লিয়োনার্দো দ্যা ভিঞ্চি (Leonardo da Vinci) এমনি এক নাম যা সমসাময়িকতাকে ছাপিয়ে দূর ভবিষ্যতেও পৌঁছে গেছে। পৃথিবীর বুকে যে কয়েকজন মহা প্রতিভাধর ব্যক্তি জন্মেছেন তাদের মধ্যে লিউনার্দো দ্যা ভিঞ্চি ছিলেন অন্যতম। ইতালির রেনেসা যুগের এই পলিম্যাথ একাধারে ছিলেন, চিত্রকর, ভাস্কর, স্থাপত্যবিদ, সঙ্গীতজ্ঞ, গণিতজ্ঞ, প্রকৌশলী, আবিষ্কারক, অংগসংস্থানবিদ, ভূ-বিশাদারদ, কারটোগ্রাফার, উদ্ভিদবিদ এবং লেখক। তার পুরো নাম লিয়োনার্ডো ডি সার পিয়েরে দা ভিঞ্চি (Leonardo di ser Piero da Vinci) এর অর্থ ভিঞ্চি গ্রামের পিয়েরের সন্তান লিয়োনার্দো। ইতালির ভিঞ্চি গ্রামে ১৪৫২ সালের ১৫ এপ্রিল জন্ম গ্রহন করেন এই মনীষী। তার মায়ের নাম ক্যাটেরিনা এবং বাবার নাম পিয়েরে ফ্রুসিনো ডি এন্টোনিও দা ভিঞ্চি। চতুর পাঠকের কাছে আমি প্রশ্ন রেখে যাচ্ছি , বলেন দেখি লিয়োনার্দো দা ভিঞ্চির দাদাজানের নাম কি ছিলো। ১৫১৯ সালের ২ মে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁকে তার জন্মস্থান থেকে অদূরে এমবোইস নামক স্থানে সমাহিত করা হয়েছে। তার বিখ্যাত কিছু শিল্পকর্মের মধ্যে আছে মোনালিসা (১৫০৬), দ্যা লাস্ট সাপার (১৪৯৮) ভিট্রুভিয়ান ম্যান, ভারজিন অফ দ্যা রকস (১৪৮৬) লেডি উইথ আরমিন (১৪৯০)। লুভর মিউজিয়ামে রক্ষিত মোনালিসার হাসি আজও জগৎবিখ্যাত।
চিত্রঃ মোনালিসা
চিত্রঃ লিয়োনার্দো দা ভিঞ্চি
চিত্রঃ দ্যা লাস্ট সাপার
http://www.artchive.com/artchive/l/leonardo/leonardo_dreyfus.jpg
চিত্রঃ দ্রাফাস
চিত্রঃ ভিট্রুভিয়ান ম্যান
চিত্রঃ লেডি উইথ আরমাইন
চিত্রঃ ভিঞ্চির আঁকা হেলিকপ্টারের নকশা
চিত্রঃ বেস্ট অফ ফ্লোরা (ভাস্কর্য)
চিত্রঃ ম্যাডোনা
চিত্রঃ মায়ের কোলে শিশু
কেমন লাগলো জানাতে ভূলবেন না। আপনার প্রতিক্রিয়া আমাকে কষ্ট করতে অনুপ্রেরণা জাগাবে। ধন্যবাদ।
আমি সরদার ফেরদৌস। Asst Manager, Samuda chemical complex Ltd, Munshiganj। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 94 টি টিউন ও 463 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি ফেরদৌস। জন্ম সুন্দরবনের কাছাকাছি এক জনপদে। ইসলামি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ থেকে লেখাপড়া করেছি এপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। এরপরে চাকরি করছি সামুদা কেমিকেল কমপ্লেক্স লিমিটেডের উৎপাদন বিভাগে সহকারী ম্যানেজার হিসেবে। এছাড়া আমি বাংলা উইকিপিডিয়ার একজন প্রশাসক।
ভাইয়া জটিল হইছে . . . . . . (y)