আসসালামুয়ালাইকুম।
কেমন আছেন সবাই। আশা করি সবাই ভালো আছেন। আগামিকাল ৯ মে ২০১৩ এস এস সি পরিক্ষার ফলাফল প্রকাশিত হতে জাচ্ছে। ২০১৩ সালের এস এস সি পরীক্ষা গত ৩ ফেব্রুয়ারী থেকে শুরু হয়ে ৫ মার্চ পরীক্ষা শেষ হয়। ২০১৩ সালের এস.এস.সি/দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়া মাত্র নিচে সংযুক্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের (Intermediate and Secondary Education Boards Bangladesh) ওয়েবসাইট http://www.educationboardresults.gov.bd থেকে এসএসসি পরীক্ষার ফলাফল জানা যাবে। এছাড়াও মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে ফলাফল জানা যাবে।
►যে কোন মোবাইল থেকে SMS-এর মাধ্যমে ফলাফলঃ Massage অপশনে গিয়ে সাধারণ বোর্ডের জন্য SSC ও মাদ্রাসা বোর্ডের জন্য Dakhil লিখে <Space> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে <Space> রোল নম্বর <Space> পাশের সন লিখে Send করুন 16222 নম্বরে। ফিরতি মেসেজে আপনার রেজাল্ট পেয়ে যাবেন।
►SSC<Space>Dha<Space>123456<Space>2012 send to 16222
অর্থাৎ আপনি যদি ঢাকা বোর্ডের পরীক্ষার্থী হন এবং আপনার রোল যদি ১২৩৪৫৬ হয়। তাহলে আপনার মেসেজ টি হবে-
►SSC Dha 123456 2013
আপনি মাদ্রাসা বোর্ডের হলে নিচের মত করে ম্যাসেজ পাঠান।
►Dakhil<Space>Mad<Space>123456<Space>2012 send to 16222
আর আপনি কারিগরি শিক্ষা বোর্ডের হলে নিচের মত করে ম্যাসেজ পাঠান।
►SSC<Space>Tec<Space>123456<Space>2012 send to 16222
►ইন্টারনেটের মাধ্যমে তাৎক্ষণিক ফলাফল জানতে নিচের লিঙ্ক এ ক্লিক করুন।
এস এস সি/দাখিল পরীক্ষার ফলাফল ২০১৩
লিঙ্ক এ ক্লিক করলে নিচের ছবির মত ওপেন হবে।
এবার আপনার যাবতীয় তথ্য দিয়ে Submit এ ক্লিক করুন। সাথে সাথে পেয়ে যাবেন আপনার ১০ বছরের পরিশ্রমের ফলাফল।
সকল পরীক্ষার্থীর জন্য শুভ কামনা রইলো।
আমি জাহিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 515 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি জাহিদ হাসান। জন্ম ১৯৯১ সালের ১ এপ্রিল। যেদিন থেকে প্রযুক্তির সংজ্ঞা শিখেছি সেদিন থেকেই প্রযুক্তির সাথে আছি। প্রযুক্তিকে সবথেকে বেশি ভালোবাসি। ভালোবাসি নতুন শিক্ষামূলক সব বিষয়ের সাথে থাকতে। ভালোবাসি প্রযুক্তির সাথে থাকতে। নতুনের পেছনে ছুটতে খুব ভালো লাগে আমার। হাসি-খুশি থাকতে ভালোবাসি। সবাইকে নিয়ে আনন্দে থাকতে ভালো লাগে। সবার...
জানা জিনিস