যারা প্রাইভেট ইউনিভার্সিটি ভর্তি হতে চাও, জানতে চাও বা জানার আগ্রহ আমার এই টিউন তাদের জন্য।

Hello everybody সবাই কেমন আছেন । সবাই ভাল থাকার জন্য দুওয়া করি। আমি আজ আপনাদেরকে প্রাইভেট ইউনিভার্সিটি সর্ম্পকে মোটামোটি একটা দারনা দেওয়ার চেষ্টা করব। তবে আমার বিশ্বাস যে আমার এই টিউনটি পড়ার পর আপনি কোন ইউনিভার্সিটিতে ভর্তি হবেন। তা মোটামোটি ভাল সিদ্ধান্ত নিতে পারবেন। যাক আর কতা না বাড়িয়ে কাজের কতায় আসি।

  • আমি প্রথমে প্রাইভেট ইউনিভের্সিটি গুলোকে তিন শ্রেণীতে ভাগ করব। আমার মতে তিনটি শ্রেণীর ইউনিভার্সিটি নিম্নে বলছি।

1.      প্রথম শ্রেণী ইউনিভার্সিটি

 

 

2.      দ্বিতীয় শ্রেণী ইউনিভার্সিটি

3.      তৃতীয় শ্রেণী ইউনিভার্সিটি

 

  • আপনি BBA ,English ইত্যাদি বিষয় পড়ার জন্য যে কোন শ্রেণীর ইউনিভার্সিটি পচন্দ করতে পারেন । তবে শ্রেণী বেদে কোর্স ফি টা কম বেসি হবে।

 

  • যারা Low বা আইন বিষয় পড়বেন তাদের জন্য নিচের এই college বা প্রতিষ্টানে পড়া ভাল। তবে এই গুলোতে পড়তে একটু টাকা বেসি লাগবে(এখানে কয়েকটি প্রতিষ্টান এর নাম দিলাম আরও কয়েকটি আছে) ।

BRITISH SCHOOL OF LAW

             London College Of Legal Studies (South)

             Bhuiyan Academy

Ø  যারা ইঞ্জিনিয়ারিং বিষয় পড়া-লেখা করতে চান। তারা দেখবেন যে আপনি যে ইউনিভার্সিটিতে যে ইঞ্জিনিয়ারিং বিষয় পড়তে সেই বিষয় IEB Membership আছে কি না তাকলে ভাল। যদি না তাকে তা হলে আপনি একটু সমস্যাতে পড়তে পারেন।( যারা IEB বুঝেন ভাল যারা IEB বুঝেন না তাদের জন্য আমি আমার পরবর্তি টিউনে IEB কি, কোন কোন ইউনিভার্সিটির কোন কোন subject  বা বিষয় এর IEB membership আছে, এইটার সুবিদা কি ইত্যাদি নিয়া আলোচনা করব)

Ø  যারা বস্ত্র বিষয়ে (Ex: Textile, Fashion design etc) পড়া-লেখা করতে চান তাদের জন্য নিন্মের এই উনিভার্সিটি মোটামোটি ভাল হবে।

 

 

  • উপরে যে ইউনিভার্সিটির লিঙ্ক দেওয়া আছে। তাতে প্রতিটি ইউনিভার্সিটিতে কোন কোর্সে কত ক্রেডিট, কত টাকা, এডমিশন, ঠিকানা, কন্টাক্ট নাম্বার ইত্যাদি তথ্য জানতে পারবেন।

 

  • তবে আপনাদেরকে আমি একটা কতা বলে রাখি যে উপরে ইউনিভার্সিটি গুলোর শ্রেণী বা ক্লাস এ ভাগ করেছি। তা আমার কাছে যেটা ভাল মনে হয়েছে সেটা করেছি । আপনার যদি এই প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণীর ইউনিভার্সিটির লিস্ট ভাল না লাগে বা এক মত না হন। তা হলে এখানে যোগ, বিয়োগ করতে পারেন। তবে আমার এইটাতে কিছু যোগ, বিয়োগ করার জন্য বলবেন না।

 

  • আমি সর্বোশেষ একটি কতা বলব যে আপনি ভাল ইউনিভার্সিটি, ভাল বিষয়, ভাল রেজাল্ট করলে যে আপনি ভাল অবস্তানে উঠে যাবেন বা তাকবেন তা সঠিক মনে করবেন না । আমার কতা হচ্ছে যে আপনি ভাল কাজ জানতে হবে, ক্রিয়েটিভ কিছু করতে হবে, সফল কিছু করার চিন্তা তাকতে হবে। তখন আপনি ভাল অবস্তানে উঠে যাবেন বা তাকবেন। তার আমি একটি উদাহরন দিতে পারি আমদের গর্ব বাংলাদেশের একজন মাইক্রোসফট এ জব করে উনি ন্যাশনাল ইউনিভার্সিটি অদিনে একটি কলেজ থেকে সামাজিক বিজ্ঞান নিয়ে অনার্স পাস করেন। বর্তমানে উনি মাইক্রোসফট এ জব করছেন। উনাকে নিয়ে একবার চিন্তা করেন। তার মানে আপনি তৃতীয় শ্রেণীর ইউনিভার্সিটিতে পড়ে যে কিছু করতে পারবে না তা নয়।

 

বিঃ দ্রঃ  ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই টিউন যদি আপনার ভাল লাগে তবে প্রিয় টিউনসে যুক্ত কর, নির্বাচিত টিউন মনোনয়ন করবেন, আর হে কমেন্ট করতে ভুলবেনা।

ওকে সবাই ভাল থাকবেন।

Level New

আমি jehad boksh। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 81 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মোঃ জিহাদ বখস। আমার জন্মস্থান কুলাউড়া, মৌলভীবাজার, সিলেট। study, travel, Business, IT, programming এই গুলোতে আমার খুব বেশি ইন্টারেষ্ট । তবে এই গুলোর কোনটা-ই এখন পর্যন্ত ১০% অর্জন করতে পারি নাই। আমার জন্য দুওয়া করবেন। যাতে এইগুলো আমি অনতত ৭০%-৮০% অর্জন করতে পারি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক ভাল পোষ্ট । তবে একটি বিষয় Southeast University কী তৃতীয় শ্রেণী ইউনিভার্সিটি, নাকি দ্বিতীয় শ্রেণী ইউনিভার্সিটি ভাই?

Level New

আমার টিউনে লিখা আছে এইটা কোন শ্রেণীর ।তারপরও বলছি এইটা তৃতীয় শ্রেনীর ইউনিভার্সিটি। tanvir vai @ টিউনটি পড়ার জন্য ধন্যবাদ।

Level 0

yes!! ami ahsanullah theke 2011 a ber hoisi cse theke!!! post ta poira valo laglo..

Level 0

ata kono ranking ar jatoi pore nai….ranking aivave hoy na…….ak ak depertment ar jonno ak ak versity rank a thake…….fuck this ranking……original rank:
=North South University (NSU)
Ahsanullah University of Science and Technology (AUST)
BRAC University
Independent University, Bangladesh (IUB)
American International University – Bangladesh (AIUB)
East West University (EWU)
University of Science and Technology Chittagong (USTC)
The University of Asia Pacific (UAP)
International Islamic University Chittagong (IIUC)
United International University (UIU)
International University of Business Agricultural and Technology (IUBAT)
Stamford University Bangladesh
Daffodil International University
University of Development Alternative (UODA)
University of Liberal Arts Bangladesh (ULAB)
Shanto-Mariam University of Creative Technology
Northern University Bangladesh (NUB)
Southeast University
Dhaka International University
BGC Trust University Bangladesh
Asian University Bangladesh
ASA University Bangladesh
Primeasia University
Manarat International University (MIU)
Eastern University
Bangladesh University of Business and Technology (BUBT)
State University of Bangladesh
Sylhet International University (SIU)
Green University of Bangladesh
Premier University
World University of Bangladesh (WUB)
IBAIS University
Uttara University
East Delta University (EDU)
Bangladesh University
Gono Bishwabidyalay
Leading University
Victoria University of Bangladesh
University of South Asia
City University
University of Information Technology and Sciences (UITS)
Presidency University
Southern University Bangladesh
Metropolitan University
The People’s University of Banglades
The Millennium University
Bangladesh Islami University (BIU)
Royal University of Dhaka
Atish Dipankar University of Science and Technology (ADUST)
Darul Ihsan University

Level New

কমেন্ট করার জন্য আপনাকে ধন্যবাদ @ রাফা

Level New

Dj adil @ vai আমি আমার টিউনে কোথাও কি ranking এর কতা বলেছি । আমি class সম্পর্কে বলেছি যে কোন গুলো কোন class এর ইউনিভার্সিটি। তার পরেও আপনাকে টিউনটি ভুল পড়ার এবং কমেন্ট করার জন্য ধন্যবাদ। আর হে গালিটা দেওয়ার জন্য আরও একটি ধন্যবাদ।

Level 0

vai india tae “fashion design” er upor “Bsc” kortae chai ……LPU e (lpu.in)
Now I am diploma in Garments design&pattern making 7th semester student

tnx

Level New

shawn @ vai ভাই আমি ইন্ডিয়া এর কতা বলতে পারি না । আমি বাংলাদেশ এর যেটা জানি সেটা বলেছি। কমেন্ট করার জন্য ধন্যবাদ।

Level New

আপনাকে ও ধন্যবাদ।@ nayeem vai

আপনার রাঙ্কিং এর সাথে এক মত হতে পারলাম না

Level 0

অনেক কষ্ট করে ইউনিভার্সিটির শ্রেণী বের করেছেন।কিন্তু Southeast University শ্রেণী কি তৃতীয় শ্রেণী ?আপনার ধারনা ই নাই Southeast University সম্পরকে।এই ইউনিভার্সিটির কিছু কিছু subject এর tution fee প্রথম শ্রেণী ইউনিভার্সিটির থেকে বেশি না হলেও কম না আর study quality ও ভালো
। বিশ্বাস না হলে কিছু এক্সাম দিয়ে দেখেন কত নম্বর তুলতে পারেন। ধন্যবাদ

Level New

আপনি আমার সাথে এক মত না হওয়া জন্য আমি দুক্ষিত।@ পেন্সিল

Level New

হা হা হা হা হা হা হাহাহাহাহাহাহাহাহাহাহ আপনি মনে হয় এই ইউনিভার্সিটিতে পড়েন। দুঃক্ষ করবেন না । ভাল কিছু কাজ জানুন then ভাল কিছু করতে পারবেন।

Level 0

tuner vai apnar mathay mone hoy problem ace….IUB IS first classes university….job level a akhon sobcheye beshe IUB And Nsu Ar student allow kora hoy jodio ami iub te pori na but khobor neye dekhte paren.

আমার ইউনিভারসিটি ৩ক্লাস এ।

Level 0

Tuner vai apni ki shobgulo university te porasuna kore ese, shob university r ranking korecen? ei dhoroner faltu tune kore notunder vibvranti na korai better. amar monehoy apnar minimum qualification o nai varsity r ranking korar moto kono tune korar. ami notunder bolbo ei dhoroner faltu tune pore life er kono dicission niben na, vorti hobar age apni nijei onekvabe ekta varsity shomondhe jene vorti houn.

Level New

কয়েকটা প্রতিষ্টান পার্ট টাইম জব এর জন্য এই ইউনিভার্সিটি গুলোর রানিং ষ্টুডেন্টদের জব দিচ্ছে বলে আপনি সব কিছু এর উপর বিচার করবেন না। ভাই আমি ত বলেছি আমার টিউনে আমার কতায় আপনারা এক মত না হতে পারেন আপনি +,- করতে পারেন এইটা আপনার বিষয় আমার কাছে যেটা ভাল মনে হইছে আমি সেটা করছি @ DJ

Level New

ভাই আপনি ভুল বুঝছেন । আমি থ রেঙ্কিং করি নাই আমি class বা শ্রেণী করেছি ।আর আপনি বলেছেন আমার minimum qualification o nai ভাই আপনার আছে আপনি দেন। আর আমি আমার টিউনে বলেছি আমার সাথে এক মত সবাই নাও হতে পারেন। আপনার যেটা ভাল মনে হয় সেটা করবেন । আমার কাছে যেটা ভাল মনে হয়েছে আমি সেটা করেছি।@ faruqe vai

Level New

ভাই এটা আমার কাছে মনে হয়েছে । যদি আপনার কাছে আপনার ভার্সিটি ১ক্লাস মনে হয়। তা হলে আপনার কাছে আপনি সঠিক । এটা আমার কাছে সঠিক নাও হতে পারে।@ গাং চিল

ভাল লাগলো পড়ে, দয়া করে কেউ খারাপ মন্তব্য করবেন না , উনি কিন্তু এখানে র‌্যাঙ্কিং করেন নাই, শুধু মাত্র উনার নিজের দৃষ্টিতে শ্রেনীবিভাগ করেছেন, আমি মনে করি যারা প্রাইভেট ভার্সিটিতে নতুন ভর্তি হবে তাদের অবশ্যই কাজে লাগবে।

আপনি কিসের ভিত্তিতে ক্লাস ভাগ করছেন?
–>পড়াশোনার মান?
–> স্থায়ী ক্যাম্পাস?
–>টাকার পরিমান?
–>নাকি ভাই আপনার মত গড়া মত?

আমার কথা মন দিয়ে শুনন, আপনি কোন University থেকে পড়লেন সেটা বড় নয়, আপনি কি শিখলেন সেটা বড়।
যদি বড় বড় University থেকে পড়লেই বড় মানের শিক্ষিত হওয়া যেত, তা হলে গ্রাম থেকে পড়ে আর কেউ শহরের ছেলেদের সাথে পাল্লা দিতে পারত না।

Level 0

for Engineering-1.AUST 2.AIUB 3.BRAC
for BBA-1.NSU 2.BRAC 3.EWU
for Pharmacy-1.EWU 2.NSU
for Textile-1.AUST 2.Prime Asia

Level New

আজাদ@ ধন্যবাদ ভাল মন্তব্য করার জন্য ।আর আমি বুঝতে পারছি যে তুমি আমার টিউন ভাল ভাবে পড়ে মন্তব্য করেছ।

    ভাই কোনটা ভাল ………..National university te Chemistry hons……..or private university of IUBAT te EEE ………….কোন টার মান ভাল হবে ।

Level New

আমি সাধারনত যে ভিত্তিতে শ্রেণী করেছি তা হল।
১. পড়া-লেখার মান।
২.টিচার এর মান।
৩.ল্যব এর মান।
৪.লাইব্রেরি এর মান।
৫.ক্যাম্পাস এর মান ইত্যাদি ।
তবে আপনি যে মান বলেছেন তার একটি ছাড়া অন্য গুলোর তেমন কোন প্রয়োজন নেই।
আমার মন গড়া হবে কেন।
আর হে আপনার কথা মন দিয়ে শুনার জন্য বলেছেন । আপনাকে আমি বলছি আপনি ভাল ভাবে আমার টিউনটা আরও এক বার পড়বেন। @ মেহেদী হাসান ভাই আপনাকে ধন্যবাদ।

Level New

আপনার কমেন্টটির সাথে আমি পুরপুরি এক মত না তাকলেও 80%-90% এক মত। @ leopard ভাই

Level 0

apni ki shob gulo varsity nia research kore ei tune ta korecen @ jehad boksh, ami apnar classfication kora 3rd class er ekta university thke BBA, MBA koreci, ami jani amar varsity theke valo result kora ta koto ta tough. Jahangirnagar University theke BBA kore amadeer acan theke MBA korlo ekta pola, sudu tay nay Dhaka University theke o onek student amader acane MBA korce and apnar kora 1st and 2nd Category university theko o oneke amarder acane ase onek program e vorti hoyese. jani apni kisher upor vitti kore emon dhoroner ekta tune korlen?

Level 0

আমার ইউনিভারসিটি aust প্রথম শ্রেণী ইউনিভার্সিটি !!!!!!!!!! ভাই আপনাকে ধন্যবাদ।

আমার ইউনিভার্সিটি দ্বিতীয় শ্রেনীর, ডেফোডিল, আবার রেঙ্কিং এ দেখা গেল ১৩ নাম্বারে… আমি কোনটি বিচার করব ???

সাউথইস্ট এক নম্বর এতোকিছু বুঝি না………….তোর র‌্যাংকিং বুয়া

Level New

Faruqe @ আপনার এই কমেন্ট এর ভিত্তিতে বুঝা যাচ্ছে যে আপনি আমার টিউনটা ভাল ভাবে এবং পুর টিউনটা পড়েননি । আপনি আরও এক বার আমার টিউনটা পড়ুন। না বুঝে কোন কিছু বলবেন না।

Level New

ahsan@ vai আমাকে ধন্যবাদ দেওয়ার কিছু নেই যেটা সত্য সেটা বলেছি। আর এটা মনে রাখবেন যে ভাল ভাল ইউনিভার্সিটিতে পড়লে হবে না । ভাল কিছু অর্জন করতে হবে।

Level New

Obaid Ullah Aiman @ vai আপনি কি বিচার করবেন । এইটা ভাল ভাবে বুঝেন ।যে দুইটা দুই জিনিস । এইগুলো যে স্টুডেন্ট বুঝে না । সে কি আসলে ডেফোডিল এর স্টুডেন্ট হওয়ার যুগ্য।

Level New

Real-Time Shield@ হে আপনার কাছে যেটা সত্য মনে হয় । সেটাই আপনার কাছে রাইট। আমি দুঃক্ষিত
আপনার ইউনিভার্সিটি প্রথমে না থাকায়।

Level 0

@jehad boksh, apni amake tuneta valo kore porte bollen but apni eita ki liklen? “তবে আমার এইটাতে কিছু যোগ, বিয়োগ করার জন্য বলবেন না।”

ভাই আপনি কিছু না জেনে পোস্ট দিলেন । আর আপনি মনে হয় ধানমণ্ডি এর ইউনিভার্সিটি ছাড়া আর কিছু চিনেনা । প্রাইম এশিয়া আর সাউথ ইস্ট কে রাখা হইসে তৃতীয় catagory । how funny !! আর কিছু না পান ভাল কমেন্ট পাবেন …।। 😀

Level 0

vai je jeida te pore heidai best!!

Level 0

Jehad box & Leopard apnader ranking ta ee tik ase…

Level 0

অনেক অনেক ধন্যবাদ, খুবই কষ্ট করে টিউনটি লিখলেন তবে কিসির ভিত্তিতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শ্রেনীবিভাগ করলেন, জানালে খুশী হবে। আপনার সম্মতি থাকলে সোর্সসহ জনগুরুত্বপূর্ন টিউনটি শেয়ার করলে, আপনার কোন আপত্তি থাকবে ?

Level New

rafa@ vai আপনাকে ধন্যবাদ।

Level New

১. পড়া-লেখার মান,
২.টিচার এর মান,
৩.ল্যব এর মান,
৪.লাইব্রেরি এর মান,
৫.ক্যাম্পাস এর মান,
৬. স্টুডেন্ট এর মান ইত্যাদি।
না আমার কোন আপত্তি থাকবে না।

**********সবার দৃষ্টি আকর্ষণ করতেছি**********
ভাই ভার্সিটি নিয়া ফাইট বন্ধ করেন……বাচ্চা পোলাপানের মতন শুরু করছে সবাই।
একটা কথা মাথায় রাখতে হবে……পরিবেশ……সব পরিবেশ এ সব কিছু পাওয়া যায় না।
আপনি গ্রামে থাকলে ট্রাফিক সিগনাল বুঝবেন না আবার শহরে থাকলে প্রকৃতি বুঝবেন না।
তাই ২ টার ই দরকার আছে।
তাই এমন জায়গা সবচেয়ে ভাল যেইটা অল্প হইলেও সব ই শিক্ষা দেয় ।
ভাল পরিবেশ এ গেলে আপনি এম্নেই ভাল হয়ে যাবেন নিজেও বুঝবেন না…।
আর বিশ্ববিদ্যালয় গুলাকে ক্যাটাগরিতে না ফেলাই ভাল,এতে করে আত্মবিশ্বাস কমে যায়।
ভাই যে যেইখানে আছেন ভাল আছেন। আপনি দেখেন আপনি কি শিখতেছেন?
শুধু পড়া-লেখা না,সাংস্কৃতিক কর্মকাণ্ড,খেলাধুলা সব কিছুতে “আপনি” আপনার বিশ্ববিদ্যালয় থেকে কতটা আগায়া আছেন? তাইলেই বুঝতে পারবেন কে কোন অবস্থান এ আছেন?
পুরা পরিষ্কার হয়ে যাবে ব্যাপার টা।

বুঝলাম না আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম কেন ২য় শ্রেণীতে ????????? ঢাকায় না বলে ???? আপনার ব্যাবহার করা মানদণ্ড অনুযায়ী আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ১ম হয় তারপরেও যুক্তি দিয়ে বুজাচ্ছি …।
১. পড়ালেখার মানঃ এইটা সব বিভাগ সম্পর্কে আমার বলা সম্ভব না …।। আমার বিভাগের সুনাম আমি বললে হাস্যকর লাগবে ।
২. টিচারের মানঃ আমাদের EEE বিভাগে ৬ জন Phd সহ ৬৮ জন ফুল টাইম শিক্ষক আছে এবং প্রতি ক্লাসে ছাত্র সবচ্চ ৩০ জন ও বছরে ২ সেমিস্টার।
৩. ল্যাব সুবিধাঃ ৫ তলা বিল্ডিং এ ১৩ টি ক্লাস রুম বাকি সব ল্যাব . মোটামুটি ১২-১৫ টি । মোট ৩০,০০০ sft জায়গা । শুধু এক বিভাগ একটা ৫ তোলা বিল্ডিং এবং wifi .
৪. লাইব্রেরিঃ এইটা নিয়ে আর কি বলব …। ওয়েবসাইতে ছবি আছে …… দেখে নিয়েন …আমাদের লাইব্রেরি ভবন ডিজাইন করার জন্য ডিজাইনার পুরষ্কার পাইসে এইটা জানি ।
৫. স্টুডেন্টের মানঃ চট্টগ্রামের সেরা ছেলেরা যারা ইঞ্জিনিয়ার হতে চায় তারা এখানে পরে । শুধুমাত্র রাজনৈতিক কারণে EEE খোলার 9 বছর পরে আমাদের IEB অনুমোদন দেয়া হচ্ছে না…প্রায় ৩-4 বছর ধরে এটা processing এ আছে।

আর শুধু বাংলাদেশ না এটা পৃথিবীর একমাত্র বিশ্ববিদ্যালয় যেটা সামনে সমুদ্র আর ক্যাম্পাস পাহাড়ে ………… একবার দেখতে আসার আমন্ত্রণ রইল ……।।

আর শুধু বাংলাদেশ না এটা পৃথিবীর একমাত্র বিশ্ববিদ্যালয় যেটা সামনে সমুদ্র আর ক্যাম্পাস পাহাড়ে ………… একবার দেখতে আসার আমন্ত্রণ রইল ……।।

ভাই কোনটা ভাল National university te Chemistry hon’s ………or Private university of IUBAT te EEE ……..কোন টার মান ভাল হবে ।

Level New

firozahmed@ ভাই ( ভাই কোনটা ভাল National university te Chemistry hon’s ………or Private university of IUBAT te EEE ……..কোন টার মান ভাল হবে ।)আপনি একবার বলেছেন কোনটা ভাল হবে আরেক বার বলেছেন কোনটার মান ভাল হবে। এইটা বলে আপনি কি বুঝাতে চেয়েছেন আমি নিজেও বুঝিনি তবে আমার মনে হয় আপনি এইটা বুঝাতে চেয়েছেন যে কোনটা ভাল হবে । দেখুন এইটা কিভাবে বলব। আপনি কোনটা তে ভাল করতে পারবেন। এইটা শুদু আপনি জানেন। আপনার ব্রেগগ্রাউন্ড আমি জানি না। আমি আপনার পরিচিত ভাই, বন্ধু কেউই নয় যে আপনার সম্পর্কে জানব এবং বলব যে আপনি EEE নেন আপনার জন্য ভাল হবে বা Chemistry নেন আপনার জন্য ভাল হবে ।এই গুলোর কোনটাই আমি আপনাকে বলতে পারব না । আপনাকে এই টুকু বলতে পারি যে আপনি যে তথ্য দিয়েছেন তাতে বুঝা যাচ্ছে যে দুটুই অনার্স কোর্স । Chemistry তে পড়লে টাকা খরছ কম হবে কারন এইটি সরকারি আর EEE তে পরলে খরছ বেশি হবে কারন এটি প্রাইভেট। Chemistry তে পড়লে সময় মিনিমাম ছয় বছর লাগবে কারন এইটি সরকারি আর EEE তে পড়লে সময় চার বছর লাগবে কারন এটি প্রাইভেট। বর্তমানে EEE তে জব বেশি আর Chemistry তে জব কম। Chemistry এর জব এর সেক্টর হচ্ছে ঔষধ কোম্পানী, খাবার কোম্পানী, এডুকেশন ইত্যাদি। আর EEE এর জব এর সেক্টর হচ্ছে ISP, নেটওয়ার্কিং, ইলেকট্রিক, ক্যাবল, কমিউনিকেশন, টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিকস ইত্যাদি কোম্পানী। এখন আপনি ডিসাইড করুন আপনি কোনটা নিয়ে পরবেন। কোনটা পড়লে আপনার জন্য সুবিধা হয়। কোনটাতে আপনি ভাল করতে পারবেন । দেন আপনি সেটাতে পড়া লেখা করেন।

upnar tune a sob tik ace. but. 2 ta problem ace. 1st is IUB. ata akhon 2nd grade noi .then IUBAT akhon 3rd grade noi. ata 1st grade NA holeo 2nd grade ar university must .

Level New

এখন হতে পারে। আর IUB first class এবং IUBAT 2nd class দরা যেতে পারে। কারন এখন তাদের ভাল করছে। @ ফিরুজ আহমেদ।