উইনডোজ ফোন নকিয়া লুমিয়া ৬২০ রিভিউ ।


দেখতেঃ নকিয়া ফোনের বরাবরের সভাবের মতো এটিও একেবারে স্লিম না । কিন্তু দেখতে আবার ৭৬১০ এর মতো না । এর ওরজিন্যাল ডাইমেনশন হলঃ 115.4 x 61.1 x 11 mm, 76 cc (4.54 x 2.41 x 0.43 in)

সম্পুর্ন ব্যতিক্রমি অপারেটিং সিস্টেমঃ আমরা যারা কম্পিউটারে এক্সপি চালাইয়েছি উইনডোজ সেভেন আসার পরও । কিন্তু যখন উইনডোজ এইট বা এইট পয়েন্ট ওয়ান আসল তখন যদি ঔ এক্সপি ব্যবহারকারী যদি এইট পয়েন্ট ওয়ান সেটআপ দেন সে যেমন আকাশ থেকে পরবে তেমনি । আমরা যারা নকিয়ার সাধারন সিম্বিয়ান বা চায়না, বা স্যামস্যং যাই বলি না কেন সব সিস্টেমে একই ছিল । মেনু মেনুর ভিতরে সেটিং তারপর প্রফাইল । নতুন জাভা বা সিস সফ্টওয়্যার ইন্সল দিলে তা মেনুতে বা এপ্লিকেশনে থাকে । এইসকল ব্যাবহারকারী যদি উইনডোজ ৮ মোবাইলে আসেন তালে অনেকটা আকাশ থেকে পরার মতো হবেন । টাস্ট ম্যানেজার উইনডোজ এইটের মতো । কিন্তু প্রগ্রাম পিন আপ এইট পয়েন্ট ওয়ান এর মত । এপস অল প্রগ্রামে থাকবে কিন্তু আপনি ইচ্ছা করলে তবেই তা পিন হবে নতুবা না ।

মেইন উইনডো ডেক্সটপ তাহলে ওয়ালপেপার দিব কোথায়  । ডান উইনডো তে অল প্রগ্রাম । হ্যা উইনডোজ ফোনের এ বিশাল পরিবর্তন আপনাকে অনেকখানি নারা দিবে ।

এপসঃ এখন জনপ্রীয়তার তূঙ্গে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম কারন একটাই এর অগিত অ্যাপস । আর হ্যা অ্যান্ড্রয়েডে যদি প্লে স্টোর এ বাংলার কিং খান তবু দুই থেকে তিন চারশ এপস আসতে পারে । তাই রান্নার রেসিপি শরীর গঠনের উপায় রুপচর্চা এইজাতীয় এপস যাদের প্রয়োজনীয় তাদের জন্য আমার তরফ থেকে ছোট্ট উপদেশ বানী দয়া করে উইনডোজ ফোনের দিকে পা বারাবেন না । এছাড়া ফটোইডিটরের জন্য মোক্ষম  সকল সফ্টওয়্যার পাবেন এপ্স স্টোর থেকেই । বাংলা লেখার জন্য চন্দ্রবিঁন্দু । এন্ড্রয়েডের চেয়ে ভালো মানের ইংলিশ টু বাংলা ডিকশনারী । এইটের মত মোবাইলেও বিল্ড ইন পিডিএফ রিডার ছাড়া এডোব পিডিএফ রিডার আছে । মোট কথা এপস এর বর্ননা দিতে গেলে দৈনিক পত্রিকা কেও ছাড়িয়ে যাবে । তবে কথা সত্য জিনিস যেটা ভালো দাম তার একটু বেশী । তাই উইনডোজ ফোনে ফ্রি এপসের চেয়ে পেইড এপস বেশী । যত প্রয়োজনীয় এপস লাগে আপনার তা মোটামুটি ফ্রিতেই পাবেন ।

ফোন টু পিসিঃ এখানেও ধরা ছোয়ার বাইরে উইনডোজ ৮ ফোন । ক্যাবল দিয়ে কানেক্ট করলে কোন ম্যাস স্টোরেজ বা পিসি সুইট অভি সুইট এই জাতীয় কোন অপশন নাই । প্রশ্ন তাহলে  ভাই কম্পিউটার থেকে কিভাবে গান নিব  ।আমার নতুন নকিয়া লুমিয়া ৬২০ হল উইনডোজ ৮ফোন + আমার ল্যাপটপে উইনডোজ ৮ পয়েন্ট ওয়ান। কানেক্ট করালেই সি ড্রাইভের আগে একটা নতুন ড্রাইফ উইনডোজ ফোন প্লাশ আপনার ফোনের মডেল তারপর পানি পন্তা । যা ইচ্ছা আদান প্রদান করতে পারেন । আর হ্যা স্পিড কিন্তু পিসি সুইটের মতো কেবিপিএস না পেনড্রাইভের চেয়ে দ্রুত এমবিপিএস ।

কারও মনে প্রশ্ন জাগলো তাহলে ভাই পিসি সুইট বা অভি সুইট যে ইউজ করা যাবে না তাহলে মোবাইলের মাধ্যমে ক্যাবল দিয়ে নেট চালাবো কিভাবে ?

সহজ উত্তরঃ ভাই আপনার বাসায় কি এখন নেগেটিভ ওয়ালা ক্যামেরা দিয়ে ছবি তোলে ? না । তাহলে যখন আপনার মোবাইল কে হটস্পট বানাতে পারছেন তাহলে ক্যাবলের কথা চিন্তুা করা কি বোকামি না ?

ফাইল ম্যানেজারঃ সাইফুল ভাই তার টিউটটিতে এক কথায় বলেছিলেন যে এতে ফাইল ম্যানেজার না থাকার পক্ষে অনেক যুক্তি আছে । আমি আরেকটু ক্লিয়ার করি । এখন আপনি এপস স্টোর এ টপ ফ্রি এপসের মধ্যেই পাবেন ফাইল ম্যানেজার । আমিও এক এথায় বলব এখানে ফাইল ম্যানেজার দেয়ার জন্য দরকার ছিল না ।

ক্যামেরা ব্যাটারীঃ নকিয়ার ক্যামেরা ব্যাটারী সম্পর্কে আমার যতদুর বিশ্বাস যে ৩১১০ ও ব্যাবহার করেছে সে ভালো ভাবে জানে যে নকিয়ার ব্যাটারী এবং ক্যামেরা জন্য নকিয়ার এত দুর আসা ।

দামঃ ১৮০০০ টাকা । ভাই আবার বলছি জিনিস যেটা ভালো দামতার একটু বেশী হবেই ।

পরিশেষঃ তুমি কি দেখেছ কভু গানটির গীতিকার খান আতাউর রহমান বলেছিলেন যে নতুন প্রজন্মের ব্যান্ড গান কে যদি সমাজ এর আমরা সাদরে গ্রহন না করি তবে আমরা করব বোকাবি । তবে আমরা তখনও গ্রহন করেছি এখনও করছি যেমনটা র‌্যাপ । তাই নতুন প্রজন্মের সাথে পড়িচিত তে আমার সবাইকে আমন্ত্রন ।

সবাইকে অসংখ্য ধন্যবাদ টিউটটি এতক্ষন সময় নিয়ে পড়ার জন্য

Level 0

আমি samrattex। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ডিপ্লোমা ইন টেক্সটাইল এর শেষ প্রান্তে দাড়িয়ে আজ আমার হাতে কটন,ভিসকোস কিংবা নাইলন বা এক্যাইলিক , ডাই মলিকুল, সোডা, এসিড যতক্ষন না থাকে তার চেয়ে বেশী থাকে এইচ পি ৪৩০!! হায় রে ..............


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

vai.windows phone kine jibone ja vul korsi…
apps install gele internet lage ar kisu apps ase wifi sara install ney na.windows store a kono valo free apps ami khuje pai nai.ar hate gona kisu games sara store kono valo free games nai.

    @soncher70: andriod use kore windows e asle first e khub problem hoy but pore obvas hoye zabe .

    @soncher70: ভাই । আসলে আপনি টিউট টি ভালোভাবে পরেন ই নাই । আপনি উইনডোজ ৮.১ তখনই ইউজ করবেন যখন আপনি রিগুলার নেট ইউজ করবেন । নেট ছাড়া তেমন টা আপনার আসলেই লাগা উছিৎ যেমনটা আপনি লিখেছেন । ধন্যবাদ ।

Level 0

নকিয়া তাদের নিজের দোসে মার খেয়েছে। সালারা এক ধরনের চোর। গ্রাহকদের জিলাপির পেচে ফেলে মেরে এসছে সারা জীবন। একটা জিনিস খেয়াল করবেন নকিয়ার হাজারটা স্মার্ট ফোন মডেল ছিল। আর মডেল গুলা এমন ফিচার বিশিষ্ট করে তইরি করা হতো। যেন গ্রাহকরা একটা ফোন মডেল নিয়ে সন্তুষ্ট না থাক্তে পারে। অর্থাৎ বড় ধরনের একটা অভাব রেখে দিত যেন আরেক্টা নকিয়ার ফোন কিন্তে বাধ্য হয়। যেমনঃ Symbian s60, s60v2, s60v3, s60v5. bella etc এগুলা আলাদা আলাদা অপারেটিং সিস্টেম বিশিষ্ট ইস্মার্ট ফোন। সব থেকে বড় জালা ছিল একটা ভার্শনের ওএসের এপ অন্য ভার্শনের ওএসে চলে না। তার উপর কোনোটাতে র‍্যাম বা প্রসেসর স্পিড এতই কম দেয়া হত যে গ্রাহক যেন ব্যাভার করতে না পেরে অন্য ফোনের দিকে মুভ করে। যেমন আমার নকিয়া এন৭৩ দাম ২৪ হাজার টাকা প্রায়। এতে প্রসেসর দেয়া হয়েছে ২২০ Mhz. আর Ram 40MB ইউজার এভেইলেবল ১০-১৭MB. ডিসপ্লে ২৪০x ৩২০পিক্সেল ৬৪k কালার সাপোর্ট করে। এটাতে অপেরা মোবাইল রান হয় কিন্তু মেমরি ফুল দেখায় কারন নকিয়া Ram মেমোরি কম দিয়েছে। আর দু এক হাজার দিলে আরেক্টা ফোন Nxx. সেটাতে দেখা গেছে ডিসপ্লে কালার ১৬ মিলিয়োন দিয়েছে আর ram দিয়েছে ১২৮ MB কিন্তু এটাতে দেখা যাবে জিপিএস নাই, প্রসেসর স্পিড কম দিয়ে দিয়েছে তাই স্লো হবে। আরো কিছু টাকা বেশী দিলে এবার দেখা যাবে সব দিয়েছে কিন্তু ফ্রন্ট ক্যামেরা দেয়নি। হাহা কিন্তু ৩জি ঠিকি দিয়েছে। আর কিছু বেশী দিলে দেখা যাবে সব দিয়েছে কিন্তু এমন এক অপারেটিং সিস্টেম দিয়েছে যেটা দিয়ে সন্তুষ্ট হতে পারবেন না। মানে সব মডেলেই প্যাচ লাগাই রাখত নকিয়া। এক কথায় চোর যার ফল আজ মার্কেটের ৩-৪ ভাগ নকিয়া পাই যেটা ভিক্ষা করার সমতুল্ল।

ভাই, এইটা তো লুমিয়া ৬২০ এর রিভিও হইলো না, উইন্ডোজ ফোন ৮ অপারেটিং সিস্টেম এর বর্ননা দিলেন। বলার মধ্যে শুধু ভালো ব্যাটারি আর ভালো ক্যামেরার কথাই বললেন। সেট এর কনফিগারেশন, হার্ডওয়্যার এর পার্ফর্মেন্স, স্ট্যাবিলিটি, এইসব নিয়ে আরেকটু বিস্তারিত লিখে টিউন টা আপডেট করেন, ভালোই লাগছে লিখা টা(ইনফরমেটিভ), তবে আরেকটু লিখেন।