আমার মনে হচ্ছে এবারের বিসিএস প্রিলিমিনারিতে আমি টিকে যাচ্ছি। তাই বিজ্ঞানের খাতা তুলে রেখে আবার পড়াশোনায় মনোনিবেশ করেছি। ক্লাসের পড়া যদি এরকম পড়তাম তবে নিশ্চিত রেকর্ড টেকর্ড একটা কিছু হয়ে যেত। পড়তে বসে দেখি সব ভূলে গেছি। কি যে করি। ইংরেজি গ্রামার দিয়ে শুরু করলাম। একটা গল্প মনে পড়ে গেল। জীবন থেকে নেয়া আরে সিনেমার কথা বলছি না। আমাদের জীবনটাই তো টুকরো টুকরো গল্পের সমষ্টি। পৌষের এক শীতল সন্ধ্যা। সূর্য্যের আলো নিভু নিভু করছে। কুয়াশার চাঁদর গাছের মাথায়, শাখা-প্রশাখায়। উঠানে উঠানে ধানের পালা। মাঠ থেকে ধান কেটে আনার পর ধানের আটি যে গম্বুজাকারে সাজিয়ে রাখা হয় তাকে পালা বলে। সেই রকম এক পালার আড়াল থেকে গ্রিমার জোরে গ্রিমার শব্দ শুনতে পেলাম। মানুষ মাত্রেই কৌতূহলী স্বভাবের হয়। আমি এগিয়ে গেলাম। গ্রাম সম্পর্কিত এক দাদা দাদীকে সাথে নিয়ে দড়ি পাকাচ্ছেন। আমাদের এলাকায় পাটকে বলা হয় কুষ্টা। প্রথমে টাকুরে কুষ্টা পাকিয়ে চিকন দড়ি তৈরী করা হয়। পরে সেই দড়ি দুইজনে মিলে পাকিয়ে শক্ত দড়িতে পরিনত করা হয়। আসলে দাদাজান দাদীকে বলছিলেন গিরে (গিট্টু) মার। আজ ইংরেজী গ্রামার পড়তে বসে সেই গিরে মারের কথা মনে পড়ে গেলো। জোরেই গিরে মারতে চাচ্ছি কিন্তু গিট্টুটা মোটেই জোরে মারতে পারছি না। আমি ইংরেজীতে বড়ই দূর্বল এটার ট্রান্সলেশান কি হবে ম্যায় ইংলিশ মে বহুত কমজোরি থা। থুক্কু I am sick in English . হয়েছে? হয় নাই! তাহলে আপনিই বলেন কি হবে।
আমি আজ আপনাদের একটি ইংলিশ ক্লাস নেব। আমার ক্লাসের শিরোনাম কর্তা যদি তৃতীয় পক্ষ হন তবে কি করবেন। আরেকটু কথা বলে নেই। আমার পাড়া সম্পর্কের এক আপা আছেন। ভ্রুকুটির জন্য বিখ্যাত। আপা বয়সে বেশ সিনিয়র, না হলে হয়তো আমিও লাইনে শাইন করতে পারতাম। নারী স্বাধীনতার কল্যাণে আপার দুইবার বিবাহ খাওয়ার সুযোগ হয়েছে। বিবাহ খেতে বড় মজা। একবার নিজের বিবাহ খেয়ে দেখার খায়েস আছে। অনেক দিন পর সেদিন ডাক বাংলার মোড়ে আপার সাথে দেখা। হাত নেড়ে ডাকলেন। কাছে গিয়ে দেখলাম আপার সাথে ত্রিশোর্ধ এক সুদর্শন দাঁড়িয়ে আছেন। আপাই পরিচয় করিয়ে দিলেন, “তোর দুলাভাই”। আপার তিন নম্বর বিবাহ টা না খেতে পারলেও আমি একটা টাশকি খেলাম। নারী স্বাধীনতা আপা সুদ আসল সমেত আদায় করে নিচ্ছেন। আপার তৃতীয় পক্ষের কর্তা I mean দুলা ভাই লোকটা কিন্তু বেশ মজার, উদার মনের। হবেই না বা কেন! রেসটুরেণ্টে নিয়ে গিয়ে যে চিকেন-নান খাওয়ালেন।
আমাদের ইংরেজী ব্যাকরণে কর্তা তৃতীয় পক্ষ হলে কি করতে হবে সে বিষয়ে একটা রুল আছে। subject বা কর্তা যদি তৃতীয় পক্ষ বা third person singular person হয় তবে verb এর শেষে সবসময় s বা es যোগ করতে হয়। আসুন একটা উদাহরন দেখি।
Wrong: The sun rise in the east.
Right: The sun rises in the east.
আপনি নিশ্চয় একটা হাসি দিলেন। আরে এটা তো
আপনার জানা কথা। নতুন করে শেখার কি আছে। আমিও সেটা জানতাম। প্রথম দিন তো তাই সহজ জিনিস দিয়ে শুরু করলাম। টেকটিউনস অধিকর্তা যদি আমার এই টিউন মুছে না দেন অথবা আপনার ইংলিশ ক্লাসের ব্যাপারে আগ্রহী হন তবে সামনের দিনে ইংরেজীর চমৎকার কিছু নিয়ম নিয়ে আলোচনা করার ইচ্ছে আছে। তবে একটা কথা অন্য টিউনগুলোর মত এই টিউন চোখ দিয়ে নয় মন দিয়ে পড়বেন। আজকের মত বিদায় নিচ্ছি। মন্তব্য করতে ভূলবেন না কিন্তু।
=======================================================================================
ইংলিশ- ভিংলিশ
=======================================================================================
আমি সরদার ফেরদৌস। Asst Manager, Samuda chemical complex Ltd, Munshiganj। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 94 টি টিউন ও 463 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি ফেরদৌস। জন্ম সুন্দরবনের কাছাকাছি এক জনপদে। ইসলামি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ থেকে লেখাপড়া করেছি এপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। এরপরে চাকরি করছি সামুদা কেমিকেল কমপ্লেক্স লিমিটেডের উৎপাদন বিভাগে সহকারী ম্যানেজার হিসেবে। এছাড়া আমি বাংলা উইকিপিডিয়ার একজন প্রশাসক।
carry on brother