প্রাইভেট ইউনিভার্সিটি গুলো থেকে কি ইঞ্জিনিয়ার হওয়া সম্ভব???????

আসসালামুয়ালাইকুম,
টেকটিউনে এটি আমার প্রথম টিউন। ভুলগুলো ক্ষমা করবেন।

আমরা অনেকেই অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে CSE/ EEE/ ETE/ TE ইত্যাদি তে ইঞ্জিনিয়ারিং এ পড়ি। কিন্তু আমরা অনেকেই জানি না যে, আমরা যেই বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এ ভর্তি হতে ইচ্ছুক সেই ডিপার্টমেন্ট এর  আই.ই.বি. এফিলিয়েশন আছে কিনা। আই.ই.বি হচ্ছে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন, বাংলাদেশ যা বাংলাদেশ এর ইঞ্জিনিয়ারদের মিলনমেলা বলা চলে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ থেকে শুরু করে সেখানকার ল্যাব সুবিধা, ফ্যাকাল্টি মেম্বার এসবের ওপর বিবেচনা করে সেই নির্দিষ্ট ডিপার্টমেন্ট কে একটি এফিলিয়েশন দিয়ে থাকে। যে সমস্ত ডিপার্টমেন্ট এর এই এফিলিয়েশন আছে সে সমস্ত ডিপার্টমেন্ট এর ছাত্র রা পরবর্তীতে সেই ডিপার্টমেন্ট এর যেকোন ২ জন (আই ই বি মেম্বার) শিক্ষকের সহায়তায় আই ই বি'র  একটি ফরম পূরণ করে সেখানকার মেম্বার হতে পারবেন এবং নামের আগে ইঞ্জিনিয়ার লিখার জন্য অফিসিয়াল একটি সনদ এবং আই ই বি র একটি আইডি কার্ড পাবেন।

কিন্তু যে সমস্ত ডিপার্টমেন্ট এর এই সুবিধা নেই সে সকল ডিপার্টমেন্ট এর ছাত্র দের আই ই বি এফিলিয়েশন না পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আবেদন করার জন্য। আই ই বি বিভিন্ন মেয়াদে এই এফিলিয়েশন প্রদান করে থাকে একটি ডিপার্টমেন্ট কে। সেই মেয়াদের মদ্ধে যারা বের হবেন তারা আবেদন করতে পারবেন। আর যারা মেয়াদ এর ভেতর পরবেন না তাদেরকে পরবর্তী মেয়াদ সম্প্রসারণ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
আমি নীচে কিছু এফিলিয়েশন প্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট এর ছবি দিয়েছি। এগুলো পরিবর্তন যোগ্য এবং যেকোন সময় পরিবর্তন হতে পারে। তাই আপডেটেড থাকতে আই ই বি'র ওয়েব সাইটে নজর রাখতে পারেন। আই ই বি ওয়েবসাইট

 

টিউমেন্ট প্রসঙ্গেঃ অনেকের টিউমেন্ট থেকে একটা প্রশ্ন সামনে আসে। সেটা হচ্ছে নামের আগে ইঞ্জিনিয়ার লেখার গুরুত্ব কতটুকু?

উত্তরঃ আসলে নামের আগে ইঞ্জিনিয়ার লেখার বিষয়টি ঐচ্ছিক। এটা না থাকলে আপনার কাজ পেতে কোন রকম অসুবিধা হবে না যদি আপনি আপনার ফিল্ডে কাজ পারেন। আপনাকে কিছু কিছু ক্ষেত্রে বাড়তি সুবিধা দিতে পারে মাত্র এই ইঞ্জিনিয়ার টাইটেল। অনেক প্রতিষ্ঠান জব টিউন করার সময় ইঞ্জিনিয়ারিং সনদধারী হতে হবে এমন কথা উল্লেখ করে দেন। সেসব ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। তবে হতাশ হবার কিছু নেই। সেগুলো ছাড়াও আরও অনেক ভাল ভাল চাকরি আছে যারা এরকম কিছু চায় না। আর আরেকটা বিষয় হচ্ছে আত্মতৃপ্তি। আপনি ভাল বেতনে চাকরি-বাকরি করে আলিশান একটা বিল্ডিং তুলে নাম দিতে পারেন ইঞ্জিনিয়ার্স প্যালেস  😛

 

সবাইকে অসংখ্য ধন্যবাদ
টিউন এ যেমন ইচ্ছা তেমন টিউমেন্ট করুন, তারপরেও টিউমেন্ট করুন
আসসালামুয়ালাইকুম

Level 0

আমি সাব্বির আহমেদ সাইফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 55 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি AUST এ আছি। আমি কি নামের আগে ইন্জিনিয়ার লাগাইতে পারবো? 🙂

Level 0

faltu tuneeeeeeeeeee……nsu r iub ke boisa boisa gash kate nake……

কিন্তু হতাশাজনক হইলেও সত্য যে অনেকেই ইঞ্জিনিয়ার হইতে পারবে না। কারন বিশ্ববিদ্যালয়ের একটা আই.ই.বি(ইঞ্জিনিয়ারর্স ইন্সটিটিউসন,বাংলাদেশ) ………সম্মতি লাগে।শুধু তাই না । যেই বিশ্ববিদ্যালয়ের এই সম্মতি আছে সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আবার ব্যাক্তিগতভাবে সদস্য হতে হবে।

সদস্য হওয়ার পদ্ধতিটা কি জানতে পারি????

Level 0

আরে ভাই নামের আগে ইঞ্জিনিয়ার দিয়া কি করবা যদি আসল কামই না জান ?
প্রতিবছর হাজার হাজার পোলাপাইন এইডা অইডা নিয়া বাইর হয় কিন্তু কেউ বইয়া থাকে নাকি ?? CSE এর পোলাপাইন রাস্তায় রাস্তায় ঘুরে না তাই নামের আগে ইঞ্জিনিয়ার দরকারও পারে না কারন এরা কাজ কিছু শিখাই সার্টিফিকেট নেয় আর BBA গুলা খালি মুখস্ত পড়া পইরা সার্টিফিকেট নেয় তাই অরা রাস্তায় রাস্তা চাকরির লাইগা ঘুরে। EEE ‍কিছু পোলাপাইন মামা চাচা ধইরা এই টিভি অইটিভিতে কাম নিয়া নেয়িআর বাকিগুলা এন করে তেন করে তাও করেত আর বিবিএ অমুক করুম তমুক করুম কইয়া লাষ্টে উন্সুরেন্স কম্পানী আর প্রাইফেট কম্পানীর পিউন টাইপের একাউন্টস এ কাম করে :v আরে বেটা নামের আগে ইঞ্জিনিয়ার কি করবি যদি আসল কামই না জানস ?
প্রতিবছর হাজার হাজার পোলাপাইন এইডা অইডা নিয়অ বাইর হয় কিন্তু কেউ বইয়া থাকে নাকি ?? CSE এর পোলাপাইন রাস্তায় রাস্তায় ঘুরে না তাই নামের আগে ইঞ্জিনিয়ার দরকারও পারে না কারন এরা কাজ কিছু শিখাই সার্টিফিকেট নেয় আর BBA গুলা খালি মুখস্ত পড়া পইরা সার্টিফিকেট নেয় তাই অরা রাস্তায় রাস্তা চাকরির লাইগা ঘুরে। EEE ‍কিছু পোলাপাইন মামা চাচা ধইরা এই টিভি অইটিভিতে কাম নিয়া নেয়িআর বাকিগুলা এন করে তেন করে তাও করেত আর বিবিএ অমুক করুম তমুক করুম কইয়া লাষ্টে উন্সুরেন্স কম্পানী আর প্রাইফেট কম্পানীর পিউন টাইপের একাউন্টস এ কাম করে :v আরে বেটা নামের আগে ইঞ্জিনিয়ার কি করবি যদি আসল কামই না জানস ?
প্রতিবছর হাজার হাজার পোলাপাইন এইডা অইডা নিয়অ বাইর হয় কিন্তু কেউ বইয়া থাকে নাকি ?? CSE এর পোলাপাইন রাস্তায় রাস্তায় ঘুরে না তাই নামের আগে ইঞ্জিনিয়ার দরকারও পারে না কারন এরা কাজ কিছু শিখাই সার্টিফিকেট নেয় আর BBA গুলা খালি মুখস্ত পড়া পইরা সার্টিফিকেট নেয় তাই অরা রাস্তায় রাস্তা চাকরির লাইগা ঘুরে। EEE ‍কিছু পোলাপাইন মামা চাচা ধইরা এই টিভি অইটিভিতে কাম নিয়া নেয়িআর বাকিগুলা এন করে তেন করে তাও করেত আর বিবিএ অমুক করুম তমুক করুম কইয়া লাষ্টে উন্সুরেন্স কম্পানী আর প্রাইফেট কম্পানীর পিউন টাইপের একাউন্টস এ কাম করে :v খালি পড় প্রোগ্রামিং করা কাম কাইজ এর অভাব হবে না ভাল স্যালারি ভাল বই সবই পাইবা যাদি কাম না জান তাইলে সার্টিফিকেট ধুইয়া খাইবা আর মামাচাচার পা চাইটা একটা জব এর আশা করতে হবে

    Level New

    @TOS HOST: কোন সাবজেক্ট ছোট করে দেকবেন না বলে আশা রাখি। জানার মত জানলে সাবজেক্ট কোন fact না।

Level 0

AIUB te Chemical(or may be u mean Civil) Engineering bole kono department e nei.apni CE die ki bujhate chassen vai???

@ TOS HOST- হুম, ভাই কথা আপনার টা ঠিক আছে, কিন্তু আপনি কিছু কিছু জায়গায় apply ই করতে পারবেন না ইঞ্জিনিয়ারিং সনদ না থাকলে। অনেক প্রতিষ্ঠিত কোম্পানি আছে যারা শুধু প্রকৌশল সনদধারীদের চায়। আপনি বিমানবাহিনী,নৌবাহিনী,সেনাবাহিনী এগুলাতে ইঞ্জিনিয়ারিং কোর-এ apply করতে পারবেন না।
তবে apply কইরাই যে সব ইঞ্জিনিয়ার এরা চান্স পাবে তাও না ভাই। তবে খালি apply এর অযোগ্য হবেন আর কিচ্ছু না। এগুলায় apply না করলেও কেউ ভাতে তো মরব না । খালি একটু অযোগ্য হয়ে থাকা লাগবে আর কি। সকল ক্ষেত্র তার জন্য খলা থাকবে না। ভাল কাজ জানার ডিমান্ড সব সময় আছে ।
আপনি অনেক জায়গায় পরীক্ষা দিতে পারবেন না, তাইলে তারে কেম্নে বুঝাইবেন যে আপ্নে ভাল কাজ পারেন??????

    @sabbir_ahmed_saif: ভাই , আপনি ভুল বললেন। আমার পরিচিত একজন ও লেভেল এ পাশ কইরা সেনাবাহিনীতে কাজ করত (CSE লাইন এ) । এর তো কোনো ইঞ্জিনিয়ারিং সারটিফিকেট ছিল না !! বর্তমানে সে ওরাকল এ পার্ট টাইম জব করে । ৫০০+ পাউন্ড প্রতি ঘন্টা। সে এখনো ইউনিভার্সিটি পাশ করে নাই।
    এ ধরনের আরো অনেক উদাহরন আছে।

    কাজ জানাটাই বড় কথা । কাজ জানলে এপ্লাই সব জায়গায় করা যায় । আর যারা শুধুমাত্র সার্টিফিকেট নিয়ে কাজ দেয়, তারা জানে না আসল ক্রিয়েটিভিটি টা কোন জায়গায়।

@ ফারুক পারভেজ ভাই—–ভাই আপনি একটা ইঞ্জিনিয়ারিং সনদ পাবেন এইটা নিশ্চিত ।
তবে যদি নামের আগে ইঞ্জিনিয়ার লাগাতে চান,তাহলে আপনার নিজের একটা পরীক্ষা দিয়ে আই,ই,বি
মেম্বার হতে হবে।

@ একাকী নির্জন—-ভাই আপনি পড়ালেখা শেষ এ আপনার বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ডিপারটমেন্ট এর কোন আই.ই.বি মেম্বার স্যার এর কাছে সাহায্য নিতে পারেন……যদি আপনার ডিপারটমেন্ট এর মেম্বারশিপ থাকে তাইলে সিউর কেউ একজন ফ্যাকাল্টি মেম্বার পাবেন ই……আমিও ভাই স্যার এর হেল্প নিতেছি।

@ Dj Adil—-ঘাস না মুড়ি কিছু খাইতেছে তা তো আমি বলতে পারলাম না ।
নতুন ২ টা মেম্বেরশিপ যুক্ত হইসে—-
SUST—–IPE
UAP—–Civil
বাকি গুলার খবর আপ্নে নিয়া দেখেন।
ফালতু কমেন্ট হইছে আপনার টা

@ amatullah—–ভাই মিস্টেক হয়ে গেছে । মাফ চাই ভাই । অইটা CSE তে হবে । কপি পেস্ট এ ভুল ।
হি হি হি ………কেমিকাল তো আমাদের কোন প্রাইভেট ভার্সিটি তেই নাই——-সিভিল ও হাতে গোনা কয়েকটায় ।

ভাই আপনে একটা গাধা ছাড়া আর কিছুই না :/

Level 0

IEB এর সনদ দিয়া হবে টা কি ? ওই BCS এ প্রোমোশন এর জন্য দৌড়াদৌড়ী এর টাইমেই IEB দের কে লাগে, নায়লে ওদের কোন বেইল নাই !!

IEB মেম্বারশিপ পাওয়ার নিয়ম ঃ

১। আপনার প্রতিষ্ঠানের অবশ্যই মেম্বারশিপ থাকা লাগবে।
২। মেম্বারশিপ আছে, এমন কোন প্রতিষ্ঠান থেকে আপনি যদি পাশ করেন, তাহলে কমপক্ষে তিন বছর আপনার কোন প্রতিষ্ঠানে কাজ করতে হবে। তারপর আপনি আপনার মেম্বারশিপের আবেদন করতে পারবেন।
৩। কমিটি প্রতি তিন মাস পর পর নতুন সদস্য পদ প্রদান করে। সুতরাং আবেদনের পর আপনার তিন মাস পর্যন্ত অপেক্ষা করা লাগতে পারে।

IEB হচ্ছে বাংলাদেশে ইঞ্জিনিয়ারদের সবচেয়ে বড় মিলন্মেলা।
IEB মেম্বারশিপ = ইউ আর এ ভি আই পি 😀

Level 2

People who will be a Computer Engineer, no need to write Engineer before their name. Just they will write “Copyright protected” and there name on any project they made. IEB is needed mainly for Civil Engineer.

@খালিদ ফারহান—– গাধা নামক এত বড় পদ কেন ভাই…।।
হতবাক হইয়া গেলাম………।।

@ রো্বটিক সাওন—– সম্পূর্ণ একমত ভাই।

Level 0

upore ektu vhul ase… AUST r AIUB te… niche IEBBD er site er link shoho uni er kon subject er jonno konty engg dgree dibe seta deoa holo.ekdom last a link deoa ase.

1 International University Chittagong (IIUC) B.Sc in Computer & Communication Engineering Computer Division
2 International Islamic University Chittagong (IIUC) B.Sc. in Computer & communication Engineering
3 American International University Bangladesh (AIUB) B.Sc. in Electrical and Communication Engineering
4 American International University Bangladesh (AIUB) B.Sc. in and Computer Science and Engineering
5 International Islamic University Chittagong(IIUC) B.Sc. in Civil Engineering
6 BRAC University B.Sc. in Computer science & Engineering
7 Military Institution of Science & Technology(MIST) B.Sc. in Civil Engineering
8 BRAC University B.Sc. in Electrical and Communication Engineering B.Sc. in Electrical and Communication Engineering
9 Shahjalal University of Science & Technology (SUST) B.Sc. in Civil Engineering B.Sc. in Civil Engineering
10 American International University Bangladesh (AIUB) B.Sc. in Electrical and Electronic Engineering B.Sc. in Electrical and Electronic Engineering
11 Military Institution of Science & Technology(MIST) B.Sc. in Mechanical Engineering B.Sc. in Mechanical Engineering
12 Military Institution of Science & Technology(MIST) B.Sc. in Electrical, Electronics and Communication Engineering B.Sc. in Electrical, Electronics and Communication Engineering
13 East West University B.Sc. in Electrical & Electronics Engineering B.Sc. in Electrical & Electronics Engineering
14 Shahjalal University of Science & Technology (SUST) B.Sc. in Chemical Engineering & Polymer science B.Sc. in Chemical Engineering & Polymer science
15 United International University B.Sc. in Electrical & Electronic Engineering B.Sc. in Electrical & Electronic Engineering
16 Daffodil International B.Sc. in Computer Science and Engineering B.Sc. in Computer Science and Engineering
17 Daffodil International B.Sc. in Computer Science and Engineering B.Sc. in Computer Science and Engineering
18 Ahsanullah University of Science & Technology, Dhaka, Bangladesh B.Sc Engg. Civil Engineering
19 Ahsanullah University of Science & Technology, Dhaka, Bangladesh BSc Engg, in Electrical & Electronics Engg.

The Institution of engineers,bangladesh
source link(http://www.iebbd.org/index.php?option=com_content&view=article&id=117)

    Level 0

    @mhmdrazob:
    ekta baad gesilo
    20 Ahsanullah University of Science & Technology, Dhaka, Bangladesh BSc. Engineering in Computer Science & engg

সবাই গাধা,ঘোড়া,হাতি যাই বলেন ভাই>>>>>————————>>
মেইন কথা হল কে নামের আগে ইঞ্জিনিয়ার লেখতে পারবেন আর কে পারবেন না সেইটা ।
লেইখা কি করবেন সেইটা এই টিউনের মূলমন্ত্র না………।আর ইঞ্জিনিয়ার লেখা সবার জন্য জরুরী ও না।
এইটা যার যার মনের শখ এর ব্যাপার বলা যায়।

কাজের দাম সবসময় আছে থাকবেও। কিন্তু আত্মতৃপ্তির একটা ব্যাপার আছে ।

Level 0

নাম ধুয়ে পানি খাইতে হইব!!! যদি না জানেন কাজ… মামার দোয়ায় চলতে হবে…আমার ফার্ম এ যারা কাজ করে তাদের মধ্যে একজন রুয়েট থেকে বের হইছে…আরেকজন অতিশ দিপঙ্কর থেকে…
অতিশ দিপঙ্কর থেকে যে বের হইছে তার সম্মানি বেশি দেই আমি কারন তার parformance ভাল।
আমি রুয়েট কে খাটো করছি না… শুধু বুঝাতে চাইছি কাজের মূল্যই বেশি দেয়া উচিৎ… কোথায় পরেছেন এটা বড় কথা নয় ।(তবে যদি রাজনিতি করতে চান তাইলে নামের আগে ইঞ্জিনিয়ার লাগানোর দরকার আছে)
আরও ভাল ভাবে বুঝতে চাইলে 3 idiots মুভি টা আর এক বার দেখে নিয়েন… সব শেষে বলতে চাই নিজেকে কেও কখনোই ছোট ভাববেন না …আস্থা রাখুন নিজের উপর…

IEEE যেখানে ভাল ভাল প্রাইভেট ইউনিভার্সিটিগুলোকে দাম দিতেছে, আমার মনে হয় না সেখানে কেউ IEB নিয়ে মাথা ঘামাবে, তাই অযুক্তিক টুনে তর্ক করার মানেই হয় না । আর যদি IEEE সম্পর্কে না জানেন তাহলে সেতা সম্পর্কে ভালভাবে জেনে টুন করবেন পরবর্তীতে আশা করি ।

    Level 0

    @rohosshomanob: ভাই কিছু কিছু লোক আছে যারা এই তর্ক করে তাদের বলছি এই কথার কোনো ভিত্তি নাই আর আয়িন থাকলে আমাকে জানাবেন ।

Level 0

sohomot sabbir bhai.

Level 0

ভাল লাগলো ।

Level 0

তাইলে UGC কেন এদেরকে অনুমোদন দিলো???

Who can join ?

Every candidate for election to the class of Member or transfer from an Assiciate Member into this class shall satisfy the following qualifications:

Age: He shall not be less than 25 (twentyfive) years of age. In case of Associate Member of 2 (two) years standing, the age limit may be relaxed to 24 (twentyfour) years.

Occupation: At the time of his application for election he shall be actuallly engaged in the design and/or construction of engineering work or engaged as a teacher of engineering in a technical university or college or istitute recognized by the Council or engaged in engineering research

Qualification: He shall have one of the following qualifications:

He shall have passed Section ‘B’ Examination of The Institution follwed by at least two years experience under a Corporate Member of which he shall have at least two years experience in engineering activities.

http://www.iebbd.org/index.php?option=com_content&view=article&id=93

Membership Criteria

a)Membership of The Institution shall consist of two classes:

i) Corporate and
ii) Non-Corporate

(b) Only Corporate members shall have the right to vote, to requisition meetings and to be elected to the Council.
Corporate members shall be divided into

i) Fellows and

ii) Members

c) Non-Corporate members shall be divided into five categories,viz.

i) Honorary Member
ii) Associate Members
iii) Students
iv) Affiliates and
v) Subscribers

11.Abbreviated Titles :

Fellows,. Members & Associate members shall be entitled to use the title “Engr.” before their names

Members shall be entitled to the exclusive use after their names the following abbreviated designation to indicate the class of Membership :

Honorary Members Hon. MIEB
Fellows FIEB
Members MIEB
Associate Members AMIEB

No person who has ceased to be a member of The Institution is entitled to make use of the title or any designation.

Any person, who is not a Member or ceases to be a Member of The Institution, using any of the above designation may be liable to legal
action
12. Honorary Members :

(a) Persons of acknowledgement eminence in engineering or science related thereto, but who are not engaged in the practice of that profession, the conferment of this distinction may, in exceptional cases, be for life time.

(b) Persons of distinction whom The Institution desires to honour for services rendered thereto, or whose association herewith is deemed to be of benefit to The Institution. Head of the State or Government of Bangladesh or any other country may be elected in the Annual General Meeting on the recommendation of the Council as Honorary Members during the tenure of their respective offices.

(c) Persons with high educational qualification and occupying a prominent position in any profession or society who shall either have made some noteworthy contribution to the science, engineering, art, literature, social sciences, environment etc. or shall have materially advanced the practice of engineering, science and/or socio-economic & cultural advancement of the society may be elected in the Annual General Meeting on the recommendation of the Council as Honorary Members.

13. Fellows :

Every candidate for admission into The Institution as a Fellow or transfer from a Member to a Fellow shall produce evidence satisfactory to the Council that he fulfils the following conditions :

i)
Age : He shall not be less than 35 (thirty five) years of age.

(ii)
Occupation : He shall be engaged in the profession if engineering after having held before his application for election or transfer, a position of high responsibility.

(iii)
Qualification : He shall have one of the following qualifications
A. (i) He shall be a Member of The Institution for at least 2 years

(ii)
He shall have at least ten years experience in a position if responsibility in teaching, research & development, design, planning, engineering management and/or the execution if important engineering works substantiated through a detailed report.
B. (i) Or He shall have fulfilled conditions necessary fir Membership.

(ii)
He shall have had suitable education and training in engineering and shall have at least fifteen years experience in a position if responsibility in teaching, research & development, design, planning, engineering management and/or execution of important engineering works and substantiated through a detailed report.
14. Members :

Every candidate for election to the class if member or transfer from an Associate member into this class shall produce evidence satisfactory to the Council that he fulfils the following conditions :

(i)
Age : He shall not be less than 25 (twenty five) years of age. In case of Associate Member if 2 (two) years standing, the age limit may be relaxed to 24 (twenty four) years.

(ii)
Occupation : At the time if his application for election he shall be actually engaged in teaching, research & development, design, planning, engineering management and/or the execution of engineering works.

(iii)
Qualification : He shall have one of the following qualifications :
A.
He shall be an Associate Member or have passed Section ‘B’ Examination of The Institution, followed by at least two years experience under a Corporate member if which he shall have at least one year’s experience in engineering activities.
Or
B.
He shall have completed a course if studies in engineering leading to a degree recognized by the Council or as exempting him from Section “A” & “B” Examination if the Institution and shall have at least 3 (three) years practical experience after graduation under the guidance of a Corporate Member or a teaching experience if 3 (three years. Post Graduate Studies leading to a Master/ and Doctor if Engineering degrees from a recognized educational institution shall be counted as one and three years practical experience respectively.
C.
He shall have a Master/ or Doctor if Engineering Degree from a recognized educational institution after having his Bachelor Degree in any allied subject and shall have four and two years if practical experience respectively in the field if engineering activities.
15. Associate Members :
Every candidate fir attachment to The Institution as an Associate member or for transfer from Student to this class shall satisfy the following conditions :

Qualification: He shall have completed a course if studies in engineering leading to a degree and shall have received such degree recognized by the Council.

Or He shall have passed the Section “B” Examination of The Institution of Engineers, Bangladesh or of any other Institution or Society, the Examinations of which are recognized by the Council

16. Students :

Every candidate for attachment to The Institution as a Student with the object of becoming engaged in the design, construction and other works as an engineer shall not be less than 17 (seventeen) years of age and shall have one following qualifications at the time of application.

(i)
He shall be attending a regular course of studies leading to a degree in engineering.

(ii)
He shall have passed Higher Secondary Certificate Examination in at least 2nd Division having secured a minimum of 45% marks in each of the following subjects: Physics, Chemistry and Mathematics or shall have passed an equivalent examination with equivalent grades.

A student admitted under this clause will be recognized
as an approved candidate for the purpose of article 60
(Examination) of the Constitution, if he has completed
satisfactorily an article of apprenticeship of two years in
an engineering organization/firm recognized by The
Institution

(iii)
He is a student in a technical institution recognized by
The Institution and must be in his final year.
17. Affiliates :

Persons who are not engineers by education and profession and do not come under any class of membership rules specified above, but through their connection with engineering are qualified to work with engineers in the advancement of engineering science, knowledge or practice may be permitted to be attached with The Institution as Affiliates. No person who in the opinion of the council is eligible to be a Fellow, Member, Associate Member, or a Student shall be admitted as an Affiliate.

18. Subscribers :
The Council may at its discretion attach to The Institution as a Subscriber any State, Department of Government, Public Body, Registered Company, Firm or individual, not eligible to be a Fellow, Member, Associate Member, Affiliate or a Student who may desire to be so attached. Each Subscriber shall be entitled to attend or (if the Subscriber be other than an individual) to depute representatives to attend the Convention.
19. Admission of Member :

Every candidate enrollment or for transfer from one class to another including a candidate who is already a member of another class shall apply in the prescribed application from to The Institution. Candidates fulfilling the requirements as prescribed above shall be admitted to The Institution as per Bye-Laws and on payment of the prescribed fees.
20. Cessation of Membership :

Any member who has not paid his subscription for consecutive two years shall seize to be member of The Institution. He shall have to pay full entrance fee for re-enrollment including all arrear subscription, provided that he may be exempted from payment of the arrears by the Council.
21.
Resignation :

Any member may resign his membership by written
communication to the Honorary General Secretary who shall put up the same to the authority which has the power to sanction the admission or enrollment for consideration. The resignation shall take effect from the date of receiving the application or such other date at the discretion of the authority concerned.

22. Professional Conduct and Code of Ethics :
Fellows, Members, Associate Members, Students and Affiliates are required to order their conduct so as to uphold the reputation of The Institution and the dignity of the profession of Engineers and shall observe and be bound by the Code of Ethics as laid down in the Bye-Laws from time to time. The Professional Conduct and Code of Ethics shall be supervised by the Ethics Committee formed by the Council.
23. Disciplinary Action and Appeal:
a) Any alleged breach of the Code of Ethics by any Member will be brought before the Ethics Committee of The Institution/. Ethics Committee will inquire into the allegations as per provisions of the Bye-Laws allowing the concerned Member to defend and will submit his findings and recommendations to the/ Council. The Honorary General Secretary will then place the same in the next meeting of the Council.

The Council after due consideration of the findings of the Ethics Committee shall decide to take appropriate action as per Bye-Laws. In case of suspension, at least 2/3’d of the members present in the Council Meeting shall vote in favor of such an action. Other penal action may be taken by majority votes. However, in case of permanent suspension of membership, Council’s recommendation shall have to be confirmed in the Next Annual General Meeting pending which the suspension will be Temporary.

Council decision shall be communicated to the concerned Member, under certificate of posting, within 10 days by the Honorary General Secretary.
Any Member penalized as above shall have the right to appeal the Council within 90 days from the dated of communication, for review.
b) Any Fellow, Member, Associate Member, Student or Affiliate convicted by a competent tribunal or authority of felony, embezzlement, larceny, misdemeanor or other offence will stand expelled from The Institution, with the concurrence of the Ethics Committee, from the date of judgment by the competent Tribunal/authority.
24. Rights and Privilege :

Members of/ The Institution shall, subject to this Constitution and the Bye-Laws made there under, enjoy all the rights and privileges as may be conferred by The Institution from time to time.

The rights and privileges of every member/ shall be personal to himself and shall not be transferable by his own act or operation of law.

http://www.iebbd.org/index.php?option=com_content&view=article&id=142
He shall have completed a course of studies in engineering leading to a degree recognized by the Council as exempting him from Section ‘A’ & ‘B’

Level 0

আসলে মুল কথাটা হইল পাবলিক বিশ্ববিদ্যালয় এর ছাত্ররা আই ই বি এর সদস্য তারা ইঞ্জিনিয়ার লেখে আপনি লিখলে তাদের সমান হয়ে জাবেন তাই এইটা ছড়ানো হইছে । আপনি নামের আগে ইঞ্জিনিয়ার লাগান দেখি কে কি বলে আর বাংলাদেশে এমন কোনো আইন আছে বলে মনে হচ্ছে না যে আই ই বি এর সদস্য হতেই হবে না হলে ইঞ্জিনিয়ার লাগানো যাবেনা ।

একারণে প্রাইভেট ভার্সিটির ছাত্ররা পাবলিক ভার্সিটির ছাত্রদের কাছে পাত্তা পায় না

Level 0

Thanks sabbir vai…

Level 0

BUET, KHUT, RUET, CUET univesity’r student der ki alada vabe exam dite hoy IEB er member hoyar jonno??

উপরেরে কিছু comment পড়ে বুঝলাম কিছু মানুষ আছেন যারা খালি কলসি আর নাচেন বেশি । এই পোষ্টটা যিনি করেছেন আমার ধারনা সবার জ্ঞাতার্থে করেছেন । PUBLIC বা PRIVATE কে বড় বা ছোট করে করেন নি । একটা বিষয় মাথায় রাখা জরুরী যে আমরা যেন কোন কিছুকে খারাপ করে না দেখি । আপনি public ইউনিভার্সিটি তে আছে আর আমি private এ আছি এটা বড় কথা না । বড় কথা হইল আপনি কতটুকু জানেন । ব্র্যাক ইউনিভার্সিটির কিছু ছাত্র যে এশিয়ার শ্রেষ্ঠ রোবট বানাল , আপনি কি তাদের থেকে বেশি জানেন । যদি জানতেন ত আপনার নাম পত্রিকায় আসতো । সব জায়গায় ভালো ো খারাপ থাকবে । কাউকে ছোট করে নিজেকে অজ্ঞ বলে পরিচয় না দেওয়াই ভালো ।

ভাই সার্টিফিকেট ধুয়ে কি পানি খাব। কাজ না পারলে শুধু মুখস্তবিদ্যা দিয়ে কতটুক দৌড়ানো যায় ??
যারা প্রকৃত ইঞ্জিনিয়ার তারা রাগ করবেন না।

ঠিক কথা বলেছেন গাং চিল

@ kamrul-09—– ভাই, বুয়েট-প্রাইভেট সবাইকেই “ব্যাক্তিগতভাবে” মেম্বার হইতে গেলে এই পরীক্ষা দিতে হবে।
এই পরীক্ষা টা BUET এ হয় । ধন্যবাদ ভাই ।

@-Rajwanul007
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই পুরো ব্যাপার টা বুঝতে পারার জন্য ।

ধন্যবাদ।
B.Sc. in Chemical Engineering & Polymer science
কোন প্রাইভেট ইউনিভার্সিটি তে পড়া যাই জানবেন কি?

@ -moneymoney, Fresh—-ভাই ধন্যবাদ সাথে থাকার জন্য।

@-tousif rehman- জি ভাই বলেন, জানাইলে ভাল হয় সবার জন্যই ।

@ যারা টিউন টা বোঝেন নাই-
ভাই প্রকৌশলী শব্দ টা শুইনাই বোঝা যায় যে এর শাথে কৌশল জড়িত ।
যার কৌশল যত যত ভাল সে তত ভাল প্রকৌশলী ।
কথা টা কি দাঁড়াইল?
কৌশল=প্রকৌশলী———–প্রকৌশলীর কাজ ই কৌশল প্রয়োগ করা। এখন যে যতটা প্রয়োগ করে বা করতে পারে। ওইটা তার কাজ ।
এই টিউনে শুধু বলা হইছে কে নামের আগে প্রকৌশলী লাগাতে পারবেন কে পারবেন না সেইটা ।
ইঞ্জিনিয়ার লেখতে পারার যেই সিস্টেম টা সেইটা বলছি।
আমার পূর্বের comment অনুসারে>>>>>>>>>
মেইন কথা হল কে নামের আগে ইঞ্জিনিয়ার লেখতে পারবেন আর কে পারবেন না সেইটা ।
লেইখা কি করবেন সেইটা এই টিউনের মূলমন্ত্র না………।আর ইঞ্জিনিয়ার লেখা সবার জন্য জরুরী ও না।
এইটা যার যার মনের শখ এর ব্যাপার বলা যায়।
ভাই প্রতিভার মূল্য টা চিরন্তন। এইটা থাকবেই।
কাজের দাম সবসময় আছে থাকবেও।
টিউন টা করা হইছে কিছু জানানোর জন্য,কাউকে ছোট বা বড় করার জন্য একদম ই করা হয় নাই টিউন টা। শুধুমাত্র কয়েকজন বাদে সবাই ব্যাপার টা ঋণাত্মক ভাবে নিয়েছে ।
এটা আমার টিউনের উদ্দেশ্য ছিল না ভাইয়েরা।

without membership of ieb no one is recognised as engineer & for this you can not apply for a job or any further degree (national or international) where engineering degree is mandatory .. (you will get a membership number as engineer to work & use engr as prefix)

you will be acused for criminal offence if you use engr before your name without membership like doctor .

note : most of the jobs of our country do not require an engineering degree .. they advertise for Bachelor degree on that stream (ex: CSE , CIVIL ) . posts where engineer needed , engineer from both home & adroad can apply for that post

Level New

দারুন একটা টিউন। যারা বেশি কাজ পারে তারা এই আই ই বি এর এক্সাম টাতে পাস করতে পারবেন না ??তাহলে কেমন ইঞ্জিনিয়ার ?? যারা পাস করবে তারা একটা এক্সট্রা সার্টিফিকেট পাবে ।আর সার্টিফিকেট এর মুল্য সবখানেই আছে । যারা সার্টিফিকেট পায় তারা গাধা হতে পারে না।আই ই বি এর এক্সামটা দেওয়া সবার জন্যই ভালো ।না দিলে যার যার ইচ্ছা । এইটা নিয়ে সুধুই ভুল বুঝা বুঝি হইতাছে। কাজ পারলেই সব তাও না।ইঞ্জিনিয়ার ও ডাক্তারদের কাজ + পরিশ্রম +ব্যাবহার+কিছু টাকা+কিছু জানা শোনা থাকতে হয় । তানা হলে You are not perfect!!

Level New

এতো কষ্ট করে ৪ বছর ইঞ্জিনিয়ারিং পড়ব আর নামের পাশে ইঞ্জিনিয়ার টাইটেল তাকব না তাইলে তো মান সম্মান আর থাকলো না। কোন সুযোগই হাতছাড়া করা টিক না। তাই এই এই টিউন না জটিল হইছে…

Level 0

এই ঠিকানায় বিস্তারিত দেখতে পারবেন http://www.iebbd.org/index.php?option=com_content&view=article&id=117

Level 0

@saif vai dont mind aikhane onk(CHAGOL) a ee apnar tune ta na buijha ulta palta cmnt korse..
vai jose tune ami apnar sathe 1 mot..

@ S.m.al-razi———Thank you vai.

@ Rafa—–vai thanks a lot for being with me…….

Level 2

Enginnering ship business ….

Level 0

nsu er ki obosta?

Level 0

আমি সিভিল ইঞ্জিনিয়ারিং পরছি। অন্য ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে কি হয় জানি না। কিন্তু সিভিল এর ক্ষেত্রে দক্ষতা সবচেয়ে বড় ব্যাপার। নামের আগে ইঞ্জিনিয়ার লাগাইলে একটু ভাব বাড়ে। এই যা। অনেক ভাল প্রতিষ্ঠান থেকে ভাল GPA নিয়ে পাশ করার পরও অনেকে কর্ম ক্ষেত্রে বাঁশ খায় Practical দক্ষতা না থাকার জন্য। যার যোগ্যতা আছে, তার নামের আগে ইঞ্জিনিয়ার থাকুক বা না থাকুক সেটা খুব একটা বড় ব্যাপার না।

    @MAHFUZ

    আমার জানা মতে সিভিল ইঞ্জিনিয়ারিং এর জন্যই আইইবি মেম্বারশিপ সবচেয়ে বেশি জরুরী…কেউ আইইবি মেম্বার তথা রেজিস্টার্ড ইঞ্জিনিয়ার [সিভিল] না হলে নাকি তার করা কোন নকশা/কাজ নাকি রাজউক/সিটি কর্পোরেশন/কর্তৃপক্ষ অনুমোদন করে না……

    @MAHFUZ

    আমার জানা মতে সিভিল ইঞ্জিনিয়ারিং এর জন্যই আইইবি মেম্বারশিপ সবচেয়ে বেশি জরুরী…কেউ আইইবি মেম্বার তথা রেজিস্টার্ড ইঞ্জিনিয়ার [সিভিল] না হলে নাকি তার করা কোন নকশা/কাজ/প্রজেক্ট নাকি রাজউক/সিটি কর্পোরেশন/সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনুমোদন করে না……

ভাই AUST তে CSE তে ভর্তি হওয়ার জন্য কত পয়েন্ট লাগবে?