আপনারা যারা বিদেশে উচ্চ শিক্ষার কথা ভাবছেন তাদের জন্য এই টিউন ……(1)………….

আমি আজ আপনাদের ফিনল্যাণ্ড এ উচ্চ শিক্ষা নিয়ে কিছু গুরুত্তপূর্ণ  ইনফরমেশন দেব . তাহলে দেখে নিন সে ইনফরমেশন  গুলো  আশা করি কাজে লাগবে ....

পৃথিবীর সর্বপেক্ষা উন্নত দেশগুলোর মধ্যে ফিনল্যান্ড অন্যতম। উচ্চশিক্ষার ক্ষেত্রেও দেশটি অত্যন্ত অগ্রসর। আর তাই আমাদের দেশের শিক্ষার্থীরাও উচ্চ শিক্ষার জন্য ফিনল্যান্ডে যেতে বর্তমানে অনেক বেশী আগ্রহী। ফিনল্যান্ডের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেসব ডিগ্রী দেয়া হয় সেগুলো নিম্নরুপ:  

  • ব্যাচেলর ডিগ্রী
  • মাষ্টার্স ডিগ্রী
  • ডক্টরেট ডিগ্রী

দুটি সেমিষ্টারে ফিনল্যান্ডের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রছাত্রী ভর্তি করা হয়। এগুলো হচ্ছে-  

  • শরৎকালীন (Autumn) সেমিষ্টার: আগষ্ট থেকে ডিসেম্বর পর্যন্ত
  • বসন্তকালীন  (Spring) সেমিষ্টার: জানুয়ারী থেকে জুলাই

বিভিন্ন কোর্সের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, ভাষাগত যোগ্যতা ও কোর্সের মেয়াদ নিচে দেয়া হলো:    

কোর্সের নাম

শিক্ষাগত যোগ্যতা

ভাষাগত যোগ্যতা

মেয়াদ

(১) ব্যাচেলর ডিগ্রীকমপক্ষে ১২ বৎসর মেয়াদী শিক্ষাঅধিকাংশ ক্ষেত্রে শিক্ষার্থীদের ফিনিশ অথবা সুইডিশ ভাষার উপর ভালো দখল থাকতে হবে। তবে ইংরেজী মাধ্যমে শিক্ষাদান প্রদানকারী প্রতিষ্ঠানগুলোতে ভর্তির জন্য আই ই এল টি এস স্কোর ৫.৫-৬ এবং টোফেল এর ক্ষেত্রে সিবিটি- ১৭৩-২১৩ অথবা আইবিটি ৬১-৮০ থাকতে হবে।৩-৪ ভৎসরের পূর্নকালীন স্টাডি
মাষ্টার্সকমপক্ষে ১৬ বৎসর মেয়াদী শিক্ষাঅধিকাংশ ক্ষেত্রে শিক্ষার্থীদের ফিনিশ অথবা সুইডিশ ভাষার উপর ভালো দখল থাকতে হবে। তবে ইংরেজী মাধ্যমে শিক্ষাদান প্রদানকারী প্রতিষ্ঠানগুলোতে ভর্তির জন্য আই ই এল টি এস স্কোর ৫.৫-৬ এবং টোফেল এর ক্ষেত্রে সিবিটি- ১৭৩-২১৩ অথবা আইবিটি ৬১-৮০ থাকতে হবে।২ বৎসরের পূর্নকালীন স্টাডি
ডক্টরেটমাষ্টার্স/এম.ফিলইংরেজী ভাষায় পূর্ন দখল৪ বৎসরের পূর্নকালীন স্টাডি

ব্যাচেলর অব মাষ্টার্স পর্যয়ের বিষয়সমূহ:

ফিনল্যান্ডের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আপনি অধ্যয়নের জন্য বেছে নিতে পারেন নিম্নের ব্যাপকসংখ্যক বিষয় থেকে যে কোন একটি:

  • ইতিহাস
  • প্রত্নতত্ত্ব
  • তুলনামূলক ধর্মতত্ত্ব
  • সাংস্কৃতিক নৃবিদ্যা
  • ইউরোপীয় বিবর্তনবাদ
  • ফোকলোর
  • জীবন দর্শন
  • কলাবিদ্যার ইতিহাস
  • তুলনামূলক সাহিত্য
  • ফিনিশ সাহিত্য ও সংস্কৃতি
  • সাধরণ ভাষাতত্ত্ব
  • হাঙ্গেরীয় ভাষা ও সংস্কৃতি
  • ধ্বনিতত্ত্ব
  • ফ্রেঞ্চ স্টাডিজ
  • পরিবেশ বিজ্ঞান
  • রাশিয়ান স্টাডিজ
  • প্রানরসায়ন ও রাসায়নিক জীববিদ্যা
  • কম্পিউটার সায়েন্স
  • ফরেনসিক মডিসিন
  • অর্থনীতি
  • পরিসংখ্যান ইত্যাদি

আবেদন প্রক্রিয়া:

  • আপনি সরাসরি যে কোন বিশ্বিবদ্যালয়ের এডমিশন অফিসে মেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।
  • বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকেও আবেদনপত্র সংগ্রহ করা যেতে পারে।
  • কিছু বিশ্ববিদ্যালয়ে অন-লাইনে আবেদন করার সুযোগ রয়েছে।
  • ভর্তি  প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট কার্যক্রম সাধারনত ১ বৎসর সময় হাতে রেখে শুরু করতে হয়।
  • সাধারণত আবেদনের সময়সীমা শেষ হওয়ার ৬-৮ মাসের মধ্যে কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্ত জানিয়ে দেন।

প্রয়োজনীয় কাগজপত্র:

  • সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও মার্কসীটের ইংরেজী ভার্সন
  • সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের ছাড়পত্র
  • ভাষাগত যোগ্যতার প্রমানপত্র
  • রেফারেন্স লেটার
  • পাসপোর্টের ফটোকপি

সকল দলিল অবশ্যই একজন নোটারী পাবলিক কর্তৃক সত্যায়িত হতে হবে।

university:

শিক্ষা ব্যয়:

উচ্চ শিক্ষার ক্ষেত্রে ফিনল্যান্ডে সাধারনত কোন টিউশন ফি পরিশোধ করতে হয় না।

জীবনযাত্রার ব্যয়:

আবাসন, আহার ও অন্যান্য আনুষাঙ্গিক প্রয়োজনে মাসিক প্রায় ৪০০ ইউরো
ব্যয় হয়। স্বাস্থ্যসেবার জন্য বাৎসরিক ২৫ থেকে ৭৫ ইউরো
পরিশোধ করতে হয়।

কাজের সুযোগ:

  • ফিনল্যান্ডে বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীর সপ্তাহে সর্বোচ্চ ২০ ঘন্টা কাজের সুযোগ পেয়ে থাকেন।
  • যদি আপনি ফিনিশ, নরওয়েজিয়ান, রাশিয়ান অথবা সুইডিস ভাষা না জানেন, তাহলে ফিনল্যান্ডে কাজ যোগাড় করা প্রকৃতপক্ষেই কঠিন।

  বিস্তারিত জানতে আপনার নিকটস্থ consultency  ফার্ম গুলো তে যোগাযোগ করুন .

My Facebook FanPAGE: http://www.facebook.com/zishantalukder011

Level 0

আমি talukder011। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 58 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হেল্পফুল টিউন। আচ্ছা ভাইয়া ফিনল্যান্ড ছাড়া আর কোন কোন দেশে টিউশন ফি ছাড়া পড়াশোনা করা যায়?

@ hasan uzzaman: vi ami jani germany teo tution fee chara porashona kora jai

ami aro kichu desh shomporke bistarioto jania tune korbo

Level 0

ja sob varsity ta IELTS dia admission nawa jay sai sob varsityr link dan

ভাই ইউনিভার্সিটি নাম ও কি কি যোগ্যতা লাগে বা কোন consultency গুলো বৈধ সেগুলোর নাম যোগাযোগ এর ঠিকানা ব্রিটিশ কাউন্সিল এর মতো কোনও consultency আসে কিনা ইত্যাদি তথ্যের অভাব আসে। এই তথ্যগুলো দিলে আরও ভাল হত।

ashole vhai consultency ar kotha ba boidhota shomporke ami akto kom jani tai likhlamna

apnader shobidhar jonno university link dilam . akhane gele shob bistarito jante parben

Level 0

ইউরোপের সবচেয়ে বড় অর্থনৈতিক শক্তি জার্মানিতে উচ্চশিক্ষা এবং ক্যারিয়ারের কথা ভাবছেন?

প্রবাসে বসেও শুধুমাত্র দেশের জন্য কিছু একটা করার প্রতিশ্রুতি নিয়ে বিনামূল্যে বাংলাদেশী ছাত্রছাত্রীদের সহায়তা প্রদানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে জার্মানিতে বসবাসরত বাংলাদেশী ছাত্রছাত্রী এবং কর্মজীবীদের সমন্বয়ে ২০১১ সালে প্রতিষ্ঠিত বিসাগ (বিএসএএজি – বাংলাদেশী স্টুডেন্ট & এলুম্নাই এসোসিয়েশন ইন জার্মানি)।

২০১৩ এর ইংরেজি নববর্ষের প্রথমদিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে বেসরকারি উদ্যোগে প্রথমবারের মতন জার্মানিতে উচ্চশিক্ষার উপর সেমিনারের আয়োজন করেছিল বিসাগ। সারাদিনব্যাপি এই অনুষ্ঠানে উপস্থিত প্রায় দুই হাজার ছাত্রছাত্রীকে নিজেদের বহুবছরের হেঁটে আসা চেনা-পথ থেকে জার্মানিতে উচ্চশিক্ষা ও ক্যারিয়ারের উপর নানান তথ্য তুলে ধরেন জার্মান প্রবাসী বিসাগের সদস্যরা।

জার্মানিতে উচ্চশিক্ষার জন্য আবেদন করার ধাপসমূহ অথবা সফলভাবে জার্মানিতে পড়তে আসতে চাইলে যে ৭ টি কাজ অবশ্যই করতে হবে , কত টাকা খরচ হতে পারে, ঠিক কতটুকু জার্মান ভাষার পারদর্শিতা না থাকলেই নয় – এমন হাজারও প্রশ্নের উওর জানতে এবং জার্মানিকে প্রবাসী বাংলাদেশীদের অভিজ্ঞতার আলোকে নতুন করে জানতে দেখুন:

ওয়েবসাইট: http://bsaagweb.de/
ফেইসবুক ফোরাম: http://www.facebook.com/groups/BSAAG/
ফেইসবুকপেইজ: http://www.facebook.com/Bangladeshi.Student.Association.in.Germany
ইউটিউব: http://www.youtube.com/user/BSAAG