ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট প্রশ্ন (২০১৩ – ২০১৪)পূর্ণঙ্গ সমাধান

উত্তর ভুল মনে হলে  নিচে মন্তব্য করুন

সাধারণ জ্ঞান (General Knowledge)

১. প্রস্তাবিত রামপাল বিদ্যুৎকেন্দ্র কোন জেলায়?

ক. বাগেরহাটে

খ. খুলনায়

গ. সাতক্ষীরায়

ঘ. পটুয়াখালিতে

উত্তর : ক. বাগেরহাটে

solved by mystudynews.com

২. বাংলাদেশের আসন্ন নির্বাচন কততম?

ক. ৭ম

খ. ৮ম

গ. ৯ম

ঘ. ১০ম

উত্তর :  ঘ. ১০ম

solved by mystudynews.com

৩. বর্তমান পোপ ফ্রান্সিস কোন দেশের নাগরিক?

ক. ব্রাজিল

খ. বলিভিয়া

গ. আর্জেন্টিনা

ঘ. পেরু

উত্তর : গ. আর্জেন্টিনা

solved by mystudynews.com

৪. ভারতে টেলিগ্রাফ কত বছর চালু ছিল?

ক. ১৪৫ বছর

খ. ১৫০ বছর

গ. ১৫৫ বছর

ঘ. ১৬২ বছর

উত্তর : ঘ. ১৬২ বছর

theguardian.com

solved by mystudynews.com

৫. বর্তমানে সবচেয়ে বেশি চলচ্চিত্র তৈরি হচ্ছে

ক. চীনে

খ. জাপানে

গ. ভারতে

ঘ. যুক্তরাষ্ট্রে

উত্তর :  গ. ভারতে

solved by mystudynews.com

৬. উপকূল হতে বাংলাদেশের সমুদ্রসীমা

ক. ১২ নটিক্যাল মাইল

খ. ২০০ নটিক্যাল মাইল

গ. ২২০ নটিক্যাল মাইল

ঘ. ১২০ নটিক্যাল মাইল

উত্তর : খ. ২০০ নটিক্যাল মাইল

solved by mystudynews.com

৭. আধুনিক তুরস্ক, সিরিয়া, ইরান, ইরাক ও কুয়েত – এই রাষ্ট্রগুলো প্রাচীন কোন সভ্যতার অংশ?

ক. মিশরীয় সভ্যতা

খ. রোমান সভ্যতা

গ. সিন্ধু সভ্যতা

ঘ. মোসোপটেমিয়ান সভ্যতা

উত্তর :  ঘ. মোসোপটেমিয়ান সভ্যতা

solved by mystudynews.com

৮. ২০১৩ সালকে জাতিসংঘ ঘোষণা করেছে

ক. ক্ষুদ্র ঋণ বর্ষ

খ. পানি সহযোগিতা বর্ষ

গ. বন বর্ষ

ঘ. ভাষা বর্ষ

উত্তর : খ. পানি সহযোগিতা বর্ষ

solved by mystudynews.com

৯. ‘রয়টার্স’যে দেশের সংবাদসংস্থা

ক. ফ্রান্স

খ. পোল্যান্ড

গ. ব্রিটেন

ঘ. জার্মানি

উত্তর :  গ. ব্রিটেন

solved by mystudynews.com

১০. ‘এ্যাপেক’ কী?

ক. এ্যালাইড পিস-কিপিং কাউন্সিল

খ. এশিয়ান পাওয়ার এক্সচেঞ্জ করপোরেশন

গ. এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন

ঘ. কোনোটিই নয়

উত্তর : গ. এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন

solved by mystudynews.com

১১. ‘সংস্কৃতি’ পত্রিকাটির সম্পাদক

ক. আবুল মনসুর আহমদ

খ. বদরুদ্দীন উমর

গ. সিরাজুল ইসলাম চৌধুরী

ঘ. আনিসুজ্জামান

উত্তর :

১২. ‘মহাসেন’ শব্দের সাথে সম্পর্কিত

ক. সাইক্লোন

খ. টর্নেডো

গ. ভূমিকম্প

ঘ. বন্যা

উত্তর : ক. সাইক্লোন

solved by mystudynews.com

১৩. বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয়

ক. ১২০০ ইউএস ডলার

খ. ১০০০ ইউএস ডলার

গ. ১০৪৪ ইউএস ডলার

ঘ. ৯০০ ইউএস ডলার

উত্তর : গ. ১০৪৪ ইউএস ডলার

solved by mystudynews.com

১৪. ‘ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট’ বইয়ের লেখক

ক. নেলসন মান্ডেলা

খ. লি কুয়ান ইউ

গ. আ. লুইস

ঘ. নাগিব মাহফুজ

উত্তর : খ. লি কুয়ান ইউ

solved by mystudynews.com

১৫. মালালা ইউসুফজাই কোন শহর থেকে শিশু শান্তি পুরস্কার গ্রহণ করেন ?

ক. ওয়াশিংটন

খ. দি হেগ

গ. লন্ডন

ঘ. নিউ ইয়র্ক

উত্তর : খ. দি হেগ

solved by mystudynews.com

১৬. বাংলাদেশ পরিবেশ বিষয়ক সংগঠনের নাম

ক. তেল গ্যাস রক্ষা কমিটি

খ. বিইএমএফ

গ. গ্রামীণ ব্যাংক

ঘ. হৃদয়ে বাংলাদেশ

উত্তর : খ. বিইএমএফ

http://bemfbd.tripod.com/

solved by mystudynews.com

১৭. পাটালিপুত্র রাজধানী ছিল

ক. গুপ্তদের

খ. সেনদের

গ. পালদের

ঘ. মৌর্যদের

উত্তর : ঘ. মৌর্যদের

Wkipedia

solved by mystudynews.com

১৮. ডেভিড ফ্রস্ট ছিলেন

ক. মুক্তিযোদ্ধা

খ. চিকিৎসক

গ. রাজনীতিবিদ

ঘ. সাংবাদিক

উত্তর :      ঘ. সাংবাদিক

solved by mystudynews.com

১৯. পত্রিকা পড়ে শেখা, টেলিভিশন দেখে শেখা, অন্যকে অণুসরণ করে শেখা, বিভিন্ন স্থান ভ্রমন করে শেখা হচ্ছে শিক্ষার

ক. আনুষ্ঠানিক পদ্ধতি

খ. উপানুষ্ঠানিক পদ্ধতি

গ. অনানুষ্ঠানিক পদ্ধতি

ঘ. এ. বি. ও সি. –এ উল্লিখিত সবকটি পদ্ধতি

উত্তর : গ. অনানুষ্ঠানিক পদ্ধতি

wikipedia

solved by mystudynews.com

২০. বাংলাদেশ সুপ্রিম কোর্টের কয়টি বিভাগ ?

ক. একটি

খ. দুইটি

গ. তিনটি

ঘ. চারটি

উত্তর : খ. দুইটি

solved by mystudynews.com

২১. সামাজিক পরিবর্তনের উপাদান নয়

ক. শিল্পায়ন

খ. বাসস্থান

গ. নগরায়ন

ঘ. শিক্ষা

উত্তর :       খ. বাসস্থান

solved by mystudynews.com

২২. তমদ্দুন মজলিশ ছিল একটি

ক. সাংস্কৃতিক প্রতিষ্ঠান

খ. সামাজিক প্রতিষ্ঠান

গ. রাজনৈতিক প্রতিষ্ঠান

ঘ. দাতব্য প্রতিষ্ঠান

উত্তর :    ক. সাংস্কৃতিক প্রতিষ্ঠান

solved by mystudynews.com

২৩. বাংলাদেশের সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণা করতে পারেন

ক. প্রধান মন্ত্রী

খ. রাষ্ট্রপতি

গ. প্রতিরক্ষা মন্ত্রী

ঘ. সেনা প্রধান

উত্তর : খ. রাষ্ট্রপতি

solved by mystudynews.com

২৪. আইএসবিএন যে উপকরণ চিহ্নিত করার কাজে ব্যবহৃত হয়

ক. বই

খ. সাময়িকী

গ. সফটওয়্যার

ঘ. হার্ডওয়্যার

উত্তর :   ক. বই

solved by mystudynews.com

২৫. আমেরিকা বাংলাদেশকে দেয়া জিএসপি সুবিধা স্থগিত করে

ক. ২৭ জুন ২০১৩

খ. ২৯ জুন ২০১৩

গ. ৩০ জুন ২০১৩

ঘ. ১ জুলাই ২০১৩

উত্তর : ক. ২৭ জুন ২০১৩

solved by mystudynews.com

২৬. সেমীয় ভাষা কোনটি ?

ক. আরবি

খ. উর্দু

গ. ফরাসি

ঘ. ফারসি

উত্তর :   ক. আরবি

solved by mystudynews.com

২৭. মেঘদূত- এর অনুবাদক

ক. প্রমথ চৌধুরী

খ. বিষ্ণু দে

গ. বুদ্ধদেব বসু

ঘ. সমর সেন

উত্তর :   গ. বুদ্ধদেব বসু

solved by mystudynews.com

২৮. সম্প্রতি কোথায় বৌদ্ধবিহারের সন্ধান পাওয়া গেছে ?

ক. বজ্রযোগিনীতে

খ. সোনারগাঁওয়ে

গ. টেকনাফে

ঘ. কালিয়াকৈরে

উত্তর : ক. বজ্রযোগিনীতে

solved by mystudynews.com

২৯. ফেসবুকের প্রতিষ্ঠাতা

ক. বিল গেটস

খ. টিম বার্নার্স লিঃ

গ. মার্ক জকারবার্গ

ঘ. অ্যান্ডিগ্রোভ

উত্তর : গ. মার্ক জকারবার্গ

solved by mystudynews.com

৩০. রানা প্লাজা এ বছর কত তারিখে ধসে পড়ে ?

ক. ২৩ এপ্রিল

খ. ২৪ এপ্রিল

গ. ২৫ এপ্রিল

ঘ. ২৬ এপ্রিল

উত্তর : খ. ২৪ এপ্রিল

solved by mystudynews.com

৩১. ফেলানি হত্যা মামলার বিচার অনুষ্ঠিত হয়েছে ভারতের

ক. জেনারেল সিকিউরিটি ফোর্স কোর্ট

খ. আর্মি ট্রাইবুনাল কোর্ট

গ. কলকাতা জজ কোর্ট

ঘ. কলকাতা জেলা ম্যাজিস্ট্রেট কোর্ট

উত্তর :   ক. জেনারেল সিকিউরিটি ফোর্স কোর্ট

solved by mystudynews.com

৩২. বাংলাদেশের যে নাগরিক যুক্তরাষ্ট্রের কনগ্রেশনাল গোল্ড মেডেল পেয়েছেন ?

ক.  দেবপ্রিয় ভট্টাচার্য

খ. স্যার ফজলে হাসান আবেদ

গ. ড. মাকসুদুল আলম

ঘ. ড. মুহাম্মদ ইউনুস

উত্তর :   ঘ. ড. মুহাম্মদ ইউনুস

solved by mystudynews.com

৩৩. সারিন কি ?

ক. সিরীয় বিদ্রোহী দল

খ. এক প্রকার রাসায়নিক অস্ত্র

গ. এক ধরনের ফ্লু

ঘ. ভাইরাস

উত্তর :  খ. এক প্রকার রাসায়নিক অস্ত্র

solved by mystudynews.com

৩৪. বাংলাদেশের প্রাইভেট সেক্টরে ব্যবসায়ীদের সার্বোচ্চ সংগঠন

ক. ডিসিসিআই

খ. এফবিসিসিআই

গ. ডিএসই

ঘ. বিজিএমইএ

উত্তর :  খ. এফবিসিসিআই

লিঙ্ক: fbcci-bd.org

solved by mystudynews.com

৩৫. অবৈধ অর্থ ব্যবহার ও লেনদেন রোধে যে আইনটি ব্যবহার করা হয় ?

ক. অবৈধ অর্থ লেনদেন আইন

খ. মানি লন্ডারিং প্রিভেনশন আইন

গ. অর্থ ব্যবহার ও লেনদেন আইন

ঘ. মানি লন্ডারিং আইন

উত্তর : ঘ. মানি লন্ডারিং আইন

solved by mystudynews.com

৩৬. প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ কোন জেলায় রয়েছে ?

ক. সিলেট

খ. খুলনা

গ. কুষ্টিয়া

ঘ. চাঁপাই নবাবগঞ্জ

উত্তর :       ঘ. চাঁপাই নবাবগঞ্জ

solved by mystudynews.com

৩৭. বাংলাদেশের থ্রি-জি প্রযুক্তি চালু হয়

ক. ১৪ অক্টোবর ২০১৩

খ. ১৬ অক্টোবর ২০১২

গ. ১০ সেপ্টেম্বর ২০১৩

ঘ. ১৪ সেপ্টেম্বর ২০১৩

উত্তর :   খ. ১৬ অক্টোবর ২০১২

solved by mystudynews.com

৩৮. একমাত্র বাংলাদেশী টেস্ট ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেছেন

ক. আশরাফুল ইসলাম

খ. তামিম ইকবাল

গ. মুশফিকুর রহিম

ঘ. অলোক কাপালি

উত্তর : গ. মুশফিকুর রহিম

solved by edpdbd.org

৩৯. কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান ?

ক. বাংলাদেশ পারমাণবিক শক্তি কমিশন

খ. বাংলাদেশ প্রাইভেটাইজেশন বোর্ড

গ. বাংলাদেশ বিনিয়োগ বোর্ড

ঘ. বাংলাদেশ নির্বাচন কমিশন

উত্তর : ঘ. বাংলাদেশ নির্বাচন কমিশন

solved by mystudynews.com

৪০. ওমানের মুদ্রার নাম ?

ক. ডলার

খ. দিরহাম

গ. রিয়াল

ঘ. দিনার

উত্তর :     গ. রিয়াল

solved by mystudynews.com

৪১. অর্থনীতিকে সর্বপ্রথম ব্যাষ্টিক ও সমাষ্টিক দুই ভাগে ভাগ করেছেন

ক. রাগনার ফ্রিশ

খ. অ্যাডাম স্মিথ

গ. জন ডালটন

ঘ. জন মেনার্ড কিন্স

উত্তর : ঘ. জন মেনার্ড কিন্স

solved by mystudynews.com

৪২. ‘রাষ্ট্র বনাম শেখ মুজিবর রহমান ও অন্যান্য’- এই মামলা থেকে যে তারিখে পাকিস্তানি সরকার বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয়

ক. ২২ এপ্রিল ১৯৬৮

খ. ২২ জানুয়ারি ১৯৭০

গ. ২২ মার্চ ১৯৬৭

ঘ. ২২ ফেব্রুয়ারি ১৯৬৯

উত্তর : ঘ. ২২ ফেব্রুয়ারি ১৯৬৯

dailyjanakantha.com

solved by mystudynews.com

৪৩. ২০১৩ সনে কোন প্রতিষ্ঠান ইউনেস্কো সাক্ষরতা পুরষ্কার পেল ?

ক. ঢাকা আহসিানিয়া মিশন

খ. ঢাকা শিক্ষা বোর্ড

গ. ব্রাক

ঘ. শিক্ষা মন্ত্রণালয়

উত্তর :       ক. ঢাকা আহসিানিয়া মিশন

solved by mystudynews.com

৪৪. ‘কঠিন চীবর দান’ অনুষ্ঠানটি যে অঞ্চলে প্রধানত পালন করা হয়

ক. বাংলাদেশের উত্তরাঞ্চলে

খ. বাংলাদেশের দক্ষিণাঞ্চলে

গ. ময়মনসিংহের গারো আদিবাসী গোষ্ঠীদের অঞ্চলে

ঘ. পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে

উত্তর : ঘ. পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে

solved by mystudynews.com

৪৫. ‘ego’ যে-জনশাখার সঙ্গে সম্পর্কযুক্ত

ক. দর্শন

খ. মনোবিজ্ঞান

গ. সমাজবিজ্ঞান

ঘ. নৃবিজ্ঞান

উত্তর : খ. মনোবিজ্ঞান

solved by mystudynews.com

৪৬. ‘থিসরাস’ হল এক রকম

ক. বিশ্বকোষ

খ. গবেষণামূলক গ্রন্থ

গ. ব্যাকরণ

ঘ. অভিধান

উত্তর : ক. বিশ্বকোষ

solved by mystudynews.com

৪৭. রোবসপীয়র

ক. আমেরিকান লেখক

খ. স্পেনের গোরিলা যোদ্ধা

গ. চলচ্চিত্র অভিনেতা

ঘ. ফরাসি বিপ্লবের নেতা

উত্তর : ঘ. ফরাসি বিপ্লবের নেতা

solved by mystudynews.com

৪৮. ‘কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই’ – মান্না দের গাওয়া এই গানটির কফি হাউজটি কোথায় ?

ক. কলকাতায়

খ. মুম্বাইয়ে

গ. ঢাকায়

ঘ. বাঙ্গালোরে

উত্তর :  ক. কলকাতায়

solved by mystudynews.com

৪৯. ২০১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পাওয়া অ্যালিস মানরুর দেশ

ক. যুক্তরাজ্য

খ. যুক্তরাষ্ট্র

গ. কানাডা

ঘ. অস্ট্রেলিয়া

উত্তর : গ. কানাডা

solved by mystudynews.com

৫০. বাংলা একাডেমীর মূল মিলনায়নতনটি কার নামে ?

ক. ড. মুহম্মদ শহীদুল্লাহ

খ. শামসুর রাহমান

গ. ভাষা-শহীদ বরকত

ঘ. আবদুল করিম সাহিত্য বিশারদ

উত্তর :   ঘ. আবদুল করিম সাহিত্য বিশারদ

solved by mystudynews.com

বাংলা

১.কর্মধারয় সমাস কোনটি?

ক. দেশত্যাগ

খ. হতশ্রী

গ. অনুদান

ঘ. ভদ্রমহিলা

উত্তর : ঘ. ভদ্রমহিলা

solved by mystudynews.com

২. কোন শব্দটি দেশী?

ক. মরিচ

খ. আচার

গ. ঝোল

ঘ. হালুয়া

উত্তর : গ. ঝোল

ব্যাখ্যা: প্রকৃতপক্ষে, ঝোল দেশী নয়, তদ্ভব শব্দ, যাকে খাঁটি বাংলা শব্দও বলা হয়। মরিচ ও আচার তৎসম শব্দ; হালুয়া বিদেশি (আরবি) শব্দ

৩. রূপক কবিতায় বাইরের অর্থ হচ্ছে

ক. ভাবার্থ

খ. বাচ্যার্থ

গ. নিহিতার্থ

ঘ. তাৎপর্য

উত্তর : ক. ভাবার্থ

solved by mystudynews.com

৪. বিসর্গের ধ্বনি কখন শোনা যায়?

ক. সংযোজক অব্যয়ে

খ. বিয়োজক অব্যয়ে

গ. বিস্ময়সূচক অব্যয়ে

ঘ. পদের মধ্যে বিসর্গ থাকলে

উত্তর : গ. বিস্ময়সূচক অব্যয়ে

solved by mystudynews.com

৫. বসন্তের প্রতি কবি বিমুখ কেন?

ক. বরনের আগে বসন্ত এসেছে বলে

খ. শীত কবির প্রিয় বলে

গ. বন্দনাগীতি রচিত হয়নি বলে

ঘ. রিক্ত শীতের করুণ বিদায়কে ভোলা যাচ্ছে না বলে

উত্তর : ঘ. রিক্ত শীতের করুণ বিদায়কে ভোলা যাচ্ছে না বলে

solved by mystudynews.com

৬. Corrigendum- এর বাংলা পরিভাষা

ক. শুদ্ধিপত্র

খ. অনুরোধপত্র

গ. পুনবিজ্ঞাপন

ঘ. পুনর্বিন্যাস

উত্তর : ক. শুদ্ধিপত্র

solved by mystudynews.com

৭.‘জাগরূক’ শব্দটি ধাতু ও প্রত্যয়যোগে সৃষ্ট হয়েছে এভাবে

ক. জাগ + রূপ

খ.জাগৃ + ঊক

গ. জাগ্র + ঊক

ঘ. জাগর + উক

উত্তর : খ.জাগৃ + ঊক

solved by mystudynews.com

৮.‘অর্ধাঙ্গী’ অনুসারে স্বামী যখন পৃথিবী ও সূর্যের দূরত্ব মাপেন, স্ত্রী তখন

ক. চাল মাপেন

খ. বালিশের ওয়াড় মাপেন

গ. শিশুর উচ্চতা মাপেন

ঘ. রন্ধনশালায় থাকেন

উত্তর : খ. বালিশের ওয়াড় মাপেন

solved by mystudynews.com

৯. কোনটি ভিন্নধর্মী?

ক. উদ্ভাস

খ. প্রদ্যোত

গ. ময়ূখ

ঘ. শর্বর

উত্তর : ঘ. শর্বর

ব্যাখ্যা: উদ্ভাস = বিকাশ/ শোভা, প্রদ্যোত = দীপ্তি, আভা, ময়ূখ = কিরণ, আলো, শর্বর = অন্ধকার, রাত/ কামদেব/ বধূ/ নারী

solved by mystudynews.com

১০.‘চমকে উঠে উভয়েই তাকালাম ওর দিকে।’- বাক্যটির রচয়িতা

ক. আবু জাফর শামসুদ্দিন

খ. জহির রায়হান

গ. সৈয়দ ওয়ালীউল্লাহ্‌

ঘ. হুমায়ূন আহমেদ

উত্তর : খ. জহির রায়হান

solved by mystudynews.com

১১. নিচের কোন যুক্তবর্ণে চারটি বর্ণের সংযোগ ঘটেছে?

ক. ত্ত্যু

খ. ভ্রূ

গ. ঙ্ক্ষ্য

ঘ. ঞ্জু

উত্তর : ক. ত্ত্যু এবং গ. ঙ্ক্ষ্য

ব্যাখ্যা: ত্ত্যু = ত+ত+উ+য; ঙ্ক্ষ্য = ঙ+ক+ষ+য

আর ভ্রূ = ভ+র+ঊ, ঞ্জু = ঙ+জ+উ

solved by mystudynews.com

১২. কোনটি বহুবচনজ্ঞাপক শব্দের দৃষ্টান্ত নয়?

ক. গ্রাম

খ. মহল

গ. দাম

ঘ. ক্ষেত্র

উত্তর : ক. গ্রাম

solved by mystudynews.com

১৩.‘কবর’ কবিতায় বৃদ্ধ তার কোন আত্মীয় কে সোনালী ঊষার সোনা মুখের সাথে তুলনা করেছেন?

ক. স্ত্রীকে

খ. পুত্রবধূকে

গ. কন্যাকে

ঘ. নাতনীকে

উত্তর : ক. স্ত্রীকে

solved by mystudynews.com

১৪.‘শৌখিন’ শব্দের বিপরীতার্থক শব্দ

ক. কুশলী

খ. নোংরা

গ. পেশাদার

ঘ. দুর্জন

উত্তর : গ. পেশাদার

solved by mystudynews.com

১৫.You should accept this job to cut your teeth on. –এ বাক্যের বঙ্গানুবাদ কোনটি?

ক. খেয়ে-পরে বাঁচার জন্য তোমার চাকরিটি নেয়া উচিত

খ. অভিজ্ঞতা লাভের জন্য তোমার চাকরিটি নেয়া উচিত

গ. সম্মান বাঁচানোর জন্য তোমার চাকরিটি নেয়া উচিত

ঘ. উন্নতির জন্য তোমার চাকরিটি নেয়া উচিত

উত্তর :

১৬.‘উলঙ্গ বাল্বের আলোয় তার সযত্নে মেছোয়াক করা দাঁত ঝকঝক করে।‘- এ কথা কার দাঁত সম্পর্কে বলা হয়েছে?

ক. মোদাব্বেরের

খ. এনায়েতের

গ. ইউনুসের

ঘ. মতিনের

উত্তর : ক. মোদাব্বেরের

solved by mystudynews.com

১৭.‘সে না এলে তুমি যাবে না, সে বলে পাঠিয়েছে যে তার আসতে দেরি হবে।‘- কোন ধরণের বাক্য?

ক. মিশ্র বাক্য

খ. সরল বাক্য

গ. জটিল বাক্য

ঘ. যৌগিক বাক্য

উত্তর : ঘ. যৌগিক বাক্য

solved by mystudynews.com

১৮.‘কাজটা ভালো দেখায় না।‘– কোন বাচ্যের উদাহরণ?

ক. কর্মকতৃবাচ্য

খ. কতৃবাচ্য

গ. কর্মবাচ্য

ঘ. ভাববাচ্য

উত্তর : ঘ. ভাববাচ্য

solved by mystudynews.com

১৯.‘সমাগত সুধী জনকে সাদর সম্ভাষণ ও অভিনন্দন জানানো হল।’- বাক্যটিতে উপসর্গের সংখ্যা

ক. চার

খ. পাঁচ

গ. ছয়

ঘ. সাত

উত্তর : খ. পাঁচ

ব্যাখ্যা: সমাগত = সম+আ+গত, সাদর = স+আদর, সম্ভাষণ = সম+ভাষণ, অভিনন্দন = অভি+নন্দন

solved by mystudynews.com

২০.‘সাহিত্যেখেলা’ প্রবন্ধে প্রমথ চৌধুরী কোন কথাটি বলেননি?

ক. শিক্ষকের হাতে শিক্ষার জন্ম

খ. কাব্যরস লোকে সানন্দে পান করে

গ. শিক্ষার উদ্দেশ্য মানুষের মনকে জাগানো

ঘ. কবির মনের পরিপূর্ণতা থেকে সাহিত্যের উৎপত্তি

উত্তর : ক. শিক্ষকের হাতে শিক্ষার জন্ম

solved by mystudynews.com

২১. আঠার বছর বয়স বাঁচে

ক. বিপদের মুখে

খ. দুর্যোগ আর ঝড়ে

গ. শপথের কোলাহলে

ঘ. লক্ষ দীর্ঘশ্বাসে

উত্তর : খ. দুর্যোগ আর ঝড়ে

solved by mystudynews.com

২২.‘চোগা’ শব্দটি কোন উৎস থেকে আগত?

ক. তুর্কি

খ. ফারসি

গ. আরবি

ঘ. হিন্দি

উত্তর : ক. তুর্কি, খ. ফারসি

ব্যাখ্যা: চোগা- শব্দের উৎস হিসেবে বাংলা একাডেমী বানান অভিধানে ফারসি চোগা ও তুর্কি চুখা-- উভয় শব্দেরই উল্লেখ আছে

solved by mystudynews.com

২৩.‘পামপট্টি’দেওয়া– বাগ্বিধিটি বোঝায়

ক. আশ্বাস দেওয়া

খ. খুশি করা

গ. চাটুকারিতা করা

ঘ. ফুঁ দেওয়া

উত্তর : গ. চাটুকারিতা করা

solved by mystudynews.com

২৪.অতিরিক্ত কথা বলার ভাবজ্ঞাপক দ্বিরুক্তি

ক. চড়চড়

খ. গড়গড়

গ. ফড়ফড়

ঘ. হড়হড়

উত্তর : খ. গড়গড়

solved by mystudynews.com

২৫. দুটি পরস্পরবিরূদ্ধ ও কলহপ্রিয়া পক্ষের মধ্যস্থ করিতে গেলে নিরপেক্ষ হওয়া শ্রেয়ো। চলিত রীতির বাক্যটিতে ভুলের সংখ্যা কত?

ক. চার

খ. পাঁচ

গ. ছয়

ঘ. সাত

উত্তর : গ. ছয়

সঠিক বাক্য: দুটি পরস্পর বিরোধী ও কলহপ্রিয় পক্ষের মধ্যস্থতা করতে গেলে নিরপেক্ষ হওয়া শ্রেয়ঃ।

solved by mystudynews.com

General English

(Answer each question by choosing the best option)

Answer questions 1-5 based on the following passage.

Academically, Asian students are outperforming their American counterparts on all levels. However, as adults, we are finding ourselves falling short in the area of creativity and the ability to influence others, and the successful people are those who can know to influence others. This is an area that is emphasized in a Western upbringing. In the West, children are taught to question authority by asking why, something which is not encouraged in Asian culture. At the same time, I think the Western emphasis on creativity may have gone too far. On the other hand, in Asia, there is too much emphasis on memorization and drilling. I find that my Asia students in law school have trouble coming up with creative ideas. Ideally, we should take the best from both worlds.

1. The aim of the writer is to persuade the reader that

A. the most effective upbringing is the Asian way.

B. the Western way of upbringing is superior to the Asian ways.

C. Western children are brighter than Asian children.

D. both ways of upbringing have advantages and disadvantages.

Answer: D. both ways of upbringing have advantages and disadvantages.

solved by mystudynews.com

2. To explain the relationship between upbringing and student performance the writer has

A. provided a dictionary meaning of upbringing.

B. given statistics of student performance.

C. compared and contrasted students of two different cultures.

D. used logic to reach a conclusion

Answer: C. compared and contrasted students of two different cultures.

solved by mystudynews.com

3. The word ‘outperform’ means ________.

A. to surpass

B. to produce

C. to achieve

D. to fall short

Answer: A. to surpass

solved by mystudynews.com

4. Which is a criticism of Western upbringing made by the writer?

A. There is not enough respect for authority.

B. There is not enough memorization.

C. There is too much stress on creativity.

D. There is a shortfall of discipline.

Answer: C. There is too much stress on creativity.

solved by mystudynews.com

5. The phrase ‘on the other hand’ is used to signal that the writer will

A. present the opposite point of view.

B. conclude the text.

C. give an example.

D. elaborate the previous point

Answer: A. present the opposite point of view.

solved by mystudynews.com

6. The woman was _________ someone might recognize her.

A. afraid so

B. afraid about

C. afraid that

D. afraid with

Answer: C. afraid that

solved by mystudynews.com

7. _________ respect your point of view, I cannot agree.

A. Much as I

B. As much I

C. I also

D. so much as I

Answer: A. Much as I

solved by mystudynews.com

8. Choose the mis-matched pair.

A. immune, protected

B. nervous, disturbed

C. neurotic, stable

D. net, mesh

Answer: C. neurotic, stable

solved by mystudynews.com

9. She went _______ the big gate _________ the prison _______ the road.

A. through, of, into

B. into, by, to

C. across, inside, over

D. by, to, on

Answer: A. through, of, into

solved by mystudynews.com

10. From “I Wandered Lonely As a Cloud” we can infer that the poet saw

A. ten thousand daffodils.

B. a large number of daffodils.

C. the milky way and daffodils.

D. a host of yellow daffodils.

Answer: A. ten thousand daffodils.

solved by mystudynews.com

11. An “apple of discord” means

A. a beautiful object

B. an object of dispute

C. a favourite thing

D. a delicious fruit

Answer: B. an object of dispute

solved by mystudynews.com

12.The noun of  ‘predict’ is

A. predictable

B. predicting

C. prediction

D. predicted

Answer: C. prediction

solved by mystudynews.com

13. Iron __________ for weapons and tools in the Bronze Age.

A. is generally used

B. used

C. generally used

D. was generally used

Answer: D. was generally used

solved by mystudynews.com

14. A snake can eat and digest animals much larger than ________.

A. it

B. ifself

C. its

D. it has

Answer: B. ifself

solved by mystudynews.com

15. Of the two boys, Latif is ________ intelligent.

A. most

B. more

C. as

D. far

Answer: B. more

solved by mystudynews.com

16. They have tried but failed, ________?

A. haven’t they

B. aren’t they

C. don’t they

D. didn’t they

Answer: A. haven’t they

solved by mystudynews.com

17. __________ of his obstinacy, we could not reach any conclusion.

A. Full

B. Much

C. Great deal

D. Because

Answer: D. Because

solved by mystudynews.com

18. My broken ankle is _________ me.

A. paining

B. aching

C. hurting

D. wounding

Answer: C. hurting

solved by mystudynews.com

19. You may ____________ culture shock by getting _________ to the new way of life.

A. overcome, accustomed

B. feel, used

C. get, expose

D. need, familiar

Answer: A. overcome, accustomed

solved by mystudynews.com

20. Choose the correct spelling.

A. Inacessibility

B. Inaccissibility

C. Inaccessebility

D. Inaccessibility

Answer: D. Inaccessibility

solved by mystudynews.com

21. The word ‘ingenious’ means _________

A. deceptive

B. skillful

C. simple

D. complicated

Answer: B. skillful

solved by mystudynews.com

22. The synonym of ‘commemorate’ is ___________.

A. overlook

B. memorize

C. observe

D. assert

Answer: C. observe

solved by mystudynews.com

23. The antonym of ‘assail’ is ___________.

A. attack

B. befriend

C. prevail

D. fly

Answer: B. befriend

solved by mystudynews.com

24. Choose the appropriate translation of আমি তোমার জায়গায় হলে ঝুঁকিটি নিতাম না।

A. Was I you I would not take the risk.

B. If I were you I could not have taken the risk.

C. If I was you, I would not take the risk.

D. If I were in your shoes, I would not have taken the risk.

Answer: D. If I were in your shoes, I would not have taken the risk.

solved by mystudynews.com

25. In “Jerry” the writer says that when she gave Jerry some candy and apples he

A. thanked her.

B. smiled in gratitude.

C. just looked at her.

D. did some extra work.

Answer: C. just looked at her.

solved by mystudynews.com

এই রকম শিক্ষা বিষয়ক আরও অনেক পোষ্ট দেখতে ক্লিক করুন 

এই পোষ্টটি আগে প্রকাশিত হয়েছে আমার এই ওয়েব সাইটে 

আমার ওয়েব সাইটের ফেসবুক পেজ 

শিক্ষা বিষয়ক যে কোন পরামর্শের যোগাযোগ করতে পারেন, ফেসবুকে আমি 

ধন্যবাদ

Level 2

আমি atmzakaria। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস