আমি আজ আপনাদের ফিনল্যাণ্ড এ উচ্চ শিক্ষা নিয়ে কিছু গুরুত্তপূর্ণ ইনফরমেশন দেব . তাহলে দেখে নিন সে ইনফরমেশন গুলো আশা করি কাজে লাগবে ....
পৃথিবীর সর্বপেক্ষা উন্নত দেশগুলোর মধ্যে ফিনল্যান্ড অন্যতম। উচ্চশিক্ষার ক্ষেত্রেও দেশটি অত্যন্ত অগ্রসর। আর তাই আমাদের দেশের শিক্ষার্থীরাও উচ্চ শিক্ষার জন্য ফিনল্যান্ডে যেতে বর্তমানে অনেক বেশী আগ্রহী। ফিনল্যান্ডের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেসব ডিগ্রী দেয়া হয় সেগুলো নিম্নরুপ:
দুটি সেমিষ্টারে ফিনল্যান্ডের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রছাত্রী ভর্তি করা হয়। এগুলো হচ্ছে-
বিভিন্ন কোর্সের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, ভাষাগত যোগ্যতা ও কোর্সের মেয়াদ নিচে দেয়া হলো:
কোর্সের নাম | শিক্ষাগত যোগ্যতা | ভাষাগত যোগ্যতা | মেয়াদ |
(১) ব্যাচেলর ডিগ্রী | কমপক্ষে ১২ বৎসর মেয়াদী শিক্ষা | অধিকাংশ ক্ষেত্রে শিক্ষার্থীদের ফিনিশ অথবা সুইডিশ ভাষার উপর ভালো দখল থাকতে হবে। তবে ইংরেজী মাধ্যমে শিক্ষাদান প্রদানকারী প্রতিষ্ঠানগুলোতে ভর্তির জন্য আই ই এল টি এস স্কোর ৫.৫-৬ এবং টোফেল এর ক্ষেত্রে সিবিটি- ১৭৩-২১৩ অথবা আইবিটি ৬১-৮০ থাকতে হবে। | ৩-৪ ভৎসরের পূর্নকালীন স্টাডি |
মাষ্টার্স | কমপক্ষে ১৬ বৎসর মেয়াদী শিক্ষা | অধিকাংশ ক্ষেত্রে শিক্ষার্থীদের ফিনিশ অথবা সুইডিশ ভাষার উপর ভালো দখল থাকতে হবে। তবে ইংরেজী মাধ্যমে শিক্ষাদান প্রদানকারী প্রতিষ্ঠানগুলোতে ভর্তির জন্য আই ই এল টি এস স্কোর ৫.৫-৬ এবং টোফেল এর ক্ষেত্রে সিবিটি- ১৭৩-২১৩ অথবা আইবিটি ৬১-৮০ থাকতে হবে। | ২ বৎসরের পূর্নকালীন স্টাডি |
ডক্টরেট | মাষ্টার্স/এম.ফিল | ইংরেজী ভাষায় পূর্ন দখল | ৪ বৎসরের পূর্নকালীন স্টাডি |
ব্যাচেলর অব মাষ্টার্স পর্যয়ের বিষয়সমূহ:
ফিনল্যান্ডের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আপনি অধ্যয়নের জন্য বেছে নিতে পারেন নিম্নের ব্যাপকসংখ্যক বিষয় থেকে যে কোন একটি:
আবেদন প্রক্রিয়া:
প্রয়োজনীয় কাগজপত্র:
সকল দলিল অবশ্যই একজন নোটারী পাবলিক কর্তৃক সত্যায়িত হতে হবে।
university:
শিক্ষা ব্যয়:
উচ্চ শিক্ষার ক্ষেত্রে ফিনল্যান্ডে সাধারনত কোন টিউশন ফি পরিশোধ করতে হয় না।
জীবনযাত্রার ব্যয়:
আবাসন, আহার ও অন্যান্য আনুষাঙ্গিক প্রয়োজনে মাসিক প্রায় ৪০০ ইউরো
ব্যয় হয়। স্বাস্থ্যসেবার জন্য বাৎসরিক ২৫ থেকে ৭৫ ইউরো
পরিশোধ করতে হয়।
কাজের সুযোগ:
বিস্তারিত জানতে আপনার নিকটস্থ consultency ফার্ম গুলো তে যোগাযোগ করুন .
My Facebook FanPAGE: http://www.facebook.com/zishantalukder011
আমি talukder011। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 58 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
হেল্পফুল টিউন। আচ্ছা ভাইয়া ফিনল্যান্ড ছাড়া আর কোন কোন দেশে টিউশন ফি ছাড়া পড়াশোনা করা যায়?