আইনস্টাইনের ধাঁধা :- আইনস্টাইন ১৯ শতকের প্রথম দিকে এই ধাঁধাঁ লিখেছিলেন।তিনি বলেছিলেন পৃথিবীর ৯৮ শতাংশ লোক এর সমাধান করতে পারবে না।
ধাঁধাঃ ৫ টি ভিন্ন রঙের বাড়িতে ৫ জন ভিন্ন জাতীয়তার ব্যক্তি থাকে।৫ জন ব্যক্তি ৫ ধরনের সিগারেট খায়,৫ ধরনের পানীয় পান করে ও তাদের ৫ টি ভিন্ন পোষা প্রাণী আছে। প্রত্যেকের সিগারেটের ব্র্যান্ড,পানীয় ও পোষা প্রাণী আলাদা।
প্রশ্ন হলঃ কার বাড়িতে মাছ আছে?
ইঙ্গিতঃ - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
১| ব্রিটিশ লোকটি লাল বাড়িতে থাকে
২| সুইডিশ লোকটির পোষা প্রাণী হল একটি কুকুর
৩| ডেনিশ লোকটি চা পান করে
৪| সবুজ রঙের বাড়ি সাদা রঙের বাড়ির বামে অবস্থিত
৫| সবুজ রঙের বাড়ির মালিক কফি পান করে
৬| যে ব্যক্তি পলমল ব্র্যান্ডের সিগারেট খায় সে পাখি পালন করে
৭| হলুদ রঙের বাড়ির মালিকের সিগারেটের ব্র্যান্ড ডানহিল
৮| মধ্যের বাড়িতে থাকা ব্যক্তি দুধ পান করে
৯| নরওয়েজিয়ান লোকটি প্রথম বাড়িতে থাকে
১০| যে ব্যক্তি ব্লেন্ড ব্র্যান্ডের সিগারেট খায় তার ঠিক আগের বাড়িতে পোষা প্রাণী একটি বিড়াল
১১| ডানহিল ব্র্যান্ডের সিগারেট যে খায় তার পরের বাড়িতে ঘোড়ার মালিক থাকে
১২| যে বিয়ার পান করে তার সিগারেটের ব্র্যান্ড ব্লুমাস্টার
১৩| জার্মান লোকটি প্রিন্স ব্র্যান্ডের সিগারেট খায়
১৪| নীল বাড়ির পরের বাড়িতে নরওয়েজিয়ান বাস করে
১৫| যে ব্লেন্ড ব্র্যান্ডের সিগারেট খায় তার প্রতিবেশী পানি পান করে
সমাধান:
আমরা যা তথ্য পেয়েছি তা হল:
=> জাতীয়তা
০১. ব্রিটিশ।
০২. ডেনিশ।
০৩. সুইডিশ।
০৪. জার্মান।
০৫. নওয়েজিয়ান।
=> বাড়ির রং
০১. লাল।
০২. সবুজ।
০৩. হলুদ।
০৪. নীল।
০৫. সাদা।
=> পোষা
০১. কুকুর।
০২. পাখি।
০৩. ঘোড়া।
০৪. বিড়াল।
০৫. মাছ (!)
=> পানীয়
০১. চা।
০২. কফি।
০৩. বিয়ার।
০৪. দুধ।
০৫. পানি।
=> সিগারেট
০১. ডানহিল।
০২. ব্লেন্ড।
০৩. প্রিন্স।
০৪. ব্লু মাস্টার।
০৫. পলমল।
একটি ছক করে নিই:
বাড়ি | ০১ | ০২ | ০৩ | ০৪ | ০৫ |
রং | ? | ? | ? | ? | ? |
জাতীয়তা | ? | ? | ? | ? | ? |
পোষা | ? | ? | ? | ? | ? |
পানীয় | ? | ? | ? | ? | ? |
সিগারেট | ? | ? | ? | ? | ? |
যুক্তি প্রবাহ:
০১. বাড়ি গুলো সাজিয়ে নিই: প্রথম বাড়িতে নরওয়েজিয়ান লোকটি থাকে। এবং সে নীল বাড়ির পরের বাড়িতে থাকে(ডান থেকে বামে)। অতএব, নরওয়েজিয়ান নীল বাড়িতে থাকতে পারে না। লাল বাড়িতে ব্রিটিশ লোক থাকে অতএব, নরওয়েজিয়ান লাল বাড়িতেও থাকতে পারে না। আবার সবুজ বাড়ি সাদা বাড়ির বামে অবস্থিত। কিন্তু ১৪ নং ঈঙ্গিত অনুযায়ী নীল বাড়ির পরে নরওয়ের বাড়ি তাই সে সবুজ বা সাদা বাড়িতেও থাকতে পারে না। অতএব, নরওয়েজিয়ান হলুদ বাড়িতে থাকে।
অতএব বাড়িগুলো এভাবে সাজানো যায়:
হলুদ <- নীল <- লাল <- সবুজ <- সাদা
এখানে লাল বাড়িকে মধ্যে যায়গা দেয়ার কারন একটু পরে ব্যাখ্যা করব যাতে আপনি কারন পরিষ্কার বুঝতে পারবেন।
০২. এখন হলুদ বাড়ির মালিক ডানহিল ব্যান্ডের সিগারেট খায়। অতএব, নরওয়েজিয়ান লোকটি ডানহিল খায়। ১১ নং অনুযায়ী তার পরে বাড়িতে অর্থাৎ ২নং বাড়িতে ঘোড়ার মালিক থাকে।
০৩. এবার একটু ধরে নিই ২নং বাড়ির মালিক ব্লেন্ড ব্যান্ডের সিগারেট খায়। [ এটি ধরতেই হবে, নয়তো পরবর্তীতে সমাধান হবে না;) ] যদি তাই হয় তবে, তার আগের বাড়িতে বিড়াল পালন করে। আবার তার প্রতিবেশী পানি পান করে। এখন ২নং এর প্রতিবেশী ১নং ও ৩নং। কিন্তু ৩নং সর্বমধ্যের বাড়ি। আর ৮নং ঈঙ্গিত অনুযায়ী মধ্যে বাড়িতে থাকা ব্যক্তি দুধ পান করে। তাই সে পানি পান করতে পারে না, অতএব, ১নং অর্থাৎ নরওয়েজিয়ান লোকটি পানি পান করে।
০৪. দেয়া আছে, সবুজ বাড়ির মালিক কফি পান করে। আর ব্রিটিশ লোকটি লাল বাড়িতে বাস করে।
০৫. এখন সুইডিশ, জার্মান আর ডেনিশ লোকটি ২, ৪ অথবা ৫ নং বাড়িতে থাকে। দেয়া আছে, ডেনিশ লোকটি চা পান করে। তাই তিনি ৪নং বাড়িতে থাকতে পারে না। অতএব, ২ অথবা ৫নং এ থাকে। আবার আমরা জানি যে ব্লুমাস্টার খায় সে বিয়ার পান করে। অতএব, বিয়ার পান কারী ২ অথবা ৪ নং এ থাকতে পারে না। অতএব, ৫নং এ থাকে। এখন ডেনিশ লোকটি ৫নং এও থাকতে পারে না। অতএব, ডেনিশ লোকটি ২ নং এ থাকে।
০৬. এখন, জার্মান এবং সুইডিশ ৪ অথবা ৫ নং এ থাকে। দেয়া আছে জার্মান লোকটি প্রিন্স ব্র্যান্ডের সিগারেট খায়। তাই সে ৫ নং এ থাকতে পারে না। অতএব, সে ৪ নং এ থাকে।
০৭. এখন যে পলমল খায় সে পাখি পালন করে তাই সে ৪নং এ থাকতে পারে না। অতএব, ৩নং এর ব্রিটিশ ব্যক্তি পলমল সিগারেট খায় এবং পাখি পালন করে।
০৭. এখন সহজেই বলতে পারি সুইডিশ লোকটি ৫নং বাড়িতে থাকে। দেয়া আছে, তার পোষা প্রানী কুকুর।
০৮. অবশেষে, ১, ২, ৩ এবং ৫ নং ঘর সম্পূর্ণ হয়েছে। কিন্তু ৪ নং ঘরে জার্মান ব্যক্তির পোষা প্রানীর ঘর ফাঁকা থাকল। তাই সহজে বলতে পানি যে জার্মান ব্যক্তির বাড়িতে “মাছ” আছে।
সমাধান করা ছক:
বাড়ি | ০১ | ০২ | ০৩ | ০৪ | ০৫ |
রং | হলুদ | নীল | লাল | সবুজ | সাদা |
জাতীয়তা | নরওয়েজিয়ান | ডেনিশ | ব্রিটিশ | জার্মান | সুইডিশ |
পোষা | বিড়াল | ঘোড়া | পাখি | ? | কুকুর |
পানীয় | পানি | চা | দুধ | কফি | বিয়ার |
সিগারেট | ডানহিল | ব্লেন্ড | পলমল | প্রিন্স | ব্লুমাস্টার |
আমি জাওয়াদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 148 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রযুক্তি এবং কবিতা দুটোকেই ভালোবাসি!
অভিনন্দন ভাই