একজন ছেলে ও তার বাবার মধ্যকার সম্পর্কের অন্তঃকাহিনী, নিজের জীবনের সাথে হয়তো মিলেও যেতে পারে,চলুন,পড়ে আসি। :)

আপনার কি...মনে আছে সেই দিনগুলোর কথা যখন আপনার  বাবার হাতের একটি আঙ্গুল পরম নিশ্চয়তার সাথে ধরে বাজারে যেতেন ? আপনার কি মনে হত না...কেউ আর আমার কিছু করতে পারবে না, ঐ দুষ্ট সবুজ ও না,কারণ বাবা আমার সাথে আছে??  আমার জীবনের কিছু কথা বলি...

আমার বাবা আমারে নিয়া যে কি শুরু করসে 🙁 !! ঘটনাগুলা পড়েন, বুঝতে পারবেন , __

ক্লাস 3 তে যখন উঠলাম তখন বলল,বাবা, ৪র্থ শ্রেণীতে তো বৃত্তি আছে, তুমি যদি বৃত্তি পাও তাহলে আমি খুব খুশি হব 🙂 ... যাক,অনেক কষ্টে Class 4 এর বৃত্তিটা পাইলাম ট্যালেন্টপুলে।

তারপর পঞ্চম শ্রেণীতে উঠার পর বলল , বাবা, এইবার যদি ট্যালেন্টপুলে পাও তাহলে একটা সাইকেল কিনে দেব:o . যাক, আবারো ছাগলের মত পড়াশোনা করে ট্যালেন্টপুলেই বৃত্তি পেলাম, আর সাইকেলটা কব্জা করে নিলাম :p

ক্লাস এইট এ যখন উঠলাম, তখন বলল , এইবার যদি ট্যালেন্টপুলে বৃত্তি পাও তাইলে ' কম্পিউটার' কিনে দিব ,বাবা... কি আর করা, অনেক দিনের শখ যেহেতু , তুমুল মনযোগ দিয়া পড়াশোনা করলাম আর ট্যালেন্টপুলেই বৃত্তি পেলাম... হিসাব মতে, কম্পিউটার আমার পাবার কথা... বাবাও আগ্রহী...এমন সময় কে যেনো আব্বার কানে দিলো , '' এই বয়সে বাচ্চার হাতে কম্পিউটার দিলে পোলাপাইন নষ্ট হয়ে যায় 🙁

আমি কিন্তু হাল ছাড়ি নাই... প্রবল অনশন ধর্মঘট এর মাধ্যমে আমার কম্পিউটার আমি আদায় করে নিলাম...  😉

অতঃপর নবম শ্রেণীতে উঠার পর প্রবীণরা পরামর্শ দিলেন যে ৯,১০ ...এই দুই বছর জীবন গঠন করার উপযুক্ত সময়, ইন্টারমিডিয়েট এ গেলে বহুত ঘুরার টাইম পাইবা,বুঝছ??? :O  ...এই সময়ে বিপথে গেলে এক্কেরে্‌...। যাক A+ ই পেলাম। 🙂

বিপুল,আনন্দ আর উৎসাহ নিয়ে যখন কলেজে গেলাম,তখন শিক্ষকরা বলল , '' বাবারা, এই দুই বছর বলে দিবে তুমি জীবনে কি হইবা আগে তো তোমরা নদীতে পড়াশোনা করছ,এবার সাগরে এসে পড়ছ, সে এক বিরাট মহাসাগর এইসময়, মানুষ বিপথে যায় বেশী, সারাক্ষন লেখাপড়া না করলে পাশ করবা না ''। বাবার কথামত ঘুরার টাইম তো পাইলাম ই না,তার ওপর আবার সারাক্ষন পড়া, বাবা কি তাহলে মিথ্যা বলল? যাক, A+ ই পেলাম

◘ ◘X◘ ◘ এইবার, এডমিশন টেস্ট এর আগের তিন মাস সময় যখন আসল,তখন বাবায় আমার সামনে এসে বলল ,''বাবা , আমি তোমারে নিয়া অনেক আশা করি, নিশ্চই তুমি এর প্রতিদান দিবে, মেডিক্যাল এ টিকার পর তুমি সম্পূর্ণ স্বাধীন... তোমার কাছে আর কিছু চাব না,শুধু মেডিক্যাল এ চান্স পেয়ে আমাকে দেখাও , আমি গর্বিত হব,সত্যিই আনন্দিত হব যা আমি আর কোনদিন হইনি...'' :'(

বাবার মান সম্মান রাখতে ব্যাপক ভাবে পড়াশোনা করলাম।। অবশেষে মেডিক্যাল এ টিকেই গেলাম এবং স্বাধীনতার অস্তিত্ত্ব খুজে পেলাম এই যখন অবস্থা তখন,...

যেদিন মেডিক্যাল কলেজ এ ভর্তি হতে গেলাম, আমাদের আশেপাশে ভর্তির জন্য অপেক্ষমান এতো মেয়ে দেখে বাবার মুখে অন্যরকম কিছু দেখতে পেলাম,কেমন যেনো  😉 😮

এর তিনদিন পরে, বাবা আমাকে বলল , বাহাদুর নামে তোমার এক আঙ্কেল আছে , তিনি বলেছেন , '' ওরে বইলেন যে , ৫ বছরের আগে যেনো আশেপাশে না তাকায়,নাইলে জীবন শেষ... "" তার মানে এই বলল যে ,কোন মেয়ের দিকে তাকাইবানা, কোন কথা বলবানা, কোন ভালোবাসাবাসির দরকার নাই...এইসব আমি বুঝে নিলাম আরকি 🙁

আমার অবস্থা ইকো পার্কের ঐ বাঘের মত , তুমি স্বাধীন কিন্তু এই বেড়ার বাইরে বের হইতে পারবানা''' 🙁

পরিশেষে, আমি স্বাধীন হতে চাই না... যে স্বাধীনতা আমার ভবিষ্যৎ জীবনকে অনিশ্চয়তার মুখে ফেলবে সেই স্বাধীনতা আমার প্রয়োজন নেই, আমি আমার বাবার কাছে সারাজীবন পরাধীন থাকতে চাই... আমি তোমাকে শ্রদ্ধা করি বাবা,কারণ তোমার জন্যই আমার এতদূর আসা.. 🙂

 

লেখকের ইমেইল  ঃ  [email protected]

লেখকের ফেসবুক প্রোফাইল লিঙ্ক ।

Level 0

আমি নেক্সোপিয়ান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 148 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জীবনটা সংগ্রামের,কিন্তু তার সাথে লড়াই করে বেচে থাকার মাঝেই আছে__জীবনের সার্থকতা ''


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

স্যালুট করি ঐ সমস্ত বাবা-মা কে। আমি নিজেও বাবা-মার কাছে সারাজীবন পরাধীন থাকতে চাই। যে বাবা-মা সারা জীবন এতো কষ্ট করে রোজগার করে আমাদের লালন-পালন করতেছে তাদের (এবং নিজের তো বটেই) জন্য এইটুকু করতে পারা যাবে না, এটা কোন কথা হল নাকি? সবচেয়ে বড় কথা হল বাবা-মার চেয়ে এই পৃথিবীতে কেও আপন না। একটু চিন্তা করে দেখুন’ত আপনার Serious কোন অসুখ হলে কিংবা আপনার কোন বিপদ হলে সবচাইতে কে এগিয়ে আসে? যদি এটা সবার মাথাই কাজ করে তাহলে আমি মনে করি কেও বাবা-মা কে কষ্ট দিবে না।

    @প্রযুক্তির অতন্ত্র প্রহরী (বেকার খাঁন): আমি আপনার সাথে একমত আর বাবা-মা সম্পর্কে আপনার ধারণাকে সম্মান জানাচ্ছি

Level 0

Ei e to baba.

Level 0

ভাই আপনার কাহিনী পড়ে 3 idiots এর ফারহান এর কথা মনে পরে গেলো, আপনার বেলায় এরকম না হলেই ভালো…….
আর আপনার লেখাটি অসাধারণ হয়েছে…..ধন্যবাদ

Level 0

আমি আপনার সাথে সহমত…..

    @orchid: ঐকমত্য পোষণ করার জন্য একটি সুন্দর পৃথিবীতে স্বাগতম আপনাকে।

Level 0

vi sobai to apnader moto medicel e chans pabe na to ki tader baba maer dos. na tara tader baba make somman korbe na……sobar jibon ak na aktu gorib manus gular dike takie deken bujben……….

    @jakir.npi: বিষয়টা সত্য, কিন্তু প্রত্যেকের জীবন তার নিজের অবস্থান থেকে নিজের মত সুন্দর হওয়া উচিত,তাই না?

Khub sundor likhechen. Thanks.

আমিও আমার বাবার ইচ্ছেতেই ডাক্তার হয়েছিলাম 1999 এ। ইঞ্জিনিয়ারিং এ ইলেকট্রিকালে চান্স পেয়েও আব্বার ইচ্ছেকে সন্মান করেই ইঞ্জিনিয়ারিং এর তীব্র নেশা ত্যাগ করেছিলাম। আমি আজ ও তাকে সন্মান করি। কিন্তু কপাল। আজ আমার বন্ধুরা নিশান ব্লু বারড নিয়ে ঘোরে আর আমি এখন লোকাল বাসে চেপে মানুষের সেবা করতে যাই। বরাবর স্কুলে আমি প্রথম হতাম। শেষ বেঞ্চের ছেলেদের দেখে আজ আমার হিংসে হয়।

    @doctor masud: ভাই, আপনি আমার অনেক সিনিয়র যদিও তবুও বলি, আপনার শেষের লাইনটি যেনো আমার ক্ষেত্রেও প্রতিনিধিত্ত্ব করছে… 🙁 আর, আমার মনে হয় , আপনার জীবনের জীবনদর্শন আমাদের মত প্রত্যেক নবীশ শিক্ষার্থীর জীবনের প্রধান লক্ষের উপাদান হওয়া উচিত।।

Level 0

নেক্সোপিয়ান:;Ta tik… Thanks for reply…..

এখনকার ছেলেপেলেদের ক্ষেত্রে দেখা যায়, মা-বাবা সম্বন্ধে বিরূপ মন্তব্য, অবাধ্য এবং মা-বাবার সম্বন্ধে বিরূপ ধারণা পোষণ করে… বেশিরভাগ ক্ষেত্রেই অবাধ্য……. ঠিক আমার একমাত্র গুণধর শালার মতো…. মা বাবা ছেলেমেয়েদের জন্য কি সম্পদ সেটা ত্রিশ বছরের আগে কেউ বুঝতে চায় না…. গাছের মতো ছায়া দিয়ে সারাজীবন আগলে রাখে…. ৥ নেক্সোপিয়ানের সাথে আমিও একমত…

    @Shafiqul Azam: যখন বুঝে তখন আসলে কিছু করার থাকে না 🙁 আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ শফিক ভাই …

Level 0

bhai, amora oneke-i dat takte dater morjada bojina,

kinto eta-o satro j keo dod beche sortki kine, keo abar shotki beche dod ki, sobar jibon ek na,

Level 0

অনেক কাঁদলাম।

আমি অনেক ভালবাসি তাদেরকে।

    @আব্দুল্লাহ আল নোমান: এই ভালোবাসা জেগে থাকুক আজীবন

এক দিক দিয়ে এইরকম পরাধীনতা ই ভালো,দেখুন আমেরিকা এ এরকম পরাধীনতা দেওয়া হয় না বলেই অনেক অল্প বয়সের সন্তানেরা হিনমন্নতায় ভুগে। তাছাড়া অল্প বয়সেই অপরাধ এ জড়িয়ে পরে। 😀

Level 2

বাপ মায়ের জন্য অনেক সন্তান আত্নহত্যাও করে। বুয়েট মেডিকেলে সন্তান পড়ুক,এটা কোন বাবা মা না চায়? কিন্তু সবাই তো আর পারেনা। তাই সফলতার গল্প বলতে আর শুনতে ভালই লাগে। আমি বাপ মায়ের বিরুদ্ধে বলছি না। আমি সিস্টেমের বিরুদ্ধে বলছি। বাপ মা ভালই চায়। খারাপ চায় না। যেমন আপনার কথাই বলি, পরাধিনতা আপনাকে সফলতা এনে দিয়েছে। তাই বাবার এত গুনোগান। শতকরা কতজন এই পরাধীনতার মাঝে সফল হয়। তারপরেও তারা বাবা মা কে ভালবাসে। যে বাসে না, সে আমেরিকার প্রেসিডেন্ট হলেও বাসবে না, ডাক্তার ইঞ্জিনিয়ারিং তো তুচ্ছ।

দোয়া করি আপনি ভালো ডাক্তার হয়ে মানুষের সেবা করে মা বাবার আশা পূরন করুন । আরেকটা কথা , ডাঃ মেহেদী হাসান কিন্তু অভ্র আবিষ্কার করছে , আমার মনে হয় আপনাকে দিয়েও এমন কিছু সম্ভব ।

    @Atiqul Islam Atik: আলহামদুলিল্লাহ্‌,… স্বপ্ন দেখা তো অপরাধ নয়, আমি চেষ্টা করব , সর্বোচ্চ চেষ্টা করব ভাই… আর আপনার কমেন্টটি আমার ভালো লেগেছে।

Level 0

আপনার লেখাটা পরে চোখে পানি রাখতে পারলাম না. বাবা আমার জান্নাত বাসী হয়েছেন। তাকে খুব মনে পরছে আজ.

দোয়া করি ভাই মেডিকেল টাও ঠিকঠাক মত শেষ করেন।

Level 0

অভিনন্দন আপনাকে এবং আপনার বাবাকে। বাবার পরাধীনতায় সফল হয়েছেন, সেই জন্য নয়! নষ্ট হওয়ার এই সময়েও ভাল মানুষ হয়ে থাকতে পেরেছেন সেই জন্য! 🙂