ENGLISH কে ভয় পান ? আর না এবার ENGLISH ই আপনাকে দেখলে ভয়ে পালাবে { পর্ব-১ SUBJECT এবং PREDICATE } (UPDATED) ENGLISH কে ভয় পান ? আর না এবার ENGLISH ই আপনাকে দেখলে ভয়ে পালাবে { পর্ব-২ Narration Change } গতকাল অতো কষ্ট করে টিউনটা করলাম আর আপনারা কমেন্টই করলেন না , মাত্র দুটো কমেন্ট পরেছে :cry: । এরপর আর কার টিউন করতে ভালো লাগে বলুন তো ? তবুও আজকে এই আশা নিয়ে টিউন করছি যে আপনারা কমেন্ট করবেন । এটাতে কমেন্ট না করলে কিন্তু আর টিউন করবো না । যাক এবার মূল কথায় আসি । আগের দিন আপনাদের Narration এর প্রথম পর্ব শিখিয়ে ছিলাম , আজকে বাকি অংশ নিয়ে আলোচনা করছি । আশা করি আপনাদের Sentence সম্বন্ধে ভালো ধারণা আছে , না থাকলে এই টিউনটা দেখতে পারেন । আগেই বলেছিলাম আজ Sentence এর প্রতিটা ভাগ নিয়ে আর Linker নিয়ে আলোচনা করবো । তো দেখে নিন কোন Sentence এ কীরকম Reporting Verb আর Linker বসবে । কি বুঝলেন ? তো এবার চলুন প্রতিটা Sentence এর উদাহরন দিয়ে আলোচনা করি যাতে বুঝতে সুবিধা হয় । 1) Ram said ,"I like vegetables." ( Assertive Sentence) Ram told me that he liked vegetables. 2)Ram said to me,"Do you play cricket?" ( Interrogative Sentence) Ram asked me if I played cricket . 3)Ram said to me , " Please give me a glass of water." ( Imperative Sentence) Ram requested me to give him a glass of water. 4)Ram said to me, " Do not go at night. " ( Imperative Sentence) Ram advised me not to go at night. 5)Ram said to me , " May you live long ." (Optative Sentence) Ram wished me that I might live long. 6)Ram said ,"Hurrah!We have won the match." ( Exclamatory Sentence) Ram exclaimed with joy that they had won the match. আগের পর্বটা যদি আপনি পড়ে থাকেন তাহলে কি ভাবে Change হল সেটা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় তবে আমার মতে সবথেকে আগে Sentence এর বিভিন্ন ভাগ আর Tense সম্বন্ধে ভালো ভাবে জেনে নিবেন । তো চলুন এবার দেখেনি যদি বাক্যে This,That প্রভৃতি থাকে তাহলে কিভাবে পরিবর্তন হবে । নিচের ছবিটা দেখুন তাহলে ভালো ভাবে বুঝতে পারবেন । আশা করি এবার আপনি খূব সহজেই Narration করতে পারবেন । এবার শুধু প্রাকটিস করে যান । দেখবেন এমন এক সময় আসবে যখন Narration আপনার কাছে জল-ভাত হয়ে যাবে । আর তাছাড়া কোনও অসুবিধা হলে আমি তো আছিই , যদি পারি সাহায্য করবো । আজ এ পর্যন্তই , যদি আপনারা সঙ্গে থাকেন তাহলে পরের পর্বে Degree Change সমন্ধে আলোচনা করবো - নাহলে এটাই শেষ । ভালো থাকবেন আর কেমন লাগলো জানাবেন । ও ও আর একটা কথা , আমি কিছুদিন ধরে ভাবছি ফেসবুক এ একটা পেজ খুলবো তবে সেটা অবশ্যই পড়াশুনো কেন্দ্রিক হবে । কেও যদি আমার সাথে পেজটা খুলতে চান কমেন্ট করে জানান কারন একটা পেজ একজন এডমিন এর পক্ষে কন্ট্রোল করা সম্ভব নয় । ভালো থাকবেন । ধন্যবাদ ।
আমি Raja Banerjee। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 264 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Vai engraji sekhao ki ajkal technology hoya galo naki???? J apni ei Technology blog a ei post diye cholesen!!!!