আজ আমার ২৮তম টিউনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনাদের কে Science রিলেটেড কোন টিপস দিবনা ।আজ দিব আত্মা রিলেটেড টিপস । এই টিপস নিয়ে হয়ত আপনি আহামরি কিছু করতে পারবেন না বাট আত্মার শান্তি পাবেন। যারা আজো একবারও কুরআন খতম করতে পারেন নাই তারা হেলায় সুযোগ হারাবেন না । আমরা কতো টাইম ওয়াইস্ট করি হেলেয়-অবহেলায়। একটু টাইম সচেতন হলে এই টাইমই আমাকে অনেক কিছু দিতে পারবে । আজ দেখাব কিভাবে খুব সহজে-অল্প সময়ে কুরআন খতম করতে পারেন।
১. এক জিলদ কুরআন
২. ইচ্ছা শক্তি
প্রথমে অজু করে আসেন ।
তারপর টুপি/উড়না পরে সুন্দর করে কুরআন নিয়ে বসেন। “বিসমিল্লাহ” বলে শুরু করেন ।
ইয়া মালিক কিভাবে এই ৬১১ পৃষ্ঠা শেষ করবেন।
নো প্রবলেম । আমি টিপস দিচ্ছি । দাঁড়ান !
না , উঠে দাড়াতে হবে না !
আমরা ৬১১ পৃষ্ঠার যে হিসাব দিলাম এটা প্রায় সব কুরানের copyএর same নাও হতে পারে বাকি ৬০০ এর কম হবে না একটাও । তাই স্ট্যান্ডার্ড হিসাবে ৬০০ পৃষ্ঠা নিলাম ।
এখন দেখেন এই ৬০০ পৃষ্ঠা আমার শেষ করতে ভয় লাগছে বাট যদি কিছু টিপস অবলম্বন করি তাইলে এটা অনেক সহজ । এই ৬০০ পৃষ্ঠাকে আমরা ৩০ দিয়ে ভাগ করি । কারন ৩০ দিনে রমজান মাস। তাইলে প্রতিদিনে কত আসে?
মাত্র ২০ পৃষ্ঠা তাই না !
এখন দেখেন এই ২০ পৃষ্ঠাটাও আমার জন্য কঠিন । এখন ভাগ করেন ৫ দিয়ে ।
৫ দিয়ে কেন ভাগ দিবো ? কারন রমজান মাসে সবাই মুটামুটি ৫ ওয়াক্তি নামাজ পড়ে । এই নামাজের ওয়াক্ত অনুযায়ী ৫ দিয়ে ভাগ দিলাম ।
উত্তর কি আসে ? ৪ তাই না !
এর মানে আপনি যদি প্রতি নামাজের আগে বা পরে ৪ পৃষ্ঠা করে পড়েন তাইলে আপনার এক মাসে একবার কুরআন খতম করতে তেমন বেগ পোহাইতে হবে না । হিসাবটা দেখেন ২০*৫*৪=৬০০ পৃষ্ঠা ।
এর মানে আপনি Easily কুরআন খতম করতে পারছেন । আর যারা আমার মতো এত lazy না , যারা আর ফাস্ট,মানে “ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস” তারা প্রতি নামাজের আগে ৪ পৃষ্ঠা আর পরে ৪ পৃষ্ঠা করে পড়লে এক মাসে ২ বার খতম করতে পারেন । আর যারা তেরাবির নামজের এক রাকাতও মিস দেন না তারা তো ৩ বার খতম করতে পারেন {আমি প্রায় মিস দিয়ে দেই । pray for me , so that I can perform all the prayer}।
আর যারা আরো ভাল তারা ৪ বার পারেন। কিভাবে জানেন ?
তারা শেষের ১০ দিনে তাহাজ্জুদের নামেজ পড়ে আরো একবার খতম করতে পারেন । {বাংলাদেশের প্রায় প্রতিটা মসজিদে শেষের ১০ দিনে তাহাজ্জুদের সময় এক খতম করা হয় । আপনি সেখানে শরিক হতে পারেন }।
আর আমার একটা রিকুয়েস্ট । আপনারা সবাই , যারা যারা আমার এই পোস্টটা পড়ছেন তারা COPY করে তাদের ফেবুতে গিয়ে PAST করার অনুরোধ জানাচ্ছি। এতে আপনার যেমন লাভ হবে আমারও । আপনার কারনে যারা যারা কুরআন খতম করবে তাদের সওাবের একটা অংশ আপনি পাবেন তার সাথে আমিও একটা ভাগ পাবো । আপনি বলবেন কিভাবে ?
আমি বলবো DESTINY-2000 limited যে সিস্টেমে MULTILEVEL ব্যবসা করেছে ঠিক সেই ভাবে । DESTINY-2000 limited দুর্নিতি করেছে, বাট আমার আল্লাহ্ দুর্নিতিকে নিষেধ করেছেন। তাই এটা কল্পনাও করা যায় না । আশা করি সবাই আমার রিকুটা পালন করবেন । {আমার ধারনা টেক টিউন্সে এই রকম অনুরোধ আর কেউ করেনি}
আর যারা এই রিকু পালন করতে পারবেন না তারা অন্ততো এই সহজ টিপসটা আপনার বন্ধুকে জানান।
আমি R!zwan B!n Sula!man। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 68 টি টিউন ও 348 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I don't have anything extra ordinary to share with you.
চরম হিসাব!!!
টিউনটা তো আমারই জন্য !!!!!!! 😛