আইনস্টাইনের ধাঁধা ও সমাধান (প্রচলিত ধাঁধা)

 

আইনস্টাইনের ধাঁধা :- আইনস্টাইন ১৯ শতকের প্রথম দিকে এই ধাঁধাঁ লিখেছিলেন।তিনি বলেছিলেন পৃথিবীর ৯৮ শতাংশ লোক এর সমাধান করতে পারবে না।
ধাঁধাঃ ৫ টি ভিন্ন রঙের বাড়িতে ৫ জন ভিন্ন জাতীয়তার ব্যক্তি থাকে।৫ জন ব্যক্তি ৫ ধরনের সিগারেট খায়,৫ ধরনের পানীয় পান করে ও তাদের ৫ টি ভিন্ন পোষা প্রাণী আছে। প্রত্যেকের সিগারেটের ব্র্যান্ড,পানীয় ও পোষা প্রাণী আলাদা।
প্রশ্ন হলঃ কার বাড়িতে মাছ আছে?
ইঙ্গিতঃ - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
১| ব্রিটিশ লোকটি লাল বাড়িতে থাকে
২| সুইডিশ লোকটির পোষা প্রাণী হল একটি কুকুর
৩| ডেনিশ লোকটি চা পান করে
৪| সবুজ রঙের বাড়ি সাদা রঙের বাড়ির বামে অবস্থিত
৫| সবুজ রঙের বাড়ির মালিক কফি পান করে
৬| যে ব্যক্তি পলমল ব্র্যান্ডের সিগারেট খায় সে পাখি পালন করে
৭| হলুদ রঙের বাড়ির মালিকের সিগারেটের ব্র্যান্ড ডানহিল
৮| মধ্যের বাড়িতে থাকা ব্যক্তি দুধ পান করে
৯| নরওয়েজিয়ান লোকটি প্রথম বাড়িতে থাকে
১০| যে ব্যক্তি ব্লেন্ড ব্র্যান্ডের সিগারেট খায় তার ঠিক আগের বাড়িতে পোষা প্রাণী একটি বিড়াল
১১| ডানহিল ব্র্যান্ডের সিগারেট যে খায় তার পরের বাড়িতে ঘোড়ার মালিক থাকে
১২| যে বিয়ার পান করে তার সিগারেটের ব্র্যান্ড ব্লুমাস্টার
১৩| জার্মান লোকটি প্রিন্স ব্র্যান্ডের সিগারেট খায়
১৪| নীল বাড়ির পরের বাড়িতে নরওয়েজিয়ান বাস করে
১৫| যে ব্লেন্ড ব্র্যান্ডের সিগারেট খায় তার প্রতিবেশী পানি পান করে

 

সমাধান:

 

আমরা যা তথ্য পেয়েছি তা হল:

=>  জাতীয়তা

০১. ব্রিটিশ।

০২. ডেনিশ।

০৩. সুইডিশ।

০৪. জার্মান।

০৫. নওয়েজিয়ান।

=>  বাড়ির রং

০১. লাল।

০২. সবুজ।

০৩. হলুদ।

০৪. নীল।

০৫. সাদা।

=>  পোষা

০১. কুকুর।

০২. পাখি।

০৩. ঘোড়া।

০৪. বিড়াল।

০৫. মাছ (!)

=>  পানীয়

০১. চা।

০২. কফি।

০৩. বিয়ার।

০৪. দুধ।

০৫. পানি।

=>  সিগারেট

০১. ডানহিল।

০২. ব্লেন্ড।

০৩. প্রিন্স।

০৪. ব্লু মাস্টার।

০৫. পলমল।

 

একটি ছক করে নিই:

 

বাড়ি০১০২০৩০৪০৫
রং?????
জাতীয়তা?????
পোষা?????
পানীয়?????
সিগারেট?????

 

যুক্তি প্রবাহ:

০১. বাড়ি গুলো সাজিয়ে নিই:  প্রথম বাড়িতে নরওয়েজিয়ান লোকটি থাকে। এবং সে নীল বাড়ির পরের বাড়িতে থাকে(ডান থেকে বামে)। অতএব, নরওয়েজিয়ান নীল বাড়িতে থাকতে পারে না। লাল বাড়িতে ব্রিটিশ লোক থাকে অতএব, নরওয়েজিয়ান লাল বাড়িতেও থাকতে পারে না। আবার সবুজ বাড়ি সাদা বাড়ির বামে অবস্থিত। কিন্তু ১৪ নং ঈঙ্গিত অনুযায়ী নীল বাড়ির পরে নরওয়ের বাড়ি তাই সে সবুজ বা সাদা বাড়িতেও থাকতে পারে না। অতএব, নরওয়েজিয়ান হলুদ বাড়িতে থাকে।

অতএব বাড়িগুলো এভাবে সাজানো যায়:

হলুদ <- নীল <- লাল <- সবুজ <- সাদা

এখানে লাল বাড়িকে মধ্যে যায়গা দেয়ার কারন একটু পরে ব্যাখ্যা করব যাতে আপনি কারন পরিষ্কার বুঝতে পারবেন।

০২. এখন হলুদ বাড়ির মালিক ডানহিল ব্যান্ডের সিগারেট খায়। অতএব, নরওয়েজিয়ান লোকটি ডানহিল খায়। ১১ নং অনুযায়ী তার পরে বাড়িতে অর্থাৎ ২নং বাড়িতে ঘোড়ার মালিক থাকে।

০৩. এবার একটু ধরে নিই ২নং বাড়ির মালিক ব্লেন্ড ব্যান্ডের সিগারেট খায়। [ এটি ধরতেই হবে, নয়তো পরবর্তীতে সমাধান হবে না;) ] যদি তাই হয় তবে, তার আগের বাড়িতে বিড়াল পালন করে। আবার তার প্রতিবেশী পানি পান করে। এখন ২নং এর প্রতিবেশী ১নং ও ৩নং। কিন্তু ৩নং সর্বমধ্যের বাড়ি। আর ৮নং ঈঙ্গিত অনুযায়ী মধ্যে বাড়িতে থাকা ব্যক্তি দুধ পান করে। তাই সে পানি পান করতে পারে না, অতএব, ১নং অর্থাৎ নরওয়েজিয়ান লোকটি পানি পান করে।

০৪. দেয়া আছে, সবুজ বাড়ির মালিক কফি পান করে। আর ব্রিটিশ লোকটি লাল বাড়িতে বাস করে।

০৫. এখন সুইডিশ, জার্মান আর ডেনিশ লোকটি ২, ৪ অথবা ৫ নং বাড়িতে থাকে। দেয়া আছে, ডেনিশ লোকটি চা পান করে। তাই তিনি ৪নং বাড়িতে থাকতে পারে না। অতএব, ২ অথবা ৫নং এ থাকে। আবার আমরা জানি যে ব্লুমাস্টার খায় সে বিয়ার পান করে। অতএব, বিয়ার পান কারী ২ অথবা ৪ নং এ থাকতে পারে না। অতএব, ৫নং এ থাকে। এখন ডেনিশ লোকটি ৫নং এও থাকতে পারে না। অতএব, ডেনিশ লোকটি ২ নং এ থাকে।

০৬. এখন, জার্মান এবং সুইডিশ ৪ অথবা ৫ নং এ থাকে। দেয়া আছে জার্মান লোকটি প্রিন্স ব্র্যান্ডের সিগারেট খায়। তাই সে ৫ নং এ থাকতে পারে না। অতএব, সে ৪ নং এ থাকে।

০৭. এখন যে পলমল খায় সে পাখি পালন করে তাই সে ৪নং এ থাকতে পারে না। অতএব, ৩নং এর ব্রিটিশ ব্যক্তি পলমল সিগারেট খায় এবং পাখি পালন করে।

০৭. এখন সহজেই বলতে পারি সুইডিশ লোকটি ৫নং বাড়িতে থাকে। দেয়া আছে, তার পোষা প্রানী কুকুর।

০৮. অবশেষে, ১, ২, ৩ এবং ৫ নং ঘর সম্পূর্ণ হয়েছে। কিন্তু ৪ নং ঘরে জার্মান ব্যক্তির পোষা প্রানীর ঘর ফাঁকা থাকল। তাই সহজে বলতে পানি  যে জার্মান ব্যক্তির বাড়িতে “মাছ” আছে।

সমাধান করা ছক:

বাড়ি০১০২০৩০৪০৫
রংহলুদনীললালসবুজসাদা
জাতীয়তানরওয়েজিয়ানডেনিশব্রিটিশজার্মানসুইডিশ
পোষাবিড়ালঘোড়াপাখি?কুকুর
পানীয়পানিচাদুধকফিবিয়ার
সিগারেটডানহিলব্লেন্ডপলমলপ্রিন্সব্লুমাস্টার

 

Level 0

আমি জাওয়াদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 148 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রযুক্তি এবং কবিতা দুটোকেই ভালোবাসি!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অভিনন্দন ভাই

    @মোহাম্মদ খালিদ হোসাইন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Level 0

congratulation! APNI 2% LOKDER AKJON

    @anonto ttc: আপনাকে টিউমেন্টের জন্য ধন্যবাদ। আমি ২% এর মধ্যে একজন কিনা জানিনা। তবে চেষ্টা আর অধ্যাবসায় এর দ্বারা যেকোনো বাধা পার করা যায় সেটা জানি। আমার ধারনা আইনস্টাইন সাহেব সবাইকে ঘাবড়ে দেয়ার জন্য হয়তো এই কথা বলেছিলেন যে শুধু ২% ব্যক্তি পারবে। কারন আমার ধারনা বাংলাদেশের প্রায় ৮০% লোক চেষ্টা করলেই এটা সমাধান করতে পারবে।

Level 0

সমস্ত প্রশংশা এক আল্লাহর। সাবাশ বাঙালি সরি “বাংলাদেশী”। বাংলাদেশ জিন্দাবাদ।।

    @newboy: ধন্যবাদ আপনার মন্ত্যবের জন্য। সত্যি “সকল প্রশংসা আল্লাহ্ তা’আলার”

মাথা ঘুরায় :S

    @নাঈম the handsome: হা হা হা হা! 😀 প্রথমবার ধাঁধা দেখে আমারো মাথা ঘুরিয়েছিল। আপনার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

Congratulations. Onek Jotil Chilo.

    @Sazzad Hossain: আপনাকে ধন্যবাদ। অধ্যাবসায় দ্বারা সকল সমস্যার সমাধান করা যায় বলে আমি মনে করি। 🙂

“আইনস্টাইন ১৯ শতকের প্রথম দিকে এই ধাঁধাঁ লিখেছিলেন।তিনি বলেছিলেন পৃথিবীর ৯৮ শতাংশ লোক এর সমাধান করতে পারবে না ।”
amar mone hoy Einstein 19 sotoker lokder bujaisilen. karon ami jokhon college a silam amader math teacher aita sobaike somadhan korte disilen moja kore. ami soho 6/7 jon eitar somadhan dite parsilam. but ami valo student silam na. emonki jara somadhan korte parse tader moddeo amar moto durbol student silo. tokhn amra jantam na je eita Einstein er puzzle silo. amader math teacher o aita solve korte parsilo.

    @peacekiller: হতে পারে। আমারও তাই মনে হয়। কারন বর্তমানের লোকেরা অনেক ইন্টেলিজিন্ট 🙂 যাই হোক আপনাকেও শুভেচ্ছা কারন আপনি আরো আগে করেছেন এবং মন্তব্যের জন্য ধন্যবাদ।

      @জাওয়াদ লিয়ন: ami jokhn korsi (2007) tokhn puzzle a agroho silo akhn to puzzle dekhlei matha ghuray 😀

Level 0

brain bote ek khana

    @Bilu: লুলায়িত হইলাম। আমি তেমন কেউনা । যাই হোক আপনার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

Level 0

ভাই এর ধাধার কি কোন সাইট আছে যে গুলো থেকে আমি ধাধাগুলো সংগ্রহ করতে পারি । যদি খোজে থাকে তাহলে অবশ্যই সাহয্য করবেন।

    @AKTERSMART: বাংলাতে আছে কিনা জানিনা।তবে গুগলে দেখতে পারেন আর আমার সাইটটা মাঝেমধ্যে ভিজিট করতে পারেন। ধন্যবাদ।

Einstein onar somoykar lokder kotha vebe bolechilen… tobe apnar brain sharp bola jay.. koekdin age tv te dekhechilam Einstein tokhon j brain niye jonmo nise tokhonkar jonno seta khub HIGHER chilo but ekhonkar hisebe seta naki onek Low.. 😮

    @পিয়াস: আমার ধারনাও তাই। এটি তৎকালীন লোকদের ভেবে বলা হয়েছিল। আর আমার ব্রেইন তেমন শার্প না অনেক চেষ্টা করে তবেই পেরেছি। অনেক গুলা পৃষ্ঠা লিখে লিখে নষ্ট করেছি। কিন্তু আপনি আইনস্টাইনের ব্রেইন সম্পর্কে যা বললেন তার সাথে পুরো একমত হতে পারলাম না। কারন আমি এমন কিছু শুনিনি। যাই হোক ধন্যবাদ।

      @জাওয়াদ লিয়ন: Einstein er somporke ei kotha 1 shikkhabid bolechen.uni bolechen research kore ei comment korechen scientist ra… amio asole tar sathe 1mot na.. Ekhonkar bachchara olpo boyoshe onek kicu jane eta right,jeta aj theke 10yr back er sathe compare korlei onek parthokko dekha jabe.. but nije kichu invent korbe emon lok 0.1% o pawa dushkor.. Einstein ra juge juge ashena asole..

আমি ৬ মাস আগেই সলভ করেছি। সময় লেগেছিল ৩০ মিনিট। আসলে ৯৮% ই একটু চেষ্টা করলেই এটা সলভ করতে পারবে বলে আমি মনে করি। 🙂

    @রাব্বি: আমারো তাই মনে হয়। যাই হোক আমার ৩০ মিনিটের অনেক বেশি লেগেছে। আপনার ব্রেইন সত্যিই শার্প। যাই হোক ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য। 🙂

      @জাওয়াদ লিয়ন: আমার মনে হয় না আমার ব্রেইন শার্প। আর যে এটা সলভ করবে তার ব্রেইনও শার্প থাকতে হবে এটাও আমি করিনা। এটা সলভ করতে লাগবে মনোযোগ, চিন্তা শক্তি আর ডিটেকটিভ মাইন্ড। তাহলেই খুব সহজেই এটা সলভ করা যাবে। আমার এক বোনও ১ ঘন্টার কিছু কম সময়ে আমার সামনে বসে এটা সলভ করেছে। ধন্যবাদ টিউনার কে ধাধাটিকে সলভ করে পোষ্ট করার জন্য।

        @রাব্বি: ব্রেইন শার্প দরকার নেই আমিও জানি। তবুও বলেছি কারন আপনি ৩০মিনিটে সমাধান করেছেন। আপনাকে আবারো ধন্যবাদ।

আইনাসাটাইন তো তাহলে বলদ ছিল বাই দ্য ওয়ে আপনাকে অভিন্দন 😀

    @w3Nabil1699: আপনাকে ধন্যবাদ। তবে আইনস্টাইন সম্পর্কে কটু মন্তব্য না করাই ভালো। উনি সম্মানিত ব্যক্তি। :p

eta oneta suduku melanor moto.

    @অনিক: সুডোকু টুডোকু মেলাতে পারি না। আপনার টিউমেন্ট এর জন্য ধন্যবাদ।

এই ধাধাটার সমাধান আমি স্কুলে থাকতে করেছিলাম।
আপনার উত্তর ঠিক আছে। তবে আপনি শুধু প্রশ্ন টা দিতে পারতেন।
এর উত্তর বের করার দায়িত্ব টা এই পোস্টের পাঠক দের উপর ছেড়ে দেওয়া উচিত ছিল।

    amio school e pori. ar pathokder solve korte dile hoyto onekei posondo korto na karon ami onek ke dekesi jara solution chay.btw thankyou.

Excellent work.

ভাল লাগল @ ধন্যবাদ

thankx for the nice post

Eita kono DhaDha holo..? Ajkalker polapin o agulan pare. Creative kichu niye chinta korun. Apnio boro biggani hote parben. I think, Every man is Brilliant but the don’t utilize their power.

এই প্রশ্নটা আমি ও সমাধান করার জন্য চেষ্টা করিছি কিন্তু পারি নাই। ধন্যবাদ আপনাকে সহজ ভাবে উপস্থাপন করার জন্য।

Level 0

আপনাকে ধন্যবাদ ও অভিনন্দন, আমি ও সমাধান করেছি 🙂

ধন্যবাদ আপনাকে সহজ ভাবে উপস্থাপন করার জন্য।

    @Qudrat Ullah: আপনাকেও ধন্যবাদ কষ্ট করে পড়ে টিউমেন্ট করার জন্য। 🙂

NICE EDU TUNE……….AMI O PERESI 🙂 🙂 🙂 KHATAR 5 TA PAGE NOSTO HOYESE 🙁 SATHE ABOUT 1 HOUR SOMOY….. ( REALLY EINSTEIN IS THE BEST OF BEST…….
BUT APNI JE 2 NO ER TA DHORESEN SETA NA DHOREOI SOLVE KORESI & APNARTA NA DEKH…….. 🙂 🙂 R KARO DHADHA THAKLE NIYE ASEN SOLVE KORI…………..

    @newmission17: আপনাকে ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য। আর ভাই প্লিজ আপনার সমাধানটা আমাকে সেন্ড করুন। কারন আমি না ধরে সমাধানটা পুরোপুরি করতে পারিনি।
    আরো ধাঁধা পেলে অবশ্যই টিউন করব। 🙂

vai ami bangla likh te jani na. 🙁 janle ekha nei ota post kortam

tobe apni chaile English a likhe ditr pari

Level 0

jotil

লিয়ন বাই
আমার দি মাতা চুলকায় :p

ASCHA EKHANEI SOLVE KORE DISCHI 🙂

1ST NORWAYZIAN > > (COLOR) HOLUD ETA TO SURE 🙂
CHIGARATE >> DANHIL(FROM NO 7)
PANIYO >> ?

NORWAYZIAN JE GULU KHAY NA >> MILK(FROM NO 8 KARON SE 1ST BARITE THAKE), BIAR(FROM NO 12

KARON TAR BRAND DANHIL), COFFEE(FROM NO 5 KARON TAR BARIR COLOR HOLUD), TEA(FROM NO 3)

SO NORWAYZIAN ER PANIYO HOLO >> 🙂 WATER(SEE NO 15)

R BLUE COLOR ER BARIR MALIK HOLO NORWAYZIAN ER ONLY PROTIBESHI……. 🙂 🙂 🙂

TARPOR R KISU LIKHTE HOBE MONE HOY NA……….. 🙂 🙂 🙂

KI HAPPY TO 🙂 🙂 🙂

BYE

Level 0

আমি এই মাত্র ধাধা টা solved করলাম , প্রায় ১ ঘন্টার মত লাগছে । আমার আগেই মনে হইছিলো যে আমি পারব , তাই আপনার সমাধানের দিকে এক বারও তাকাই নাই । পরে দেখি আমার রেজ়াল্ট আপনার সাথে মিলে গেছে । আপনার আমার মুল থিম এক কিন্তু , আমার
মনে হয় আপনি আমার থেকে complex ভাবে চিন্তা করেছিলেন । আপনাকে CONGRATULATION !!!ধাধাটি solve
করার জন্যে ।

😮 ???

Level 0

amio paira felaisi

আপনার সমাধান ছক এ আমি কিছু ভুল দেখছি । আপনি বাড়ির রং গুলা ডান থেকে বাম এ নিছেন । কিন্তু অন্য সব শর্ত মিলিয়েছেন বাম থেকে ডান দিক দিয়ে । আমার সমাধান টা দেখুন 🙂

https://www.mediafire.com/?aweq5ck8w1arm6f