রুবেলের দুর্দান্ত হ্যাট্রিকে বাংলাদেশ অনন্য এক জয় পেল নিউজিল্যান্ডের বিরুদ্ধে। হ্যাট্রিক শব্দটায় অসাধরন এক তৃপ্তি আছে, হ্যাট্রিক শব্দটায় নিজেকে ছাড়িয়ে যাওয়ার একটা ব্যাপার আছে।
পরাপর তিন বলে তিনটি উইকেট! আসলেই অসাধারনের চেয়েও অনেক বড় কিছু, অত্যান্ত সৌভাগ্যবান না হলে হ্যাট্রিকের স্বাদ পাওয়া যায়না।
রুবেলের হ্যাট্রিকের পরই, মাথায় হ্যাট্রিক শব্দটা নিয়ে নানা প্রশ্ন আসে, Hat-Trick শব্দটার উৎপত্তি কিভাবে? এমন অসামান্য অর্জনের নামটা কেন হ্যাট্রিক হলো?
ইন্টারনেটে ঘাটাঘাটি করে যা পেলাম, তা আপনাদের সাথে শংক্ষিপ্ত ভাবে শেয়ার করলাম।
হ্যাট্রিকের উৎপত্তি ১৮৫৮ সালে, আজকাল হ্যাট্রিক শব্দটি অনেক খেলায় ব্যবহৃত হলেও, ক্রিকেট খেলা থেকেই এর উৎপত্তি।
১৮৫৮ সালে ইংল্যান্ডের তৎকালীন বিখ্যাত ক্রিকেটার HH Stephenson পরপর তিন বলে তিন উইকেট শিকার করার কৃতিত্ব অর্জন করেন। এই কৃতিত্বের জন্য তখন তাকে একটি Hat পুরষ্কার দেয়া হয়। মূলত তখন এই অনন্য দুর্দান্ত কৃতিত্বের নাম “Hat-Trick” এর উৎপত্তি হয়।
HH Stephenson এর খেলোয়াড়ি জীবন ১৮৫৩ থেকে ১৮৭১। তিনি ডান হাতে বল এবং ব্যাট করতেন, মাঝে মাঝে উইকেটের পেছনেও দায়িত্ব পালন করতেন। তার খেলোয়াড়ি জীবনে ২৫৬ টি ম্যাচে ৩০৩ টি উইকেট শিকার করেন, গড়ে ১৬.৩৭ রান দিয়ে। তার বোলিং এ সর্বোচ্চ রেকর্ড হচ্ছে ২৮ রান দিয়ে ৮ উইকেট। ব্যাট হাতেও স্টিফেনসন খারাপ ছিলেননা, সর্বোচ্চ এক ইনিংসে ১১৯ রান, তিনটি সেঞ্চুরি সহ ব্যাট হাতে তিনি মোট ৭৩৬০ রান করেন, যার গড় হচ্ছে ১৭.৯০। মাঠে ফিল্ডিং এ দাঁড়িয়ে ১৫২ টি ক্যাচ ধরেন। আর উইকেটের পেছনে দাঁড়িয়ে ২৫ টি স্টাম্পিং করেন।
বুঝতেই পারছেন তৎকালিন সময়ে তিনি অন্যতম সেরা অলরাউন্ডার ছিলেন। এবং Hat-Trick শব্দটার জন্য তার অসামান্য অর্জনের জন্য। যা আজও একজন বোলারের স্বপ্নে পাওয়া রত্নের মত।
রুবেলের হ্যাট্রিক এর ভিডিও
সোহাগ গাজির হ্যাট্রিক এর ভিডিও
শাহাদাৎ হোসেনের হ্যাট্রিক এর ভিডিও
আব্দুর রাজ্জাকের হ্যাট্রিক এর ভিডিও
অলোক কাপালির হ্যাট্রিক এর ভিডিও
আজ এটুকুই, ক্রিকেট উপভোগ করুন, ভালো থাকুন।
আমি মোহাম্মদ মাহ্ফুজুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 215 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জেনে খুশি হলাম