা যাবে। উক্ত ফরমটি দুই কপি A4(8.5X11") অফসেট কাগজে প্রিন্ট নিতে হবে। পরবর্তিতে রোল নম্বর ও পিন কোড দিয়ে একাধিকবার ফরমটি প্রিন্ট নেয়া যাবে।
সংশ্লিষ্ট কলেজে ফরম জমাঃ
আবেদনকারীকে প্রিন্ট করা ভর্তি ফরমের নির্দিষ্ট স্থানে সাক্ষর করতে হবে। এই আবেদন ফরমের সঙ্গে আবেদনকারীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক/সমমান পরিক্ষার নম্বরপত্র, রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত কপি ও ভর্তি ফি সংশ্লিষ্ট কলেজের নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে। চূড়ান্ত ভর্তির আবেদন ফরমের একটি কপি অধ্যক্ষ/দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের সাক্ষর ও সীলসহ কলেজ কতৃপক্ষ শিক্ষার্থীকে ফেরত দিবে।
বিষয় পরিবর্তনের ফলাফল ও করণীয়ঃ
সংশ্লিষ্ট কলেজে বিষয়ভিত্তিক আসন শূন্য থাকা সাপেক্ষে ও মেধাস্কোরের ভিত্তিতে শিক্ষার্থীকে তার বিষয় পছন্দক্রমের উধ্বর্ক্রমে বিষয় পরিবর্তনের ফলাফল ভর্তি সংশ্লিষ্ট Website/SMS এর মাধ্যমে জানানো হবে। শিক্ষার্থীর বিষয় পরিবর্তন হলে নির্দিষ্ট Website থেকে একই প্রক্রিয়ায় বিষয় পরিবর্তনের ফরম সংগ্রহ করে সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে। উল্লেখ্য যে, কোন শিক্ষার্থীর বিষয় পরিবর্তন হলে তার পূর্বের বিষয়ের ভর্তি বাতিল হয়ে যাবে এবং পরিবর্তিত বিষয়ে তার ভর্তি নিশ্চত হবে। তবে কোন শিক্ষার্থীর বিষয় পরিবর্তন না হলে পূর্বের বিষয়ই বহাল থাকবে। বিষয় পরিবর্তনের ক্ষেত্রে শিক্ষার্থীকে কোন ফি প্রদান করতে হবে না।
কোটার ফলাফলঃ
রিলিজ স্লিপের ফরম পূরণের পূর্বে কোটার তালিকা প্রকাশ করা হবে। যে সকল শিক্ষার্থী ইতোমধ্যে মেধা তালিকায় স্থান পেয়ে ভর্তি হয়েছে এবং একই সংগে কোটায় নতুন বিষয় বরাদ্দ পেয়েছে সে সকল শিক্ষার্থী কোটায় বরাদ্দকৃত বিষয়ের ভর্তি হতে চাইলে তারা কোটায় বরাদ্দ প্রাপ্ত ফরম তুলে প্রয়োজনীয় প্রত্যয়ণপত্রসহ কলেজে জমা দিবে। তখন তাদের পূর্বের ভর্তি বাতিল হয়ে যাবে।
চূড়ান্ত ভর্তি নিশ্চায়নঃ
সংশ্লিষ্ট কলেজ কতৃক Online-এ মেধা তালিকায় স্থান প্রাপ্ত শিক্ষার্থীর চূড়ান্ত ভর্তি/বিষয় পরিবর্তন নিশ্চায়ন করা হলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীকে তা SMS এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে। এছাড়াও শিক্ষার্থী Online-এ Login করেও জানতে পারবে।
ধন্যবাদ আপনাদের সবাইকে ।
সময় হলে আমার ব্লগ থেকে একবার ঘুরে আসতে পারেন । আমার ব্লগ
ফেইসবুক এ আমি
আমাদের ফেইসবুক ফ্যানপেজ টি লাইক করুন আপডেট থাকুন ।
আমি রাসেল মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 46 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ ভাই । যারা এইবার ভর্তি হবে তাদের উপকার হবে ।