ইংলিশ ক্লাস – সাবজেক্ট বা কর্তা চিনুন।

কর্তা চিনুন। শিরোনাম দেখে ভাবছেন বাড়ীর গিন্নিকে কর্তা চেনার ব্যাপারে উপদেশ দিচ্ছি। কারণ স্ত্রীগণ সবসময় নিজেকে স্বামী অপেক্ষা বুদ্ধিমান হিসেবে বিবেচনা করেন। স্বামীর মোটা বুদ্ধিতে তারা আস্থা না রাখতে পেরে সব কিছুতেই নাক গলায়। নাক গলতে থাকলেও কিন্তু সেটা কখনই ক্ষয়প্রাপ্ত হয় না। স্ত্রী লোকের নাক অব্যয় অক্ষয়। তাই তো তারা নিঃসংকোচে সব জায়গায় সবসময় নাক গলাতে পারে। আমরা যারা ইংরেজী ক্লাসের বা ইংলিশ মিডিয়ামে পড়া ছাত্র নই তাদের অনেকেই অনেক সময় বিশ্ববিদ্যালয়ের পড়া শেষ হয়ে গেলেও কর্তা চিনতে ভূল করি। বান্ধবীদের কথা অবশ্য আলাদা। তারা ক্লাসের বিএ পাশের আগেই জীবনের বিয়ে পাশ করে ফেলে। নিচের উদাহরনটি দেখুন।

Color of the  both pen are blue.

বোথ পেন মানে দুইটা কলম বোঝাচ্ছে। plural  noun কর্তা। তাহলে তো are এর ব্যবহার ঠিকই আছে। কিন্তু না। এখানে সাবজেক্ট বা কর্তা হচ্ছে কলমের রঙ। তাই এখানে কর্তা হচ্ছেন singular noun ।

Right: Color of the both pen is blue.

=======================================================================================
ইংলিশ-ফিংলিশ
=======================================================================================

Level 2

আমি সরদার ফেরদৌস। Asst Manager, Samuda chemical complex Ltd, Munshiganj। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 94 টি টিউন ও 463 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি ফেরদৌস। জন্ম সুন্দরবনের কাছাকাছি এক জনপদে। ইসলামি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ থেকে লেখাপড়া করেছি এপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। এরপরে চাকরি করছি সামুদা কেমিকেল কমপ্লেক্স লিমিটেডের উৎপাদন বিভাগে সহকারী ম্যানেজার হিসেবে। এছাড়া আমি বাংলা উইকিপিডিয়ার একজন প্রশাসক।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

দেখেন ত আমার এইতা থিক আছে কি না
http://allassignmentbd.blogspot.com/