অংকের মজা [পর্ব-০১] :: দুইটি পূর্ণ ক্রমিক সংখ্যার বর্গের অন্তর *** হলে সংখ্যা দুটি কত?

অংকের মজা

টেকটিউনসের প্রিয় টিউডার বন্ধুরা, কেমন আছো? আশা করি পরম করুনাময় অসীম দয়ালু মহান আল্লাহর অসীম কৃপায় বাড়ীর সবাইকে নিয়ে কুশলে আছো। অনেকদিন হয়ে গেলো বিজ্ঞানের খাতাটা খুলতে পারছি না। আমি হঠাৎ করে কিছুটা পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। সরকারী চাকুরীর পড়া। বুঝতেই পারছ, মা-বাবা কারো পীড়াপীড়ি ছাড়াই আমি সময় পেলে বইয়ে মুখ গুঁজে বসছি। চাকুরী করে সময় বের করে পড়া যে কত কষ্টের তা যেদিন চাকুরীর পাশাপাশি পড়বে সেদিন বুঝবে। আর যারা ইতোমধ্যে বুঝে গেছ তাদের জন্য আন্তরিক শুভ কামনা।

অল্প সময়ের ভিতরে সবার আগে অংকের সমাধান বলে দিতে পারা এক অন্য রকম ক্রেডিটের ব্যাপার। তাই ভাবলাম তোমাদের জন্য কয়েকটা অংক সমাধানের সহজ পথ বলে দেই। ধরো তোমাকে বলা হলো দুইটি পূর্ণ ক্রমিক সংখ্যার অন্তরফল ৯। সংখ্যাদুটি কত?

হঠাৎ করে  বলা সম্ভব না। অনেকে হয়তো কাগজ কলম খুজবেন। আমি দুইটা পদ্ধতি বলি। দেখ কাগজ কলম ছাড়া হয় কিনা।

প্রথম পদ্ধতিঃ যে সংখ্যাটি দেয়া থাকবে সেটা ১ বিয়োগ করে  ২ দিয়ে ভাগ দিতে হবে। এখন ভাগফল এবং পরবর্তী ক্রমিক সংখ্যাটি হলো কাংখিত সমাধান।

৯-১ = ৮ ।

৮/২ = ৪ ।

উত্তরঃ ৪ এবং ৫

*** ৫ – ৪ = ৯ ।

দ্বিতীয় পদ্ধতিঃ ব্যাক ক্যালকুলেশান। প্রিলিমিনারি পরীক্ষায় দ্রুত অংক সমাধানের সহজ উপায় হলো ব্যাক ক্যালকুলেশান অর্থ্যাৎ পিছন দিক থেকে হিসেব করা। উত্তরে চারটি অপশান দুই জোড়া করে সংখ্যা দেয়া থাকবে। যোগ করে দেখুন কোন জোড়ার যোগফল ৯ হয়। সেটাই হবে উত্তর।

৪ + ৫ = ৯ ।

আজ এই পর্যন্ত।

দুইটি পূর্ণ ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ৪৭ হলে সংখ্যা দুটি কত?

Level 2

আমি সরদার ফেরদৌস। Asst Manager, Samuda chemical complex Ltd, Munshiganj। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 94 টি টিউন ও 463 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি ফেরদৌস। জন্ম সুন্দরবনের কাছাকাছি এক জনপদে। ইসলামি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ থেকে লেখাপড়া করেছি এপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। এরপরে চাকরি করছি সামুদা কেমিকেল কমপ্লেক্স লিমিটেডের উৎপাদন বিভাগে সহকারী ম্যানেজার হিসেবে। এছাড়া আমি বাংলা উইকিপিডিয়ার একজন প্রশাসক।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

২৩ এবং ২৪

Level 0

ধন্যবাদ।

Level New

২৪ এবং ২৩