আস্-সালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন।
৮টি আশ্চর্যজনক Websites প্রত্যেকেই ভিজিট করুন
এবার টাকা ছাড়াই নিজের পিসিতে বসে Nokia মাল্টিমিডিয়া মোবাইল ফ্লাস দিন
Android Apps ডাউনলোডের ১৫ টি সেরা ওয়েবসাইট
Password ছাড়াই নোকিয়া Security Code রিসেট করুন
USB ক্যাবলের মাধ্যমে নোকিয়া ফোনের ভুলে যাওয়া Security Code দেখে নিন
পৃথিবীতে এমন অনেক বিষয় রয়েছে যার সম্পর্কে আমরা কিছুই জানিনা। ঠিক তেমনি কিছু বিষয়ের উপর জানার তাগিতে পোষ্ট করার ইচ্ছে জাগে। ঠিক তারই ধারাবাহিকতায় আজকের পোষ্ট টি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম।
আজকের পোষ্টে আমি আপনাদের সাথে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল দশটি বস্তুর বিষয় শেয়ার করব। এগুলো সম্পর্কে আপনারা বেশ কিছু তথ্য পাবেন। সাথে এগুলোর ইমেজ তো রয়েছেই।
আপনারা ইচ্ছে করলে এসব ইমেজ অনেক বড় আকারে এবং অতিরিক্ত আরো ইমেজ গুগুল ইমেজ সার্চিং এর মাধ্যমে পেতে পারেন।
নিম্নে বিশ্বের দশটি ব্যয়বহুল বস্তুর তালিকা প্রদান করা হল
চলো শুরু করি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ঘর দিয়ে, যেটির মালিক কিনা বর্তমানে ভারতের Billionaire Mukesh Ambani. $43 বিলিয়ন আয়কারী তার বউ এবং 3 বাচ্চাদের নিয়ে বসবাস করার জন্য এই আকাশচুম্বী বাড়ীটি তৈরি করেন। উক্ত আকাশচুম্বী বাড়ীটির কেন্দ্রস্থল হল ভারতের মুম্বাইয়ে।
Price Tag: $2 Billion
1962 Ferrari 250 GTO ছিল বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল গাড়ী যা যুক্তরাজ্যে একজন private collector এর কাছে বিক্রী করেছিল।
Price Tag: $35 million
হাত অনুস্যূত alligator skin এ আচ্ছাদিত এবং একটি উল্লেখযোগ্যে পরিমাণ diamonds এর দ্বারা খচিত এই television টি কল্পনানুসারে ডিজাইন করা হয়েছে অনেকটা আকর্ষণীয় রূপে প্রদর্শনের লক্ষ্যে, এমনকি এটি বন্ধ অথবা চালু থাকুক না কেন।
Price Tag: $2.3 million
http://www.stuarthughes.com
এটি দেখতে glittery জগাখিচুড়ি মত দেখালেও সময় বলার ক্ষেত্রে যে দরকারী কিছু একটা তাতে কারো সন্দেহ নেই। এই হীরা খচিত ঘড়িটি দৃশ্যত একটি অভিনব সৃষ্টি।
Price Tag: $25 million
Hi-Fi Choice magazine এর অনুসারে the Hart Audio D&W Aural Pleasure Loudspeaker “যা করতে পারে তা অন্য কোন speaker করতে পারেনা” এবং এটিকে $4.72 million এর amazing thing গুলোর মধ্যে সেরা বিবেচনা করাহয় । এছাড়া এই speaker কে এযাবৎ কালের সবচেয়ে ব্যয়বহুল speaker হিসেবে ধরা হয়।
এই ultra-expensive speaker এর special edition টি হল — শুধুমাত্র একটি 18-karat স্বর্ণ জোড়া তৈরি। (আপনি চাইলে bronze এর তৈরি cheaper version টি $62,800 দ্বারা কিনতে পারবেন)
এটিতে খুব উচ্চ মানের কিছু অতিরিক্ত উপাদান যুক্ত রয়েছে: যেমন একটি 200mm polypropylene bass ড্রাইভার এবং একটি 25mm অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়াম এর দ্বৈত সমকেন্দ্রিক ত্রিগুণ ড্রাইভার। এটি 110 pounds এর মত ভারী.
Price Tag: $4.7 Million
বেইজিং অলিম্পিক গেমসের জন্য ব্যবহৃত "ক্রিস্টাল পিয়ানো" টি একজন private bidder এর কাছ থেকে রেকর্ড পরিমাণ 3.22 মিলিয়ন মার্কিন ডলারের দ্বারা নিলামে কেনা হয়েছিল!
যা একটি বড় স্কেল কনসার্টের জন্য stringent চাহিদাগুলি পূরণ করার পরিকল্পনা অনুযায়ী ডিজাইন করা হয়। এবং এটি বিশ্বব্যাপী লাখ লাখ মানুষ দেখেছিল।
Price Tag: $3.22 million
এই বিলাসিতা কন্ডোমিনিয়াম ভবনের অবস্থান Manhattan শহরের কেন্দ্রস্থলের মধ্যে 66 ই 11TH ST -এ। এই মিলিয়ন ডলারের পার্কিং স্পট টির মূল্যে একটি একক পরিবারের বাড়ির হিসেবে ৬ বারের জাতীয় দামের বেশী।
Price Tag: $1 million
এটি প্রায় ব্যাথিত হওয়ার মত একটি ঘটনা। 100,000 কে.জি. gold এ তৈরি এবং এবং T-Rex bones দ্বারা সজ্জিত এর what-the-heck-do-I-do-with-5-billion-dollars কেসে দুর্ভাগ্যক্রমে একজন বেনামী মালয়েশিয়ার ব্যবসায়ী এটির মালিক হন।
PriceTag: $4.8 billion
এই ফোনের body তে 100 carats নিশ্ছিদ্র diamond দ্বারা সজ্জিত করা হয় এবং Apple logo টি আরো 53 diamond এর সঙ্গে গঠিত হয়। এর হোম বাটন টি তে একটি বিরল 7.4-ক্যারেট এর গোলাপী diamond এর বৈশিষ্ট্য রয়েছে।
PriceTag: $8 Million
Chopard Blue Diamond Ring অন্য যোকোন ডায়মন্ড রিং এর চেয়ে ভীষণ আকর্ষণীয়। এটি একটি বিরাট ও উপবৃত্তাকার আকৃতির নীল হীরার সেট, যেটি কিনা পৃথিবীর সবচেয়ে দামী একটি রিং। এছাড়াও এতে একটি 18k সাদা স্বর্ণ রয়েছে যার ফলে এটি বেশ আকর্শণীয় রিং হিসেবে ফুটে ওঠেছে।
এমনিতেই ব্লু হীরা বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল হিরেদের মধ্যে একটি।
PriceTag: $16.26 Million
[নতুন কিছু জানলে কমেন্ট করতে ভূলবেন না যেন]
অনেক গুরত্বপূর্ণ তথ্যসহ ইনফরমেশন এন্ড টেকনোলজির সকল সমস্যার সমাধানে, ITsolution page এগিয়ে এসেছে আপনার-ই সহযোগিতার লক্ষ্যে। আপনার প্রশ্নটি পেজে প্রদানের মাধ্যমে দ্রুততম সময়ে যেকোন জটিল সমস্যার সহজ সমাধান নিন।
ITsolution page
আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন। আল্লাহ্ হাফেজ।
আমি Shariful Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 50 টি টিউন ও 157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ অজানা জিনিস শেয়ার করার জন্য