এর আগেও আমি ফিনল্যাণ্ড, জার্মানি , আয়ারল্যান্ড,অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা,মালয়েশিয়া, চীন, ফ্রান্স, নরওয়ে,ইংল্যান্ড সম্পর্কে লিখেছি.আজ আমি আপনাদের কোন দেশ সম্পর্কে নয় , একটি সনামধন্য ইউনিভার্সিটি সম্পর্কে বলব ,যার নাম লন্ডন মেট্রোপলিটান ইউনিভার্সিটি. আশ্বা করি কাজে লাগবে ......
লন্ডন মেট্রোপলিটান ইউনিভার্সিটি ইংল্যান্ডের বর্তমান সময়ের একটি অত্যন্ত মান সম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৪৮ সালের দিকে এই শিক্ষা প্রতিষ্ঠানটি আত্মপ্রকাশ করে। বর্তমানে আমরা যে লন্ডন মেট্রোপলিটান ইউনিভার্সিটিকে দেখতে পাই যা ‘লন্ডন মেট’ নামে সর্বাধিক পরিচিত সেটি ২০০২ সালে “লন্ডন গিল্ডহিল ইউনিভার্সিটি” এবং “ইউনিভার্সিটি অব নর্থ লন্ডন” একত্রিত হয়ে এই অবস্থায় উপনীত হয়েছে। ‘লন্ডন মেট’ এর দু’টি ক্যাম্পাস রয়েছে।
কেন ‘লন্ডন মেট’ এ পড়তে যাবেন:
বর্তমানে ব্যাপক সংখ্যক এশিয়ান ছাত্রছাত্রী ‘লন্ডন মেট’ এ পড়তে যাচ্ছে। এর কারনগুলো হচ্ছে-
ঠিকানা:
লন্ডন মেট্রোপলিটান ইউনিভার্সিটি
১৬৬-২২০ হলোওয়ে রোড
লন্ডন, এন ৭৮ ডিবি
ফোন: ৪৪(০) ২০ ৭৪২৩ ০০০০
অ্যাডমিশন তথ্যের জন্য:
অ্যাডমিশন অফিস
লন্ডন মেট্রোপলিটান ইউনিভার্সিটি
১৬৬-২২০ হলোওয়ে রোড
লন্ডন, এন ৭৮ ডিবি
কোর্সের তথ্যের জন্য ফোন নং- ৪৪(০) ২০ ৭১৩৩৪২০০
কোর্সসমূহ
‘লন্ডন মেট’ এ যেসব কোর্সে ছাত্রছাত্রী ভর্তি করা হয় সেগুলো নিম্নরূপ:
আন্ডারগ্র্যাজুয়েট
আন্ডার গ্র্যাজুয়েট কোর্স ৩ বৎসর মেয়াদী হয়ে থাকে। ছাত্রছাত্রীরা বিএ, বিএসসি অথবা বিএড ডিগ্রী নিতে পারেন। এই কোর্সটি মডিউল ভিত্তিক। প্রতিটি মডিউলে ৩০ টি ক্রেডিট থাকে। যেসব ছাত্রছাত্রী ৩৬০ টি ক্রেডিট সম্পন্ন করতে পারেন তাদেরকে অনার্স (সম্মান) ডিগ্রী প্রদান করা হয়ে থাকে।
পোস্ট গ্র্যাজুয়েট
যেসব ছাত্রছাত্রী ইতোমধ্যে ভালো ফলাফল নিয়ে আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রী অর্জন করেছেন অথবা গ্র্যাজুয়েট হয়ে কর্মক্ষেত্রে বেশ ভালোভাবে অভিজ্ঞতা অর্জন করেছেন তারা পোস্ট গ্রাজুয়েট কোর্সে ভর্তি হতে পারেন।
‘লন্ডন মেট’ বিভিন্ন বিষয়ে এমএ, এমএসসি, এমফিল এবং পিএইচডি কোর্স অফার করে থাকে।
প্রি-ডিগ্রী
প্রি-ডিগ্রী হচ্ছে একটি সংক্ষিপ্ত ১ বা ২ সেমিষ্টারের কোর্স। যেসব ছাত্রছাত্রী আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি হতে চান কিন্তু যাদের ভর্তি যোগ্যতায় সামান্য ঘাটতি রয়েছে। তারা এই কোর্সটি করে আন্ডার গ্র্যাজুয়েট প্রথম বর্ষে ভর্তি হতে পারেন। তবে এই কোর্সটি ‘লন্ডন মেট’ এর পার্টনার কলেজগুলোতে সম্পন্ন হয়ে থাকে।
বাংলাদেশী ছাত্রছাত্রীদের জন্য ‘লন্ডন মেট’ এ ভর্তি তথ্যাবলী
বাংলাদেশী ছাত্রছাত্রীদের জন্য ‘লন্ডন মেট’ ইংল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটি সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হচ্ছে শুধুমাত্র বাংলাদেশী ছাত্রছাত্রীদের ভর্তির ব্যাপারে সহায়তা করার জন্য ‘লন্ডন মেট’ বাংলাদেশে অফিস স্থাপন করেছে এবং ‘লন্ডন মেট’ এর একটি দক্ষ টিম শুধুমাত্র বাংলাদেশী ছাত্রছাত্রীদের জন্য কাজ করে যাচ্ছে।
বাংলাদেশ লিয়াজোঁ অফিস:
লন্ডন মেট্রোপলিটান ইউনিভার্সিটি
এল ৩৬১, প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল
ঢাকা-১২১৫
ফোন: (০০৮৮) ০২ ৯১২২২৪০৪
(০০৮৮) ০১৭১১৫৯৫২১৫
ই-মেইল: [email protected]
বিভিন্ন কোর্সের জন্য প্রাক যোগ্যতা:
ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন প্রোগ্রাম/ফাউন্ডেশন ডিপ্লোমা (৯মাস থেকে ১ বছর)
এইচ.এস.সি উত্তীর্ণ ছাত্রছাত্রী যারা ইংরেজিতে দক্ষ এবং পরবর্তীতে বিজনেস, ইলেকট্রনিক্স, কম্পিউটিং, আইন, কলা, স্থাপত্য, বিজ্ঞান ও হিউম্যানিটিস এর তিন বৎসর মেয়াদী কোর্সগুলোতে ভর্তি হতে চান তাদের জন্য এই কোর্সটি উপযুক্ত। এইচ.এস.সি পাসের পাশাপাশি EELTS এ 4.5 থাকতে হবে অথবা TOEFL IBT 60 থাকতে হবে (Reading 11, Listening 13, Speaking 14, Writing 17)
ব্যাচেলরস/আন্ডারগ্র্যাজুয়েট কোর্সসমূহ
ব্যাচেলরস তথা আন্ডারগ্র্র্যাজুয়েট প্রোগ্রাম সাধারনত ৩ বৎসর মেয়াদী হয়ে থাকে। যেসব ছাত্রছাত্রী কমপক্ষে ৩টি এ লেভেল অথবা ২টি খুব ভালো ফলাফল সমৃদ্ধ এ লেভেল সম্পন্ন করেছে অথবা এস.এস.সি এবং এইচ.এস.সি সমমানের পরীক্ষায় গোল্ডেন জিপিএ পেয়েছে তারা IELTS এ ন্যূনতম 5.5 প্রতি সেগমেন্টে অথবা ন্যূনতম TOEFL IBT 87 (Reading 21, Listening 22, Speaking 23, Writing 21) স্কোর করতে পারলে এই কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো থেকে ৬০ অথবা তদুর্ধ ক্রেডিট ন্যূনতম সিজিপিএ ৩.০ সহ সম্পন্নকারী ছাত্রছাত্রীরা কিছু কিছু কোর্সের ক্ষেত্রে ‘লন্ডন মেট’ এ ২ বৎসরের ক্রেডিট ট্রান্সফার করার সুযোগ পেয়ে থাকেন।
মাস্টার্স/পোস্ট গ্র্যাজুয়েট কোর্স:
মাস্টার্স বা পোস্ট গ্র্যাজুয়েট কোর্সটি ১ বৎসর মেয়াদী হয়ে থাকে। যেসব ছাত্রছাত্রী ৪ বৎসর মেয়াদী ব্যাচেলর ডিগ্রী ভালো সিজিপিএ নিয়ে সম্পন্ন করেছে অথবা উচ্চতর ২য় শ্রেণীতে মাস্টার্স সম্পন্ন করেছে এবং IELTS এ 6 (প্রতি Segment এ আলাদাভাবে 5.5 সহ) অথবা TOEFL IBT 87 (Reading 21, Listening 22, Speaking 23, Writing 21) স্কোর করতে পেরেছে তারা এই কোর্সের জন্য আবেদন করতে পারবেন।
তবে এক্ষেত্রে অবশ্যই ২য় শ্রেণীর মাস্টার্স বা ১ম শ্রেণীর অনার্স ডিগ্রী থাকতে হবে। যাদের ২য় শ্রেণীর অনার্স ডিগ্রী রয়েছে তাদের মাস্টার্সে ভর্তির পূর্বে একটি প্রি-মাস্টার্স কোর্সে ভর্তি হতে হয়।
এমবিএ
এমবিএ কোর্সটি ১ বৎসর মেয়াদী। এই কোর্সে ভর্তি হতে হলে গ্র্যাজুয়েশনের পর ম্যানেজমেন্ট পর্যায়ে ৩ বৎসরের কর্ম অভিজ্ঞতা থাকতে হয়। একই সাথে IELTS এ 6.5 অথবা TOEFL IBT 87 থাকতে হবে (Reading 21, Listening 22, Speaking 23, Writing 21) অথবা GMAT করা থাকতে হবে।
বাংলাদেশী ছাত্রছাত্রীরা যেসব কোর্সে পড়তে যান
‘লন্ডন মেট’-এ অসংখ্য বিষয়ে পড়াশুনার সুযোগ রয়েছে। তবে বাংলাদেশী ছাত্রছাত্রীদের সবচেয়ে পছন্দের বিষয়গুলো হচ্ছে-
টিউশন ফি:
লন্ডন মেট এ বিভিন্ন কোর্সের টিউশন ফি নিম্নে দেয়া হলো:
ক্রমিক নং | কোর্সের নাম | টিউশন ফি (পাউন্ডে) |
১ | ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন প্রোগ্রাম (IFP) | ৭২০০ |
২ | ব্যাচেলর ডিগ্রী, এক্সটেন্ডেড/ফাউন্ডেশন ডিগ্রী এবং হায়ার ন্যাশনাল ডিপ্লোমা | ১০০০০ |
৩ | সিসকো নেটওয়ার্কিং কোর্সে | ২৬৭০ (CCNA) ২৯১০ (CCNP) |
৪ | মাষ্টার্স | ৪৫০০-১৩৫০০ |
৫ | গ্র্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ইকোনোমিক্স/ফিন্যান্স | ১০০০০ |
৬ | গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ল (CPE) | ৬৯০০ |
৭ | প্রি-মাষ্টার্স (বিজনেস) | ৫০০০ |
৮ | প্রি-মাষ্টার্স (কম্পিউটিং) | ৩২৮০ |
এই কোর্সটি সেপ্টেম্বর, ২০১২ থেকে প্রিমাষ্টার্স (গ্র্যাজুয়েট সার্টিফিকেট কম্পিউটিং টেকনোলজি হিসাবে যুক্ত হবে) | ৫০০০ | |
৯ | এম ফিল/এম রেস (MRes)/পিএইচডি | ১১৩৪০ |
সকল ছাত্রছাত্রীকে ভর্তির সময় মোট ফিস এর ৫০% পরিশোধ করতে হবে। বাকী ৫০ শতাংশ পরবর্তী ৩ মাসের ভেতর পরিশোধ যোগ্য।
কিভাবে টিউশন ফি পরিশোধ করবেন:
অ্যাকাউন্টের নাম | লন্ডন মেট্রোপলিটান ইউনিভার্সিটি |
ব্যাংক | বার্কলেস ব্যাংক পিএলসি |
শাখার ঠিকানা: | হলোওয়ে এন্ড কিংসল্যান্ড বিজনেস পোস্ট বক্স নং-৩৬২৮ লন্ডন ই-৮, ২ জে টি |
একাউন্ট নাম্বার | ৩০৭৪২৭৪০ |
সর্ট কোড | ২০-৪৬-৫৭ |
সুইফট কোড | BARC GB22 |
IBAN | GB51 BARC 20465730742740 |
যদি আপনি চেক বা ব্যাংকার’স ড্রাফটের সাহায্যে টিউশন ফি পরিশোধ করতে চান তবে এটা লন্ডন মেট্রোপলিটান ইউনিভার্সিটির বরাবর পরিশোধ যোগ্য হতে হবে এবং পাঠানোর ঠিকানা হচ্ছে-
ইন্টারন্যাশনাল ফিন্যান্স অফিসার
ফিন্যান্স ডিপার্টমেন্ট
লন্ডন মেট্রোপলিটান ইউনিভার্সিটি
১৬৬-২২০ হলোওয়ে রোড
লন্ডন, এন ৭ ৮ ডিবি
ফোন: +৪৪ (০) ২০ ৭১৩৩ ২৫২৮/৩৭১২/২০৬০ (নর্থ ক্যাম্পাস)
+৪৪ (০) ২০ ৭৩২০৩১৯০ (সিটি ক্যাম্পাস)
+৪৪ (০) ২০ ৭১৩৩২৫৯০
ই-মেইল: [email protected]
এ সংক্রান্ত কোন তথ্যের জন্য আপনি বাংলাদেশস্থ লিয়াজোঁ অফিসে যোগাযোগ করতে পারেন।
‘লন্ডন মেট’ এ ভর্তির জন্য ভিসা ও ইমেগ্রেশন সংক্রান্ত তথ্যাবলী:
ইউ.কে তে ইমিগ্রেশনের নিয়মাবলী একটি নির্দিষ্ট সময় পর পর স্বল্প সময়ের নোটিশে পরিবর্তিত হয়। তাই আগ্রহী শিক্ষার্থীকে সবসময় ইউ,কে ইমিগ্রেশন ষ্ট্যাটাস সম্পর্কে আপ-টু-ডেট থাকতে হবে। এ ব্যাপারে সবচেয়ে নির্ভরযোগ্য তথ্যের জন্য UK Border Agency (UKBA) এবং উপর নির্ভর করা যায়। UKBA নিয়মিত ইমিগ্রেশন সংক্রান্ত সর্বশেষ খবরাখবর প্রকাশ করে থাকে।
পয়েন্ট ভিত্তিক সিস্টেম
ইউকে বর্তমানে ইমিগ্রেশনের ক্ষেত্রে পয়েন্ট ভিত্তিক সিস্টেম (Point Based System-PBS) চালু করেছে। এই সিস্টেমে Tier-4 হচ্ছে EEA/EU এর বাইরের দেশগুলো থেকে স্টুডেন্ট ভিসায় আগত ছাত্র/ছাত্রীদের জন্য ভিসা আবেদনের পদ্ধতি। এই পদ্ধতিতে ছাত্রছাত্রীকে UKBA এর অফিসিয়াল স্পন্সর হিসাবে নিবন্ধিত যেকোন প্রতিষ্ঠান এর স্পন্সরশিপ অর্জন করতে হবে। লন্ডন মেট্রোপলিটান ইউনিভার্সিটি UKBA এর একটি বিশ্বস্ত স্পন্সর।
পয়েন্ট সিস্টেম কিভাবে কাজ করে
পয়েন্ট ভিত্তিক পদ্ধতিতে একজন আগ্রহী শিক্ষার্থীকে কমপক্ষে ৪০ পয়েন্ট পেতে হবে। এর মধ্যে ৩০ পয়েন্ট CAS (Confirmation of Acceptance for Studies) এর জন্য এবং অবশিষ্ট ১০ পয়েন্ট পড়াশুনার জন্য প্রয়োজনীয় আর্থিক গ্যারান্টির জন্য প্রযোজ্য।
‘লন্ডন মেট’ এর জন্য কি ধরনের ভিসা প্রয়োজন
আপনি যদি EU/EAA/UK এর নাগরিক না হন তবে আপনার একটি Audult Information Visa (General) প্রয়োজন হবে ‘লন্ডন মেট’ এ পড়াশুনার জন্য। এই ভিসাটি মূলত আন্ডারগ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট ডক্টরেট রিসার্চ ও প্রি-মাষ্টার্স প্রোগ্রামের জন্য প্রয়োজন।
পার্ট-টাইম ষ্টাডি কি সম্ভব
মনে রাখা প্রয়োজন UK বা EU National না হলে পার্ট-টাইম ষ্টাডি সম্ভব নয়।
Tire-4 Adult Student Visa এর জন্য কখন আবেদন করতে হবে
‘লন্ডন মেট’ ভর্তিচ্ছু ছাত্রছাত্রীদের পরামর্শ দেয় তারা যেন কোর্স শুরু হওয়ার অন্তত: ৩ মাস আগে Tire-4 ভিসার জন্য আবেদন করে। আর ‘লন্ডন মেট’ কর্তৃক CAS নাম্বার পাওয়ার পরই শুধুমাত্র ভিসার জন্য আবেদন করা যায়।
CAS (Confirmation of Acceptance for Studies) কি ?
CAS হচ্ছে একটি Numerical Reference number যা ‘লন্ডন মেট’ প্রত্যেক শিক্ষার্থীর জন্য আলাদা আলাদাভাবে সরবরাহ করে থাকে। কোন শিক্ষার্থীর জন্য ইস্যু হওয়া CAS statement এ ঐ শিক্ষার্থীর সম্পর্কে এবং ‘লন্ডন মেট’ এ তার কোর্স সম্পর্কে তথ্য উল্লেখ করা থাকে। যখন শিক্ষার্থী তার Student Visa Application পূরণ করবে তখন তাকে অবশ্যই CAS Statement টি ভালোভাবে পর্যবেক্ষন করতে হবে। এই CAS এর মেয়াদ ৬ মাস হয়ে থাকে এবং কোর্স শুরু হওয়ার ৩ মাস আগে ভিসার আবেদন করার সময় এটা ব্যবহার করতে হয়।
CAS Number কখন দেয়া হয়
আরো যেসব প্রস্তুতি নেয়া প্রয়োজন:
উপরে বর্ণিত নিয়মাবলী যথাযথভাবে অনুসরণ করে আপনি স্বনামধন্য “London Metropolitan University” তে পড়াশুনার সুযোগ গ্রহন করতে পারেন।
My Facebook FanPAGE: http://www.facebook.com/zishantalukder011
My facebook profile:http://www.facebook.com/zishan.talukder.35
My LOVE FANPAGE:http://www.facebook.com/lovelinker011
ই পোস্ট টি করতে অনেক সময় লেগেছে .ভলো লাগলে জানাবেন .
আমি talukder011। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 58 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
VALO LAGCE..VAIA, KEEP THE GGOD WORK UP…SORKARI KHOROCHE BA COM KHOROCHE BA SCHOLARSHIP NIA KIVABE BAIRE GRADUATION \ POSTGRADUATE AR JONNO JAWA JAI – A SOMORKE AKTA TUNE KOREN OTHOBA MAIL ME PLZ>> [email protected]
thanks