সকলকে শুভেচ্ছা দিয়ে শুরু ম্যাথস এর এর উপর ভিডিও টিউটোরিয়ালস এর এই অংশ। বিসি এস, ব্যাঙ্ক , সহ প্রায় সকল প্রতিযোগিতার একটি গুরুত্ব পূর্ণ অধ্যায় Time & Work বা সময় ও কার্য । তাই তোমাদের সুবিধার্থে এই ভিডিও টিউটোরিয়ালস টি বানালাম । আশা করি আগের পর্ব গুলো তোমরা দেখে নিয়েছো ।তাই আর সময় নষ্ট না করে সরাসরি দিয়ে দিলাম ইউ টিউব এর একটা ভিডিও লিঙ্ক , তোমরা দেখে নাও ।আরো একটা পরামর্শ – যারা ভিডিও টা দেখতে অসুবিধা বোধ করছো , হেজি লাগছে তারা ভিডিও স্ক্রীন এর নীচের ডান দিকে যেখানে ইউ টিউব লেখা রয়েছে তার একটা আগে একটা খাঁজ কাটা চাকা চিহ্ন রয়েছে , সেখানে ক্লিক করে রেজুলুশন বাড়িয়ে নাও স্পষ্ট দেখতে পাবে ।অথবা যেখানে ইউটিউব এর লোগো আছে সেখানে ক্লিক করে সরাসরি ইউ টিউব থেকে দেখতে পারো
ভিডিও টি দেখা শেষ হলে যে কোনো একটি বই এর প্র্যাকটিস সেট নিজে নিজে অভ্যাস করে দেখো । কেমন পারছো ? কমেন্ট বক্সে লিখে জানাও । কেমন লাগল জানাতে ভুলবে না , তোমাদের আর কোনো সাজেশন থাকলেও অবশ্যই জানাবে ,
তোমরা যারা ভিডিও টি ডাউনলোড করে সংগ্রহে রাখতে চাও ত্রা সরা সরি ইউটিউব থেকেই ডাউন লোড করে নাও , যারা ডাউন লোড করতে পারছো না বা যাদের সমস্যা হচ্ছে তারা কমেন্ট বক্সে লিখে জানাও আমি আপলোড করে একটা লিঙ্ক পরে দিয়ে দেব , সেখান থেকেই খুব সহজে ভিডিও টা ডাউনলোড করে নিতে পারবে , আজ এই পর্যন্তই -
আমি অপু.পশ্চিমবাংলা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 706 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
i am azmalhossain, Native Place Kandi, Murshidabad, West Bengal.age 32 . MSc(Tech) in Agril Engg.Service-West Bengal Civil service WBCS(Executive) Officer , Presently posted as Deputy Magistrate and Deputy Collector, Malda.Hobby- painting, recitation. computer game .
Chalie jan sata a6i.
Thanks