আসসালামু আলাইকুম।আশা করি আপনারা সবাই ভালো আছেন।অনেকদিন পর টেকটিউনস এ টিউন করতে আসলাম।এতদিন শুধু ভিজিটর হয়ে ছিলাম!আজকে আমি আসন্ন ফুটবল বিশ্বকাপের দলগুলোর আসন্ন গ্রুপ বিন্যাস নিয়ে কিছু কথা বলব।তাহলে শুরু করা যাক।
ফুটবল নিঃসন্দেহে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলা।এটি হচ্ছে মানুষের প্রাণের খেলা।এখানে অনেক জাতির ঐতিহ্য,সম্মান ও ত্যাগ জড়িয়ে আছে।১৯৫০ এর ফুটবল বিশ্বকাপ এর ফাইনালে স্বাগতিক ব্রাজিল উরুগুয়ের কাছে হেরে যাওয়ার পরে ব্রাজিল সমর্থকেরা পরাজয় মেনে নিতে না পেরে মারাকানা স্টেডিয়াম থেকে লাফিয়ে পরে নিজেদের জীবন আত্মাহুতি দেন।সুতরাং বুঝতেই পারছেন ফুটবল সমর্থকদের কাছে নিজের জাতি আর ফুটবল এর মূল্য কতখানি!ইন্টারনেট ঘাঁটলে এরকম হাজারো পাগলামির ইতিহাসের কথা জানতে পারবেন।এই ফুটবল এর মহাযজ্ঞ(The greatest show on earth)-ওয়ার্ল্ড কাপ ফুটবল ২০১৪ শুরু হতে আর মাত্র প্রায় ৮ মাস বাকি।সুতরাং বুঝতেই পারছেন ফুটবল প্রেমীদের উত্তেজনা এখন তুঙ্গে!হয়তো এখনি অনেকে প্ল্যান করে রেখেছেন যে বাড়ির ছাদে প্রিয় দলের সবচেয়ে বড় পতাকা লাগাবেন,কেউ হয়তো প্রিয় দলের জার্সি কিনবেন আর পতাকা দিয়ে পুরো মহল্লা ঢেকে দেওয়ার প্ল্যান করছেন।আর কিছুদিন পরেই আর্জেন্টিনা,ব্রাজিল,স্পেন,জার্মানি,ইতালি এর পতাকায় পুরো বাংলাদেশ ছেয়ে যাবে।তাই আর যাই হোক মুল কথা হচ্ছে আমার মত ফুটবল প্রেমীরা ওয়ার্ল্ড কাপের জন্য অধীর আগ্রহে বসে আছে।আগামী ৬ই ডিসেম্বর ওয়ার্ল্ড কাপ ফুটবল এর গ্রুপ পর্যায়ের ড্র অনুষ্ঠিত হবে।সেদিনই জানতে পারবেন আপনার প্রিয় দল কোন গ্রুপ এ পরেছে এবং এর প্রতিপক্ষ কারা কারা!বিশ্বকাপে মোট ৩২টি দেশ অংশগ্রহণ করবে যাদেরকে বরাবরের মতো ৮টি গ্রুপে ভাগ করা হবে এবং প্রত্যেকটি গ্রুপে ৪টি করে দল থাকবে।এই মূল পর্বে উত্তীর্ণ ৩২ টি দলকে ৬ই ডিসেম্বর ৪টি পটে বা পাত্রে ভাগ করা হবে যার মধ্যে প্রত্যেকটি পটে ৮টি করে দল থাকবে।আসুন দেখে নেই আপনার প্রিয় ফুটবল টিম কোন পটে আছে এবং তার বর্তমান অবস্থান কিরূপ!
পট-১(এই পট গ্রুপের ১ম স্থান অধিকারিদের জন্য আর এই পটে শুধুমাত্র স্বাগতিক দল এবং রেঙ্কিং এ শীর্ষ ৭ টি দল স্থান পেয়েছে)
১।ব্রাজিল(রেঙ্কিং-১১ এবং স্বাগতিক হিসেবে সরাসরি যোগ্যতা প্রাপ্ত)
২।স্পেন(রেঙ্কিং-১)
৩।জার্মানি(রেঙ্কিং-২)
৪।আর্জেন্টিনা(রেঙ্কিং-৩।বলাবাহুল্য আমার প্রিয় দল)
৫।কলম্বিয়া(রেঙ্কিং-৪)
৬।বেলজিয়াম(রেঙ্কিং-৫)
৭।উরুগুয়ে(রেঙ্কিং-৬)
৮।সুইজারল্যান্ড(রেঙ্কিং-৭)
*এই পটে শুধুমাত্র উরুগুয়ে বাদে অন্য সব দল কোয়ালিফাইড।উরুগুয়েকে প্লে-অফ খেলে চূড়ান্ত পর্ব নিশ্চিত করতে হবে।প্লে-অফে তাদের প্রতিপক্ষ হচ্ছে এশিয়ার দেশ জর্ডান।যদি উরুগুয়ে প্লে-অফে পরাজিত হয় তাহলে রেঙ্কিং অনুযায়ী নেদারল্যান্ড পট-১ এ চলে আসবে।
পট-২(এই পট গ্রুপের ২য় স্থান অধিকারীরা দখল করবে এবং এখানে শুধুমাত্র ইউরোপিয়ান জোনের দেশগুলো স্থান পেয়েছে)
১।নেদারল্যান্ড(রেঙ্কিং-৮)
২।ইটালি(রেঙ্কিং-৯)
৩।ইংল্যান্ড(রেঙ্কিং-১০)
৪।পর্তুগাল(রেঙ্কিং-১৪)
৫।গ্রীস(রেঙ্কিং-১৫)
৬।বসনিয়া-হার্জেগোভিনা(রেঙ্কিং-১৬)
৭।ক্রোয়েশিয়া(রেঙ্কিং-১৮)
৮।রাশিয়া(রেঙ্কিং-১৯)
*এই পটের মধ্যে পর্তুগাল,গ্রীস ও ক্রোয়েশিয়াকে প্লে-অফ খেলে উত্তীর্ণ হতে হবে।
পট-৩(এই পট গ্রুপের ৩য় স্থান অধিকারীরা দখল করবে এবং এখানে শুধুমাত্র ল্যাটিন আমেরিকান ও আফ্রিকান জোনের দেশগুলো স্থান পেয়েছে)
১।ইউক্রেন(রেঙ্কিং-২০)
২।চিলি(রেঙ্কিং-১২)
৩।ইকুয়েডর(রেঙ্কিং-২২)
৪।আইভরি-কোস্ট/সেনেগাল(প্লে-অফ চলছে।প্রথম লেগে আইভরি-কোস্ট ৩-১ গোলে সেনেগালকে হারিয়েছে)
৫।ঘানা/মিশর(ঘানা ১ম লেগে প্লে-অফে মিশরকে ৬-১ গোলে বিধ্বস্ত করেছে।জলিল আঙ্কেল এর তো খুশি হওয়ার কথা!)
৬।আলজেরিয়া/বুরকিনা ফাসো(প্লে-অফের প্রথম লেগে বুরকিনা ফাসো ৩-২ গোলে আলজেরিয়াকে হারিয়েছে)
৭।নাইজেরিয়া/ইথিওপিয়া(প্লে-অফের প্রথম লেগে নাইজেরিয়া ইথিওপিয়াকে ২-১ গোলে হারিয়েছে)
৮।টিউনিশিয়া/ক্যামেরুন(প্রথম লেগ 0-0 গোলে ড্র)
*বলাবাহুল্য যে এখানে ইউক্রেন একটি ইউরোপিয়ান জোনের দেশ হওয়া সত্ত্বেও একে পট-৩ এ স্থান দেওয়া হয়েছে।কারণ ইউরোপ থেকে মোট ১৩ টি দেশ মুল পর্বে খেলার যোগ্যতা পাবে।এই ১৩টি দেশের মধ্যে ৪টি দেশ রেঙ্কিং এ শীর্ষস্থানে থাকায় পট-১ এ জায়গা পেয়েছে আর ৮টি দল তাদের জোন এবং রেঙ্কিং বিবেচনায় ২য় পটে স্থান পেয়েছে। ইউক্রেন রেঙ্কিং এ ইউরোপিয়ান জোনের দলের মধ্যে সবচেয়ে নিচে থাকার কারণে একে ৩য় পটে স্থান দেওয়া হয়েছে।
পট-৪(এই পট গ্রুপের ৪র্থ স্থান অধিকারীরা দখল করবে এবং এখানে শুধুমাত্র এশিয়ান,নর্থ আমেরিকান এবং ওসেনিয়ান জোনের দেশগুলো স্থান পেয়েছে)
১।জাপান(রেঙ্কিং-৪৪)
২।ইরান(রেঙ্কিং-৪৯)
৩।অস্ট্রেলিয়া(রেঙ্কিং-৫৭)
৪।দক্ষিণ কোরিয়া(রেঙ্কিং-৫৬)
৫।আমেরিকা(রেঙ্কিং-১৩)
৬।কোস্টারিকা(রেঙ্কিং-৩১)
৭।হন্ডুরাস(রেঙ্কিং-৩৪)
৮।মেক্সিকো(রেঙ্কিং-২৪ এবং নিউজিল্যান্ড এর সাথে প্লে-অফ খেলে উত্তীর্ণ হতে হবে)
*কোন গ্রুপে ২টির বেশি ইউরোপিয়ান টিম থাকতে পারবে না।
আজকে অনেক বক বক করলাম।আজ আর না।আশা করি আসন্ন বিশ্বকাপের উত্তেজনা জাগাতে সামান্য হলেও সক্ষম হয়েছি।যারা কষ্ট করে পুরো টিউনটি পড়েছেন তাদের সবাইকে ধন্যবাদ।আর কমেন্টে জানান আপনার প্রিয় দল কোনটা।
আমি Munna11। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 43 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
always Brasil