এখন কুরআন তিলাওাত করুন আপনার পিসিতে!!

আসসালামু আলাইকুম,

আজ আমি আপনাদের একটা কাজের সফটওয়্যার শেয়ার করব। আশকরি, প্রত্যেক মুসলমান ভাইদের এটা কাজে লাগবে।

প্রত্যেক মুসলিম নর-নারীর জন্য কুরআন শিক্ষা, তিলাওাত করা ফরয।

এইজন্য আপনাদের আমি একটা সফটওয়্যার দেব, নাম  QuranCode । এতে যদিও বাংলা কোন ফিচার নেই, তবুও

  • আরবি বা ইংরেজি বা আরবি শব্দ দ্বারা রুট আয়াত খুঁজে পেতে পারেন.
  • একটি নির্বাচিত আয়াত অথবা সমগ্র কুরআন একই বা অনুরূপ আয়াত খুঁজে পেতে পারেন.
  • আয়াত, শব্দ, অক্ষর এবং / অথবা মান সংখ্যার জন্য লেখা অধ্যায়গুলি বা আয়াত খুঁজে পেতে পারেন.
  • সমগ্র কুরআনের আয়াতের অবস্থানের মান ম্যাপিং দ্বারা নেভিগেট করতে পারেন.
  • play/pause/repeat এবং আয়াত কোনো-পরিসীমা পুনরায় রিপিট করতে পারেন.

এছাড়াও এর আরও অনেক ফিচার রয়েছে, এককথায় এটা use করলে আপনি এর ফ্যান হয়ে যাবেন, সাথে ইন-শা-আল্লাহ সওয়াবও পাবেন।

Screenshot টি একনজর দেখে নিন

Windows 7 QuranCode 2.7.7 full

সফটওয়্যারটি download করুন এখান থেকে।

মাত্র ৬ মেগাবাইট।

আপনাদের জন্য আরও একটা গিফট।

এই সফটওয়্যারে আপনি কুরআনের প্রতিটি আয়াতের বাংলা অনুবাদও পাবেন।

Download করুন এখান থেকে।

মাত্র ২ মেগাবাইট।

আমার জন্য দু'আ করবেন। হয়তবা টিউনটি সুন্দর হয়নি, তবুও সফটওয়্যার দুটি কেমন লাগলো জানাবেন।

আল্লাহ হাফেয।

Level 0

আমি মল্লিক গালিব শাহরিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 103 টি টিউন ও 1799 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মল্লিক গালিব শাহরিয়ার, কম্পিউটার-প্রকৌশল বিভাগ, আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব ভাল জিনিস ।
এতে কিছু হলেও মানুষ আল্লাহর প্রতি ঈমান আনবে…………

    @Smart Loser: ধন্যবাদ, প্রথম কমেন্ট করার জন্য!
    হ্যাঁ, ঠিক আমিও সেই চিন্তাধারা থেকেই টিউনটি করেছি।

Level New

many many thanks.

খুব ভাল জিনিস,

Level 0

খুব উপকার হলে ।যদি এন্ড্রয়েড মোবাইলের জন্য কালেকশন করে দিতেন তাহলে উপকৃত হতাম

    @GreenArmy: পেলে অবশ্যই আপনাকে জানাব। Thanks..

Level 0

সুন্দর

Ai software ta ami bes kisudin dhore khuscilam.osongkho dhonnobad @ black Dragon

Level 0

GreenArmy android jonno ase bro

ইচ্ছা করলে অনলাইন থেকেও পরতে পারেন > http://www.thequran.co

nice tune….

thank u vaia

ধন্যবাদ ভাই। আল্লাহ্‌ আমাদের সবাই কে তেলোয়াত করার তাওফিক দিন। আমিন।

খুবই ভালো টিউন। ইসলামকে সুন্দর করে মুসলিমদের কাছে ফুটিয়ে তোলার জন্য কুরআন এর বিস্তৃতি তো আর বাদ দেয়া যায় না।
দেখেন আপনার নিয়মিত রিডার হয়ে গেলাম।