যদি এই বিষয়ে কেউ আগে কখনো লিখে থাকেন এবং তাদের যদি কোন আপত্তি থাকে তাহলে কমেন্ট করে বলুন আমি এই ব্লগটা মুছে দিব ।।
আমি যখন Arnold Schwarzenegger নামটা প্রথমবার দেখেছিলাম তখন নামের শেষের ভাগতা পরতে একটু আসুবিধা হয়েছিল ।। আসলে একটুনা ভালোই আসুবিধা হয়েছিলো ।
যাই হোক আমি মূর্খ মানুষ।। কিন্তু এটা না বলা যায়না যে নামটা একটু হলেও আলাদা ।। উচ্চারণ করতে গেলে ঠিক উচ্চারণ করাটা হয়তো একটু কঠিন।। যাই হোক কাজের
কথায় আসি... নেট ব্রাউস করতে করতে কিছু সাইট এর খোজ পেলাম যেগুলো দিয়ে নামের সঠিক উচ্চারণ জানা যায় এবং বলতে শেখা যায় ।।সাইট গুলো হলল ঃ -
এই সাইটার বিশাল বড় নাম এর সংগ্রহ আছে ।। যেকোনো নামের জন্য আপনাকে শুধু নামটা লিখে এনটার চাপতে হবে । যদি কোন নাম খুজে না পান তাহলে সেই নামের জন্য রিকোয়েস্ট করতে পারেন বা আপনি নিজেও কোন শব্দ আপলোড করতে পারেন ।
এখানেও বিভিন্ন ধরনের নাম ব্রাউস করে দেখতে পারেন। এখানে বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের নাম তালিকাবদ্ধ্য ভাবে দেওয়া আছে । তবে এটা নাম খোজার ক্ষেত্রে আগেরটার মতন ততটা কার্যকর নাও হতে পারে।। কিন্তু আমার এই সাইট টা ভাল লেগেছে ।
এই সাইটাতে নামের সাথে জাগার নামও পাওয়া যায় কিন্তু আপনাকে বানান ঠিক লিখতে হবে ।।
এই সাইট টা বিখ্যাত লোকেদের নামের উচ্চারণ জানার জন্য তৈরি ।। ক্রীড়াবিদ, সেলিব্রিটি, রাজনীতিবিদ ইত্যাদি খ্যাঁত নামা লোকেদের নাম এটাতে ভাল পাওয়া যাবে । নিচের ছবিটিতে দেখতে পারছেন অনেক খেলার নামের অপশন দেওয়া আছে আপনি সেখানে ক্লিক করে দেখতে পারেন।।
প্রনান্সিএসন এর জন্য আরও একটি সাইট আছে যেটা খুব কার্যকারী ।। সেটার ব্যাপারে আপানারা হয়তো আগে থেকেই জানেন ।। হ্যাঁ আমি গুগল ট্রান্সলেট এর কথা বলছি ।। গুগলের এই টুলটা খুব শক্তিশালী একটা টুল ।। যা দিয়ে প্রায় সব কিছুই উচ্চারণ করানো যায়।।
আমি রবিউল শুভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 122 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার নাম ই তো উচ্চারণ করতে পারে না।