Respect + পক্ষ থেকে স্বাগতম =+,
আজ আমরা কি শিখব তা নিয়ে আলোচনা করাই যুক্তিযুক্ত। চলুন মূল আলোচনায় গমন করি।
আমি হয়তো ভাল গান গেতে পারি না, হয়তোবা মানুষকে Impress করার মত ভাল কোনো গুণ নেই। কিন্তু কি হয়েছে আজ থেকে আমার Passion হবে একজন দারুণ Mouth Organist হবার। দেখিয়ে দেব সবাইকে যে '''দেখো'''!! পারবেন না? তাহলে চলুন আমার সাথে!!
Mouth Organ/Harmonica বাজানো একটি প্যাশন আবার হবি ও হতে পারে। যেহেতু আমরা আজ প্রথম পরিচয় হয়েছি , একদম শুরু থেকে আলোচনা করাই ভাল হবে। যদিও অনেক দেশে mouth Organ বাজানো একটি শিল্প কিন্তু আমাদের দেশে আমি এই Trend এর প্রচলন লক্ষ্য করি নি। আমার এই বাদ্যযন্ত্র শিখার প্রাথমিক অবস্থা খুব মর্মান্তিক হলেও আপনাদের জন্য তা হবে না আশা করি কারন আজ থেকে আমি তো আছি,তাই না? চলুন প্যা প্যা করে না বাজিয়ে সঠিক সুর তুলে অবাক করে দেই আমার আশেপাশের মানুষগুলোকে যাদের কাছে আমি ছিলাম প্রতিভাহীন অর্বাচিন বালক। হয়ত আপনার জন্মসূত্রে প্রাপ্ত প্রতিভাই আছে এখানে!!
প্রাথমিক ধাপ :
আপনার ১০ টা হোল বিশিষ্ট মাউথ অরগান টিকে মনে মনে দশটা ভাগে ভাগ করে ফেলুন আর প্রয়োজন হলে আমি নিচে যা লিখছি তা খাতায় লিখে ফেলুন জলদি করে…
1 2 3 4 5 6 7 8 9 10
-1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9 -10
এখন প্রশ্ন হল আমি উপরের সারি তে কেন ১,২ …… আর নিচের সারিতে -১, -২ … ইত্যাদি লিখলাম,তাই না? হা,বলছি ।
উপরের 1 2 3 … আপনার মাউথ অরগান এর পর্যায়ক্রমিক দশটি হোলের নাম্বার … আপনাকে তা ভেবে নিতে হবে… মানে প্রথম হোলের নাম্বার 1, 2য় হোলের নাম্বার ২ ইত্যাদি…
বাজানোর পদ্ধতি :
ধরুন আমি যখন 4 লিখব তখন আপনাকে 4 নাম্বার হোলে নিচের দিকে ফু দিতে হবে আর যখন -4 বলব তখন 4 নাম্বার হোলে উপরের দিকে ফু টানতে হবে। এটাই হল মাউথ অরগান এর মূলনীতি।
আজকে কি বাজানো শিখব?
আজকে আমরা 'Teri Meri, Meri Teri Prem Kahani Hay Mushkil' From Bodyguard গানটা বাজানোর চেষ্টা করব,হা? চলুন আপনাদেরকে দিয়ে দেই Notation টা। Notation হল আপনাকে পর্যায়ক্রমিক কোন কোন হোলে ফু দিলে একটা গান play হবে তার নাম্বার ।
============================
Teri Meri
-4 -6 6 -6
Meri Teri
-5 6 -6 -5
Prem Kahani Hay Mushkil
6 -6 6 -5 5 -4 5 -4 4
Do Lafzo, May ye Kahani
-4 5 -5 5 -5 5 6 -6 6 -5
Hopa Ye.
5 -4 -4
------------------------------------[এতো লিখতে ভালো লাগে!!
দিলাম তো , এখন উপরের নিয়মানুসারে বাজিয়ে যান। 🙂
======বাংলাদেশি মাউথ অরগান বাদকদের সাথে যুক্ত হতে চলে যান ফেসবুকের হারমোনিকা বাংলাদেশ এর পেজ এ। Harmonica Bangladesh এ গিয়ে হয়ে যান এর সদস্য ।
আর আপনার কাছে মাউথ অরগান এখন না থাকলে পোস্ট টি Bookmark করে রাখতে পারেন।
ভবিষ্যতে হয়ত আরো নতুন নতুন গান নিয়ে আসব কিন্তু তার আগে মাউথ অরগান এ হাত আর মুখটা চালু করুন। দারুন বাজাতে পারবেন আশা করি। চেষ্টা করুন , আমার বিশ্বাস আপনি পারবেন । ধন্যবাদ।
যদি আরো সাহায্যের প্রয়োজন হয় এবং Mouth Organ Professional হওয়ার ইচ্ছা পোষন করেন তাহলে আমায় Facebook এ পেতে পারেন এইখানে ক্লিক করে।
ভালো থাকবেন আর আপনার পাশের মানুষটিকে ভাল রাখবেন। ধন্যবাদ আবারো। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। 🙂
আমি নেক্সোপিয়ান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 148 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জীবনটা সংগ্রামের,কিন্তু তার সাথে লড়াই করে বেচে থাকার মাঝেই আছে__জীবনের সার্থকতা ''
দরুন আপনাকে ধন্যবাদ